নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
উত্তরপূর্ব ভারতের সেভেন সিষ্টার রাজ্যের ভারতের অন্যতম কনিষ্ঠ রাজ্য নাগাল্যান্ড, যার আয়তন ৬৩৬৬ বর্গমাইল। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। পাথরের চাদর বিছানো আগোছালো ঠাস বুননের শহর কোহিমা। আর নাগারা ইতিহাসের অন্যতম দূর্ধর্ষ জাতি। তাই এই পাহাড়ি রাজ্যের প্রতি পর্যটকদের রয়েছে গা ছমছমে আকর্ষণ।
নাগাল্যান্ড রাজ্যে নাগা উপজাতির অন্তত ষোলটি প্রধান সম্প্রদায় বসবাস করে আঙ্গামি, আও, চাকেসাং, কোনিয়াক, কুকি, কাচারি, সুমি, চাং, লোথা, প্রচুরি, তাংগুল প্রভৃতি। এই প্রতিটি উপজাতির নিজের নিজের উৎসব রয়েছে। নাগাল্যান্ড সরকার এই উপজাতি গোষ্ঠীগুলির প্রধান প্রধান উৎসবকে একই সময়ে একই জায়গায় অনুষ্ঠিত করার জন্য উদ্যোগ নিয়েছেন। প্রতি বছর ডিসেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে ১২ কিমি দূরে কিসামা হেরিটেজ ভিলেজে এই উৎসব অনুষ্ঠিত হয়, যা "হর্ণবিল উৎসব" নামে পরিচিত। ২০১৮ সালের হর্ণবিল ফেষ্টিভালের কিছু ছবি নিয়েই আজকের পোষ্ট।
(২) আসামের রাজধানী গৌহাটি রেল স্টেশন এটা। সিলেটের তামাবিল সিমান্ত দিয়ে বর্ডার পার হয়ে জীপ নিয়ে আমরা চলে এসেছিলাম গৌহাটিতে। এখান থেকে রাত ১১টার ট্রেনে চড়ি ডিমাপুরের উদ্দেশ্যে।
(৩) খুব ভোরে নেমে পড়ি ডিমাপুর স্টেশনে।
(৪) ডিমাপুর থেকে আবার জীপ নিয়ে ছুটে চলি নাগাল্যান্ডের রাজধানী কোহিমার উদ্দেশ্যে। আর ঘন্টা চারেকের মধ্যেই আমরা পৌছে যাই এই পাহাড়ি জনপদের রাজধানীতে।
(৫) ঢুকে গেলাম নাগাল্যান্ডের জানালায়।
(৬) হর্ণবিল ফেষ্টিভালের প্রধান গেইট এটা। এখানে একটা মজার বিষয় হলো, ট্যাক্সিতে উঠে কোথাও গেলে ৪০০ টাকা লাগে। চারজন হোক বা একজন। ১ কিলোমিটার হোক বা ১০ কিলোমিটার। তো আমরা কোহিমা থাকে ১২ কিলোমিটার দূরের কিসামাতে এসে টিকিট নিয়ে ঢুকে হর্ণবিল ফেষ্টিভালের প্রধান গেইটের ভেতর।
(৭/৮) তারপর তো সরাসরি নাগাদের ঐতিহ্যবাহী উৎসবে।
(৯/১০) নানা পোষাকে নানা উপজাতিদের নানা রকম পারফরমেন্সে সত্যিই মুগ্ধ হতে হয় পর্যটকদের।
(১১) এটা ওদের মাছ ধরার কৌশল।
(১২) কোন একটা নৃত্য পরিবেশন করছে এই দলটি।
(১৩) ওদের জমি চাষের একটা উপস্থাপনা এটা, তবে মজার বিষয় হলো ওরা সব কাজেই গানরত থাকে।
(১৪/১৫) তুলা থেকে সুতা, আর সুতা থেকে কাপর বুননের আদিবাসী কৌশল দেখাচ্ছে এই দলটা।
(১৬/১৭) ওদের বাড়ি-ঘরগুলো দেখতে বেশ লাগে।
(১৮/১৯) বাড়ি ঘরগুলোর আসবাবে ওরা কাঠের মাঝে খোদাই করে ওদের ইতিহাসের ঐতিহ্য তুলে ধরে চমৎকার ভাবে।
(২০) বিশাল গাছে বসে থাকা অনেকগুলো হর্ণবিল পাখি।
(২১) কিসামার একটা চার্চ, সামনে দাঁড়ানো দেশী-বিদেশী পর্যটক।
(২২/২৩) সব শেষে আমি
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ কামনা জানবেন।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
হাবিব বলেছেন: চোখ ধাঁধানো সব ছবি........
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: ওদের অনুষ্ঠানগুলো সত্যিই বেশ জমকালো.........শুভ সন্ধা স্যার
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
চাঁদগাজী বলেছেন:
সুনদর
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: ব্যতিক্রমী মন্তব্য, আপনাকে এক কাপ চা খাওয়ানো উচিৎ
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
চাঁদগাজী বলেছেন:
অনেক সুন্দর
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: এবার পাওনা হলেন দুই কাপ
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর! সুন্দর!!
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সম্রাট, ভালো থাকুন, সব সময়।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
আরোহী আশা বলেছেন: অসাধারন ছবি
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: মন্তব্যে উৎসাহিত হলাম আশা ভাই
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২২/২৩ নম্বর ছবিতে যে আপনি আছেন, সেটা বুঝতে পারছি। ওখানে কোন নতুন সংসার পেতে এলেন নাকি? ওদের সাথে ঘনিষ্ঠতা দেখে সন্দেহ হচ্ছে।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মতো আমারো কিন্তু সন্দেহ ঘনিভুত হইতাছে
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নাগারা কোন ধর্ম পালন করে?
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হচ্ছে ওদের মধ্যে খৃষ্ট ধর্মাবলম্বী বেশী।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওরা কী আমাদের মতো মাছ ভাত খায়?
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৭
সাদা মনের মানুষ বলেছেন: মাছ ভাত, দুধ, ডিম, কলা, আম, আনারস, কামরাঙা এসবই খায়........বিশ্বাস না হলে আপনি ওখানে গিয়ে দেখতে পারেন
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
শোভন শামস বলেছেন: নতুন ভুবনে
সুন্দর পোস্ট
ধন্যবাদ
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: নতুন ভুবন কোনটা শামস ভাই?
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নাগাল্যান্ড মানে আমি মনে করতাম নাগ নাগিনীদের আবাসভূমি। এখন দেখছি তা' নয়। এই জন্য আপনার মতো দেশ বিদেশ ঘুরে বেড়ানো দরকার।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: আহেন আমরা ঘুরে বেড়াই, তয় খরচ কিন্তু সব আপনার
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১
মাহমুদুর রহমান বলেছেন: ছবিগুলো মনোমুগ্ধকর।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন মাহমুদ ভাই
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪
ইসিয়াক বলেছেন: সুন্দর
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫
সনেট কবি বলেছেন: আপনার ভ্রমণের ছবি দেখে মুগ্ধ হলাম।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন কবি, ভ্রমণের নেশাটা আমি ছাড়তেই পারি না।
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭
রাজীব নুর বলেছেন: আমি আর কিছু দিন পর। বের হয়ে যাবো ভ্রমন করতে।
০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: আমার ও তাই ইচ্ছে, তবে সময়ের বড়ই অভাব.....শুভ সকাল
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫২
টারজান০০০০৭ বলেছেন: আমি তো ভাবিয়াছিলাম নাগাল্যান্ডের বাসিন্দারা বুঝি নাগা সাধুদের মতনই নাংগা হইবে ! দেখিয়া ভুল ভাঙিল !!
উহাদের কিন্তুক কল্লা কাটিয়া ট্রফি বানানোর ইতিহাস আছে ! সুতরাং সংসার পাতিতে হইলে কল্লা সাবধান !!
মাইয়াগুলান কিন্তুক বড়ই সৌন্দর্য !
০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫০
সাদা মনের মানুষ বলেছেন: আমরা আসলে ওদের গ্রামগুলোকে নিবিড়ভাবে দেখার সুযোগ পাইনি, তাহলে হয়তো নাগাদেরকল্লা কাটা ট্রফি দেখা হয়ে যেতো, তবে ওখানকার গাছ পালা টারজানের জন্য খুবই উপযোগী। আর বড়ই সৌন্দর্য্যের কথাটা না হয় নাই বললাম
.......শুভ কামনা টারজান।
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:২২
পুলক ঢালী বলেছেন: ভাবিতেছি ২২/২৩ এ আমনেও অগো মতন পোষাক আষাক পইরা পোজ দিলে কেমুন অইতো।??
০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১
সাদা মনের মানুষ বলেছেন: কম খারাপ হইতোনা, তয় পোষাক আমাদেরকে দিবে কে?
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নাগাল্যান্ডতো সন্যাশিদের জন্য বিখ্যাত।
কারো শিষ্যত্ব নিয়ে নিতেন!
০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনি নাই বলে আর হলো না
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১১
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ২১,২২,২৩ মিলে মিশে বেশ!
০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: আহা বেশ বেশ বেশ
২০| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনি আর রবিউল ভাই মিলে ওদের পোশাকে একটা ফুটু তুইল্লে বেশ লাগিত!
০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ওদের পোষাক আমাদেরকে দিবে কে? রিফাত ভাই?
২১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪
নয়া পাঠক বলেছেন: আপনার অন্যান্য ভ্রমন চিত্রব্লগগুলোর মতোই এটাও অনেক আকর্ষণীয়, মনোমুগ্ধকর। তবে পোষ্ট পড়ে নয় শ্রদ্ধেয় চাঁদগাজী সাহেব এর মন্তব্য ও আপনার উত্তর, প্রতিউত্তর দেখে উচ্চস্বরে হেসে ফেলি অফিসের মধ্যেই, সকলেই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকায় বেশিক্ষণ হাসতে পারলাম না। জটিল, ভাললাগল।
০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্য পড়ে এবার আমারও হাসি পাচ্ছে, কন তো কি করি?
২২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩
আরাফআহনাফ বলেছেন: আপনার এ লেখা পড়ে জানতে পারলাম হর্ণবিল ফেস্টিভলের কথা - আগে জানা ছিলো না ।
আচ্ছা কখন হয় এ ফেস্টিভল?
সবগুলো ছবিই সুন্দর হয়েছে - আমার নিজের ভ্রমন করাকে উসকে দিচ্ছে।
শেষে আপনার ছবি না থাকলে অপূর্ণই থেকে যেত এ লেখা/ছবি ব্লগ।
শুভ কামনা রইলো কামাল ভাই - ভালো থাকুন।
০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: হর্ণবিল ফেস্টিভাল হয় প্রতি বছর ডিসেম্বরের ১ তারিখ থাকে ১০ তারিখ পর্যন্ত। শুভেচ্ছা জানবেন ভাই।
২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক সুন্দর সব ছবি !!
দারুণ ।
০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়।
২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ভাইজান ওখানে কি পোষাক ভাড়া পাওয়া যায় না!
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: মনে হয়না, দেখলাম না তো
২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার। নাগাল্যান্ড দেখা হলো আপনার ছবিতে এবং লেখায়।।
০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই,,,,,,,,,,,,,,,শুভেচ্ছা অবিরত
২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
জুন বলেছেন: ধনেশপাখীর উৎসব নিয়ে নাগাল্যান্ডের উপর নতুন একটি বিষয় জানা হলো সাদা মনের মানুষ । এর আগে জেনেছি শৈলেশ দের কাছে, তার আমি সুভাষ বলছি বইটিতে অনেকবার নাগাল্যন্ডের রাজধানী কোহিমার কথা এসেছে ।
ঝকঝকে ছবিগুলো দারুন এছাড়া ওদের কাঠের তৈরী শিল্পকর্মগুলোও ।
+
০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, অনেক দিন হল আপনার কোন নতুন ভ্রমণ কাহিনী দেখছিনা।
২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! আপনার দেখানো ছবিতে আমিও যেন উপস্থিত ছিলাম সেই নাগাল্যান্ডের উৎসবে
চমৎকার ছবি ব্লগ
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৭
সাদা মনের মানুষ বলেছেন: আসলে ওদের সভ্যতা সংস্কৃতিকে খুব কাছে থেকে দেখতে হলে যতটা সময়ের প্রয়োজন ততটা আমাদের হাতে ছিল না, তাই খুব বেশী ওদের জানা হয়ে উঠেনি..........শুভেচ্ছা জানবেন অনিক ভাই।
২৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
তারেক ফাহিম বলেছেন: চমৎকার ভ্রমন পোষ্ট মনে হচ্ছিল আমিও উক্ত ভ্রমনের সঙ্গি।
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই, শুভ কামনা সব সময়
২৯| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩০
পুলক ঢালী বলেছেন: পোষাক কই পাইবেন ? হা হা হা তাইলে একডা বিয়া কইরালাইলে বালা অইত পুষাকের বন্যা বইয়া যাইতো।
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: বুদ্ধিটা কম খারাপ না, তয় আগে দেওয়া দরকার ছিল
৩০| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এইটার ২য় পর্ব আসবে কি-ভাইজান।
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯
সাদা মনের মানুষ বলেছেন: না ভাইজান, এটা এক বাপের এক পুত
৩১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমি অনেক সময় মজা করে বলি নাগাল্যান্ড চলে যাবো বা আন্দামান ।
যাই হোক ট্রাভেলের শখ পুরন করতে হবে ।
ধন্যবাদ অনেক কিছু জানলাম ।
১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, নাগাল্যান্ড যাওয়ার আশা পূর্ণ হয়েছে, আন্দামানেরটাও আশা করি পূরণ হয়ে যাবে।
৩২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৫
নজসু বলেছেন:
পঁচা ছবি।
১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৯
সাদা মনের মানুষ বলেছেন: সত্যি কথাটা একমাত্র আপনিই বললেন, ধন্যবাদ সুজন ভাই
৩৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার পোস্ট। +++
সাপ, শুকর, কুকুরও কিন্তু খায় নাগাল্যান্ড এর অধিবাসীরা।
১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনার ভাগে কিছু পড়েনি তো হাসান ভাই?
৩৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৯
পুলক ঢালী বলেছেন: সামমা ভাই কি খবর আপনি সুস্থ্য আছেন তো ??
২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: সুস্থ্য আছি ভাই, তবে খুবই ব্যস্ত
৩৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৯
কালীদাস বলেছেন: আপনার লেখা ট্রাভেসগ সবসময়ই উপভোগ্য। এটাও চমৎকার ছিল। মাছধরার ডেমোনস্ট্রেশনটা ইন্টারেস্টিং ছিল। চোখে ভুল দেখলাম কিনা জানিনা: ১৪ নাম্বার ছবির ডানদিকের মেয়েটা দেখি প্রায় ব্লন্ড
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন কালীদাস..........ভুল দেখেননি ভাইজান সঠিকই দেখেছেন।
৩৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
প্রথমকথা বলেছেন: ভাল লাগল ছবিও বর্ণনা। খুব সুন্দর বর্ণনা দিয়েছেন।
২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন প্রথম কথা
৩৭| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২
প্রামানিক বলেছেন: ছবি দেইখা তো টাসকি খায়া গেলাম। সব শেষে ওদের ভাও করলেন কেমনে?
২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনার রেসিপি প্রয়োগ কইরা দিছি ওনাদের উপর
৩৮| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২২
নজসু বলেছেন:
কামাল ভাই, সবার শেষে কোনটা আপনি তার তো পরিচয় দিলেন না।
মাঝে দাঁড়ানো মানুষটার ডানেরজন না বামেরজন আপনি ?
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: সেইটা তো আমিও ভাবছি, আপনি জানতে পারলে আমাকে জানাইয়েন সুজন ভাই
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার পোস্টের সাথে আমিও ঘুরে এলাম