নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম। বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) খালের পাশে উঁচু জমিতে একটা পুরাতন নৌকা, পাশে বেশ কিছু সবুজ তারপর সমুদ্রও দিগন্ত। নিঝুম দ্বীপের ছবি এটা।
(৩) আদিবাসিদের উৎপাদিত কলা, পেপে, পেয়ারার দোকান। বান্দরবানের চিম্বুক পাহাড়ের নিচ থেকে তোলা ছবি।
(৪) নৌকায় বাড়িঘর, এটা তিনশত ফিটের পাশে বালু নদী থেকে তোলা ছবি।
(৫) দুবলার চরের শুঁটকী পল্লী। এটা সুন্দর বনের ভেতরে অবস্থিত। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৫ মাসব্যাপী থাকে এ মৌসুম। বাকী সময়টা ওখানে কিছুই থাকে না।
(৬) ডিম পাথর ঝিরি। এটা মূলত একটা খাল। যা দিয়ে পাহাড়ের ভেতরের দিক থেকে পাহাড়ি পানিগুলো এই পথে আসে। স্থানীয় লোকেরা এটাকে বলে ঝিরি পথ। আর এই পথে প্রচুর ছোট বড় পাথর রয়েছে যা কিছুটা ডিম্বাকৃতি, তাই এর নাম হয়েছে ডিম পাথর ঝিরি। পানি কম থাকলে পাথরগুলো বেশী দেখা যায়। এটা বান্দরবানের থানচির সাঙ্গু নদী থেকে ভেতরেের দিকের সেগুন ঝিরি পর্যন্ত বিস্তৃত।
(৭) পাখির নামছোট বসন্ত বাউড়ি। নরসিংদীর আরশী নগর থেকে তোলা ছবি।
(৮/৯) জোড়া কদম ও শিশুদের ঝালমুড়ি খাওয়ার ছবি দুটো তুলেছি নরসিংদী জেলার রায়পুরা থানার পীরপুর গ্রামের পীর হযরত ফতে আলী শাহ - র-এর মাজার থেকে তোলা।
(১০) ঝুমকোলতা ফুল, এটা ঢাকার বৃক্ষমেলা থেকে তোলা।
(১১) ঝর্ণার নাম আমিয়াখুম, অত্যন্ত চমৎকার এই ঝর্ণাটা বান্দরবানে অবস্থিত।
(১২) ওওওওও পাখি তোর জন্ত্রনা..........টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার জাহাজে।
(১৩) সোনাদিয়া দ্বীপ থেকে তোলা এই পাখিটির নাম ধুল জিরিয়া।
(১৪) ঘোড়ায় হাল চাষ, নরসিংদীর রায়পুরা থেকে তোলা ছবি।
(১৫) পাহাড়ি, বান্দরবানের রোয়াংছড়ির ভেতরে পইক্ষং পাড়া থেকে তোলা ছবি।
(১৬) কূড়ে ঘর, সুনামগঞ্জের তাহিরপুর থেকে তোলা ছবি।
(১৭) কৃষক-কৃষাণী, রায়পুরার পান্থশালা থেকে তোলা ছবি।
(১৮) ঘরে ফেরা, এই ছবিটা তুলেছি রায়পুরার বাঁশগাড়ি গ্রাম থেকে।
(১৯) নৈস্বর্গ, লেকের উপাড়ে পাহাড়, তারই পাদদেশে ছোট্ট বাড়ি।
(২০) রাতারগুল জলাবন। সিলেট থেকে তোলা ছবি।
০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: ১৯ নং বান্দরবানের রুমাতে, ১২ নং ছবির লোক আমার কেউ না ভাই........শুভ কামনা।
২| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ ছবি।
০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সাহাদাৎ ভাই, কেমন আছেন আপনি?
৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা
মন জুড়িয়ে যায়! প্রাণ ভরে যায়!
কোনটা রেখে কোনটা বলি! সবই তো মুক্তোর দানা
দারুন ভ্রমণ মালায় মুগ্ধতা
++++
০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্যে আমার মাঝেও সৃষ্টি হলো মুগ্ধতা.........শুভ কামনা সব সময়।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
সনেট কবি বলেছেন: মনোমুগ্ধকর।
০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কবি, ভালো থাকুন, সব সময়।
৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
বাউরী বাতাসে উদাস বসে থাকা পাখি , ঝুমকোলতার মাদক ঘ্রান আর ছবির মতো লেকের পাড়ে পড়ে থাকা একটুখানি ঘর যেন অমিয়াখুমের ঝর্ণার মতো বয়ে গেলো মনে ।
০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: এতো দেখছি কাব্য কমেন্ট, শুভেচ্ছা জানবেন বড় ভাই।
৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
নজসু বলেছেন: নতুন করে কিছুই বলার নাই।
শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলবোই-
অসাধারণ সুন্দর সব ছবি।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন মন্তব্যে আমি উৎসাহিত হই সব সময়, আর এগিয়ে চলার সাহসটাও এখান থেকে পাই......ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪
চাঁদগাজী বলেছেন:
৮/৯, মেয়েগুলো কি ছেলেটাকে খেতে দিচ্ছিলো?
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ওরা এক সাথেই ছিল, পাশের মেয়েটার ঠোঙা থেকে সে নিয়ে খাচ্ছিল
৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:০৫
হাসান রাজু বলেছেন: মুগ্ধতা । আপনার পোস্টে এটা সাধারণ । গুরু আপনি অসাধারণ ।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রাজু ভাই, আপনার এ্যডভেঞ্চার আমাকে সব সময় মুগ্ধ করে।
৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২০
রাকু হাসান বলেছেন: অসাধারণ সব ছবি । ঝোপকোলতা এই প্রথম দেখলাম । জিরিয়া পাখিকে চিনলাম । কৃতজ্ঞতা । +
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:০১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাকু হাসান, এমন অনেক জিনিসই আমাদের দেখার/চেনার বাকী রয়ে গেছে।
১০| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর!! মনোমুগ্ধকর ।
শুভকামনা ও ভালোবাসা আপনাকে ।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:০২
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা, আপনার জন্যও এক বুক ভালোবাসা।
১১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬
প্রামানিক বলেছেন: ঘোড়ার গাড়ি দেখছি ঘোড়ার দৌড় দেখছি কিন্তু ঘোড়ায় হাল চাষ আমার বাপের জন্মেও দেহি নাই আপনার ক্যামেরায় দেখলাম। আবার ক্যামেরার ভাড়া চাইয়েন না। সবগুলো ছবিই দেখার মত, তুলনাবিহীন। ধন্যবাদ
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৪
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আমার সাথে থাকেন, নতুন চমক কখন কোথা থেকে আসে বলা তো যায় না। ক্যামেরার ভাড়া দেওয়ার দরকার নাই, ক্যামেরার দামটা দিয়া দিলেই হয়
১২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৫
রাজীব নুর বলেছেন: প্রতিটা ছবি ভালো লেগেছে।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই, উৎসাহ বোধ করছি।
১৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪
সুদীপ কুমার বলেছেন: আপনার ছবি ব্লগ সব সময়ই সেরা।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আমাকে ভালোবাসেন বলে আপনারা এমন বাড়িয়ে সব সময়ই বলেন, শ্রদ্ধা জানবেন দাদা।
১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মনোমুগ্ধকর এক কুড়ি ছবি।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: আমার প্রতি পোষ্টেই কুড়িটা ছবি থাকে, কোনটায় কম পরে গেলে অন্যটায় পুষিয়ে দেই.......কেমন আছেন আপনি?
১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৪ নং ছবি। গরুর কাজ তাহলে ঘোড়াকে দিয়েও হয়? আহা! বেশ, বেশ, বেশ।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কোথাও কোথাও শুনেছি ছাগল দিয়াও হয়
১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১০ নং ছবি। এক কথায় অসাধারণ। দুই কথায় অসাধারণ, অসাধারণ। তিন কথায় অসাধারণ, অসাধারণ, অসাধারণ।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আপনি তো দেখছি সাধারণ কোন কথাই বলতে পারেন না। নয়নতারার কবর কি?
১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৬ নং ছবি। ডিম্বাকৃতির না হলেও ডিম পাথর নাম হলো কেন?
০৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ডিম তো লম্বাটে থাকে আবার গোল ও থাকে আবার কোন ডিম ভেঙ্গে যায়, নামটা তো ঠিকই রেখেছে ভাই
১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৫ নং ছবি। বাচ্চা কোলে নেওয়ার নতুন তরিকা। আমিও আমার নাতনিকে এভাবে কোলে নেব।
০৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, হাতের কষ্ট গলায় ঝুলে
১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১২ নং ছবি। সাদা মন ভাইয়ের মনে রস কস ভালোই আছে দেখছি। হে হে হে।
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫১
সাদা মনের মানুষ বলেছেন: কস দেখলেন কুন্ডাই ভাইজান?
২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৭
মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই সুন্দর সব ছবি।
খুব ভাল লাগল ভাইয়া।
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মোস্তফা ভাই, ভালো থাকুন, সব সময়।
২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৫
প্রামানিক বলেছেন: ১৬নং ছবি দেইখা মনে হইল চৈত্র মাসে এদের কি দশা হইবো? না আছে গাছগাছালি না আছে বনজঙ্গল।
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৭
সাদা মনের মানুষ বলেছেন: তখন কলা গাছে ছড়ি ঝুলবে
২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: অসাধারণ সব ছবি!
ভাই, ছবি ছবি তুলেন খুবই চমৎকার।।
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৯
সাদা মনের মানুষ বলেছেন: আমি কোন ফটোগ্রাফার নই জাকির ভাই। মনের আনন্দে ঘুরে বেড়াই, আর কোন কিছু ভালো লাগলে ক্যামেরায় ধারণ করার চেষ্টা করি। তবু আপনার এমন মন্তব্যে আমি ব্যাপক অনুপ্রাণিত........শুভ কামনা সব সময়।
২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ সবগুলো ছবি, দারুণ সব দৃশ্য ক্যামেরা বন্দী করেছেন সাদা ভাই, মনোমুগ্ধকর।
ভালো লাগলো ভাই,
শুভকামনা ও সুস্থতা কামনায়
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন নয়ন ভাই, সব সময় চেষ্টা করি ভালো কিছু করার।
২৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬
হাবিব বলেছেন:
পাহাড় থেকে নেমে আশা ঝরনা ধারা দেখে
হারাতে চেয়েছিলাম নিজেকে,
খুঁজে পাচ্ছিলাম আমি স্বর্গের গন্ধ।
নিপুন সে কারু কাজ কার হাতে সে গড়া
এমনিতে তো হয়নি কিছুই
সম্ভব কি তা-
ভালো কিংবা মন্দ?
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ স্যার, আপনি দেখছি সব খানেই কবিতা লিখেন।
২৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই ছবিটা কেমন?
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: আপ্নারে ইমুন কইরা দিল কেডা???
২৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই আনারস কাট আমার খুব পসন্দ। আপনি চাইলে সেলুনে নিয়া আপনারে এই কাট দিয়া আনতে পারি। খালি আওয়াজ দিবেন। আমার নাপিত রেডি আছে।
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: আগে আপ্নার মাথার আনারসটা কাটেন। শুকনো গলায় আওয়াজ বেশী দূর যাবে না, গলাটা ভেজানো দরকার
২৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭
আখেনাটেন বলেছেন: বরাবরই মতোই চমৎকার ছবিব্লগ।
০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাইজান।
২৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১১
আতোয়ার রহমান বাংলা বলেছেন: প্রাণ জুড়িয়ে গেল। ধন্যবাদ
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আতোয়ার ভাই, ভালো থাকুন, সব সময়।
২৯| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০১
মূর্খ বন মানুষ বলেছেন: বড়ই সৌন্দর্য হইছে সব ছবি! এবার বাইচ্চা গেলেন, পরের বার বনে ঘোরার সময় সাবধানে থাকবেন। আমার সামনে পড়লে খবর আছে কইয়া দিলাম কিন্তু!
০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আমি বন মানুষ ভালা পাই
৩০| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪
মনিরা সুলতানা বলেছেন: দারুণ সব ছবি !!
০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু, কেমন আছেন আপনি?
৩১| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৮
hajar bosor dhore বলেছেন: ভাল লিখছেন
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা অবিরত
৩২| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বরাবরের মতো এবারের ছবিগুলোও অনেক সুন্দর হইছে কামাল ভাই।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই,চেষ্টা করি সব সময় ভালো ছবি তুলতে।
৩৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩২
মলাসইলমুইনা বলেছেন: কদম ফুলের ফটোটা ভালো লাগলো খুব I বাচ্চাগুলো মজা করে ঝালমুড়ি চানাচুর খাচ্ছে সেই ফটোটা দেখে মনটাই ভালো হয়ে গেলো I দেশের বনে বাদাড়ে ঘুরে আমাদের জন্য দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা সৌন্দর্যের ডালিগুলো সাজিয়ে দেবার পোস্টে ভালোলাগা I
০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নাইমুল ভাই। ছবি ও ভ্রমণ আমার নেশা, তাই ব্লগেও আমি এসব নিয়াই পোষ্ট দেই। শুভ কামনা সব সময়।
৩৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৬
ওমেরা বলেছেন: আপনার ফটোগুলো খুব সুন্দর হয় ।
০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৯
সাদা মনের মানুষ বলেছেন: আমি সব সময় চেষ্টা করি সুন্দর কিছু ছবি তুলতে আপু, ধন্যবাদ।
৩৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: গ্রেট ওয়ার্ক স্যার। শুভ কামনা।
০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনা জানবেন আপু
৩৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওমেরা বলেছেন: আপনার ফটোগুলো খুব সুন্দর হয় । আমার ফটোগুলোও কম সুন্দর নয়। যেমন, এই ছবিটা।
০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনার নিজের ছবি নাকি এটা?
৩৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪২
নজসু বলেছেন: পিচ্চি মেয়ে দুটো খাচ্ছে
পিচ্চি ছেলেটা হা করে নজর দিচ্ছে।
অবিচার।
১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: ছেলেটাও খাচ্ছিল মেয়েটার হাত থেকে নিয়ে, ধন্যবাদ।
৩৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৪
নজসু বলেছেন: ১৮ নম্বর ছবিটা ছবির মতোই সুন্দর।
২, ৪, ১৪, ঝর্ণা, কৃষকের কাজ....
ধূর কোনটা ছেড়ে কোনটা বলি।
সবগুলোই সুন্দর।
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই.........শুভ কামনা অবিরত।
৩৯| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৬
এস এ মেহেদী বলেছেন: আমারে একটু সাথে নিতে পারতেন কামাল ভাই
১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে সাথে নিতে পারলে তো আমারও ভালো লাগতো মেহেদী ভাই।
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
স্রাঞ্জি সে বলেছেন:
নস্টালজিক সব ছবি...... ১২ নং ছবি তে কে হে???
১৯ নং লেকের জায়গা টা কোথায়????
পোস্টে +++++++++