নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রামানিক ভাইকে স্যালুট

১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:০০


সামুতে কোন ভাবেই আর ঢুকতে পারছিলাম না। ব্যস্ততায় সামুতে হয়তো লিখা হয় কম, তবু প্রতিদিন নিজের অজান্তেই কাজের ফাঁকে দুই চার বার ঢু মারি। কিন্তু কিছু দিন হয় একেবারেই ঢুকতে পারছিলাম না। গাতকালকে প্রামানিক ভাই আমাকে ফোন করে বললো অপেরাতে এই ভাবে এইভাবে ইত্যাদি ইত্যাদি করেন ব্লগ ওপেন হবে। আজ অপেরা ইনষ্টল করে ওনাকে ফোন দিয়ে VPN ইত্যাদি ইত্যাদি করে ঠিকই ঢুকে গেলাম। হুররে................

কিন্তু কথা হলো পর্ণ সাইটের বদনাম দিয়ে আমাদের এই ব্লগ সাইট বন্ধ করে সরকারের কি লাভ? সরকারে দায়িত্বশীল কেউ এর জবাব দেবেন কি?

শুভ ব্লগিং....................

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনাকে আমার সালাম জানাবেন।
শুভ ব্লগিং...

১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই জানাবো সাজ্জাদ ভাই

২| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৬

খায়রুল আহসান বলেছেন: সরকারের বেশ ক'জন ঊর্ধ্বতন কর্মকর্তা এ ব্লগের পাঠক রয়েছেন বলে জানি। আশাকরি, তারা এ সমস্যা সমাধানে দু'এক পা হলেও এগিয়ে আসবেন।
অনেকদিন পরে ব্লগে আপনার প্রত্যাবর্তনে প্রীত হ'লাম।

১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: আমিও আপনার সাথে আশায় বুক বাধলাম ওনারা বিষয়টি নিয়ে ভাববেন।

কেমন আছেন বড় ভাই?

৩| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৮

নজসু বলেছেন:



ব্লগে স্বাগতম। :D

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

৪| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: কামাল ভাই স্যালুট পাবে অপেরা কোম্পানী, আমি না। ঐ কোম্পানী এই অপশনটি রাখছে বলেই সামু ওপেন করা সম্ভব হচ্ছে। ধন্যবাদ আপনাকে।

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, কোম্পানীর পক্ষ থেকে আপনাকেও শুভেচ্ছা

৫| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:২১

মাহমুদুর রহমান বলেছেন: দুজনকেই অভিনন্দন।

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে অভিনন্দন

৬| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:



ভালো হলো, টেকনোলোজীতে হাত আসছে।

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কেমন আছেন গাজী ভাই?

৭| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৯

তারেক ফাহিম বলেছেন: আমিও একই পক্রিয়া ব্যবহার করে ঢুকতে পারছি।
আমাকে সুজন ভাই বলল।

আমিও আপনার মত প্রতিদিন নিয়ম করে একবার অন্যান্য ভ্রাউজার দিয়ে চেষ্টা করছি।
এক পর্যায়ে হাল ছেড়েই দিয়েছিলাম :((

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩২

সাদা মনের মানুষ বলেছেন: আমি হাল ছাড়িনি, অপেক্ষায় ছিলাম সামু কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে এর ছাড় আদায় করে আনবে কখন, শুভেচ্ছা জানবেন ফাহিম ভাই।

৮| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ,



আবারও জানালায় খুলে উঁকি দিতে পেরেছেন দেখে ভালো লাগলো।
আমরা আবারও প্রমান করে ছাড়লুম যে, যতো তুফানই আসুক না কেন ,তুফানরে আর ডরাইনা..............।

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: অনেক আগে পড়া একটা গল্পের ডায়ালগ এটা, মনটাকে নষ্ট্যালজিক করে দিলেন জীএস ভাই।

৯| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা সবচে মহজ উপায়!

টরে খানিকটা স্লো হয়ে যায়! ভিপিএনেও নানা ঝামেলা!
অপেরা জিন্দাবাদ!

প্রামানিক ভাই যুগ যুগ জিও :)

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাইজান

১০| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৪

আকতার আর হোসাইন বলেছেন: অভিনন্দন আপনাকে....

আমাদের দুর্দিন কেটে যাবে ইনশাআল্লাহ ...


শুব ব্লগিং..

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আমিও তাই বলি, দুর্দিন অবশ্যই কেটে যাবে আমাদের।

১১| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার প্রজন্মতে আমরা আনন্দ পেলাম । শুরু হোক পথচলা ।

শুভ ব্লগিং ........

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভে্ছা জানবেন দাদা

১২| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ১২:৫৩

আমিনভাই বলেছেন: VPN দিয়ে পরনো দেখা যায় । মানে কি এই সরকার পরনো দেখতেই উৎসাহ দিচ্ছে?

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: :(

১৩| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ১:২২

আরোগ্য বলেছেন: শুভ ব্লগিং। মসৃণ হোক সামুতে পথচলা।

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: শুভ ব্লগিং

১৪| ১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:০১

মলাসইলমুইনা বলেছেন: সাদা মনের মানুষ,
আনন্দ স্যালুটতো একটা না অনেকগুলো মনে হচ্ছে ফটো থেকে ! শিরোনামটাতে 'অনেকগুলো' কথাটা যোগ করে দিন । আমরা অনেকেই ফটো দিতে পারছিনা লেখায় ।আপনি এসেই যখন ছক্কা হাঁকালেন ফটোসহ লেখা দিয়ে ।তখন রঙিন হোক বা সাদা কালো হোক আরেকটা ফটো ব্লগ হয়ে যাক তাড়াতাড়ি ।ভালো আছেন আশাকরি ।

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, অনেক দিন হয়ে গেলো কোন পোষ্ট দেইনা। খুব শীঘ্রই একটা পোষ্ট দিবো ভাই।

১৫| ১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৪

রাজীব নুর বলেছেন: খারাপ সময় যাচ্ছে। ভালো সময় আসবে ইনশাল্লাহ।

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ভালো সময়ের অপেক্ষায় থাকলাম, কেমন আছেন রাজীব ভাই?

১৬| ১৮ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৯

আমি মুক্তা বলেছেন: কষ্ট করে ফিরে আসতে পেরেছেন জেনে ভালো লাগলো। আশা করি ব্লগের এই দুর্দিন খুব দ্রুতই কেটে যাবে।

১৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৮

সাদা মনের মানুষ বলেছেন: সেই আশায়ই আছি মুক্তা আপু

১৭| ১৮ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৫২

তারেক_মাহমুদ বলেছেন: ওপেরা দিয়ে মাঝে মাঝে বেশ ঢুকতে পারি আবার মাঝে মাঝে ঝামেলা করে তখন VPN লাগে আশাকরি সামু খুব তাড়াতাড়ি পর্ণ সাইটের অপবাদ থেকে মুক্তি পাবে।

১৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩১

সাদা মনের মানুষ বলেছেন: আমরা সবাই আশা করছি খুব শীঘ্রই আমাদের সমস্যাটা মিটে যাবে, শুভেচ্ছা নেবেন তারেক ভাই।

১৮| ১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগটা ঝিমিয়ে পড়েছে

০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ঢোকার সহজ পথ না থাকাটা এর জন্য দায়ী।

১৯| ১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

জাহিদ অনিক বলেছেন:
হুম ! ভিপিএন ছাড়া এখন আসা যায় না-- এটা খুবই কষ্টের কথা

০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৭

সাদা মনের মানুষ বলেছেন: এখন আসা যায় ভাই :D

২০| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৮

সুমন কর বলেছেন: আশা করি, সামু অতি দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসবে।

০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৮

সাদা মনের মানুষ বলেছেন: স্বাভাবিক অবস্থায় অলরেডি ফিরে এসেছে, আমরা হ্যাপী

২১| ০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১১

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: সামু হচ্ছে একটি পরিবার, সবাই সবাইকে সাহায্য করবে ব্লগিং বিষয়ে,
ধন্যবাদ তাকে,
ধন্যবাদ আপনাকে
শুভ ব্লগিং

০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ শাওন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.