নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
কেউ কেউ বলেন বাংলার কাশ্মীর, মূলত এটা একটা পরিত্যক্ত লাইম-স্টোন লেক, যা কেয়ারী লাইম স্টোন লেক নামে পরিচিত। এছাড়া কেয়ারী লেক, আবার অনেকে নীলাদ্রি নামে ডেকে থাকেন নীল পানির কারণে। তবে ইদানিং ভ্রমণ পিপাসুরা নীলাদ্রি নামটাকেই মনে হয় বেশী পছন্দ করছেন। তবে জায়গাটাকে যে নামেই ডাকা হোক না কেন সৌন্দর্য্যে যে কেউ জায়গাটার প্রেমে পড়তে বাধ্য।
সিমান্তের উপারের মেঘালয়ে পাহাড়ের সর্বশেষ অংশটা এই লেকের পানিতে এসে ডুবে গেছে। এই লেকটাও এক সময় ঐ পাহাড়েরই একটা অংশ ছিল, কিন্তু বাংলাদেশ অংশের চুনা পাথরগুলো উঠিয়ে ফেলার কারণেই এই লেকের সৃষ্টি হয়েছে, আর অন্য দিকে সিমান্ত ওপারের বিশাল চুনা পাথরের পাহাড়টা এখনো পুরোপুরি অক্ষত।
পাহাড়ের নিচু অংশে রয়েছে ভারতের কাটা তারের বেড়া। লেকের পাড়েই চুনা পাথরের একটি পরিত্যক্ত ফ্যাক্টরি, সাথেই আছে ব্রিটিশ আমলের রেলওয়ে সিস্টেম। আর অগনিত লোহা লক্কর আর বিশালাকার পরিত্যক্ত দুটি ক্রেন। বাকিটা কেবলই ছবি।
(২) যাওয়ার পথে পড়বে এমন চমৎকার মেটো পথ।
(৩) সুনামগঞ্জ থেকে নিলাদ্রী যেতে হলে পারি দিতে হয় এই যাদুকাটা নদী।
(৪) শীতকাল হলে যাদুকাটা নদীর বাম পাশের এই শিমুল বনটা দেখে যাওয়া যেতে পারে।
(৫) যাদুকাটা পার হয়ে নিলাদ্রী যাওয়ার আগেই ওপারের সুউচ্চ পাহাড় বেয়ে ভারতীয় ট্রাকগুলো কয়লা বোঝাই করে নিয়ে আসছে বাংলাদেশে।
(৬/৭) এটাই সেই নিলাদ্রী লেক, বর্ষাকালে পানির রংটা আরো বেশী নীল দেখায়।
(৮/৯) লেকের পাশের এই পাহাড়টা সম্ভবত কৃত্রিম, তবে সৌন্দর্য্যের কিন্তু কমতি নেই।
(১০) এখানের প্রধান বাহন হলো মোটর সাইকেল।
(১১) মালামাল পরিবহনের জন্য রয়েছে এমন কিছু গাড়ি।
(১২/১৩) এমন ঘোড়ার গাড়ি ও ঘোড়াগুলো দেখলে মনে হয় সত্যিই এটা কাশ্মীর।
(১৪) নিলাদ্রীর পানিতে পর্যটকদের নৌকা নিয়ে ঘোরাফেরা। ওপাশের যেকানটায় পানি ছুয়ে আছে এবং বড় চুনা পাথরের খন্ডগুলো দেখা যাচ্ছে ওটা সিমান্তের উপার।
(১৫) ব্রিটিশ আমলের রেল লাইন।
(১৬) চুনা পাথর টানার ছোট রেল ইঞ্জিন।
(১৭) পর্যটকদের আনাগোনায় জায়গাটা প্রায় সব সময়ই মুখরিত থাকে।
(১৮) এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে থাকা চুনা পাথরগুলোর মাঝে মাঝেই দেখা যাবে এমন সিমান্ত পিলার।
(১৯/২০) বর্ষায় এখানটার রূপ সত্যিই অনন্য। এবারো বর্ষায় যাওয়ার ইচ্ছেটা আছে খুব।
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: প্রথম হইছেন কি খাবেন বলেন কাওসার ভাই
২| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি খুবই ভাগ্যবান এই সুন্দর দেশটাকে উপভোগ করতে পারছেন। ৪ নং ছবিটা অসাধারণ। সঠিক পরিকল্পনা নিলে আমরা প্রকৃতি দিয়েই পর্যটকদের আকর্ষণ করতে পারব...
২৮ শে জুন, ২০১৮ রাত ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই, এজন্য আমি নিজেকে সব সময় সৌভাগ্যবান মনে করি, ধন্যবাদ।
৩| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:০২
লাবণ্য ২ বলেছেন: দারুন! ছবি ব্লগ।
২৮ শে জুন, ২০১৮ রাত ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন লাবণ্য
৪| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:১২
কাওসার চৌধুরী বলেছেন: কিছুই খেতে হবে না। প্রিয় ভাইয়ের ছবি ব্লগে ফার্সট হতে পেরেছি এটাই অনেক আনন্দের। আগে লাইক দিতে ভুলে গিয়েছিলাম; এখন দিলাম।
২৮ শে জুন, ২০১৮ রাত ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: আপ্নারে ও আমি লাইক দিলাম ভাইজান
৫| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:১৮
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
অনেকদিন পরে ।
চমৎকার সব দৃশ্য । নীলাদ্রি সম্পর্কে এই প্রথম জানলুম ।
২৮ শে জুন, ২০১৮ রাত ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: সময় সংকটে ভুগছি ভাই, তবে ব্লগে মন পড়ে থাকে সব সময়। আপনি কেমন আছেন?
৬| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:২২
কানিজ রিনা বলেছেন: অসাধারন, বাংলার সৌন্দর্য আপনি এমন
সুন্দর করে তুলে ধরেন তাই আন্তরিক
ধন্যবাদ।
২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনাদের এমন মন্তব্যে উৎসাহিত হই বরাবরই।
৭| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৩১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলার কাশ্মীর। কী দারুণ দেখতে/ জায়গাটা চেনা চেনা/ মনে হয় যেন কাছে ডাকছে।
যাদুকাটা নদী আর শিমুল বন এই দুটো মনে হয় আপনার আগের কোন পোস্টে দেখেছি। তাই না?
২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: নয়ন তারা যার কোলে আমরা তাকে দেখতে চাই
৮| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: প্রথম কথা হলো ছবি গুলো ভালো তুলেছেন। ২য় কথা হলো ঈদের দিন আমার নাইকন ডি ৩২০০ মডেল ক্যামেরা নোষ্ট হয়ে এগছে। ৩য় কথা হলো আমি কখনও সুনামগঞ্জ যাইনি। কিন্তু সিলেট অনেক বার গিয়েছি। শুনেছি ওইসব এলাকার মানুষ নাকি খুব দরিদ্র?
২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: নিলাদ্রীটা যেই টেকের ঘাটে অবস্থিত, ওখানকার মানুষদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। কারণ ভারতীয় কয়লার ব্যাপক প্রসার ওখানে। তবে আশে পাশের মানুষদের জীবন যাত্রা খুবই করুণ........শুভেচ্ছা জানবেন রাজীব ভাই।
৯| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৪৫
তারেক ফাহিম বলেছেন: পুরোপুরি উপভোগ্য মানুষ আপনি।
২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা করি সব সময় ফাহিম ভাই।
১০| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৫৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্রিটিশ আমলের পরিত্যক্ত রেল লাইনের লোহাগুলো আজও চুরি হয় নাই? আশ্চর্য তো!
২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: ওখানে মনে হয় ভাঙ্গারির দোকান নাই........জাতি কিন্তু আপ্নার কাছে কিছু জান্তে চেয়েছে
১১| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:০০
সিগন্যাস বলেছেন: ঐখানকার পানি কি নীল নাকি?
২৮ শে জুন, ২০১৮ রাত ৯:০৩
সাদা মনের মানুষ বলেছেন: অনেকটা সবুজ মনে হলো আমার কাছে, অবশ্য আকাশে যদি নীল থাকে তবে পুরোই নীল হয়ে যাওয়ার কথা।
১২| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৭ নং ছবি। পর্যটকদের থাকা খাওয়ার ব্যবস্থা কী? আশে পাশে হোটেল রেস্টুরেন্ট কিছু আছে, না নাই?
২৮ শে জুন, ২০১৮ রাত ৯:০৫
সাদা মনের মানুষ বলেছেন: এখন ওখানে বেশ কিছু থাকা এবং খাওয়ার হোটেল আছে, এক সময় কিছুই ছিল না। এসব জানতে চান ক্যান? আপনার কি খালি খিদা লাগে?
১৩| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নয়ন তারা যার কোলে আমরা তাকে দেখতে চাই
বহুত তাফালিং-এর মধ্যে আছি রে ভাই। সময় সুযোগ হইলে নিশ্চয় দেখবেন।
২৮ শে জুন, ২০১৮ রাত ৯:০৬
সাদা মনের মানুষ বলেছেন: বুড়ো বয়সে এতো তাফালিং ভালোনা, এখন একটু ভালো হওয়ার চেষ্টা করেন ( গেয়ানী লোকের ইমো হবে )
১৪| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:৩৩
শামচুল হক বলেছেন: ছবি দেখে তো পাগল হয়ে গেলাম, এখন যাওয়ার জন্য মন ছটফট করছে।
২৯ শে জুন, ২০১৮ ভোর ৬:১৮
সাদা মনের মানুষ বলেছেন: জুলাই মাসের কোন একদিন চলেন ঘুরে আসি, এখন সেখানে আরো চমৎকার রূপ থাকার কথা।
১৫| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:৪২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আসলে রমজান মাসের মাঝামাঝি থেকেই খুব বিড়ম্বনার মধ্যে আছি। আমার এক নিকটাত্মীয়া ক্যান্সার-এ আক্রান্ত হয়ে চরম কষ্টের মধ্যে আছে। এ পর্যন্ত তাকে দুইবার ভারতে পাঠানো হয়েছে। সেখানে চেন্নাই এবং মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে তার চিকিৎসা করানো হয়েছে। চিকিৎসা বলতে কেমোথেরাপি ছাড়া অন্য কিছু না। আসলে ওখানকার ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন। তার আগে ঢাকা ও রাজশাহীতেও চিকিৎসা করানো হয়েছে। এ পর্যন্ত কোন চিকিৎসাতেই কোন উন্নতি হয়নি, বরং আরও অবনতি হয়েছে।
এই আত্মীয়ার স্বামী প্যানক্রিয়াসের ইনফেকশনে আক্রান্ত হয়ে ঈদের ছয় সাতদিন আগে থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখানে তার দেখাশুনার কেউ না থাকায় আমাদেরকেই সব কিছু করতে হয়েছে। অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
মরার উপর খাঁড়ার ঘা। ঈদের ঠিক আগের দিন রাত সাড়ে দশটার দিকে খবর এলো যে, আপনার ভাবীর মামী মারা গিয়েছেন। উনাদের সাথে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। ফলে আপনার ভাবী কাঁদতে কাঁদতে রাত বারোটার দিকে অন্যান্য আত্মীয়স্বজনের সাথে নাটোরে সেই মামার বাড়ি চলে গেল। ঈদের জামাতের পর জানাজা হবে জেনে আমার দুই ছেলে ঈদের দিন ভোর ছয়টা সাড়ে ছয়টার দিকে মোটর সাইকেলে নাটোরে চলে গেল।
বাসায় শুধু আমি আর নয়নতারা সহ আমার বউমা। ঈদের দিন কিছু রান্না বান্না তো করতেই হয়। ঈদগাহে সাড়ে আটটায় জামাত। তার আগে নয়নতারার দেখভাল করতে করতেই ভাগাভাগি করে আমি আর বউমা কিছু রান্না বান্না করে ফেললাম। এরপর নামাজ পড়ে এসে বউমা ও নয়নতারাকে বাসায় রেখেই আমি মায়ের জন্য কিছু খাবার টিফিন ক্যারিয়ারে নিয়ে সালাম করতে চলে গেলাম। সেখান থেকে আবার গোরস্থানে গিয়ে আব্বা ও বড় ভাইয়ের কবর জিয়ারত করে বাসায় ফিরে এলাম। আপনার ভাবী এবং ছেলেরা দুপুরের পর নাটোর থেকে ফিরে এল।
ঈদের পরদিন নয়নতারার নানু বাড়ি যাওয়ার প্রোগ্রাম ছিল। সেটা একদিন পিছিয়ে দিয়ে পরের দিন পাঠানো হলো। ওর জন্মের পর গত সাড়ে চার মাসে সে এই প্রথম নানার বাড়ি গেল। বুঝতেই পারছেন, বউমা মায়ের বাড়ি যাওয়ার জন্য কতটা উদগ্রীব হয়ে ছিল। কিন্তু নয়নতারা চলে যাওয়ায় আমার মোটেই ভালো লাগছে না। কিন্তু কী আর করা! নানা নানী মামা খালা এদেরও তো অধিকার আছে নয়নতারার ওপর।
যাই হোক, ওরা আরও কিছুদিন ওখানে থাকবে। তারপর ওরা ফিরে এলে আমি একটু স্বস্তি পাই। আমার নিজের শরীরটাও ভালো যাচ্ছে না। গতকাল ডাক্তার দেখিয়ে প্রেশারের ওষুধ চেঞ্জ করা হয়েছে।
২৯ শে জুন, ২০১৮ ভোর ৬:১৮
সাদা মনের মানুষ বলেছেন: এই জন্যই অনেক আগে থেকেই আমি সংসার না করার সিদ্ধান্ত নিয়েছি
১৬| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:৫৬
সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !
২৯ শে জুন, ২০১৮ ভোর ৬:২১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সুমন দাদা
১৭| ২৮ শে জুন, ২০১৮ রাত ১১:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! কী সুন্দর । সাদা মনের সাদা ভায়ের সাদা পোষ্টে, সাদা মনে সাদা কথা লিখেগেলাম। হা হা হা
মাঝে কমেন্টের মধ্য আবুহেনা ভায়ের নিকট আত্মীয়ের জন্য এমপ্যাথি থাকলো। নয়নতারার জন্যও থাকলো শুভ কামনা।
অনেক অনেক শুভেচ্ছা সুপ্রিয় সাদা মনের ভাইকে।
২৯ শে জুন, ২০১৮ সকাল ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, শুভ কামনা আপনারও জন্য, সব সময়।
১৮| ২৮ শে জুন, ২০১৮ রাত ১১:৫১
প্রামানিক বলেছেন: ছবি দেখে তো ছবিই, বাস্তব ছবিও যে এত সুন্দর হয় না দেখলে বোঝা যাবে না। আছেন কেমন?
২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: চলেন গিয়া দেখে আসি একদিন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই।
১৯| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:১৯
সৈয়দ ইসলাম বলেছেন: কামাল ভাই,
আবারো ছবি নিয়ে আপনার আগমন আমাদের পিপাসা নিবারণ করলো। তবে আপনার কোন ছবি আসেনি; সেটার জন্য আমি মাতম করছি! ... ( )
এইসব জায়গাগুলোতে না, বসন্তকালে ভ্রমণ করতে ভাল লাগে। তখন এইসব অঞ্চলের ঘাস তাকে নতুন যৌবনে বলিয়ান। তখন সত্যি অসাধারণ লাগে বাংলার রূপ।
এবারে ছবি ব্লগে অসম্ভব ভাল লাগা জানিয়ে গেলাম।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৩
সাদা মনের মানুষ বলেছেন: এবারের বর্ষায় আবারো যাওয়ার ইচ্ছে আছে, আশা করছি সেটাও কোন একদিন পোষ্টে আসবে, আমার ছবি নাই দেইক্কা মাতম করছেন শুইনা আমারো চক্কে পানি আইয়া পরছে
২০| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
দেখে মুগ্ধ হলুম!
২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানিয়ে গেলুম
২১| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই জন্যই অনেক আগে থেকেই আমি সংসার না করার সিদ্ধান্ত নিয়েছি
ভালো করেছেন। এখন একটা একতারা হাতে বৈষ্ণব হয়ে যান। এমনিতেই তো বনে জঙ্গলে ঘুরে বেড়ান। এবার গান গাইতে গাইতে ঘুরে বেড়ালে ইউ টিউবে প্রিয়া প্রকাশের মতো ভাইরাল হয়ে যাবেন।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৫
সাদা মনের মানুষ বলেছেন: রাজশাহী থেইক্কা আমারে একটা এক্তারা কিন্না দিবেন্নি
২২| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৪
টারজান০০০০৭ বলেছেন: কপালরে ভাই , আপনি ঘুরিয়া বেড়ান , টারজান তো জঙ্গল হইতে বাইর হইতে পারে না !!!!!
যাওয়ার ইচ্ছা আছে ! দেখি সময় করে !
ভাবছি আপনারে সাদা পোলো বা সাদা বতুতা উপাধি দিমু !
২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩০
সাদা মনের মানুষ বলেছেন: টারজান উপাধীটাই কিন্তু সব থেকে ভালো লাগছে, কারণ বনে বাদাড়ে থাকার মজাই আলাদা, ফ্রেস অক্সিজেন-শতায়ু
২৩| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: দারুন ছবি ব্লগ!
২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩১
সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ মোস্তফা ভাই।
২৪| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৯
রাকু হাসান বলেছেন: জানতাম না সাদা মনের মানুষ ভাইয়া
ছবিগুলো ভাল লাগছে । নীলাদ্রী নামটা আমারও ভাল লাগলো । যাদুকাটা নামটিও তেমন । আচ্ছা ছবি গুলো কোন সময়ের তোলা ভাল যাবে ? যদি নিজে তুলে থাকেন বলার কথা ।
টারজান ভাই...আপনার মন্তব্য পড়ে হাসলাম ... টারজান তো জঙ্গল হইতে বাইর হইতে পারে না !!!!!
২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: নিচের দুটি ছবি বাদে বাকীগুলো ২৩ ফেব্রুয়ারী ২০১৮ তে তোলা। ধন্যবাদ হাসান ভাই, ভালো থাকুন, সব সময়।
২৫| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:০২
জুন বলেছেন: উনিশ নম্বর ছবিটি দেখে আমার মন বলে উঠলো "এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি"। সাদামন প্রকৃতির প্রতিটী ছবি দেখে আমি মুগ্ধ শুধু লোহা লক্করের জন্জাল ছাড়া । আর ঐ কয়লার ট্রাকগুলো যা সিলেটের তামাবিল , হালুয়াঘাট সব সীমান্তের অপরূপ প্রকৃতির বারোটা বাজিয়েছে ।
+
২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: লোহা লক্করের জন্জালগুলোতে মনটা উদাস করে, এক সময় এখানে এই লোহা লক্কর নিয়ে কতো মানুষ খেলত, আজ সবই অতীত। কয়লা সভ্যতা আমাদের এগিয়ে নিচ্ছে, তবে প্রকৃতিকে করছে নিঃস........শুভেচ্ছা জানবেন আপু।
২৬| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৩
সিগন্যাস বলেছেন: ছবি দেখে মনে হচ্ছে জায়গাটা কক্সবাজার থেকে সুন্দর। আমি কি ঠিক বলছি?
২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: আমি বলি প্রত্যেক জায়গারই আলাদা সৌন্দর্য্য রয়েছে, শুধু দেখার চোখ থাকতে হয়.......শুভেচ্ছা অবিরত
২৭| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৬
শাহিন বিন রফিক বলেছেন:
ভাল লাগল।
হেনা ভাইয়ের কমেন্ট বরাবরের মত রসে ভরা।
জুলাইয়ের ছবি গুলো দেখার অপেক্ষায় থাকলাম।
একখানা প্লাস না দিলে বড্ড বেমান দেখা যাই। +
২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪০
সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাই এক কমেন্টেই বুঝিয়ে দিয়েছে, উনি খুব বিপদে আছেন, আসেন আমরা সবাই দোয়ায়ে ইউনুস পড়ি
২৮| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:০৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নিলাদ্রীটা যেই টেকের ঘাটে অবস্থিত, ওখানকার মানুষদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। কারণ ভারতীয় কয়লার ব্যাপক প্রসার ওখানে। তবে আশে পাশের মানুষদের জীবন যাত্রা খুবই করুণ........শুভেচ্ছা জানবেন রাজীব ভাই।
বিগত পাঁচ বছর ধরে আমি কোনো ফটো ওয়ার্কে যাই না। এদিকে ক্যামেরাটাও নষ্ট হয়ে গেছে।
ক্যামেরাটা ঠিক করে, ফোটোওয়াকে বের হবো খুব শ্রীঘই।
০১ লা জুলাই, ২০১৮ সকাল ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: আমারও ক্যামেরাটা পরিবর্তন করাটা জরুরী হয়ে গেছে, ধন্যবাদ ভাইজান।
২৯| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৭
হাসান রাজু বলেছেন: ভাই অনেকদিন পর ? সুস্থ আছেন, সেটাই বড় কথা। এই চুনা পাথর খনিতে অফিসের কাজে গিয়েছিলাম ২০০৬ সালের দিকে। গিয়েই যায়গাটার প্রেমে পরে গিয়েছিলাম। একপাশে মেঘালয় অন্যপাশে বিস্তৃত হাওড় ।
ওখানে খনিটার পিছন দিকে মেঘালয়ের নিচে বাংলাদেশ অংশে মুক্তিযুদ্ধের শহিদদের একটা কবরস্থান আছে।
চুনাপাথর খনিটার বাংলোর পাশের দিকে একটা পানির ট্যাংক আছে যেখানে কোন মোটর সংযোগ ছাড়াই অবিরত পানি উঠছে । এবং সেই পানি বিশুদ্ধতো বটেই বছরের পর বছর রেখে দিলেও পানি লাল বা নষ্ট হয় না। বৈজ্ঞানিক ব্যাখ্যা হল এরকম- পানির লেয়ার চুনা পাথরের ভিতর দিয়ে ফিল্টার হওয়ায় এত বিশুদ্ধ ।
সুন্দর পোস্ট। সবসময়ের মত।
০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:০০
সাদা মনের মানুষ বলেছেন: শহিদদের একটা কবরস্থানটা দেখা হয়নি, তবে পানির প্রবাহটা দেখেছি আম। নিচে তার একটা ছবি দিলাম, ধন্যবাদ রাজু ভাই।
৩০| ৩০ শে জুন, ২০১৮ রাত ৯:১৮
সোহানী বলেছেন: বরাবরের মতই ভালো লাগলো পর্যটক ভাই।..................... আপনার ছবিগুলা চোখে শান্তি শান্তি ভাব এনে দেয়।
০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, প্রকৃতি প্রেমিক যারা তারা প্রকৃতিতেই শান্তি খুজে নেয়।
৩১| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১০:২৫
খাঁজা বাবা বলেছেন: চমৎকার ছবি
০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
সাদা মনের মানুষ বলেছেন: খাঁজা বাবা, খাঁজা বাবা, মারহাবা মারহাবা
৩২| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর পোস্ট। এ ধরনের পোস্ট আরো দরকার।
১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১২
সাদা মনের মানুষ বলেছেন: এমন আরো অনেক পোষ্ট জমে আছে ভাই, সময়ের অভাবে দিতে পারছি না, ধন্যবাদ।
৩৩| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: wao very very nice
১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কস্
৩৪| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:১০
পুলক ঢালী বলেছেন: আপনার ছবি ব্লগ মানেই হিট। এই ছবিগুলি আমি তুললে দেখার যোগ্য থাকতো না
তবে এবার আপনি না গিয়ে ছবি উঠালেন কিভাবে বুঝতে পারছিনা কোনো ড্রোন ট্রোন পাঠিয়েছিলেন কিনা!? নাকি কোন যাদু টোনা প্রয়োগ করেছিলেন বুঝতে পারছিনা।
ভাল থাকুন কামাল ভাই।
২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: আমি যাইনি এমন তো বলিনি ভাই, ওখানে এই পর্যন্ত আমি চার বার গিয়েছি, এবারের বর্ষায় আরো একবার যাওয়ার ইচ্ছে আছে..........শুভ কামনা
৩৫| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৮
সামিয়া বলেছেন: ছবিগুলো দেখে মন জুড়িয়ে গেল, অনেক অনেক ভালোলাগা ভাইয়া।
২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: কোন ছবি ব্লগ দেখলে আমারও মন জুড়িয়ে যায় আপু, ভালো থাকুন, সব সময়।
৩৬| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১২
তারেক সিফাত বলেছেন: ছবি ব্লগটা দারুণ লাগলো। অনেকগুলা জায়গা রিলেট করতে পারছিলাম পূর্বে যাওয়ার কারণে।
সুন্দর জায়গা।
শুভ কামনা!
২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৪
সাদা মনের মানুষ বলেছেন: পোষ্টে এসে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ সিফাত ভাই,
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার ছবি ব্লক। সবগুলো ছবিই সুন্দর হয়েছে।