নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
আজ ২৫ জানুয়ারী মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এর জন্মদিন। আজ থেকে ১৯৫ বছর আগে অর্থাৎ ২৫ জানুয়ারি, ১৮২৪ সালে তিনি ব্রিটিশ ভারতের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্ম গ্রহণ করেন। যৌবনে খ্রিষ্টধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণবশত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন আকৃষ্ট হন নিজের মাতৃভাষার প্রতি। এই সময়েই তিনি বাংলায় নাটক, প্রহসন ও কাব্যরচনা করতে শুরু করেন।
তাকে ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার মনে করা হয়। তাঁকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থাবলি হলো দ্য ক্যাপটিভ লেডি, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী (নাটক), পদ্মাবতী (নাটক), বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা, তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, হেকটর বধ ইত্যাদি। মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় মৃত্যু হয় এই মহাকবির।
(২) প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই সামনে বিশাল পুকুরের পাশে এই লিখাঃ “দাঁড়াও পথিক বর জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল। এ সমাধিস্থলে (জননীর কোলে শিশুলভয়ে যেমতি বিরাম) মহীর-পদে মহানিদ্রাবৃত দত্ত কুলোদ্ভব কবি শ্রীমধুসূদন। যশোরে সাগর দাঁড়ী কপতাক্ষ তীরে জন্ম ভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজ নারায়ণ নামে জননী জাহ্নবী।“ কবির নিজের সমাধির এফিটাফ হয়তো এটা।
(৩) কবির বাড়ি সংলগ্ন পুকুরের সান বাধানো ঘাট।
(৪) ঘাটে দাঁড়িয়ে বাড়ির দিকের ছবি তুললে এমন দেখায়।
(৫/৬) কবির বাড়িটা এখন জাদুঘর।
(৭) বাড়ির ভেতরের ফুলের বাগান, ২০০ বছর আগে কবি হয়তো এসব দেখে মুগ্ধ হতেন, কবিতা লিখতেন।
(৮/৯) কবির পারিবারিক দেবালয়, এক সময় পূজা পার্বণে বেঁজে উঠতো উলু-শঙ্খের ধ্বনি। অন্দর মহল সরগরম থাকতো উৎসবের আয়োজনে।
(১০) ভেতরটা কবির পারিবারিক ব্যবহার্য্য দ্রব্যাদি দ্বারা সাজানো।
(১১) কাঠের আলমিরা। কবির পারিবারিক ব্যবহৃত।
(১২) স্টিলের বাক্স, কবির পারিবারিক ব্যবহৃত।
(১৩) কাঠের সিন্ধুক, কবির পারিবারিক ব্যবহৃত।
(১৪) কলের গান, কবির পারিবারিক ব্যবহৃত।
(১৫) কাঠের খাট, কবির পারিবারিক ব্যবহৃত।
(১৬) এটা কবির কাকার বাড়ি।
(১৭) ফুলহীন কাঠগোলাপ গাছে বসে আছে একটা পাখি।
(১৮) বাড়ির পেছনেই রয়েছে সাগরদাঁড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
(১৯) পুকুরের বিপরিত পাশ থেকে তোলা কবির বাড়ির ছবি।
(২০) পুকুরে বেশ বড় কিছু মাছ দেখা যায় মাঝে মাঝে ভেসে উঠতে।
২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: ভ্রমণ করতে খুব ভালো লাগে, কিন্তু এখন সময় খুবই কমে গেছে আমার রফিক ভাই.........শুভ কামনা সব সময়।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১
শাহিন বিন রফিক বলেছেন:
এই ব্লগে আমার আসার মূলত কারণ ভ্রমণ পোস্ট। ভ্রমণও আমার খুব প্রিয়। পুরানো ভ্রমণ লেখাগুলো প্রায় পড়ি বেশ ভাল লাগে। আপনারা ৫-৭ জন মিলে ব্লগের ভ্রমণ মঞ্চটা আসলে টিকিয়ে রেখেছেন।
আপনার রেলপথ হাঁটা যাত্রা কতদূর?
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: রেলপথ হাটাও শ্রীমঙ্গলে গিয়ে আপাতত বন্ধ হয়ে আছে রফিক ভাই, তবে সময় করতে পারলেই ছুট লাগাবো, শ্রদ্ধা জানবেন।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫
নজসু বলেছেন:
খুবই সুন্দর প্রিয় কামাল ভাই।
সনেট কবি সম্পর্কিত ছবিগুলো দেখে খুব ভালো লাগছে।
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই, ব্লগে এখন মনে হয় আপনিই আমাকে সব থেকে বেশী উৎসাহ জোগান।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো। ছবিগুলো দেখে কেমন যেনো লাগলো।
জিনিস থাকে ।মানুষ থাকেনা।
জন্মদিন এ কবিকে শ্রদ্ধা জানাই।
শুভেচ্ছা রইলো। এই ব্লগবাড়ি মানেই তো অনেক ঘোরাঘুরির গল্প। বেড়াতে আমিও খুব ভালোবাসি।
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হয় বেড়ানোটাই জীবনের সব থেকে ভালো সময়, কিন্তু সংসারের যাতাকলে অতটা আর পারা যায় কই?.......শুভেচ্ছা নেবেন আপু।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৪
হাবিব বলেছেন: অসাধারণ সব ছবি। ++++
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: শুভ সকাল স্যার
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: খুব ভালো লাগলো ছবি ব্লগ পোষ্ট টি।
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই, ভালো থাকুন, সব সময়।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০২
আরোহী আশা বলেছেন: খুব সুন্দর ছবি
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুনামধন্য বিখ্যাত কবির পরিচিতির সাথে কবির বাড়ির ছবিগুলো দেখে মুগ্ধতায় ভরে গেল মন ।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন নয়ন ভাই
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০২
দৃষ্টিসীমানা বলেছেন: সাদা মনের মানুষ আপনার এই পোষ্ট আমাকে অনেক স্মৃতি মনে করিয়ে দিল , এক সময় আব্বার সরকারি চাকরির সুবাদে আমরা যশোরে ছিলাম , আমি তখন ওখানে মোমেন গার্লস স্কুলে পড়তাম ,এখন সম্ভবত সরকারি বালিকা বিদ্যালয় নাম হয়েছে । একবার স্কুল থেকে আমাদেরকে মাইকেল মধুধুনের জন্ম স্থান সাগর দাড়ি নেয়া হয়েছিল । স্থানটি কবি মাইকেল মধুশুধুনের জন্মস্থান , ছোট ছিলাম অনেক আনন্দ পেয়েছিলাম , ওখানে একটি দালান ছিল তার সামনে একটা স্থম্ভ , কোন এক শিল্পীর হাতে ওনার আবক্ষ একটি ভাস্কর্য ছিল । সাগর দাড়ির সেই স্মৃতি এখনও আমার মনে পড়ে , তুলনা করি সেদিন আর এদিনের কথা । বাবার সরকারি চাকরির কারনে আমাদের বাংলাদেশের অনেক জায়গায় ঘোরা হয়েছে , মাইকেল মধুসুধনের
সেই জন্মস্থানের স্মৃতি আমি ভুলিনি , কবির জন্য শ্রদ্ধা এবং লেখককে অনেক ধন্যবাদ ছবি সহ লিখাটি ব্লগে দেয়ার জন্য ।
৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, এমন স্মৃতিগুলো মনকে নষ্ট্যালজিক করে তোলে।
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪০
উম্মু আবদুল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।
৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু, কেমন আছেন আপনি?
১১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৬
আবদ্ধ বলেছেন: খুব ভালো লাগলো...বিশেষ করে ছবি গুলো।
৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আমার পোষ্ট মুলত ছবি ব্লগই।
১২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: বাড়ির কাছের লোকের ট্রেন ফেল!যাওয়া হয়নি এখনও।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: এটা স্বাভাবিক মোস্তফা ভাই......শুভ কামনা সব সময়।
১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮
প্রামানিক বলেছেন: কবে গিয়েছিলেন? যাই যাই করেও যাওয়া হচ্ছে না। ধন্যবাদ
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫
সাদা মনের মানুষ বলেছেন: এক বছর আগে
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭
রাকু হাসান বলেছেন:
সব ছবিই অসম্ভবরকম সুন্দর করে তুলেছেন । ঐতিহাসিক স্থান নিয়ে ছবি ব্লগ ভালো লেগেছে । +++
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, শুভেচ্ছা নেবেন
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪
খায়রুল আহসান বলেছেন: চমৎকার পোস্ট। খুব সুন্দর লেগেছে ছবিগুলো। আমি গিয়েছিলাম সেই ২০০৮ এ। এর পরে আর যাওয়া হয়নি।
কবির ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখে খুব মায়া লাগলো।
আড়ম্বরহীন হলেও ১৭ নং এর পাখির ছবিটা খুব ভাল লাগলো। স্মৃতির কথা উল্লেখ করে করা দৃষ্টিসীমানা এর ৯ নং মন্তব্যটাও ভাল লেগেছে।
পোস্টে প্লাস + +
১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই, অনেক দিন পর বিকল্প পথে ব্লগে ঢুকে ভালো লাগছে।
১৬| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:১৩
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো পোষ্ট ।
++++
শুভকামনা
২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পরি, শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩
শাহিন বিন রফিক বলেছেন:
ছবিগুলো খুবই সুন্দর।
কবি বাড়ির ভ্রমণ করেছেন একজন ইবনে বতুতা। বেশ বেশ।