নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ভারত মহাসাগরে ১২০০ এর বেশী দ্বীপ নিয়ে গঠিত বিশ্বের সবচেয়ে নিচু আর এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। তবে আয়তনের দিক দিয়ে ছোট হলেও সৌন্দর্যের দিক দিয়ে এই দেশ অনেক বড়। পর্যটনের জন্য বিখ্যাত এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার। এতো সুন্দর একটা দেশ নাকি খুব দ্রুতই সাগরে তলিয়ে যাওয়ার শংকায় আছে।
হুলহুমালে নামটায় বেশ চমৎকারিত্ব আছে। এখানে আছে মালদ্বীপের ভ্যালেনা বিমানবন্দর যা মালদ্বীপের দুর্দান্ত সব দ্বীপের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। পুরো দ্বীপের চারদিকে ঘিরে আছে সাগরের অফুরন্ত নীল জলরাশি। হুলহুমালে থেকে সাগরের উপর দিয়ে একটা সেতুর মাধ্যমে রাজধানী মালের সাথে সংযুক্ত। এই সেতুর নাম সিনামালে সেতু।
(২) সুনসান রাস্তায় একটা ট্যক্সি। ওখান কার বেশীর ভাগ টেক্সিই এমন রং চঙ্গা।
(৩/৪) কিছু অচেনা ফুল ও ফল।
(৫) একটা রঙিন গিরগিটি। হুলহুমালে দ্বীপটা নানা রকম গিরগিটিতে ভরপুর।
(৬/৭) পর্যটকদের জন্য সব সময় অপেক্ষমান বীচগুলো।
(৮) জল পথেই এখানকার মানুষরা মূলত চলাচল করে। কারণ দ্বীপগুলো খুবই ছোট ছোট, কোন দ্বীপে পাঁচ মিনিট কোন দ্বীপে দশ মিনিট গাড়ি চালালেই দ্বীপের শেষ শেষ প্রান্ত চলে আসে। হুলহুমালে পুরো দ্বীপের সব কটি রাস্তা অতিক্রম করতে একটা গাড়িতে করে ২০ মিনিটের বেশী লাগার কথা না।
(৯) দূরের দ্বীপগুলো তাড়াতাড়ি পৌছানোর জন্য রয়েছে এমন জলচর বিমান। খুব নিচু দিয়ে এগুলোর সার্বক্ষণিক উড়াউড়ি চোখে পড়ে বেশ।
(১০) হুহুমালের একটি মসজিদ।
(১১) এটি একটি স্কুল।
(১২) নীল পানির সাদা জল দানব। এখানকার বীচগুলোতে মানুষের সংখ্যা খুবই কম চোখে পড়ে।
(১৩) সাগরে ভাসমান সুইমিংপুল।
(১৪) স্বচ্চ পানির নিচে মাছগুলো বেশ চমৎকার ভাবে দেখা যায়।
(১৫) হুলহুমালের একটি ফলের বাজার।
(১৬) দ্বীপের মাঝখানে সাজানো গুছানো একটা বিশাল উদ্যান, একেবারে যেন স্বর্গোদ্যান।
(১৭) উদ্যানের এক পাশে রয়েছে ব্যায়াম করার জন্য বেশ কিছু যন্ত্রপাতি। ফ্রিতে পাইলাম বলে আমি কিছুক্ষণ শরীর ঘামিয়ে নিলাম
(১৮) সিনামালে সেতু, এই সেতু ২০১৮ সালে সাগরের উপর নির্মিত হয়েছে। এটা রাজধানী মালে এবং হুলহুমালে দ্বীপকে এক সুতায় গেথেছে।
(১৯) ভ্যালেনা বিমানবন্দর থেকে বের হলেই এই নীল জলরাশি শুরু।
(২০) এমন বিশাল কিছু জাহাজের আনাগোনাও ওখানে বেশ কিছু দেখলাম।
মালদ্বীপ দেখতে হলে আরো বেশ কিছু সময় ও পরিকল্পনা নিয়ে যাওয়া উচিৎ। ভবিষ্যতে আবারো মালদ্বীপে যাওয়ার ইচ্ছে আছে। এবার শুধু হুলহুমালে ও রাজধানী মালে দেখেই ফিরে এসেছি। দূর্দান্ত অন্যান্য দ্বীপগুলো অদেখাই থেকে গেছে আমার। রাজধানী মালে নিয়ে পরে ছবি পোষ্ট দেবো।
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪০
সাদা মনের মানুষ বলেছেন: আমার পোষ্টের সানে নুজুলটা দেখলেই বুঝবেন এটা ছিল স্বল্প সময়ের অপরিকল্পিত একটা ভ্রমণ। ভবিষ্যতে সময় এবং পরিকল্পনা নিয়ে যাওয়ার ইচ্ছে আছে ভাইজান। শুভ কামনা সব সময়।
২| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫১
নজসু বলেছেন:
কাল আপনার ব্লগে নতুন ছবি দেখার আশায় গিয়ে তেঁতুলের চাটনি দেখে ফিরে এসেছি।
আজকে মনটা ভরলো।
কি যে যাদু আছে আপনার ছবিতে আল্লাহ মালুম।
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪২
সাদা মনের মানুষ বলেছেন: কিছুদিন যাবৎ আমার পিসি সমস্যায় ভুগছিলাম, গতকালকেই মাত্র মেরামত করে আজ পোষ্ট দিতে পারলাম। তবে আপনি যে গত কালকে চুপি চুপি চাটনিতে মুখ লাগিয়েছেন সেটা কিন্তু আমি ঠিকই টের পেয়েছি
৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৫
অলিভিয়া আভা বলেছেন:
সত্যিই খুব সুন্দর নীল জলের ফেনা। নিশ্চয়ই উপভোগ করেছেন মালদ্বীপ।
ধন্যবাদ ছবিগুলো শেয়ার করে দেখানোর জন্য। ভাল থাকবেন
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই উপভোগ্য ছিল, তবে আরো বেশী উপভোগ্য হতে পারতো, ধন্যবাদ।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
সনেট কবি বলেছেন: মনোমুগ্ধকর।
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ফরিদ ভাই।
৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
শুপ্ত বলেছেন: প্রকৃতির এক অপরুপ নিদর্শন।
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ধন্যবাদ।
৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২
আর্কিওপটেরিক্স বলেছেন: খুব সুন্দর !
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০০
সাদা মনের মানুষ বলেছেন: আমিও তাই বলি
৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০১
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কেমন আছেন রাজীব ভাই?
৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! কি অসাধারণ ছবি। মনমুগ্ধকর , হুলহুমালে র সৌন্দর্যে আমি বিমোহিত। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তবে আপনার সঙ্গে আমারও ঘোরা হয়ে গেল। পোস্টে প্লাস ++++++
শুভকামনা ও ভালোবাসা জানবেনা ।
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপনাদের নাগাল্যান্ড যাওয়ার ইচ্ছে আছে।
৯| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: আচ্ছা ! আপনি কি সারাবছর বিদেশ ভ্রমণ করে বেড়ান? আপনাকে দেখে আমার খুব ঈর্ষা হয়। কি আর করব , আপনার পোস্ট গুলো দেখেই বিমোহিত হই । হা হা হা ।
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫
সাদা মনের মানুষ বলেছেন: সারা বছরই ভ্রমণ করে বেড়ানো সম্ভব না দাদা। আমার ছোট্ট একটা ব্যবসা আছে সেটা পরিচালনা করে ফাঁকে ফাঁকে দেশে বিদেশে ঘোরার চেষ্টা করি। এটা আমার নেশা, কিছুদিন বদ্ধ ঘরে থাকলে হাপিয়ে উঠি।
আপনার সাথে কোন একদিন আমার দেখা হবে বলে আশা আছে দাদা।
১০| ১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭
নতুন নকিব বলেছেন:
মুগ্ধতা অশেষ। শেয়ারে ধন্যবাদ।
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
১১| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
পুলক ঢালী বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ। কোথাও কোথাও আকাশের নীল আর সমুদ্রের নীল মিলেমিশেএকাকার হয়ে গেছে দারুন সুন্দর।
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কোথাও পানি নীল আর কোথাও সবুজ মনে হয়। ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
১২| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সমুদ্রপৃষ্ঠ থেকে মালদ্বীপের যে উচ্চতার কথা লিখেছেন, সেটা বিপজ্জনক। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আর্কটিকের বরফ গলে যাওয়ার হার বৃদ্ধি পেলে দেশটি নিশ্চিত সমুদ্র গর্ভে তলিয়ে যাবে। আমাদের বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সম্পর্কেও জলবায়ু বিজ্ঞানীদের একই মন্তব্য রয়েছে।
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: সেটা ঠেকানোর উপায় কি? ডুবে গেলে এসব এলাকার মানুষগুলো যাবে কোথায়?
১৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৬/৭ নম্বর ছবি। প্রেম করার জন্য আদর্শ জায়গা। আমার মনটাও রোমান্টিক হয়ে গেল।
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: ভাবীকে নিয়ে ঘুরে আসতে পারেন, আশেপাশে মানুষ জন খুবই কম। আর কানে কানে বলি সাগরের একটা অংশে কিছুটা বেড়া দিয়ে রেখেছে, ওখানটাকে বলে বিকিনি বীচ। তাই বলে কারো যেতে বাধা নাই, আপনি ইচ্ছে হলে একাই যেতে পারেন। কেন এটাকে বিকিনি বীচ বলে সেটা আপনিই ভালো জানেন।
১৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১১ নম্বর ছবি। এরকম সুন্দর স্কুলে পড়তে মুঞ্চায়।
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: ওখানে পড়ানোর সুযোগ পেতে পারেন, পড়ার সুযোগ আর পাবেন কই।
১৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৭ নম্বর ছবি। এই জন্যই বলে, বাঙালী ফ্রি পাইলে আলকাতরাও খায়। এখন দেখছি, ফ্রি পাইলে ব্যায়ামও করে।
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১২
সাদা মনের মানুষ বলেছেন: আপনিই তো আমার গুরু
১৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২০ নম্বর ছবি। এত বড় জাহাজে চড়তে ভয় লাগে। টাইটানিকের মতো ডুবে গেলে আপনার ভাবী তক্তা ধরে বেঁচে যাবে, কিন্তু আমি সাগরের নিচে তলিয়ে যাবো। প্রেম ভালোবাসা সব শেষ।
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: নায়ক হবার খুব সখ দেখছি
১৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঘোষনা দিয়ে লংকা গিয়েছিলেন। লংকাস্মৃতিকথনই প্রত্যাশিত ছিলো। নিশ্চিত ডিম-খিচুরীর মেন্যু জেনে বিরিয়ানী পাবার যে আনন্দ ঠিক তেমনিই পেলেম। যারা হলে লাইফ কাটিয়েছেন তারাই বুঝবেন এ আনন্দের প্রকৃত সুখমাত্রা। এমন না যে লংকাকে খাটো করছি, বিষয় হলো মালদ্বীপকথন লংকাকথনের চেয়ে কিঞ্চিত দুর্লভ। আর লেখক যদি হন স্বয়ং বাংলার মার্কোপলো চেটেপুটে খেয়েও আরো থোরা না খেতে পারার আফসোসটা রয়েই যায়।
যা-ই দেখে, ক্লিক ক্লিক
ক্যামেরায় বন্দি;
প্রকৃতির সনে তার
কি আজব সন্ধি।
ছবি যেনো জীবন্ত
আজগুবে শিল্প;
একেকটা ছবি তার
একেকটা গল্প।
সুনামি'র পর বিধ্বস্ত মালদ্বীপ ভ্রমনের সুযোগ হয়েছিলো কর্মসুত্রে। কাজের চাপে ভ্রমনের আনন্দ পুরো উপভোগ করতে না পারলেও অভিজ্ঞতা নিয়ে একটা দুর্দান্ত পোষ্টতো লিখা যেতো বটেই। কিন্তু আমিতো আর ভ্রমনরাজ সাদা মনের মানুষ না, আমি শায়মাপু'র ভাষায় বদ 'কি করি'(ভেরি ভেরি গুড ফর নাথিং)................আফসোস।
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: ক্লিকবাজিই আমার সম্বল ভাইজান। পেটে বোমা মারলেও ভালো কোন লেখা বের হয় না। আর আপনার মতো নিমিষেই ছড়া ছন্দের প্রতিভার কথা তো ভাবাই যায় না। আশা করছি মালদ্বীপ নিয়ে ভালো একটা ছড়া কিংবা পদ্য লিখেই ফেলবেন। যেহেতু আপনার অভিজ্ঞতা বিস্তর।
১৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আবার কবে যাওয়ার ইচ্ছে আছে! টাইমটেবল জানাইয়েন!
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: কবে যাবো জানিনা। শুধু জানি যেতে হবে আবার। মালদ্বীপ যাওয়াটা ব্যয় বহুল হওয়ায় প্রস্তুতিটা সময়ের ব্যাপার।
শুভেচ্ছা জানবেন তাজুল ভাই।
১৯| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩
জুন বলেছেন: অদ্ভুত নীল নীল মালদ্বীপ। মুগ্ধ হয়ে ছবিগুলো দেখে গেলাম। বহুবার পরিকল্পনা করেও যেতে পারিনি যেহেতু সহ পর্যটক ঘুরে এসেছে সেহেতু তার গরজ বড় কম
ব্লগার মলাসইলমুনা যে সমুদ্রে যে নীলের কথা বলেছে এরকমটি আমি অনেক আগে সেন্ট মার্টিনের বেলাভুমিতে রাতের বেলা দেখেছিলাম।
অনেক ভালোলাগা রইলো ছবি আর বর্ননায়।
+
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০
সাদা মনের মানুষ বলেছেন: আপু আপনি ওখানে গেলে ভালো একটা পোষ্ট পাবে সামু। যেটা আমাকে দিয়ে সম্ভব নয়। শুভ কামনা জানবেন।
২০| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার নয়নতারা (তানিশা)। অরে নিয়া মালদ্বীপ যামু বেড়াইতে।
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: কম খারাপ অইবোনা, আমারে সাথে নিয়েন খালি ওরে কোলে রাখতে। কথা দিলাম ওকে নিয়ে আমি ভাগবো না
২১| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: কম খারাপ অইবোনা, আমারে সাথে নিয়েন খালি ওরে কোলে রাখতে। কথা দিলাম ওকে নিয়ে আমি ভাগবো না
কি গ্যারান্টি?
রূপেতো মা শা আল্লাহ জুনাপুও ফেইল !!
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনি সাথে থাকলে আমার গ্যারান্টি ঠেকায় কে?
২২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২
ডঃ এম এ আলী বলেছেন: হুলহুমালের উপর লেখা ছবি ব্লগটির বিবরণ ও ছবি দেখে মুগ্ধ ।
শুভেচ্ছা রইল
১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনার প্রতিও রইল আন্তরিক শুভেচ্ছা, আলী ভাই আপনার শরীরটা এখন কেমন?
২৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: আপনি সাথে থাকলে আমার গ্যারান্টি ঠেকায় কে?
তা বটে, একজন আরেকজনকে কড়া মার্কিংয়ে রাখবো। মাঝখান দিয়ে নয়নতারা সেফ।
১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, এই গেয়ানটা আমার ছিলনা, এই জন্যই গেয়ানী মানুষদের সাথে চল্তে হয়
২৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
বাংগালী কাজের লোক চোখে পড়লো? ঘন্টায় মিনিমাম বেতন কত?
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১১
সাদা মনের মানুষ বলেছেন: ওখানে বেশীর ভাগ কাজের লোকই বাংলাদেশী। তার মধ্যে অবৈধ অনেক লোক ও রয়েছে। ওদের বেতন মাসে ৪০ থেকে ষাট হাজারের মধ্যে।
২৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৭
সোহানী বলেছেন: এটা কি দেখালেন!!!!!!!!!!!!!!! এতােদিন দেশের ছবি দেখে গাট্টি বোঁচকা বাঁধছি এখন দেখিঅআবার নতুন জায়গার জন্য প্যাকেট করতে হবে..................
হেনা ভাই, আমারে সাথে নেন...। এই কি করি আর সাদা ভাইরে পাহারা দেবার জন্য আমারে নেন। ওদেররে কোনভাবেই বিশ্বাস নাই...............
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
সাদা মনের মানুষ বলেছেন: দেশ দেখাই এখনো অনেক বাকী আপু, তবু হুজুগে মাঝে মধ্যে বিদেশে ঢু মারার চেষ্টা করে থাকি।
২৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫
হাবিব বলেছেন: অসাধারণ সব ছবি..। অনেক ভালো লাগলো
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন স্যার
২৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮
হাসান রাজু বলেছেন: আপনি ক্যামতে পারেন ভাইইই !?!?!?
আমি ভাবতাছি চাকরি ছাইড়া দিমু। মাগার খামু কি ?
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
সাদা মনের মানুষ বলেছেন: খাওয়ায় ব্যবস্থা থাকলে আমিও ব্যবসা ছাইড়া খালি ঘুরতাম, পেটটাই যতো সমস্যার মূল
২৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুমম, কেমন আছেন রাজীব ভাই?
ভালো মন্দ মিলিয়েই আছি। বেঁচে আছি।
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: বেঁচে থাকার আনন্দই আলাদা
২৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ স্যারতো বেশ মজা করে ঘুরলেন। আমাকে কবে নিয়ে যাবেন ঘুরাতে স্যার?
ছবিগুলো সুন্দর অনেক.....
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৭
সাদা মনের মানুষ বলেছেন: ঘুরতে আনার সব সময়ই ভালোলাগে আপু। ইচ্ছে থাকলে কোন একদিন হবে হয়তো.....শুভ কামনা জানবেন।
৩০| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সোহানী বলেছেন: এটা কি দেখালেন!!!!!!!!!!!!!!! এতােদিন দেশের ছবি দেখে গাট্টি বোঁচকা বাঁধছি এখন দেখিঅআবার নতুন জায়গার জন্য প্যাকেট করতে হবে..................
হেনা ভাই, আমারে সাথে নেন...। এই কি করি আর সাদা ভাইরে পাহারা দেবার জন্য আমারে নেন। ওদেররে কোনভাবেই বিশ্বাস নাই...............
তা ভায়া সোহানীপু'র সেফটির গ্যারান্টি কি? খেক খেক খেক
ইয়ে,,,আবার শুনছি প্রভাও নাকি যেতে চায়.............ফটাফট প্ল্যানটা রেডি করুন দাদা
১৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৩
সাদা মনের মানুষ বলেছেন: আমি কি করি আজ ভেবে না পাই
সব সিদ্ধান্ত দেবে হেনা ভাই
৩১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
ইন্ডিয়ার প্ল্যান বাদ । এখন মালদ্বীপ যাবো । খরচ পাতির হিসেবে দেন । না হলে যাওয়ার আগে আমারেও সাথে নেন ।
না হলে কুইট্টালবাম
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: মালদ্বীপ সাতদিন ঘুরলে মোটামুটি ৮০/৯০ হাজার টাকার মতো খরচ হবে।
৩২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
প্রামানিক বলেছেন: মালদ্বীপে সর্ব সাকুল্যে চার লক্ষ লোকের বাস তার মধ্যে এক লক্ষ্ই বাংলাদেশি। আপনি বাঙালিদের সাথে দেখা করেছেন তো?
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: রাস্তায় ঘাটে, দোকানে সব খানে তো ওরাই। দেখা না হয়ে কি উপায় আছে?
৩৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তানিশার এই ছবিটা ফেসবুকে দিছিলাম। সেখানে শাহ আজিজ ভাই, বিধু দাদা আর মেজদা অরে নিয়া কাড়াকাড়ি শুরু কইরা দিছে। আবার এখানেও কামড়াকামড়ি। আমার মাথা ঘুরায়। মাইয়াডা কবে যে বড় হইব আর অরে বিয়া দিয়া বিদায় করুম, এইডাই ভাবতাছি।
২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২২
সাদা মনের মানুষ বলেছেন: ওগো এই কি ছিল তোমার মনে?
৩৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
ব্লগার_সামুরা বলেছেন:
ভবিষ্যত আমারও যাওয়ার ইচ্ছা আছে। আপনার পোষ্ট দেখে।
১৩ তম ভাল লাগা জানিয়ে গেলাম৷
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সামুরা আপনাকে।
৩৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯
আখেনাটেন বলেছেন: চমৎকার ছবিব্লগ সাদা মনের মানুষ ভাই।
আমার এক বন্ধু আছে মালদ্বীপে সাবেক অাইনমন্ত্রীর ছেলে। অনেক বার যেতে বলেছে। কিন্তু কেন জানি যাওয়া হয় নি। আপনার ছবি দেখে মনে হচ্ছে না গিয়ে ভুলই করেছি। আপনার ব্লগ দেখে মনে হচ্ছে বাক্স পেটরা বেঁধে এখনই দৌড় দেওয়া দরকার।
কয়দিন আগে দেখলাম পানির নিচে হোটেলে উদ্বোধন করল ওখানে। যদিও এখন ভারত ও চীনের ক্ষমতার বলী হতে চলেছে ছোট্ট এই ছবির মতো দেশটি।
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ছোট্ট এই দেশটি ভারত কিংবা চিন দ্বারা পর্যায়ক্রমে নিয়ন্ত্রিত হচ্ছে.......অনেক অনেক শুভেচ্ছা রইল ভাই।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৯
মলাসইলমুইনা বলেছেন: সাদা মনের মানুষ, হুলহুমাল দ্বীপের নীল সাগরের ফটোগুলোতো হুলুস্থুল সুন্দর !
মালদ্বীপের Vaadhoo দ্বীপে যাননি ? রাতে ওখানে সাগরের পানি বীচের কাছে নীল হয়ে উঠে বায়োলুমিনেসেন্ট প্লাঙ্কটনের (Bioluminescent Plankton) কারণে । এই মাইক্রোস্কোপিক অর্গানিজমগুলো সারফেসের নিচেই থাকে কিন্তু কোনো কারণে ডিস্টার্বড হলে উপরে উঠে আসে আর চাঁদের আলোয় এদের শরীরই নীল আলো ছড়িয়ে দেয় সাগরের ঢেউয়ে । কোনো একটা খুব বিখ্যাত ওয়েবসাইটে মালদ্বীপের এই দ্বীপের এই নীল সৌন্দর্যকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটা হিসেবে চিহ্নিত করেছিল গত বছর । পৃথিবীতে এমন মনে হয় পাঁচটা বিচ আছে যেখানে এই ধরণের নীল এল হয় চাঁদ রাতে। গত বছর মালদ্বীপের এই বিচ নিয়ে বিবিসির একটা নিউজ থেকে এই ফটোটা দিলাম ।