নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

আমার ভিক্টোরিয়া দর্শন

২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৪


কলকাতায় প্রথম গিয়েছিলাম ১৯৮৭ সালে। তখন পাসপোর্ট ভিসা যেমন ছিলনা তেমনি ছিলনা আমার ক্যামেরাও। ভিক্টোরিয়ার সাথে সেই ১৯৮৭ সালেই আমার পরিচয় হয়েছিল, কিন্তু ছবি তোলা হয়নি। পরিচয়ের পর দীর্ঘ ৩১ বছরে আরো অনেক বারই কলকাতা চষে বেড়িয়েছি। কিন্তু ভিক্টোরিয়ার সাথে আবার দেখা হলো ৩১ বছর পর ২০১৮ সালে। এবার কিন্তু পাসপোর্ট, ভিসা ক্যামেরা কোন কিছুরই ঘাটতি ছিল না। তাই ভিক্টোরিয়ার ছবি তুলতে ভুল করিনি। ভিক্টোরিয়াকে আপনারা চিনতে পারছেন তো? ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়া, যিনি ৬৩ বছরেরও অধিক সময়ের জন্য রাজকীয়ভাবে গ্রেট ব্রিটেনের দায়িত্ব পালন করেন। তাহলে আসুন আমার ক্যামেরায় দেখে নেই ভিক্টোরিয়াকে।


(২) কলকাতায় জওহরলাল নেহেরু রাস্তার নিকটে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়্যাল, ভারতীয় ও বিদেশীদের জন্য একটি অন্যতম প্রধান পর্যটন গন্তব্যস্থল। ওখানে প্রবেশ করতে হলে টিকেট নিতে হবে, ভারতীয়দের জন্য ৩০ রূপি আর বিদেশীদের জন্য ৫০০।


(৩) আমি ৩০ রূপিতেই ঢুকে গেলাম।


(৪) প্রধান ফটক দিয়া প্রবেশ করার পর বিশাল ভাস্কর্য্যের পাশ কাটিয়ে লাল ইটের ফুটপাত এবং লন ঢাকা সাদা পাথরে।


(৫) লনের পাশের দেবদারু গাছে বসে দেবদারু ফল খাচ্ছে একটা কাঠবিড়ালী।


(৬) কেন্দ্রিয় গম্বুজের শীর্ষে ৪.৯ মিটার লম্বা ও পাঁচ টন ওজনের “এঞ্জেল অফ ভিক্টরি”-র একটি মূর্তি রয়েছে।


(৭) আমরা আস্তে আস্তে হেটে গিয়ে প্রবেশ করলাম সাদা মাকরানা মার্বেল পাথর দ্বারা নির্মিত ভিক্টোরিয়া প্রাসাদে।


(৮/৯) গ্যালারিতে প্রাচীন নিদর্শন।



(১০) প্রাচীন কলকাতার কিছু চিত্র।


(১১) প্রাসাদের দোতলায় উঠার সিড়ি।


(১২) প্রধান গম্বুজের ভেতরের দিকের ছবি।


(১৩) গম্ভুজের ঠিক মাঝখানের ফ্লোরে রানী ভিক্টোরিয়ার ভাস্কর্য্য।


(১৪) নিচের গ্যালারিও দ্বোতালার বারান্দা সহ পুরোটা এক ক্লিকে।


(১৫) ৬৪ একর জায়গা জুড়ে লন, পুকুর, গুল্মরাজি ও লতাপাতায় ঘেরা বিশাল উন্মুক্ত সবুজ অঙ্গন, যা সত্যিই খুবই চমৎকার।


(১৬) প্রাসাদের ডান পাশ থেকে তোলা ছবি এটি।


(১৭) প্রাসাদের পেছনের লন এটি।


(১৮) সাদা এই ফুলটার নাম ফুরুস।


(১৯) অনেক তো হলো এবার একটু জিরিয়ে নেয়া যাক।


(২০) বেড়িয়ে আসার আগে শেষ ক্লিক।

মন্তব্য ৫৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১০

স্রাঞ্জি সে বলেছেন: নীল টিশার্ট এ আপনাকে বেশ মানাইছে।



২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২১

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, ভিক্টোরিয়ার সাথে সাক্ষাৎ করতে গেছি, যেমন তেমন পোষাকে তো আর যাওয়া যায় না :-B

২| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছবি ও বর্ণনা দেখে ভালো লাগল। এটা কি ভিক্টোরিয়ার শাসনামলে তৈরি নাকি পরে বানানো হয়েছে?

২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: ভারতের সম্রাজ্ঞী, রাণী ভিক্টোরিয়া ৬৩ বছরেরও অধিক সময়ের জন্য রাজকীয়ভাবে গ্রেট ব্রিটেনের দায়িত্ব পালন করেন। তিনি তাঁর কাকা চতুর্থ উইলিয়াম-এর মৃত্যুর পর ১৮৩৭ সালে যুক্তরাজ্যের রাণী হিসাবে নিযুক্ত হন। ১৯০১ সালে তাঁর মৃত্যুর পর, তাঁর পুত্র রাজা সপ্তম এডওয়ার্ড শাসনভার গ্রহণ করেন। ১৯০১ সালের জানুয়ারিতে তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জন রাণী ভিক্টোরিয়ার সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তাবনা করেন।

এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর ১৯০৬ সালের ৪-ঠা জানুয়ারি ওয়েলস্-এর রাজকুমার (রাজা পঞ্চম জর্জ) স্হাপন করেন। ১৫ বছর ধরে নির্মিত এই স্মৃতিসৌধ ১৯২১ সালে জনসাধারণের পরিদর্শনের জন্য প্রস্তুত হয়েছিল। এই স্মৃতিসৌধের নির্মাণ কাজটি মেসার্স.মার্টিন অ্যান্ড কোং কলকাতা-কে দেওয়া হয়েছিল।

প্রায় ১-কোটি টাকা ব্যয়ে এই স্মৃতিসৌধ নির্মিত হয়েছিল, যা ভারতীয় দেশীয় রাজ্যগুলির দ্বারা প্রদেয়।

৩| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

নাবিক সিনবাদ বলেছেন: চমৎকার সব ছবির সমাহার, ভালো লাগলো।

২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সিন্দাবাদ

৪| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

ঢাবিয়ান বলেছেন: আপনার বদৌলতে চমৎকার ভিক্টোরিয়া ভ্রমন হয়ে গেল।অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার সব ছবি এবং সুন্দর বর্ননার জন্য।

২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই, আপনার মন্তব্যে আমি উৎসাহ বোধ করছি।

৫| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

চাঙ্কু বলেছেন: ভিসা ছাড়া কলকাতা কিভাবে গেছেন? #:-S
ছবিগুলো সেইরাম ননাফসুসিত হইছে!

২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: আগে চোরাই পথে ভারতে যাওয়াটা খুব কঠিন কিছু ছিলনা ভাইজান।

ননাফসুসিত? এইটা আবার কি জিনিস ভাই?

৬| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি শুনেছিলাম তাজমহল সহ বিভিন্ন জায়গায় ভারতীয় ও অভারতীয়দের জন্য টিকেটের দামের পার্থক্য আছে। অনেক বাংলাদেশী হিন্দীতে কথা বলে টিকেট নেয় যাতে কম খরচ হয়। আপনিও কি সেই ট্রিক করেছিলেন? টিকেট কম দামে পেলেন কীভাবে?

২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: কলকাতায় তো বাংলা বলাই যথেষ্ট, তবু আমার সাথী হিন্দি বলেই টিকেট নিয়াছে। :D

৭| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

সিগন্যাস বলেছেন: সাদা মন পরিষ্কার রাখার জন্য এইসবের প্রয়োজন আছে । ছবি লোড হচ্ছেনা কয়েকটা

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: এটাই আমাদের ফোরজি :)

৮| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর । আপনি এখানে ঘোড়ার গাড়ি চড়েননি? আর ভিক্টোরিয়ার হবু কাপলদের ছবিটা বোধহয় আপনার চোখে পড়েনি। তখন ময়দানে বইমেলা হত, মেস থেকে আমরা বন্ধুরা বইমেলার একটি সময় রাখতাম ভিক্টোরিয়ায় বসে থাকা কপোত কপোতীদের দেখার জন্য। আহা, আমাদের মত হতভাগাদের ঐ সব দৃশ্যেই যেন মন ভরে যেত।

অনেক শুভকামনা আপনাকে।


২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান। হবু কাপলদের চোখে পড়েনি এমনটি নয়, তবে এসব ছবি তুলতে আমি স্বচ্ছন্দ বোধ করিনা কখনো। ঘোড়ার গাড়ি চোখে পড়ল না কেন আমার?


আহা, আমাদের মত হতভাগাদের ঐ সব দৃশ্যেই যেন মন ভরে যেত।
.......বেশ ভাইটামিন যুক্ত মন্তব্য :D

৯| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭

প্রামানিক বলেছেন: আপনার চোখ দিয়া অনেক কিছু দেখলাম। আবার চোখের ভাড়া চাইয়েন না।

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: এই চোখ নিয়া যেই গাড়ি দিয়া গেলাম সেই গাড়ির ভাড়া দিলেই আপাতত চলবে B-)

১০| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনি ৩০ রুপীতে ঢুকলেন ক্যামনে? দুই নম্বরী কাজটা আমারে শিখাইয়া দেন। আমার কামে লাগবো।

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনি হলেন আমার গুরু, আমি তো এমন জিনিস আপনার কাছে আরো শিখতে চাই ;)

১১| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৮ নং ছবি। ফুলের নাম ফুরুস? এরকম নাম দাদার জন্মেও শুনি নাই। গুল মারেন না তো?

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: পছন্দ না হলে অন্য একটা নাম বলি, কি বলেন?

১২| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভিতরে যে পাঁচ লাখ বছর আগের ফসিল আছে, সিরাজউদ্দৌলার সেনাপতি মোহনলালের পোশাক আছে, এইগুলার ছবি কই?

২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: সবই ফসিলের নিচে চাপা পইরা গেছে, ছবি তুম্মু কেম্নে? :D

১৩| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৯ নং ছবি। নায়কের মতো পোজ দিয়েছেন। কোলকাতার মেয়েরা নিশ্চয় খুব পছন্দ করেছে। কী বলেন?

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২

সাদা মনের মানুষ বলেছেন: আশে পাশে তো আমি কাউকেই দেখি নাই, ওনারা কি আপনার সাথে ছিল? ;)

১৪| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ হয়েছে ছবি ও পোস্ট।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন মাইদুল ভাই।

১৫| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ছবি ও বর্ণনা সুন্দর! ভালো লাগল।

বিদেশীদের জন্য ৫০০, আমার মনে হয় শাদা চামড়া বিদেশীদের জন্য।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: হতে পারে, ভাগ্যিস আমি ফেয়ার এন্ড লাভলী মাখাটা ছেড়ে দিয়েছিলাম :)

১৬| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৭

তারেক ফাহিম বলেছেন: ছবি ও বর্ণনা অনেক সুন্দর +

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই, মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

১৭| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: চমৎকার পোষ্ট।

ছবি গুলো ভালো। আগামী বছর যাবো।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আমরা ভালো কিছু ছবির আশা করতেই পারি, কি বলেন রাজীব ভাই?

১৮| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই সুন্দর ছবি ব্লগ।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই, ভালো থাকুন, সব সময়।

১৯| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছবি পোস্ট বর্ণনায় ও ছবিতে।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাইজান।

২০| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

শিখা রহমান বলেছেন: সুন্দর ছবি এবং চমৎকার বর্ণনা। মনে মনে ঘুরে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে।

শুভকামনা। ভালো থাকবেন।

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০০

সাদা মনের মানুষ বলেছেন: প্রচন্ড গরম আর সময় স্বল্পতায় আমরা খুবই কম ঘুরার সময় পেয়েছিলাম আপু, ধন্যবাদ।

২১| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার সব ছবি। +++

একটি তথ্য দেয়ার ছিল, ২০১৬ সালের অক্টোবর এ একটি বিল পাশ হয় ভারতে, আর তা ছিল South Asian Association for Regional Cooperation (SAARC) এবং Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) এর নাগরিকদের জন্য ভারতের প্রত্নতাত্ত্বিক সকল সাইটে প্রবেশমূল্য তথা টিকেট প্রাইস অন্যান্য ভারতীয়দের সমান হবে। গুগল করলে অনেক লিংক পাবেন, আমি একটি দিলামঃ REVISED ENTRY FEE AT 116 MONUMENTS IN INDIA

আমি নিজে দিল্লী, আগ্রা, জয়পুর, মাইসুর, ব্যাঙ্গালুরু সহ নানান জায়গায় এই সুবিধা পেয়েছি। শুধু এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে গত বছর ঝামেলা করেছে; শেষে সেবার প্রবেশই করিনি। আমি তাদের নিউজের সফট কপি এবং গভর্নমেন্ট সার্কুলার দেখানো সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত প্রহরী এবং কর্মকর্তা'দের গোঁয়ার্তুমি দেখে বিরক্ত হয়ে সেবার ভেতরে প্রবেশ না করেই চলে এসেছিলাম।

ভাল থাকা হোক সর্বদা। এভাবেই আমাদের দারুণ দারুণ সব ছবি উপহার দিয়ে যান।

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

সাদা মনের মানুষ বলেছেন: গুগল লিঙ্ক আমার দরকার নাই, আপনারা হলেন আমার ভ্রমণ গুরু। মনা ভাই টিকেট কেটেছে তারপর আমরা ঢুকে পড়েছি। জানেনই তো আপনার বন্ধু মনা ভাইয়ের শ্বশুর বাড়ি কলকাতায়। আপনার ক্যামেরাটা কিন্তু আমাকে ধার দিতে হবে হাসান ভাই, আমার ক্যামেরা নষ্ট।

২২| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার ক্যামেরা নষ্ট / পেলাম মনে কষ্ট। একটা লেটেস্ট মডেলের ঝাক্কাস ক্যামেরা কিনে ফেলুন সাদা মন ভাই। আপনার ক্যামেরা না থাকা মানে তো হাত পা না থাকা।

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ভাবতাছি আপনার কাছে কিছু টাকা ধার চামু, আর সেটাই আমি জানি আপ্নি আমাকে না করবেন্না। শত হলেও হাত পা বলে কথা =p~

২৩| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভাবতাছি আপনার কাছে কিছু টাকা ধার চামু, আর সেটাই আমি জানি আপ্নি আমাকে না করবেন্না। শত হলেও হাত পা বলে কথা


না, না, আমি কী আপনাকে না করতে পারি? তয় কয়েকটা দিন সবুর করা লাগবো। বাংলাদেশ ব্যাংকের ভল্ট থাইকা কিছু আউটগোয়িং করতে পারি কী না দেখি। ওখানে না হইলে কয়লা বেইচা আপনারে ট্যাকা দিমু। ব্যবস্থা একটা হইব নে। টেনশন লইয়েন না।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: নাহ্ এবার আমি নিশ্চিৎ হলামযে, আমার ক্যামেরার একটা ব্যবস্থ্যা হয়ে যাবে।

২৪| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন ভ্রমন সারা হলো
সাথে ৪৭০ রুপি সেভিংস ;) হা হা হা


ইতিহাস দেখতে দেখতে আমরা অজানিতেই ইতিহাসের পথের পথিক!
শুধু ভাবি কি চিহ্ণ রেখে যাচ্ছি! কিছূকি রবে? মহাকালে!
আপনিতো ভ্রমনের দারুন আর্কাইভ হয়ে যাচ্ছেন ক্রমশ!

কিছুতো করা চাই- ছবি হয়ে যাবার আগে!

পোষ্টে ++++++++

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: চলে আসেন ভাইজান ৪৭০ রুপির শ্রাদ্ধ করে ফেলি.........আপনার চমৎকার মন্তব্য আমাকে উৎসাহিত করেছে নিঃসন্দেহে, ধন্যবাদ বিদ্রোহী।

২৫| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৩

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন দাদা

২৬| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৪

সোহানী বলেছেন: হুম দেশ ছেড়ে বিদেশ!!!!!!!! বরাবরের মতই অসাধরন। (বাবার ভিজিটের কথা মনে পড়ে গেল, তাই শেয়ার করলাম)

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু

২৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সাথে আমিও একটু ঘুরে এলাম
কিন্তু আপনি ৩০ রুপিতে কীভাবে ঢুকলেন? :)

ভালো লাগলো

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: পুরোটাই জালিয়াতি, ভাবে ছিলাম ইন্ডিয়ান........শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.