| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সাদা মনের মানুষ
	বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

মেঘনার পাড়ের জায়গাটার নাম পান্থশালা। এটা নরসিংদী জেলার রায়পুরা থানার ফেরিঘাট এলাকা। পান্থশালা থেকে ওপারের সায়দাবাদ ঘাট পর্যন্ত ফেরি চলাচল করে। পান্থশালায় ছোট বড় কয়েকটি পিকনিক স্পট আছে, আর সামনেই রয়েছে মেঘনার অবারিত জলরাশি। জায়গাটা চমৎকার হওয়ায় কয়েকবারই ওদিকে গিয়েছি। তবে ওখান থেকে নৌকা ভ্রমণ এটাই প্রথম। 
তবে আমাকে সব থেকে বেশী টানে এই এলাকার আদিও আসল গ্রামগুলো। যদিও এই সময়টায় গ্রামের নিচু জমিগুলো পানিতে তলিয়ে আছে। শুষ্ক মৌসুমে এই এলাকায় প্রচুর সবজি ও বাঙ্গি জন্মে। বাঙ্গি উৎপাদনে এই এলাকার বিশেষ নাম আছে।
 
(২) এটাই মেঘনার পাড়ের পান্থশালা।
(৩) ফেরি ঘাটে শিশুদের জলকেলি।
(৪/৫) নদীতে নানা রকম নৌকা নানা কাজে ব্যস্ত।

(৬/৭) নদীর ধারে পাট নিয়ে ব্যস্ত কৃষক কৃষানী।
 
(৮) এটা সম্ভবত কারেন্ট জাল, নিষেধাজ্ঞা মানতে রাজী নই আমরা।
(৯) ওরা মাছ ধরতে যাচ্ছে কিংবা ধরার পর ফেরৎ আসছে।
(১০) আমাদেরও ইচ্ছে করে, তবে এখন আর আগের মতো সাহস নাই।
(১১) একটা চমৎকার মসজিদ, এই গ্রামের নাম বাশগাড়ি।
(১২) হয়তো ব্রীজের উপর থেকে লাফাতে পারি না, জলে তো নামতে পারি।
(১৩) ঠেলা জাল নিয়ে যাচ্ছে মাছ ধরতে।
 
(১৪/১৫) ওরা জলের তলায় চাই (মাছ ধরার বিশেষ ফাঁদ) বসাচ্ছে মাছ ধরার জন্য।

(১৬) শেষ বিকালের আলো।
(১৭) একটা বিশাল ফুটবল মাঠ, এক সাথে পাঁচটা টিম ফুটবল খেলছে দেখলাম।
(১৮) নদীর পাড়ের এমন দৃশ্যগুলো দেখলে মনের অজান্তেই বেড়িয়ে আসে এমন দেশটি কোথাও খুঁজে..........
(১৯) দুটি কিশোর ছোট মাছের জাল টানছে, তাদের জাল উঠানো পর্যন্ত অপেক্ষা করে মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম।
 
(২০) এই সেই মাছ, কয়েকটা ছোট ইলিশ, চাপিলা, টেংরা, কাটারিয়া ইত্যাদি মাছ।
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: সাধুবাদ জানবেন সাধু ![]()
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪০
সাদা মনের মানুষ বলেছেন: শ্রদ্ধা জানবেন কবি
৩| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪১
রাকু হাসান বলেছেন: শেষ বিকালের আলো,ফুটবল মাঠ বেস্ট লাগলো +
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: আমার কাছেও এসব খুব ভালো লেগেছিল, শুভেচ্ছা জানবেন ভাই
৪| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: আমারও ঘুরে বেড়াতে ইচ্ছে হয়; কিন্তু হায় সুযোগ কম।
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: সুযোগ ইদানিং আমারও খুব কম, তবু আমি সব সময় সময় বের করার ধান্ধায় থেকে সুযোগ খুজে নেই, শুভেচ্ছা জানবেন সাধু।
৫| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: গ্রাম্য জীবনের চমৎকার সব ছবি। ত্রি-রত্নের ছবিটিতে বিশেষ ভাললাগা। +++
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, গুরুদের মন্তব্য পেলে বরাবরই ভালো উৎসাহ বোধ করি।
৬| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৪
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ  , 
কেন যে এমন সব ছবি দিয়ে আর ভ্রমনের কথা বলে দুঃখটাকে জাগিয়ে দেন !!!!! 
 
কায়দা করে লিখেছেন "ছোট ইলিশ " ! এতো "জাটকা " !  
   তবে জাটকা ইলিশ ধরে ফাটকা খেতে হয়নি তো ?  
  ![]()
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২১
সাদা মনের মানুষ বলেছেন: জাটকাকে কায়দা করে ছোট ইলিশ বলেছি, এটাতো আমার মাথায়ই ছিল না। সত্যিই দেখছি আমার মাথায় অনেক বুদ্ধি.......কেমন আছেন ভাইজান?
৭| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: 
  
  
  ![]()
কে কার গুরু
বলিবে ইহা কে?
বলিতে হইবে না কিছু
সকলেই জানে যে!
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২২
সাদা মনের মানুষ বলেছেন: আপনার ভেতর থেকে কবিতা বের করার জন্য এখন থেকে আপনাকে অন্য কিছু আমি আর ডাকছিনা গুরু ![]()
৮| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:২০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!  ছবিগুলি অসাধারণ। ১০ নং ছবিতে জলে ঝাপ দেওয়ার টাইমিংটা সবকিছুকে ছাপিয়ে গেছে।  আর মাছগুলি, আহা!  আমার যে বড্ড লোভ হচ্ছে।।  কী আর করা যাবে। কাটারিয়া কি ক্যাটরিনার নাম থেকে এসেছে?  
শুভকামনা রইল।
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, কাটারিয়া মাছটা চাপিলা মাছেরই মতো তবে একটু সরু, অসাধারণ স্বাদের মাছ..........শুভেচ্ছা নেবেন।
৯| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৪৩
কথার ফুলঝুরি! বলেছেন: ছবিগুলো দেখে কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি  
 আমি এখানে যেতে চাই  
 
যদি কখনো সুযোগ হয় অবশ্যই যাবো, তাই প্রিয়তে নিয়ে রাখলাম ।
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে থাকলে উপায় হয়, ভালো থাকবেন আপু।
১০| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৫৩
শাহারিয়ার ইমন বলেছেন: পান্থশালা গিয়েছিলাম ,ভাল লাগছিল অনেক
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৪
সাদা মনের মানুষ বলেছেন: এইতো একজন সাক্ষী পাওয়া গেলো। ধন্যবাদ ইমন ভাই, ভালো থাকুন, সব সময়।
১১| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৫
রাজীব নুর বলেছেন: গ্রাম এবং গ্রামের ছবি আমার সব সময়ই ভালো লাগে। 
সুন্দর পোষ্ট।
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৫
সাদা মনের মানুষ বলেছেন: আমারো তাই, শুভেচ্ছা জানবেন রাজীব ভাই।
১২| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসম্ভব সুন্দর ছবিগুলো, তারপর সুন্দর প্রকৃতি ভয়ংকর সুন্দর করে তুলেছে ছবিগুলো, যে কারোর চোখ আটকে যাবে ছবিগুলোতে। 
ভালো হয়ে গেল মনটা, কি দারুন মনোমুগ্ধকর প্রকৃতির সাজ
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, গ্রাম প্রকৃতি এসবে সব সময় হারিয়ে যেতে ইচ্ছে করে। আর আপনাদের এমন মন্তব্যে উৎসাহিত হই বরাবরই।
১৩| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৫১
বাকপ্রবাস বলেছেন: আহা মন ভরে গেল। সাথে আবার ফুঠবলও আছে, বল দেখলে আমার পা নিশপিশ করে খেলার জন্য।
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: বেশীর ভাগ মানুষেরই বলে একটু লাথি মারতে পারলে ভালো লাগে। শুভেচ্ছা
১৪| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো দেখে অনেক ভাল লাগল ভাইয়া।
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৯
সাদা মনের মানুষ বলেছেন: শ্রদ্ধা জানবেন সোহেল ভাই।
১৫| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৩৭
অপ্সরা বলেছেন: ভাইয়া সাতারের ছবিটা মজার !!!!!
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: সাতরাইতে গিয়া সাপ দেখে দৌড়াইয়া উঠে পড়েছিলাম আপু........ধন্যবাদ।
১৬| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৪৩
অপ্সরা বলেছেন: হা হা হা সাপ না দেখে সাতারে নেমেছিলে!!!!!!!!!!!!
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: সাপ সাতরাচ্ছে আমি মাছ ভেবে তার দিকে সাতরাইছিলাম, নৌকা থেকে মাঝি আওয়াজ দিল সাপ, ব্যস আর যায় কোথায়? ![]()
১৭| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৪৭
অপ্সরা বলেছেন: ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৫ ০
 লেখক বলেছেন: সাপ সাতরাচ্ছে আমি মাছ ভেবে তার দিকে সাতরাইছিলাম, নৌকা থেকে মাঝি আওয়াজ দিল সাপ, ব্যস আর যায় কোথায়? 
 
হা হা হা  সাপকে কি মাছ ভেবেছিলে!!!!!!!!
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: আসলে আমি পানির লেভেলে থেকে ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু উপর থেকে ঠিকই বুঝা যাচ্ছিল। তবে আমি সাপের দিকে সাতরানোর কারণে যে কিন্তু দূরে সরে যাচ্ছিল।
১৮| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫৫
অপ্সরা বলেছেন: বাপরে ! সাপও তোমাকে ভয় পায়!!!!!! 
তোমাকে মনে হয় জলদানো ভেবেছিলো ভাইয়া!!!!!
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৭:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, বুঝলেন তো এবার ![]()
১৯| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:০৫
শিখা রহমান বলেছেন: ছবিগুলো অসাধারণ। শেয়ার করার জন্য ধন্যবাদ।
শুভকামনা। ভালো থাকবেন।
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৭:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শিখা রহমান, আপনিও ভালো থাকুন, সব সময়।
২০| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চমৎকার ছবিপোস্ট! গ্রাম আর নদী সত্যিই অপূর্ব! আপনার বরাবরের পোস্টগুলোর মত এটাও আরেকটা মনকাড়া ছবিপোস্ট। ভালো লাগল।
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৭:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সম্রাট। আপনাদের এমন মন্তব্যে উৎসাহিত হয়েই আমি ছুটে চলি আমার পছন্দের পথগুলোতে।
২১| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:৫৫
জাহিদ অনিক বলেছেন: বাহ ! ফ্রেস তরতাজা মাছগুলো ভাল লাগলো দেখে 
চমৎকার +
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: নদীতে এমন মাছ সব সময়ই কম বেশী পাওয়া যায় অনিক ভাই। শুভেচ্ছা জানবেন।
২২| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  রাত ১:২৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছবিপোস্ট সুন্দর হয়েছে ভালো লাগল।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তবে চুপি চুপি আমার ব্লগ ঘুরে আসলেন
কিছুই কি বলার ছিল না !!!?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আমার কাপ ভর্তি চা খেল কে? ![]()
২৩| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৩:২৬
কাওসার চৌধুরী বলেছেন: 
বাহ!! ছবিগুলো তো দুর্দান্ত; অনেক ভাল লেগেছে৷ বিশেষ করে,(৩), (৬), (৭), (১৩), (১৪), (১৫), (১৮)৷
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের গ্রামের ছবিগুলো তো এমনি হয় কাওসার ভাই,ধন্যবাদ।
২৪| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:২৭
অব্যক্ত কাব্য বলেছেন: চমৎকার ছবি
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০০
সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভাই।
২৫| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:২৯
স্রাঞ্জি সে বলেছেন: 
সব ছবিই আমাকে বিমোহিত করল।
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:০৮
সাদা মনের মানুষ বলেছেন: জেনে ভালো লাগলো
২৬| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:২৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ওয়াও! ছবিগুলো কথা বলছে।
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১০
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন রহমান ভাই, আমাদের গ্রাম নদীর ছবিগুলো কথা বলে, শুভেচ্ছা জানবেন।
২৭| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৩৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার ছবিগুলো সবসময় অসাধারণ হয়-আর ছবির ফ্রেমটার জন্যই অসাধারণ লাগে। আপনার সাথে আমারও ব্লগ ভ্রমণ হয়ে যায়!
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১২
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ফ্রেমটা ছবির সৌন্দর্য্য অনেকটাই বাড়িয়ে দেয়, যাক দুজনারই ভ্রমণ হয়ে গেল।
২৮| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এখানে গেলে আমি আর কোনদিন বাড়িতে ফিরবো না। হাতে একটা খঞ্জনি নিয়া মেজদার ভাব সঙ্গীত গাইতে গাইতে এখানকার জলে স্থলে সব যায়গায় ঘুরে বেড়াবো।
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১৩
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, সাথে অঞ্জনারেও কিন্তু নিতে পারেন ![]()
২৯| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১০ নম্বর ছবি। আপনি বুড়ো হয়ে গেছেন, তাই সাহস নাই।
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আপনার মতো যুবক যখন হবো তখন হয়তো কিছু সাহস বাড়তেও পারে ![]()
৩০| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১২ নম্বর ছবি। আমার মতো তরুণও আছে একজন দেখছি (সর্ব ডানে)।
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১৫
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, পাকা দাড়িওয়ালা তরুণ
৩১| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১১ নম্বর ছবি। এই গ্রামের নাম বাঁশগাড়ি কেন জানেন? এই গ্রামের বাঁশঝাড় থেকে বাঁশ কেটে গাড়িতে করে হাটে নিয়ে যাওয়া হয় বিক্রির জন্য। শুধু ছবি তুললে হবে না সাদা মন ভাই, ইতিহাসও জানতে হবে।
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১৬
সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হয় এই গ্রামের লোকেরা বাঁশ দিয়ে গাড়ি বানায়। লোহা লক্কড়ের ঝামেলা ওদের পছন্দ না ![]()
৩২| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:১৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২০ নম্বর ছবি। জাটকা ধরার অপরাধে আপনার ছয় মাস জরিমানা হবে কইয়া দিলাম।
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১৭
সাদা মনের মানুষ বলেছেন: ছয় মাস আপনার বাড়িতে থাকা খাওয়াটা বেশ কঠিন হলেও আমি মানিয়ে নিতে পারবো কথা দিলাম ![]()
৩৩| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:৪২
খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছবি ব্লগ। "শেষ বিকেলের আলো" ছবিটা মায়া ছড়িয়ে গেলো!
পোস্টে প্লাস! + +
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১৮
সাদা মনের মানুষ বলেছেন: গুণী মানুষরা প্লাস দিলে সত্যিই অনুপ্রাণিত হই।
৩৪| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫২
তানজিম রিফাত বলেছেন: ছবিগুলো দেখে সত্যিই অন্যরকম অনুভূতি আসে! এইতো আসল বাংলা! আমার দেশ!
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১৯
সাদা মনের মানুষ বলেছেন: আমিও আপনার সাথে সূর মিলিয়ে বলতে চাই "এইতো আসল বাংলা! আমার দেশ!"
৩৫| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:২৫
এস এ মেহেদী বলেছেন: ওয়াও!
অসাধার!
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:০১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন মেহেদী ভাই
৩৬| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৫৬
নীলপরি বলেছেন: দারুণ ।++
 
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন নীলপরি
৩৭| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:০৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার ক্যামেরা তো নষ্ট। এই ঝাক্কাস ছবিগুলা কী বোকা মানুষের ক্যামেরা দিয়া উঠাইছেন?
 
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৪১
সাদা মনের মানুষ বলেছেন: এই ট্যুরে আমার ক্যামেরা ভালোই ছিল, পরবর্তি নিকলী হাওড় ভ্রমণের সময় আমার ক্যামেরা খারাপ হয়। আর বোকা মানুষটা তখন সাথে ছিল বলেই ওনার ক্যামেরা দিয়ে কিছু ছবি উঠাতে পেরেছিলাম। আর এই বোকা মানুষটা কিন্তু আমার ভ্রমণ গুরুদের একজন।
৩৮| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:১১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আহারে! মাছগুলা দেইখা খাইতে ইচ্ছা করে। আমারে বাদ দিয়া খাইছেন, কামডা ভালো করেন নাই। আপনার হজমে সমস্যা হইতে পারে।
 
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনি আমাকে কখন দেখলেন খাইতে, আমি তো খালি ছবি উঠাইলাম ![]()
৩৯| 
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৫৪
সৈয়দ ইসলাম বলেছেন: যারা ভ্রমণ পিপাসু কিন্তু ভ্রমণ করতে পারে না। তারা এগুলো দেখে কষ্টই পাবে, তবে এ কষ্টে অনেক শান্তনাও আছে, তাই বলবো শান্তনা বেশি প্রয়োজন ভাই।
সবগুলোই অসাধারণ হয়েছে।
 
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ইসলাম ভাই। ভ্রমণের ইচ্ছেটা ষোল আনা থাকলে নিজেও কিছুটা সময় বের করা যায়, ভালো থাকবেন সব সময়।
৪০| 
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:৩৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফেসবুকে আপনার ছবি দেখে মহানায়ক উপাধী দিয়েছি। আর সেই ছবিটাই ব্লগের প্রো-পিকচারে দিয়ে ভাব নিচ্ছেন? আহা! বেশ, বেশ, বেশ। ছবিটা ভাবীরে দেখাইয়া আর একটু ভাব নিতে পারেন।  ![]()
 
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:১৩
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে গেয়ানি লুকদের কতা ফেলতে নেই ...........................
৪১| 
১৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১০
প্রামানিক বলেছেন: মাছ দেইখা মনডা উতালা হইয়া গেল। এরকম তাজা মাছ অনেক দিন হলো খাই না।
 
২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: বাজারে কিন্তু তাজা মাছ উঠে, হোটেলে গেলে পাইবেন কই?
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার দৃশ্যাবলী ।