নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নে বর্তমানে উকিল বাড়ি হিসাবে পরিচিত এই জমিদার বাড়ি। ইতিহাস থেকে যতটুকু জানা যায়, এটা ছিল জমিদার লক্ষ্মণ সাহার বাড়ি। এই অঞ্চলের প্রধান জমিদার ছিলেন না। মূলত তিনি ছিলেন প্রধান জমিদারের অধিনস্থ সাব-জমিদার। জমিদার লক্ষ্মণ সাহার ছিল তিন ছেলে।নিকুঞ্জ সাহা,পেরিমোহন সাহা ও বঙ্কু সাহা। বঙ্কু সাহা ভারত ভাগের সময় এখান থেকে ভারতে চলে যান।থেকে যায় দুই ভাই। পাকিস্থান থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হওয়ার কিছু পূর্বে নিকুঞ্জ সাহাও ভারতে চলে য়ায়। তখন থেকে যায় পেরিমোহন সাহা। এই পেরিমোহন সাহার ছিল এক ছেলে।তার নাম ছিলো বৌদ্ধ নারায়ন সাহা। বৌদ্ধ নারায়ন সাহার কাছ থেকে বাড়িটি ক্রয় করেন আহম্মদ আলী (উকিল)। মূলত আহম্মদ আলী সাহেব উকালতি পেশার সাথে সংযুক্ত ছিলেন বিধায় বর্তমানে এই জমিদার বাড়িটি উকিলের বাড়ি হিসেবেই বেশি পরিচিত।
বহুদিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে,
দেখিতে গিয়াছি পর্বতমালা
দেখেতি গিয়াছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,
একটি ধানের শিষের উপর
একটি শিশির বিন্দু।
রবীন্দ্রনাথের এই কবিতার সাথে আমার এই বাড়ি দেখা মিলে যায় হুবহু............
(২) একটু দূর থেকে দেখলে বাড়িটি এমনই দেখায়। কিছু তাল নারকেল গাছ সহ অন্যান্য গাছ পালার ফাঁকে ডানে দেখা যায় মূল বাড়িটি। মাঝ খানে বাড়ির অন্দরে ঢোকার ফটক, বামে অর্ধ সমাপ্ত একটা নির্জন বাড়ি। ভৌতিক বাড়ি হিসাবে বেশ মানিয়ে যায়।
(৩) চারিদিকে উঁচু দেয়াল ঘেরা বাড়ির অন্দরে প্রবেশ করার একমাত্র ফটক।
(৪) বাড়ির ভেতরের অংশে খুব একটা কারুকাজ নেই।
(৫) ভেতরের উঠানে কিছু বুনো ফুল, সুপারি, তেতুল আর অনান্য বেশ কিছু গাছ গাছালীতে পরিপূর্ণ কিছুটা ছমছমে পরিবেশ।
(৬) বাড়ির চুড়ায় বসা একটা বিষন্ন ঘুঘু পাখি, বাড়িটির বর্তমান অবস্থার সঙ্গে যেন বেশ মানিয়ে যায়।
(৭) পেছনের সিড়ি দিয়ে অনায়াসেই দোতলায় উঠা যায়, ভেতরটা এখনো বেশ শক্ত-পোক্ত ভালো অবস্থায় আছে।
(৮) পুকুরের সান বাধানো ঘাট এখনো পুরোপুরি অক্ষত।
(৯) শোনা যায় পুকুরের চার কোনে পূঁজা করার জন্যে চারটি মঠ ছিলো, তিনি ভেঙ্গে মাটির সাথে মিশে গেলেও একটা এখনো বেশ ভালো অবস্থায়ই রয়েছে। এর কারুকাজও বেশ চমৎকার।
(১০) পুকুরের উল্টো পাশে গিয়ে ছবি তুললে মূল বাড়িটা গাছ পালার আড়ালেই থেকে যায়, শুধু অসমাপ্ত বাড়িটার কিছুটা দেখা যায়।
(১১) পাশেই রয়েছে এমন সবুজ ধানি জমি। বাড়ি-ঘর কিছুটা দূরে থাকায় এখানকার নির্জনতাটা বেশ উপভোগ করা যায়।
(১২) বাড়ি সংলগ্ন প্রধান পুজো মন্দির এটা, কিন্তু ভেতরটা এখন খালি।
(১৩) মন্দিরের সামনের অংশের উপরিভাগের কারুকাজটা বেশ দৃষ্টিনন্দন।
(১৪/১৫) উপর ও নিচ তলার তোলা দুটি ছবি, বাড়ির সামনের অংশ থেকে তোলা।
(১৬) পাশের অসমাপ্ত বাড়ি।
(১৭) পর্যটকদের কিছু আনাগোনা থাকায় এখানে দেখা যায় ভ্যান গাড়ির উপর একটা দোকান। চানাচুর, ঝালমুড়ি ও বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় এখানে। সুতরাং ঘুরতে এলে না খেয়ে থাকতে হবেনা এটা নিশ্চিৎ
(১৮) গাছপালার আড়াল থাকায় মন্দির সহ পুরো বাড়ির একটা পরিস্কার ছবি নিতে পারিনি।
(১৯) কয়েকটি পাখি বৈদ্যুতিক তারে বসে বেলা শেষের গান গাচ্ছিল।
(২০) টকটকা সূর্য্য এক সময় খেজুরের পাতায় ঝুলে পড়লো, বুঝলাম বাড়ির পথ ধরার সময় হয়েছে।
০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তাজুল ভাই, আমি যতটা নই তার থেকেও বেশী বলেছেন.......তবে আপনাদের এমন মন্তব্য থেকে আমি চেষ্টা করি ভালো ছবি উঠানোর অনুপ্রেরণা নিতে।
২| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারণ ! মনমুগ্ধকর । কবিগুরুর ওই স্তবকটি সঙ্গে বাড়িটার অদ্ভুত সামঞ্জস্যতা তুলে ধরেছেন দেখে প্রীত হলাম । ছবিগুলি সত্যিই দারুণ হয়েছে ।
কামনা জানবেন।
০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, বাড়ির পাশে থাকা এই আদি সৌন্দর্য্য এতো দিনে দেখা হলো, শুভ কামনা জানবেন দাদা।
৩| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২২
শাহারিয়ার ইমন বলেছেন: ছবিগুলো সুন্দর খুব
০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ইমন ভাই, ভালো থাকুন, সব সময়।
৪| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জুম্মার আজান শোনা যাচ্ছে। সুতরাং, ছবিগুলোর পোস্ট মর্টেম পরে করবো। আপাতত গুড বাই।
০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০
সাদা মনের মানুষ বলেছেন: শুভ দুপুর ডাক্তার ছাব
৫| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪
মাহমুদুর রহমান বলেছেন: মনোমুগ্ধকর।
০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০
সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনা সব সময়।
৬| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তারপর আজকাল ভালই যাচ্ছে নাকি?
০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ব্যবসায়িক ব্যস্ততার অংশটুকু বাদ দিলে বেশ ভালোই কেটে যাচ্ছে তাজুল ভাই।
৭| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর।
আমার দাদার বাপও জমিদার ছিলেন।
০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: জমিদার বাড়ি নিয়ে আমরা যদিও উচ্ছাস করি এর প্রাচীন স্থাপত্য নিদর্শনের জন্য, কিন্তু এর প্রতিটি পরতে পরতে রয়ে গেছে সাধারণ মানুষের রক্ত মাখা দুঃখগাথা। যদিও ক্ষেত্র বিশেষে ব্যতিক্রমও রয়েছে........শুভেচ্ছা জানবেন ভাইজান।
৮| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪১
সাহিনুর বলেছেন: অসাধারণ একটি কাজ করলেন আপনি। নরসিংদীর শতবর্ষী জমিদার বাড়ি সম্মন্ধে জানতে পেরে ।
০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, এক্কেরে হাচা কতা
৯| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬
ওমেরা বলেছেন: জমিদার বাড়ি থেকে উকিল বাড়ি ইতিহাস জানা হল। আপনার ছবি ব্লগ সব সময়ই সুন্দর হয় মানে আপনি অনেক ভাল ছবি তোলেন। ভাললাগায় মুগ্ধ হয়েছি। অনেক ধন্যবাদ।
০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনাদের মতো ভালো লইখতে পারিনা বলে ছবি দিয়েই সেটা পুষিয়ে নেওয়ার ধান্ধা
১০| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
প্রামানিক বলেছেন: আইজকা লগইন করবার চাইছিলাম না কিন্তু আপনার পোষ্ট দেইখা লগইন না কইরা থাকতে পারলাম না। কিন্তু কথা হইল গিয়া বাড়ির দরজা জানালাগুলা অক্ষত মনে হইলো-- তাইলে কি বাড়িতে পাহারাদার আছে না চোরেরা ভদ্র হইয়া গেছে। আমার দেখা পরিত্যাক্ত জমিদার বাড়ির দরজা জানালা কোন খানেই অক্ষত পাই নাই হের লাইগা কইলাম।
০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: জমিদার বাড়ি লাগোয়া একজন কেয়ার টেকার আছে, মনে হয় এটা ওনারই কেরামতি। কিন্তু আমি ভেবে পাইনা এমন ভুতুরে বাড়ির পাশে এই পরিবারটা থাকে কি করে। কেমন আছেন ভাইজান?
১১| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
মলাসইলমুইনা বলেছেন: এই বাড়িতো এখন বাংলাদেশের প্রত্নতত্ববিভাগের হাতে থাকা দরকার ।এতো সুন্দর একটা প্রত্নতাত্বীক কীর্তিতো দেখি নষ্ট হয়ে যাচ্ছে ! আমি অনেক ছোট বেলায় একবার নরসিংদী বেড়াতে গিয়েছিলাম ।আমার কেন যেন মনে হচ্ছে তখন এই বাড়িটাও আমরা দেখতে গিয়েছিলাম। সুন্দর ।
০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: প্রত্নতত্ত্বের প্রতি আমরা খুব একটা সুনজর দেইনা, তাই দেশের আনাচে কানাচে এমন অনেক নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে গেছে.......শুভ কামনা জানবেন ভাই।
১২| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাড়ির কাছে এমন দেখবার মতো স্থাপনা, অথচ আপনি এইডা ফালাইয়া দেশ বিদেশে ঘুইরা বেড়ান। আপনার ঘূর্ণি রোগ আছে। ডাক্তার দেখান।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪
সাদা মনের মানুষ বলেছেন: তাইতো আপ্নারে খুজতাছি
১৩| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই বাড়িটার নাম উকিল বাড়ি কেন জানেন? আসলে আমার দাদার দাদা এই বাড়িটা কিনেছিলেন লক্ষণ সাহার কাছ থেকে, তারপর উত্তরাধিকার সুত্রে পেয়েছিলেন দাদার বাবা, তারপর পেয়েছিলেন দাদা, তারপরে পেয়েছিলেন আমার বাবা। আর জানেনই তো আমার বাবা ছিলেন একজন উকিল। সেই থেকে এটা উকিল বাড়ি নামে পরিচিত। বুঝতে পেরেছেন?
আপনার ইতিহাস বর্ণনায় ভেজাল আছে। নরসিংদীর যে কোন লোককে জিজ্ঞেস করলে আমার ইতিহাসে লাইক দিবে।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আসল ইতিহাস জেনে এখন নিজেকে ধইন্য মনে হইতাছে। এখন মনে হইতাছে আপ্নাকে ছুডু বেলায় এই বাড়ির সামনে খেল্তে দেখছি
১৪| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জমিদার বাড়ি থেকে উকিল বাড়ি ইতিহাস জানা হল। আপনার ছবি ব্লগ সব সময়ই সুন্দর হয় মানে আপনি অনেক ভাল ছবি তোলেন। ভাললাগায় মুগ্ধ হয়েছি। অনেক ধন্যবাদ।
উপরের কথাগুলো আমি বলিনি। আমার নাতনি ওমেরা বলেছে (৯ নং কমেন্টে)।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: আপ্নার নাত্নীর জন্য উকিল বাড়ির ওয়ারিশ কিছুটা রাখলেন্না ক্যান?
১৫| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনি বলছেন, ভুতুড়ে বাড়ি। কিন্তু একটাও ভূতের ছবি তুলতে পারেন নাই। আমি একখান তুলছিলাম। সেটাই জনগনের খেদমতে পেশ করলাম।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: নিজের ছবিকে ভুতের ছবি বলে চালিয়ে দিচ্ছেন ক্যান ভাই? পাবলিক কি আপ্নাকে চিনেনা ভাবছেন?
১৬| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এখানে বেড়াইতে গেলে হোটেল মোটেল তো কিছুই পামু না। আপনার বাসায় দুই একদিন থাকলে কেমন হয়? ফ্রি খানাপিনা ও টয়লেটের সুবিধা আছে দেইখা প্রামানিক ভাইরে সাথে নিয়া আইয়া পড়বো কি না ভাবতাছি।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪০
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আমাদের টয়লেট কিন্তু ঐ বাড়ির পাশের পাগারে (জঙ্গলে)। বুইজা শুইনা আইয়েন কিন্তু।
১৭| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯
সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগল।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা
১৮| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২
ফেইরি টেলার বলেছেন: আমার পূর্বপুরুষ ভূমি ! নরসিংদীর অসাধারণ স্থাপত্যটি নিয়ে লেখার অশেষ কৃতজ্ঞতা
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪১
সাদা মনের মানুষ বলেছেন: নরসিংদীর কোথায়? আর এখন আপনি থাকেনই বা কোথায়?
১৯| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬
হাসান রাজু বলেছেন: মন্দির ও বাড়ির সামনের অংশের নকশা অসাধারন। আর ছবিগুল আরও অসাধারন।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রাজু ভাই, আপনার প্রোফাইলে শকুনের ছবি কেন জানতে পারি?
২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
হাসান রাজু বলেছেন: রেমা কালেঙ্গা গিয়েছিলাম বছর ২/৩ আগে। শকুনের ছবি পাইনি। (পাওয়ার জন্য যে সেই ত্যাগ বা পরিশ্রম দরকার সেটাও ও করিনাই।) যেদিন প্রোফাইলের ছবি বদলাই সেদিন বন্ধু একজনের সাথে শকুন ও রেমা কেলেঙ্গা নিয়ে আলাপ করছিলাম (যোগ সূত্রটা আপনি নিশ্চয়ই জানেন)। তখন মাথায় খেলল আর কয়টা বছর মাত্র এমন মেটালিক শকুন দেখিয়ে বলতে হবে এই পাখিটির পরিচয় আর আমাদের অতি লোভের ভয়াবহতা। তাছাড়া জ্যান্ত শকুনের ছবিতো আমার কাছে নাই।
অনেক ভাল থাকবেন।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, খবরে দেখলাম বাংলাদেশে আবার শকুনের সংখ্যা বাড়ছে
২১| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই সুন্দর ছবি ব্লগ।++
০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই, ভালো থাকুন, সব সময়।
২২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
আখেনাটেন বলেছেন: সুন্দর যায়গা মনে হচ্ছে কামাল ভাই।
ঢাকা থেকে যাওয়ার সহজ পথ কোনটা।
০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ঢাকা থেকে নরসিংদীর পাঁচদোনা মোড় এলাকায় নেমে সিএনজিতে ডাঙ্গা, ওখানে নেমে যে কাওকে জিজ্ঞেস করলেই রাস্তা দেখিয়ে দেবে। হাটা পথে ১০ মিনিট বা রিক্সায় ১৫/২০ টাকা ভাড়া।
২৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫৫
উম্মে সায়মা বলেছেন: আপনার ছবি তোলার হাত সবসময়ই অসাধারণ। ভালো লাগলো আপনার চোখে জমিদার বাড়ী দেখে। শেষের দুটো ছবি অনেক বেশি সুন্দর। শুভ কামনা সাদা মনের মানুষ ভাই।
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:০৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনাদের এমন মন্তব্য আমাকে সব সময় উৎসাহ যোগায়।
২৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কেউ বসবাস করে? নাকি উকিল সাহেব কিনে রেখেছে শুধু...
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: বর্তমানে এটা পরিত্যক্ত ভুতের বাড়ি
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই, অসম্ভব সুন্দর এক ছবি ব্লগ।
ছবি ব্লগ সুন্দর হয়ে উঠে ক্যামেরা হাতে শিল্পীর শৈল্পিকতার প্রকাশে, যার পুরোটা আপনার ছবি ব্লগে দেখা যায়।
অনেক অনেক ধন্যবাদ দিনের শুরুতে এমন একটি যায়গা ঘুরিয়ে নিয়ে আসার জন্য। শুভকামনা ও ভালবাসা।
প্লাস+(+