নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম। বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) অলস বসে থাকা নৌকা, এই ছবিটা সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে তোলা।
(৩) ভারতের নাগাল্যান্ডের রাজধানী কোহিমার নাগা হেরিটেজ ভিলেজে নাগাদের বাৎসরিক উৎসব হর্ণবিলের একটি দৃশ্য এটি।
(৪) এই ছবিটা তুলেছি সেন্টমার্টিন থেকে।
(৫) লাল সবুজ এই ফলটার নাম জানিনা, এটি আড়াইহাজার থানার গোপালদী আশ্রম থেকে তোলা হয়েছে।
(৬) বৃষ্টি ভেজা রাজহাঁস, নরসিংদীর বথুয়াদী গ্রাম থেকে তোলা ছবি।
(৭) সাজেকের পথে, রাঙামাটির সাজেক যাওয়ার পথে আদিবাসি শিশুরা রাস্তায় অপেক্ষা করে পর্যটকদের কাছ থেকে কিছু গিফট পাওয়ার আশায়, বিশেষ করে চকলেট। শিশুদের চকলেট দিচ্ছেন একজন।
(৮) জলের বিছানা, এটা ভরা বর্ষায় সিলেটের বিছানাকান্দির ছবি।
(৯) জামরুল, মনে হচ্ছে যেন ঠোটে লিপষ্টিক মেখে রেখেছে। বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।
(১০) সাদা রঙ্গন বা সুরভি রঙ্গন ফুল, এটা সাধারণত জঙ্গলেই ফুটে। তবে এর সুবাস অসাধারণ! বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।
(১১) এগুলো কাশ্মীরি আপেল।
(১২) ছোট সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা থেকে তোলা ছবি।
(১৩) শিশুকাল, নরসিংদীর রায়পুরা থেকে তোলা ছবি।
(১৪) মারমাদের সাংগ্রাই উৎসব, খাগড়াছড়ির পানখাইয়া পাড়া থেকে তোলা ছবি।
(১৫) শিশু মাঝি চালাচ্ছে বিশাল নৌকা, সিলেটের গোয়াইন ঘাটের রাতারগুল থেকে তোলা ছবি।
(১৬) শালবন বিহার, কুমিল্লার কোটবাড়ি থেকে তোলা ছবি।
(১৭) ফুলের নাম চাঁদমালা, আখাউড়ার আজমপুর থেকে তোলা ছবি।
(১৮) বাকলাই পাড়া, বান্দরবন জেলার থানচি উপজেলার নাইটিং মৌজার বাকলাই গ্রাম থেকে তোলা ছবি।
(১৯) নাগলিঙ্গম ফুল, ঢাকার বোটানিক্যাল গার্ডেন থেকে তোলা ছবি।
(২০) কমলাবউ পাখি, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আমিও ছবি পোষ্ট ভালোবাসি।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১২
তারেক_মাহমুদ বলেছেন: বাহ সত্যি দারুণ ছবিগুলো, ছবি অনেক কিছু মনে করিয়ে দেয়।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, মনকে নষ্ট্যালজিক করে.........শুভেচ্ছা জানবেন ভাই
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৩
হাবিব বলেছেন: চমৎকার সব ছবি...........
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ছবিগুলো দেখে মন ভরে গেলো। আপনার এই পোস্ট বরাবরের মতোই অসাধারণ।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা করি সব সময় ভালো কিছু ছবি এই পোষ্টগুলোতে সংযোজন করতে মোস্তফা ভাই........শুভেচ্ছা
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮
মোঃ ইকবাল ২৭ বলেছেন: ভাল ছবি, ভাল লাগল সুন্দর হয়েছে।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ইকবাল ভাই
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
পবিত্র হোসাইন বলেছেন: সত্যিই আপনার ছবি তোলার হাত অনেক ভালো ।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪১
সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা করি সব সময় ভালো ছবি তুলতে হোসাইন ভাই, কারণ এটা আমার নেশা.........ধন্যবাদ।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
যোখার সারনায়েভ বলেছেন: ভালো লেগেছে।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪১
সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনা সব সময়।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর ভাইয়া
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪২
সাদা মনের মানুষ বলেছেন: ছবি আপু, আপনার তোলা ছবি আরো বেশি সুন্দর হয়
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৫
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ,
১৩ নম্বরের শিশুকাল ছবিটি নষ্টালজিক।
১৭ নম্বরে "চাঁদমালা" ফুলটি এই প্রথম দেখলুম। এরা কি শাপলাফুলের বোন ?
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: "চাঁদমালা"রা শাপলা শালুকের ছোট বোন হওয়াটাই স্বাভাবিক। কারণ পাতা এদের শাপলা শালুকের পাতার মতোই, আর থাকেও পাশাপাশি পানিতে। তবে দেখতে ওদের চেয়ে "চাঁদমালা" সুন্দর বেশী............শুভেচ্ছা জানবেন জী এস ভাই।
১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৬
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এত ভাল ক্যাপশনে ছবি তুলেন- অসাধারণ!
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা করি রিফাত ভাই, যদিও অতটা ভালো পারি না, ধন্যবাদ।
১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১১
মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই দারুন সব ছবি!
খুব ভাল লাগল দেখে।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মোস্তফা ভাই, আমার পোষ্টে আপনার সব সময়ের উপস্থিতি অনুপ্রাণিত করে সব সময়।
১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পবিত্র হোসাইন বলেছেন: সত্যিই আপনার ছবি তোলার হাত অনেক ভালো ।
৬ নং মন্তব্যকারীকে ধন্যবাদ। গুণীজনকে যে সম্মান করে, আমি তাকে সম্মান করি।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২১
সাদা মনের মানুষ বলেছেন: কিন্তুক আপনি কোন পোষ্ট দেন্না ক্যান গুণী ভাই সেইটা আগে বলেন
১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৫ নং ছবি। এই ফলের নাম জানেন না? বাংলাদেশের পতাকা দেখেননি? এই ফলের নাম লাল সবুজের পতাকা। অবশ্য নামটা আমার নিজের দেওয়া। আসল নাম আমিও জানি না। হে হে হে।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
সাদা মনের মানুষ বলেছেন: পতাকা ফল খাইতে কেমুন?
১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৯ নং ছবি। এই জামরুল ফলগুলো স্ত্রী প্রজাতির। তাই ঠোঁটে লিপস্টিক দিয়েছে। পুরুষ প্রজাতির হইলে ঠোঁটে সিগারেট থাকতো।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২২
সাদা মনের মানুষ বলেছেন: ইমুন গেয়ানী লুকরা এই দেশে এখন বিরল প্রজাতির হয়ে গেছেন, আমি সত্যিই ধন্য যে আপনার মতো বিরল গেয়ানীর সাক্ষাৎ পেয়েছিলুম
১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৪ নং ছবি। গ্রামের নাম পানখাইয়া পাড়া? এই গ্রামের সবাই কী পান খায়?
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৩
সাদা মনের মানুষ বলেছেন: সেইটা তো জানিনা, তবে নামটা শুনে প্রথম থেকেই আমি খুব চমৎকৃত
১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৭ নং ছবি। ফুলের নাম চাঁদমালা না হইয়া তারামালা হইলে ভালো হইত। আপনি কী বলেন?
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৪
সাদা মনের মানুষ বলেছেন: আরে তাই তো, এমনটা তো ভাবি নাই কখনো। সত্যিই কিন্তু ফুলগুলো তারার মতো দেখতে
১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারণ! মনমুগ্ধকর! +++++
শুভকামনা ও ভালোবাসা প্রিয় সাদা মনেরভাইকে।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আমি তো প্রথম থেকেই আপনার নামটাই ভালোবেসে ফেলেছি। আপনার নামটা শুনে আমার মনে হয়েছিল যেন আপনি পায়ে হেটে হেটে বিশ্ব ঘুরে দেখেন।
শুভ কামনা জানবেন দাদা
১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২০ নং ছবি। পাখিটার গায়ে কমলা রঙ থাকায় আপনি নাম দিয়েছেন কমলাবউ পাখি। বাঃ বাঃ বাঃ। হাঃ হাঃ হাঃ।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনি বুঝে নিয়েছেন, অন্যেরা বুঝটেও পারেনি, তাই তো আপনাকে সব সময় বলি গেয়ানী লুক
১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পতাকা ফল খাইতে কেমুন?
ছবি তুলছেন ভালো কথা। কয়েকটা ফল যদি কুরিয়ার কইরা পাঠাইতেন, তাহলে খাইয়া বলতে পারতাম স্বাদ কেমন?
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: এসব বুড়োদের জন্য নয়, খেলে বিপদ আছে
২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬
প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
সাদা মনের মানুষ বলেছেন: দুই কথায় কি বলেন
২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
সামিয়া বলেছেন: বরাবরেই মতই অসাধারণ -----------
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়।
২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫
নজসু বলেছেন:
২, ৬, ৮, ১৫, ১৭ ও ১৮ নং ছবিগুলো আমি নিলাম।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: বাকীগুলো হেনা ভাইকে দিয়া দেন
২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭
নজসু বলেছেন:
এরপর থেকে ব্যাগে একটা প্যান্ট রাখিয়েন।
কখন কার কো কাজে লাগে।
১৩ নং এ একজনের শ্যালো মেশিন দেখা যায়।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: প্যান্ট না রাখলেও গামছা রাখি সব সময় সুজন ভাই।
খিক খিক খিক, নতুন নাম জানলাম।
২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮
নজসু বলেছেন:
সাদা রঙ্গন এই প্রথম দেখলাম।
আমার কাছে লালটাই ভালো লাগে।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: সাদাটায় মাতাল করা সুবাস আছে, লালটায় নাই
২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই, আমিও ছবি পোষ্ট ভালোবাসি।
মন্তব্যের উত্তর দেওয়ার জন্য শুকরিয়া।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: প্রতি উত্তরে আপনার জন্য রইল ডাবল ধন্যবাদ রাজীব ভাই।
২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯
নজসু বলেছেন:
চাঁদমালা্ ফুলও আজকেই প্রথম দেখলাম।
নামও প্রথম শুনলাম।
অদ্ভুত সুন্দর।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই অনেক সুন্দর এই ফুলগুলো।
২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১০
নজসু বলেছেন:
কমলাবউ পাখিটা চমৎকার।
ছুঁতে ইচ্ছে করছে।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: অন্যের বউ ছোয়াটা কি উচিৎ হবে ভাই
২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
নজসু বলেছেন:
সবগুলো ছবিই সুন্দর।
নম্বর উল্লেখ করা ছবিগুলো মন দিয়ে দেখবো আর ভাববো আমি যেন ওখানেই আছি।
মনটা অদ্ভুত ভালো লাগায় ভরে যাবে আমার।
ধন্যবাদ আমার অতি প্রিয় কামাল ভাই।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন মন্তব্য আমার ঘুরাফেরার পাগলামীটা একটু বেড়েই যায় বৈকি.........শুভ কামনা।
২৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লিপস্টিক দেওয়া জামরুল দেখে মজা পেলাম। সবই বটেশ্বর! জনাব কি আর বাইরে বের হন না?
নতুন বছরের শুভেচ্ছা থাকলো....
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: বটেশ্বর আমার শ্বশুর বাড়ি, আর জেনেনই তো "শ্বশুর বাড়ি, মধুর হাড়ি"
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা
৩০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩
সেলিম আনোয়ার বলেছেন: যাদুকাটা নদীতে আমি আর কবি সায়েমুন গিয়েছিলাম অফিসিয়াল ট্যুরে......সত্যি দারুন বারেকের টিলা থেকে নিচের দৃশ্য অদ্ভুত সুন্দর লাগছিল। নৌকাগুলো মূলত পাথর পরিবহনে ব্যবহার করা হয়!!!
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই এই এলাকাটা অসাধারণ সুন্দর সেলিম ভাই। শ্রদ্ধা জানবেন।
৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১
সাহিদা সুলতানা শাহী বলেছেন: চমৎকার পোষ্ট।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু।
৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৫
ঝিগাতলা বলেছেন: বেশ ভালো লেগেছে
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই ঝিগাতলা, ভালো থাকুন, সব সময়।
৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আহা ছবি কত কথা যায় বলে
কোন কথা না বলে
মুগ্ধতা বরাবরের মতোই। লিপষ্টিক জারুল ! হা হা হা
অনেক অনেক ভাল লাগা
+++++
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন মাশকুর ভাই, আপনার সাথে কোন একদিন ভ্রমণ হবে সেই প্রতিক্ষায় মুখিয়ে আছি।
৩৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
সামু পাগলা০০৭ বলেছেন: এজ ইউজাল! অসাধারণ একটি পোস্ট! ভ্রমনপাগল ব্লগারদের মধ্যে আপনার পোস্টগুলো আমার কাছে বেস্ট মনে হয়।
ভরা বর্ষার ছবিটি বিশেষত মন কেড়ে নিয়েছে, শীতল হয়ে গেল মনটি!
ভালো থাকুন ভাই।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: শীতের দিনে আরো শীতল হলে তো বিপদ আপু, বিশেষ করে আপনি যেহেতু কানাডা আছে.........শুভ কামনা সব সময়।
৩৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
আর্কিওপটেরিক্স বলেছেন: অসাধারণ ছবি + বর্ণনা.....
চান্দের গাড়ী
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: চান্দের গাড়ী দেওখা হাসেন ক্যান ভাই, এটায় চড়লে আপনাকে অবশ্যই নিরাপদে চান্দে লইয়া যাইব। অবশ্য ওখানে সাইদীর সাথে জায়গা নিয়া লড়াই হওয়ার আশংকায় পড়তে হতে পারে সেক্ষেত্রে
৩৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২
পুলক ঢালী বলেছেন: সুন্দর ছবি পোস্ট। আর কি কইতাম হেনভাউ সব কইয়া দিসে। আইচ্ছা হাঁসের গায়ে তো পানি লাগেনা তয় এরা বৃষ্টিতে গোসলে নামছে ক্যান?
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: পানি লাগেনা বইলাই তো আরামসে পানিতে ডুবায়, আর গামছা কেনার টাকাটাও ওদের বেঁচে যায়
৩৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪০
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপনার মত ছবি তুলে ঘুরে বেড়াতে পারলে ভাল হতো ।
আহা জীবনে কত কিছু দেখা বাকি ।
প্রতিটি ছবি জীবনের প্রতিচ্ছবি ।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: আমিও তাই বলি, জীবনে সবই দেখার বাকী..........শুভ কামনা সব সময়।
৩৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: চান্দের গাড়ী দেওখা হাসেন ক্যান ভাই, এটায় চড়লে আপনাকে অবশ্যই নিরাপদে চান্দে লইয়া যাইব। অবশ্য ওখানে সাইদীর সাথে জায়গা নিয়া লড়াই হওয়ার আশংকায় পড়তে হতে পারে সেক্ষেত্রে
খিকজ
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
সাদা মনের মানুষ বলেছেন: কি ভাই, লড়ায়ের কথা শুনে ডরাইয়া গেলেন?
৩৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কামাল ভাই,
ছবিগুলো সুন্দর হয়েছে। আচ্ছা, ব্লগার পুনর্মিলনী অনুষ্ঠানে আসলেন না যে? আপনাকে খুব মিস করেছি আমরা।!
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
সাদা মনের মানুষ বলেছেন: ব্লগার পুনর্মিলনী অনুষ্ঠানে আসলেন না যে?.........সবার ভাগ্যে কি ভাই সব জুটে?
শুভেচ্ছা জানবেন ভাই
৪০| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই, দেহেন!
আমরা আন্নের ডিএসএলআর এর অপেক্ষা কচ্চিলাম; আন্নের না কথা পেচাইয়্যা লাভ নাই! সামনের আড্ডায় আসতে হইবো! না আসলে আমরা আন্দোলনে যামু কইতাছি!
একটা আমিন কয়ে যাইবেন
৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৩
সাদা মনের মানুষ বলেছেন: মুসলমান হলে আমিন না বলে গেলে জায়েজ হইবে না
৪১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮
হাসান রাজু বলেছেন: আপনার পোস্টে ঢুঁ দেয়া এখন একটা বিপদ। একটা মন্তব্য না লিখে বের হওয়া যায় না । কিন্তু কি লিখব? ভাল, সুন্দর, অতুলনীয় ...... সবই লেখা হয়ে গেছে। অতএব কি আর করা ! বলি " অসাধারণ পোস্ট- সিজন ২"। সুস্থ থাকবেন।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজু ভাই, আপনার মতো ঘুরুঞ্চি মানুষদের শুভ কামনা পেলে মনে উৎসাহ পাই পাই ব্যপক।
৪২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫
বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: ঘুরাঘুরির নেশাটা প্রচুর, কিন্তু ফোনে ভালো ছবি ওঠেনা। ছবিগুলো খুব সুন্দর তুলেছেন ভাইয়া। আরো নতুন ছবির প্রত্যাশায়
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সোহান ভাই, মোবাইলে যা উঠে তাই তুলুন। ছবির ভক্ত হিসাবে আমাকে সব সময় পাশে পাবেন।
৪৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
সোহানী বলেছেন: অসাধারন সব ছবির সমাহার.............
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু, কেমন আছেন আপনি?
৪৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
হাবিব বলেছেন: নতুন কোথাও কি বেড়াচ্ছেন ? নাকি নির্বাচনের ছবি দিবেন ভাইজান?
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: নির্বাচনের কোন ছবি আমার কাছে নাই, বেড়াতে যাওয়ার একটা প্ল্যান করতে চাচ্ছি, জানিনা কতটা সফল হবো.......শুভেচ্ছা জানবেন ভাই।
৪৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫
নজসু বলেছেন:
০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভ নববর্ষ
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৬
রাজীব নুর বলেছেন: ছবি দেখতে আমার সব সময় ভালো লাগে কারন আমি ছবি তুলি তাই।
সুন্দর পোষ্ট।