নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
গ্রামের নাম মানিগাঁও। একটু দূরে দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড়টা ভারতের মেঘালয় রাজ্যের ভেতর। যেখানে সব সময় মেঘেদের আনাগোনায় স্বপ্নময় হয়ে থাকে। আর সেই স্বপ্ন পাহাড় থেকে উৎপত্তি হয়ে মানিগাঁও পায়ের কাছ থেকে বাঁক নিয়ে যে অজানা গন্তব্যে চলে গেছে সেই নদীটির নাম যাদুকাটা। আমি বলি রূপের নদী যাদুকাটা।
আর যাদুকাটার বাঁকেই গড়ে উঠেছে বাংলাদেশের বৃহত্তম শিমুল বাগান। ফাগুনে এই বনের আগুন লাগা সৌন্দর্য্যে মানুষ ছুটে যায় ওখানে, হারিয়ে যায় এক বসন্ত ভুবনে। গত বসন্তে এই আগুন রাঙা শিমুল বনে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। আর তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম কোন এক বর্ষায় সবুজ শিমুল বনটাকে দেখতেই হবে আমার। তাই এবারের বর্ষায় সুযোগটা কাজে লাগিয়ে দেখে এলাম আমার কাঙ্খিত সবুজ শিমুল বন।
(২) সুনামগঞ্জ নতুন ব্রীজ নেমেই বৃষ্টি দেখে মনটা দমে গেল। এমনিতেই মেঘালয়ের কোল ঘেষে হওয়ায় এই অঞ্চল বৃষ্টি প্রবন, তার উপর বর্ষাকাল। এখান থেকেই মোটর সাইকেল নিয়ে যেতে হবে লাউড়ের গড়, তারপর ট্রলারে যাদুকাটার ওপারে যেতে হবে। বৃষ্টির কারণে পরে সিএনজিতে করে লাউড়ের গড় যাওয়ার সিদ্ধান্ত নিলাম।
(৩/৪) কিছু শামুক খোল পাখি খাবার খুজে বেড়াচ্ছে ও কৃষকরা ব্যস্ত কাজে। ছবিগুলো সিএনজিতে থেকেই তুলেছি।
(৫) ওপারে মেঘালয়ের পাহাড় আর এপারের সবুজ ধানের ক্ষেত, সত্যিই অসাধারণ!
(৬) বর্ষাকালে যাদুকাটা নদী অনেক প্রশস্ত হয়ে যায়, মেঘালয়ের পাহাড়কে পেছনে ফেলে যাদুকাটা ধরে ট্রলার নিয়েএগিয়ে চললাম শিমুল বনের দিকে।
(৭) শিমুল বন প্রান্তের ট্রলার ঘাট।
(৮) যাদুকাটায় পাথর সংগ্রহের নৌকা।
(৯) আমাদেরকে অভ্যর্থনা জানাতে বসে ছিল ফিঙেগুলো।
(১০) ঐ তো একটু সামনেই আমাদের সেই কাঙ্খিত সবুজ শিমুল বন।
(১১) শিমুল বনের ঐ শেষ প্রান্তেই যাদুকাটা নদী।
(১২/১৩) এমন সবুজের ভেতর বসে একটি দিন কাটিয়ে দেয়া যায় অনায়াসেই।
(১৪) উপর দিক থেকে তোলা শিমুল বনের ছবি।
(১৫) এখানে থেকেও ঝাপসা ভাবে মেঘালয়ের ঝর্ণা দেখা।
(১৬) শিমুল বনের ভেতর পায়ে চলা পথ।
(১৭) একটা কাঠ শালিক শিমুল ডালে বসে খেলছে।
(১৮) বনের ভেতর সাইকেল চালাচ্ছে দুটি শিশু।
(১৯) শিমুল বনের ফাগুনের ছবি এটা।
(২০) বনের ভেতর আমার উপস্থিতি।
১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০
সাদা মনের মানুষ বলেছেন: শিমুলের সবুজ পাতা লাল ফুল, সত্যিই বিউটিফুল
শুভেচ্ছা জানবেন দাদা।
২| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০
স্রাঞ্জি সে বলেছেন:
১৯ নম্বর টা নিশ্চয় আগের।
ভাল লাগল কিন্তু সব ছবি।
কৃষকের ছবি টা দারুণ হয়ছে।
১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২
সাদা মনের মানুষ বলেছেন: জ্বী ভাই ১৯ নাম্বারটা ফেব্রুয়ারী মাসে তোলা ছবি। উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৩| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই, ভালো থাকুন, সব সময়।
৪| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১২
জোবাইর বলেছেন: শিমুল বনের বর্ষার সবুজ রূপ ও ফাগুনের আগুন ঝড়া দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: পোষ্টে এসে উৎসাহিত করায় আপনাকেও আন্তরিক ধন্যবাদ জোবাইর ভাই।
৫| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩
আরণ্যক রাখাল বলেছেন: যেতে হবে। লোভ ধরিয়ে দিলেন
১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: এমন সবুজ দেখতে এখনি ওখানে যাওয়ার সময় রাখাল ভাই
৬| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাল লাগলো ।
১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৬
সাদা মনের মানুষ বলেছেন:
মামার জন্য এক মগ কফি
৭| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৫
তারেক_মাহমুদ বলেছেন: বাহ শিমুল বনের ছবিগুলো দারুণ মনমুগ্ধকর।
১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তারেক ভাই, ভালো থাকুন সব সময়।
৮| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
আখেনাটেন বলেছেন: সুন্দর! সুন্দর!
১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা শুভেচ্ছা
৯| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নেটের স্পিড কম। এখনো সব ছবি দেখতে পারি নি। (
১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
সাদা মনের মানুষ বলেছেন: নেট স্পীড কম হলে আমার পোষ্টগুলো অবশ্যই বিরম্বনার সৃষ্টি করবে, দুঃখিত ভাই।
১০| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানিগাঁও গ্রামে নিশ্চয় অনেক মানিওয়ালা লোক আছে, তাইনা?
১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: মানিওয়ালারা এখন রাজশাহী শহরে চলে গেছেন
১১| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১২/১৩ নং ছবিতে বলেছেন, এমন সবুজের ভেতর বসে সারাদিন কাটিয়ে দেওয়া যায় অনায়াসে।
ভাই, লোকে পাগল বলবে। ডাকাত ভেবে লাঠি সোটা নিয়ে হামলাও করতে পারে। কারণ, তারা ভাববে এই লোকগুলা সারাদিন এখানে বসে রাতের অপেক্ষা করছে। রাত হলেই গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ডাকাতি করবে। সারাদিন ওখানে বসে থাকার চিন্তা বাদ দেন।
১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আপনার বাসায় চলে আসি ভাই, কি বলেন?
১২| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
রাকু হাসান বলেছেন:
আমি যেন আাবার এখানে সবুজের প্রেমে মুগ্ধ হলাম ।
১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: হওয়াটা অস্বাভাবিক কিছু নয় ভাই, সত্যিই অসাধারণ এই সবুজ।
১৩| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬
মুরাদ মুরসাল বলেছেন: ছবিগুলো খুব চমৎকার, উপভোগ করলাম।
১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন মুরাদ ভাই।
১৪| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮
আরিশা আলী বলেছেন: ছবিগুলো খুব সুন্দর ।
১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর যায়গার ছবি বলেই সুন্দর, শুভেচ্ছা জানবেন আপু।
১৫| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট ওখানে আমি আর কবি সায়েমুন গিয়েছিলাম সরকারি কাজে। নস্টালজিক হলাম। আমাদের মাইক্রোবাস সব জায়গায় যেতে পারেনি। বাইকে চড়ে কোমড় ব্যথা হয়ে গিয়েছিলো । নৌকার ছবিটি দারুন হয়েছে। সীমান্তর্ব্তী এলাকার দৃশ্য সত্যি অসাধারণ ।
১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: এবার বাইকে চড়ে কোমর ব্যাথার পাশাপাশি আমার খুব ঘুম পেয়েছিল। বাইক থেকে পড়ে যাওয়ার শংকায় ছিলাম খুব। শুভেচ্ছা জানবেন আনোয়ার ভাই।
১৬| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন সবুজে একটা দিন কি ভায়া
একজনম কটিয়ে দেওয়া যায় বুঝি!
দারুন মানে দারুন
মুগ্ধতা অশেষ
+++
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী, আপনি ঠিকই বলেছেন।
১৭| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই, ভালো থাকুন, সব সময়।
আপনিও ভালো থাকবেন। অনেক শুভ কামনা।
১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৮
সাদা মনের মানুষ বলেছেন:
১৮| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৯
বিজন রয় বলেছেন: কি বলবো?
ভাল হয়েছে বলবো?
১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০
সাদা মনের মানুষ বলেছেন: বলার দরকার কি আছে? আপনার উপস্থিতিই তো সব বলে দিল
১৯| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৪
নতুন নকিব বলেছেন:
আপনার সঙ্গী হতে লোভ হয়। সবুজাভ পোস্টে ধন্যবাদ।
২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে করলেই তো আমরা কোথাও গলাগলি ধরে হাটতে পারি।
২০| ১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর সুন্দর ছবি গুলো দেখে ভালো হয়ে গেল আমার মন, আহ! কি সুন্দর বাংলার রূপ প্রকৃতি, যেন ষোড়শীর যৌবন থেকেও মনোমুগ্ধকর।
ধন্যবাদ ভাই সুন্দর প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
শুভকামনা আপনার জন্য সবসময়
২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ষোড়শীর যৌবন থেকেও মনোমুগ্ধকর, দারূণ উপমা দিয়াছেন নয়ন ভাই। আপনার জন্যও শুভ কামনা সব সময়।
২১| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২
শায়মা বলেছেন: কি যে সুন্দর ভাইয়া!!!!!!!!
২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই খুব সুন্দর আপু, শুভেচ্ছা নেবেন।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: বিউটিফুল!!