নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ভ্রমণ বাংলাদেশ নামে আমাদের একটা টিম আছে। প্রতি বছর ডিসেম্বরে আমাদের এই সংগঠন টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত তিন দিনে সাগরের পাড় ধরে হাটে। আমিও দুইবার হেটেছি। আমার অনুভুতি ছিল এটা স্বর্গ, আর স্বর্গ সবাই দেখতে পায়না, কারণ হাটতে পারে কয়জন? এবার সেই স্বর্গ দেখার জন্য আর হাটার দরকার নাই। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক ধরে গাড়িতে করেই পুরোটা দেখা যায়।
এটি ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগর এর পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। ২০১৭ সালের ৬ মে এটি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
এই সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয় ১৯৮৯ সালে। ১৯৯৩ সালে তৎকালীন সরকার ৪৮ কিঃমিঃ দীর্ঘ মেরিন ড্রাইভ প্রকল্প গ্রহণ করেন। তবে ২ কিঃমিঃ সড়ক নির্মানের পর এর কাজ বন্ধ হয়ে যায় এবং সড়কটি সাগরের প্রবল স্রোতে বিলীন হয়ে যায়। পরবর্তিতে ১৯৯৫ সালে এর নির্মাণ কাজ পুনরায় শুরু হয়। তখন এর নির্মান কাজের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। মাঝে কয়েক বছর কাজ বন্ধ থেকে পুনরায় ২০০৮ সালে এর নির্মাণ কাজ শুরু হয়।
বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের অধীনে এটির নির্মাণ কাজ পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এতে মোট খরচ হয় প্রায় ১,০৫০ কোটি টাকা। এর নির্মাণ কাজ ২০১৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও এক বছর আগেই তা শেষ হয়ে যায়। এটির নির্মান কাজ চলাকালীন ২০১০ সালের ১৪ জুন পাহাড় ধসে নির্মাণ কাজে নিয়োজিত ছয় সেনা সদস্যের মৃত্যু হয়।
(২) কক্সবাজারের শহরতলী পার হওয়ার পরই রাস্তার দুই পাশে সবুজের বন্যা দেখা যায়।
(৩) আরো কিছুটা পথ পারি দিলে কিছু নারকেল গাছের পরই দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর।
(৪) হিমছড়ি পর্যন্ত বাম পাশে পাহাড় থাকায় এমন ছোট আকারের ঝর্ণার দেখা মেলে বেশ কয়েকটা।
(৫) মাঝপথে এমন একটা লোহার ব্রীজও রয়েছে এই পথে।
(৬) ডান পাশে সাগর আর বাম পাশে পড়বে এমন বেশ কয়েকটি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র।
(৭/৮) সাগর আর আকাশ এক সাথে মিলেমিশে আছে।
(৯) গাড়ি থামিয়ে সাগরে নেমে তুলেছি এই ছবিটা।
(১০) এক সময় মেরিন ড্রাইভের শেষ মাথায় দেখা দেবে টেকনাফের পাহাড়।
(১১/১২) ছবির মতোই সুন্দর ছবি।
(১৩) বালির নিচে জেলেদের কূড়ে।
(১৪/১৫) মাছ ধরার পর, অলস নৌকাগুলো।
(১৬/১৭) টেকনাফের চমৎকার সবুজ পাহাড়গুলো।
(১৮) শুটকি শুকানো হচ্ছে।
(১৯) দূরে গ্রাম, কাছে নৌকা।
(২০) এটা নাফ নদী, ওপাশে মায়ানমার।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের ভ্রমণ বাংলাদেশ সবার জন্যই উম্মুক্ত। তবে নিয়মে থাকা বাধ্যতা মূলক
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: সামু কোন লিঙ্ক গ্রহণ করছে না বলে দিতে পারছি না ভাই।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
ওমেরা বলেছেন: ওমা গো কি সুন্দর যে ছবি গুলো লাগছে এক্কেবারে আমার মনটা ভরে গিয়েছে । অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু, তবে বেশীর ভাগ ছবিই চলন্ত গাড়িতে থেকে তোলা না হলে আরো ভালো হতো।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন! অনন্য! মুগ্ধতা অসীম!
১০ নং ছবিটা দেখে হাইওয়ে টু হেভেন সিরিজের রাস্তার কথা মনে হল!
আসলেই সবগুলোই যেন ছবির মতো ছবি!
বিশ্বের সবচে দীর্ঘ মেরিন ড্রাইভ রোডে ঘুরিয়ে আনা দারুন এক ফটোব্লগে অনেক কৃতজ্ঞতা্
+++++++++++++++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী, ভালো থাকুন, সব সময়।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ তথ্য ও সুন্দর সুন্দর অনেকগুলো ছবি দেখার সুযোগ করে দিয়েছেন, ধন্যবাদ ভাই।
আপনার সুস্থতা কামনায়
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন নয়ন ভাই, আর সব সময় আপনিও সুস্থ্য থাকুন এই কামনা।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
করুণাধারা বলেছেন: ছবি মনমুগ্ধকর। খুব ভালো লাগলো।
এই রাস্তার কথা জানা ছিল না, কিন্তু ছবি দেখে মনে হচ্ছে দুই লেনের রাস্তা। আমি ক'বছর আগে কক্সবাজার থেকে যে রাস্তা দিয়ে টেকনাফ গিয়েছিলাম সেটা এমন দুই লেনের ছিল। পর্যটকবাহী বাসগুলো মাঝে মাঝেই মুখোমুখি হয়ে যাচ্ছিল। আমার মনে হয়, এত খরচ করে যখন রাস্তাটা করাই হল, তখন আরেকটু চওড়া করে বানালেই ভালো হতো।
চমৎকার পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ক'বছর আগে গিয়ে থাকলে ওটা টেকনাফের মেইন রাস্তা। ওটাও দুই লেনের রাস্তাই। তবে মেরিন ড্রাইভটা এখনো খুব বেশী ব্যস্ত রাস্তা হয়ে উঠেনি। মোটামুটি সুনসান, আর আমার জানা মতে ফান বাস নামে একটা বাসই ঐ রাস্তা ধরে সবে মাত্র চলাচল শুরু করছে। সেই বাসটি সকালে গিয়ে বিকালে ফেরৎ আসে। আর ওটা বিকল হলে সেদিন কোন বাসই এই রূটে চলবে না, ধন্যবাদ।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সাথে আমারও ভ্রমন করা হয়ে গেলো। এইবার তাহলে আর যাব না
দারুণ ছবি। বর্ণনা মনোমুগ্ধকর।
তাহলে কফি খান, আপনার বানানো
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: আমার বানানো চা কিন্তু বেশ সুস্বাদু হয়েছে, আপনি চেখে দেখছেন কি?
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
ঢাকার লোক বলেছেন: ছবিগুলো সত্যি যেন ছবির মতো ছবি!
টেকনাফ বাজারে কি এখনো আগের মতো কাঁচা সুপারি দিয়ে পান পাওয়া যায় ?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: হয়তো খাওয়া যায়, আমি কখনো পান খাইনা, জিহ্বা খুব ভারি হয়ে যায় বলে।
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছবিগুলো অসাধারণ এবং সুন্দর।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সাহাদাৎ ভাই, কেমন আছেন আপনি?
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০
চাঁদগাজী বলেছেন:
দেশটি সুন্দর, ইহা পৃথিবীতে সবচেয়ে দ্রুত ধনী জন্ম দিচ্ছে, এসব রাস্তা তৈরি করে, মানুষ পৃথিবীর ধনীদের কাতারে যাচ্ছে, রাস্তার দাম সোনার মুল্যের সমান
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: দারুণ বলেছেন ভাই, ভবিষ্যতে এই রাস্তা দুই লেন থেকে চার লেন হবে আরো মানুষ ধনী হবে। সত্যিই এই রাস্তাগুলো আলাদিনের চেরাগের মতো কার্যকরি।
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
স্বপ্নের মেরিন ড্রাইভে ড্রাইভ করিয়ে আনলেন। অপূর্ব।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বড় ভাই, ভালো থাকুন, সব সময়।
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার সব ছবি।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সাধু
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৩
ইব্রাহীম আই কে বলেছেন: ছবিগুলো দেখেই যেতে ইচ্ছে করছে, এখনো অনেক হাটতে পারি।
যদি কখনো সার্কেল পাই তাহলে সেখানে হেঁটে ঘুরে আসব।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আমাদের ভ্রমণ বাংলাদেশ আপনার জন্য খুবই পারফেক্ট
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি, আমি ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়
১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫২
সুমন কর বলেছেন: সুন্দর সব ছবি !!!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর এলাকা বলেই সুন্দর ছবি দাদা
১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কামাল ভাই অভিনন্দন!
পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক
কক্সবাজার টু টেকনাফ পথে আপনাকে স্বাগতম!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নূরু ভাই, আপনাকেও আন্তরিক শুভেচ্ছা
১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ও আমার দেশ! গর্ব অনুভব করছি। শুধু কক্সবাজারকে স্পেশাল ট্রিটম্যান্ট দিলে বাংলাদেশ ধনী দেশ হতে বেশীদিন লাগবে না...
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের সব গুলো পর্যটন এলাকাকে স্পেশাল ট্রিটম্যান্ট দেওয়া উচিৎ, শুভেচ্ছা জানবেন ভাই।
১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪
সনেট কবি বলেছেন: সুন্দর যেন মন ছুঁয়ে গেল।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনি ছনেট লিখার পাগল আমি প্রকৃতির পাগল। সেই হিসাবে আমরা দুজনেই পাগল
১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর পোষ্ট।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রাজীব ভাই।
১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: এক কথায় মনোমুগ্ধকর!!
শুভকামনা অফুরান।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, আপনাদের এমন শুভ কামনায় উৎসাহিত হই বরাবরই।
২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯
প্রশ্নবোধক (?) বলেছেন: রাতে ক্যাম্প করে থাকা যায়? আমি যাব হাটতে। টেকনাফের পাহাড়টায় উঠব।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: স্থানীয়দের সাথে যোগাযোগ করলে ক্যাম্প করে থাকাটা অস্বাভাবিক কিছু না, এই পাহাড়টায় আমিও উঠতে চাই। আমরা যখন বীচ ধরে হাটি তখন ১ম রাতে ক্যাম্প করি শিলখালীতে, ২য় রাতের ক্যাম্প হয় ইনানীতে।
২১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২০
হাসান কালবৈশাখী বলেছেন:
রাস্তায় কোন রহিংগা পাইছিলেন?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: রাস্তায় মানুষজন তো অল্প-স্বল্প দেখেছি, তার মধ্যে রোহিঙ্গা আছে কিনা জানিনা। তবে যাওয়ার পথে শ্যমলাতলী পড়বে ওখানে তো অনেক পুরোনো রোহোঙ্গা ক্যাম্পই রয়েছে, ধন্যবাদ হাসান ভাই।
২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওয়াও!!! ছবিগুলোতে একরাশ মুগ্ধতা। বিশেষ করে ৩ আর ১০ নম্বর ছবিদুটো সেই রকম সুন্দর হয়েছে। +++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: বড় টিম ছাড়া ভবিষ্যতে আবার যাওয়ার পরিকল্পনা আছে হাসান ভাই, সেটা হবে ছবি তোলার জন্যই ভ্রমণ। কানে কানে একটা কথা বলি, ছবিগুলো কিন্তু আপনার ক্যামেরায় তোলা
২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
তারেক_মাহমুদ বলেছেন: ওয়াও, আবারও যেতে মন চাইছে।++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
সাদা মনের মানুষ বলেছেন: আমারো ভাই
২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
তারেক ফাহিম বলেছেন: ছবিগুলো দেখে মন চুয়ে গেল +
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মেরিন ড্রাইভ সড়কের নির্মাণ কাজে নিয়োজিত ছয়জন সৈনিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: আমিন
২৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আহা! ছবিগুলো দেখে মনেই হয় না যে, এ আমাদের বাংলাদেশ! অসাধারণ, অসাধারণ, অসাধারণ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, এতো দিনে বুঝলেন?
২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২০ নং ছবি। মানে ওপারে মগের মুল্লুক।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কতা হাছা
২৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৮ নং ছবি। এ যে দেখছি শুটকির মুল্লুক।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: শুটকীর মুল্লুকের ছবিটা ভালো উঠাতে পারিনি
২৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৬ নং ছবি। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের অবস্থা কেরোসিন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: ইলেকট্রিসিটি না থাকলে কেরোসিন ছাড়া উপায় কি?
৩০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হয়তো খাওয়া যায়, আমি কখনো পান খাইনা, জিহ্বা খুব ভারি হয়ে যায় বলে।
সদরঘাটের পান খাইলে বুঝতেন কি মজা! অবশ্য 'যদি সোন্দর একটা মুখ পাইতাম' গানের সাথে সাথে পান খাইলে ইরাম মজা লাগে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩
সাদা মনের মানুষ বলেছেন: বুঝছি নয়নতারার মতো সুন্দর মুখ দরকার
৩১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাংলাদেশের পর্যটন খাত অত্যান্ত সম্ভাবনাময়। আইন শৃঙ্খলার অবনতি এ ক্ষেত্রে বড় অন্তরায়। আশা করি সরকার এই খাতে আন্তরিক হবে।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ নিন সাদা ভাই।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কথা ঠিকই বলেছেন ভাই, শুভ কামনা।
৩২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
টুটুল বলেছেন: শুধু দৃষ্টিননদন নান্দনিকতা নয়; এ পথে চলাচল উপভোগ্যও বটে। একপাশে সাগর, অন্যপাশে পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলা সুদীর্ঘ সড়ক... প্রাণে মনে এক আলাদা শিহরণ এনে দেয়।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন টুটুল ভাই, ভালো থাকুন, সব সময়।
৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৯
মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো দেখে অনেক ভাল লাগল ভাইয়া।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত
৩৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
জুন বলেছেন: এই পথে আমি অনেকবার যাতায়ত করেছি । তবে তখোনো পুরোটা সমাপ্ত হয়নি । আপনার ছবি আর লেখা আরেকবার সে পথে যাবার আমন্ত্রন জানাচ্ছে সাদামনের মানুষ। খুব সুন্দর ছবি ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: এপনি যে অবশ্যই যাবেন সেটা তো জানা কথা। শুভেচ্ছা জানবেন আপু।
৩৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪১
স্রাঞ্জি সে বলেছেন:
- সব ছবি দারুণ। মন জুড়ে যাওয়ার মত।
আশ্রয় খানা, সারাদেশে এমন, জীর্ণশীর্ণ। ছবিতেই তা চমৎকার ফুটে উঠছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান। বলা যায় আশ্রয়খানা নিরাশ্রয়
৩৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২২
প্রামানিক বলেছেন: হাঁটতে না পারলেও আপনার ছবি দেইখা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত হাঁটার কাজ সারলাম। ধন্যবাদ
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৭
সাদা মনের মানুষ বলেছেন: কিছু খরচাপাতি করেন এবার
৩৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪
প্রামানিক বলেছেন: আইচ্ছা, আবার যখন যাইবেন তখন কইয়েন চিড়া মুড়ি কিছু দিয়া দিমুনে
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, কম খারাপ অইব না
৩৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯
শাহিন বিন রফিক বলেছেন:
আমি নিশ্চই ভ্রমণ বাংলাদেশ খুজে পেয়েছি।
এই রোডে আমি ইনানী বিচ পর্যন্ত গিয়েছি দুইবার।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এই তো পেয়ে গেছেন আমাদের টিমকে, ধন্যবাদ।
৩৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
পুলক ঢালী বলেছেন: সুন্দর ছবি ব্লগ। রাস্তাটা তাহলে কমপ্লিট হয়েছে। ভাবছিলাম হবেনা, হলেও সমুদ্র গ্রাস করবে। ঐ রাস্তায় ইনানী পর্যন্ত কতবার যে গিয়েছি মনে নেই । আপনার ছবি দেখে এখন আবার একবার যেতে মন চাইছে যদিও কক্সবাজার আমাকে একদম আকর্ষন করেনা বেশী খেয়ে পেট ভরলে যা হয় আরকি।
তবে আপনার ছবিগুলি বরাবরের মতই খুব সুন্দর হয়েছে। ভাল থাকুন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: আমারও তাই, কক্সবাজার আর যেতে ইচ্ছে হয় না, তবে মেরিন ড্রাইভ ধরে আরেক বার যাওয়ার ইচ্ছে আছে ভাই, ধন্যবাদ।
৪০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৭
নজসু বলেছেন: মন মাতানো ছবি।
আমারও ইচ্ছে করে এসব জায়গায় ঘুরে বেড়াই।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: আমারো
৪১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৪
মলাসইলমুইনা বলেছেন: ভারী সুন্দর লাগলো আপনার তোলা কক্সবাজার টু টেকনাফ, পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভের ফটোগুলো দেখতে ....খুব সুন্দর I
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নাইমুল ভাই, শুভেচ্ছা জানবেন।
৪২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০২
কেএসরথি বলেছেন: খুব সুন্দর হয়েছে ছবিগুলো!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ কামনা জানবেন।
৪৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব সুন্দর হয়েছে জনাব। আপনি কি ভ্রমণ করতে অনেক পছন্দ করেন?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভ্রমণটা আমার নেশা
৪৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এই নেশা যাতে আজীবন বিরাজ থাকে এবং আমরা আরো যাতে সুন্দর সুন্দর ছবির পোষ্ট দেখতে পাই এই কামনা।
০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, কোন নেশাই সহজে ছাড়া যায় না।
৪৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১:৩৩
রাকু হাসান বলেছেন:
এত সুন্দর ছবি ব্লগ আমি মিস করলাম কিভাবে !! নিজের ই খারাপ লাগছে ।
পাহাড়ে চির সবুজ বাংলাদেশ কে দেখলাম । মেরিন ড্রাইভের ছবিটি সুন্দর খুব । রাস্তাটি দারুণ । বাংলাদেশ সেনা বাহিনীর সেরা একটি কাজ । +
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: কোন একটা পোষ্ট মিস করা অস্বাভাবিক কিছুনা, আমি তো এখন বেশী ব্যস্ততায় হাজারটা পোষ্ট মিস করে যাচ্ছি........শুভ কামনা জানবেন ভাই।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
ডার্ক ম্যান বলেছেন: চমৎকার পোস্ট। এইবারও কি হাঁটবেন । এটা কি সবার জন্য উন্মুক্ত? আপনাদের গ্রুপের লিঙ্ক কি দিবেন