নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

আবার কবে যাবো পাহাড়..........

০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:৪৮


ব্যস্ততা দিনকে দিন বেড়েই চলছে। ইচ্ছে করছে পাহাড় অরণ্যে ছুটে যেতে। একটু রিলাক্স করতে। যান্ত্রিক শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চল আর মেঘাচ্ছন্ন পাহাড়।ওফ কতো দিন হলো ঝিরি পথ মাড়িয়ে পাহাড়ি ঝর্ণা দেখা হয় না, শোনা হয়না নির্জনে পাখির ডাক। তাই আজ আমার তোলা পুরোনো পাহাড়ি ভ্রমণের কিছু ছবি নিয়ে পোষ্ট দিলাম বলতে পারেন ঘোলে মেটানো।


(২) এটা কোন পুরোনো প্রাসাদ নয়, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়।


(৩) চারিদিকে পাহাড়, মাঝখানে সমতল মাঠ, এটা কাশ্মীরের বেতাব ভ্যালীর ছবি।


(৪/৫) আমার দেখা সব থেকে সুন্দর ঝর্ণা, প্রথমটা তিনাপ সাইতার দ্বিতীয়টা আমিয়াখুম। দুটি ঝর্ণাই বান্দরবানের পাহাড়ের গহীনে অবস্থিত।



(৬) শেরপুরের গজনীতে গাড়ো পাহাড় এলাকা।


(৭) পাহাড়ি কমলা, এটা মৌলভী বাজারের জুড়ি পাহাড়ি এলাকা থেকে তোলা ছবি।


(৮/৯) বান্দরবানের রুমা উপজেলা সদরে যাওয়ার স্থলও জলপথ।



(১০/১১) কেওকারাডাং এর একাল-সেকাল।



(১২) সাঙ্গুর পাড়ে রুমা।


(১৩) পাহাড়ি পথে চান্দের গাড়ি।


(১৪) দূর্গাপুরের সাদা মাটির পাহাড়, মাঝখানে তার নীল জল।


(১৫) বাংলাদেশের সব থেকে উঁচু গ্রাম পাসিং পাড়া, এটা কেওকারাডাং এর পাশেই অবস্থিত।


(১৬) পাসিং পাড়া পার হয়ে বাকলাই পাড়ার পথে।


(১৭/১৮) দুটি নাম না জানা পাহাড়ি ফুল।



(১৯) পাহাড়ের ভেতরে সেনা ছাউনি, এটা সুংসাং পাড়ায় অবস্থিত।


(২০) সাতভাই খুম।

মন্তব্য ৩৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আহা! কতদিন দেখিনা এসব ছবি।

০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আমিও এখন আর স্বচক্ষে দেকার সময় পাচ্ছি না, কেমন আছেন হেনা ভাই?

২| ০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৩ নং ছবি। চান্দের গাড়ি ঠেলা দিলে কয় টাকা দেয়?

০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ক্যান? ঠেলতে ঠেলতে চান্দে যাওয়ার পায়তারা কর্তাছেন্নাকি?

৩| ০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৭/১৮ নং ছবি। এই ফুলগুলোর নাম জানেন না? হায় আল্লাহ! প্রথম ফুলটার নাম মাইক ফুল, আর দ্বিতীয়টা তো ফুল নয়, লাল কামরাঙ্গা ফল। একটা খাইলে বুড়া মানুষ জোয়ান হইয়া যায়।

০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩১

সাদা মনের মানুষ বলেছেন: জোয়ান হওয়ার এতো সখ ক্যান ভাই? তয় কানে কানে কই আপনাক কথা সত্যি হইলে আমিও লাল কামরাঙ্গা খাইতে চাই :D

৪| ০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২০ নং ছবি। সাত ভাইরে খুন করছে কেঠা?

০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩১

সাদা মনের মানুষ বলেছেন: পুলিশ তো আপনার কথাই কয় =p~

৫| ০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৪/৫ নং ছবি। এই ঝর্ণার পানিতে দিগম্বর হইয়া গোসল করতে মুঞ্চায়।

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৫

সাদা মনের মানুষ বলেছেন: করতে পারেন, আমিয়াখুমটা একেবারেই নির্জন। আপনার টিমের চোখে কালো চশমা পড়া থাকলে অন্য কাউকেই ওখানে পাবেন্না।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা
কত্তদিন পর ভায়ার ছবি সহ ভ্রমন পোষ্ট!

ঘোল কি ভায়া এতো দুধ দধির সাথ একসাথে ;)
হা হা হা

দারুন সব ছবিতে মন ভালো হয়ে যায়!

+++++++

০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: ঘোলটা যে কি সাটা জানে হেনা ভাই।

পোষ্ট দেওয়ার সময় ইদানিং খুবই কম পাচ্ছি, তাছাড়া ব্লগ ওপেন না হওয়ার সমস্যাটাও এর জন্য দায়ী.......কেমন আছেন বিদ্রোহী?

৭| ০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪০

নীলপরি বলেছেন: বরাবরের মতোই সুন্দর সুন্দর সব ছবি । আর পাহাড় আমারও প্রিয় ।

শুভকামনা

০৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: খুব শীঘ্রই একটা পাহাড় ট্যুরের চেষ্টায় আছি, শুভ কমনা জানবেন।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: ঘোলটা যে কি সাটা জানে হেনা ভাই।
অমিয়াখুমের নির্জনতায় যখন চিনিয়ে দিলেন তখনতো বেশ বুঝতে পারছি ;)
হা হা হা হা

আপনাদের দোয়া আর সকলের শুভকামনায় বেঁচে আছি।
ব্লগ যে কবে মুক্তি পাবে! কবে উঠবে স্বাধীনতার সূর্য! তাই ভাবি বসে!

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৬

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কবে আমাদের ব্লগে স্বাধীনতার সূর্য্য উঠবে কে জানে? তবে উঠবে এটা নিশ্চিৎ, শুভ কামনা জানবেন।

৯| ০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: ছবি গুলো খুব সুন্দর।
অনেকদিন পর আপনার পোষ্ট দেখে ভালো লাগলো।

০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রাজীব ভাই।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:১০

ওসেল মাহমুদ বলেছেন: মন ভালো করা পোস্ট ! ছবি গুলো খুব সুন্দর। ধন্যবাদ চমৎকার পোস্টটির জন্য !

১১| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: ওয়াও! অসাধারন লাগলো ছবিগুলি। ++++

পোস্ট মুগ্ধতা।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও রইল একরাশ শুভ কামনা মাখানো ভালোবাসা।

১২| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৫

তারেক ফাহিম বলেছেন: আহা কত দিন পর পেলাম।

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কেমন আছেন?

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৪

হাবিব বলেছেন: চোখ জুড়ানো সব ছবি!

২২ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ স্যার

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:০০

মলাসইলমুইনা বলেছেন: খুব সুন্দর লাগলো ফটোগুলো ।এই দুর্গাপুরই কি সিলেটের সুসং দুর্গাপুর হুমায়ন আহমেদের বইয়ে পড়া ? নাকি অন্য কোথাকার দুর্গাপুর এটা ?

২২ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: এটা সিলেট নয় ভাই নেত্রকোনা জেলার উত্তর প্রান্তে গারো পাহাড়ের পাদদেশের এক জনপদের নাম

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:১২

মা.হাসান বলেছেন: সব জায়গার পাহাড়ের চমৎকার সব ছবি দিয়ে দিলেন। বর্ষায় পাহাড় বিপজ্জনক, তবে আমার খুব ভালো লাগে কিন্তু এই বর্ষায় রোজা ঈদ এসব কারনে এবং এর পর কাজের ব্যস্ততার কারনে বের হতে পারবো না, হয়তো অক্টোবরে হবে।

২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, হতেই হবে।

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আসাধারণ ফুডু B-)

২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: কতা হাচা =p~

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১০

হাসান রাজু বলেছেন: পাসিং পাড়ার ছবিতে তেমন কিছু নাই। কিন্তু আপনার অনেক পোস্টে এই গ্রামের ছবি থাকে। মনে হয় কেওকারাডাং সফরটা আপনার কাছে কোন কারনে স্পেশাল ।
একরাশ মুগ্ধতা নিয়ে পোস্ট ঘটতে থাকি আর আর হিংসা চেপে রেখে মন্তব্য করি। ভালো থাকবেন।

২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: সত্যি বলছেন ভাই, কেওকারাডাং আর পাসিং পাড়াটা আমাক সব সময় টানে।

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৮

অন্তরা রহমান বলেছেন: আমার খুব ঘুরতে ইচ্ছে করে, অথচ আমি জন্মগতভাবে ঘরকুনো। কি অদ্ভুত ব্যাপার না? আপনার ছবিগুলো আফসোস আরও বাড়ালো। চমৎকার পোস্ট।

২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: ঘরের কোনায় কোনায় ঘুরাটাও কিন্তু কম খারাপ না আপু B-)

১৯| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৫২

ডার্ক ম্যান বলেছেন: অনেক তো পাহাড় ঘুরলেন আপনি এবার মরুভূমিতে উদ্দেশ্যে রওনা দেপ

২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ডার্ক ভাই, মরুভুমিটাও তো দেখা উচিৎ

২০| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২১

জুন বলেছেন: রাঙ্গামাটির পাহাড়ে , কবে যাবো আহারে
এমন একটি গান শুনেছি মনে হয় কখনো সাদা মনের মানুষ ।
চমৎকার ছবিতে মন উড়ে গেলো পাহাড়ের সবুজ শ্যমলীমায় :)
+

২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ব্লগের জন্য মনটা কাঁদে, ব্যস্ততায় কোথাও যাওয়ার সুযোগ কমে যাওয়ায় প্রাণটাও কাঁদে..........কেমন আছেন বড় আপু?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.