নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

দুঃখ ব্লগ

৩১ শে মে, ২০১৯ সকাল ১০:৪৪


ব্যাস্ততা অনেক বেড়েছে, ব্লগে আসার সময় খুবই কম পাচ্ছি। তার উপর ব্লগে ঢুকতে ভিসা পাসপোর্ট লাগে। শ্রীলংকা সফর নিয়ে একটা পোষ্ট দেওয়ার জন্য প্রস্ততি নিচ্ছিলাম। এমন সময় হঠাৎ আমার পিসির হার্ড ডিস্ক অকেজো হয়ে পড়েছে। গত এক বছরে যতো ভ্রমণ করেছি তার কোন ব্যকআপ রাখিনি, অন্যগুলোর ব্যকআপ রয়েছে। এই এক বছরের ছবির মধ্যে আমার রয়েছে ভারতের নাগাল্যান্ড, শ্রীলংকা, মালদ্বীপ সহ দেশের বেশ কিছু জায়গার ছবি। টেনশনে আছি প্রচুর, একজন বলেছে সব ডাটা উদ্ধার করা সম্ভব। আশায় বুক বেধে আছি আমি।

পরিশেষে সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের অগ্রীম শুভেচ্ছা।

বিঃদ্রঃ ছবি দুটি আমার শ্রীলংকা সফরে তোলা, যা আমার ফেজবুক পোষ্ট থেকে সংগ্রহ করেছি।

মন্তব্য ৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৯ সকাল ১০:৫৪

হাবিব বলেছেন: ছবি তোলার হাত অসাধারন আপনার। বিস্তারিত ছবি ব্লগ চাই

৩১ শে মে, ২০১৯ সকাল ১০:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: হার্ড ডিস্ক থেকে উদ্ধার করতে পারলে অবশ্যই পাবেন, কেমন আছেন স্যার?

২| ৩১ শে মে, ২০১৯ সকাল ১০:৫৫

হাবিব বলেছেন: আপনার মতো আমার পিসিরও হার্ডডিকস গেছে.......... কম্পিউটারের ঘরে নিয়ে গেলাম তারা কোন সমাধান দিতে পারেনি

৩১ শে মে, ২০১৯ সকাল ১০:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ভয় দেখায়েন্না ভাই, আশায় বুক নেধে আছি B:-)

৩| ৩১ শে মে, ২০১৯ সকাল ১১:১২

হাবিব বলেছেন: সাদা ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। আশাকরি আপনিও কুশলেই আছেন

৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আপনাদের দোয়ায়

৪| ৩১ শে মে, ২০১৯ সকাল ১১:২২

নীলপরি বলেছেন: পোষ্ট দিয়েছেন দেখে ভালো লাগলো । তবে পড়ে খারাপ লাগলো । ইশ , কতো ছবি!

শুভকামনা

৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৪১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন পরি, তবে আশায় বুক বেধে আছি, সব ফিরে পাবো।

৫| ৩১ শে মে, ২০১৯ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: অস্থির হবেন না।
একজন আই টি এক্সপার্টের কাছে যান।

৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নুর ভাই, ঈদের পর চেষ্টা চালাবো।

৬| ৩১ শে মে, ২০১৯ দুপুর ১২:২৬

ওমেরা বলেছেন: দুঃখ করিয়েন না ভাইয়া। ইনশা আল্লাহ! সব উদ্ধার করতে পারবেন !

৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৪২

সাদা মনের মানুষ বলেছেন: হবে হয়তো, শুভেচ্ছা জানবেন আপু।

৭| ৩১ শে মে, ২০১৯ দুপুর ২:০৫

জুন বলেছেন: আমি পারিনি :(

৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৪২

সাদা মনের মানুষ বলেছেন: এমন কথা শুনলে মন খারাপ হয় আপু

৮| ৩১ শে মে, ২০১৯ দুপুর ২:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: সত্যিই দুঃখের। দুঃখের আপনার, দুঃখের আমাদেরও। আপনার ছবিব্লগ মানে চোখ জুড়ানো দেশ-বিদেশের হাজারো ছবি। কিন্তু বেকার সমস্যার কারণে জানিনা আমাদের ভবিষ্যৎ কি। তবু আশা করব শীঘ্রই সমস্যার সমাধান হবে। কেউ না কেউ এসে উপযুক্ত সাজেশন দেবেন এবং হারানো ছবিগুলি পুনরুদ্ধার হবে।

শুভকামনা জানবেন।

৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, বেকার সমস্যা সব দেশেই কম বেশী আছে, নিজের সর্বোচ্চ চেষ্টা থাকলে বেকাররা বেকার থাকে না।

৯| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৩:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা ব্যবহার করুনঃ কিনলে ভালো হয়। সকল ডেটা ফিরে পাবেন।
Easeus Data Recovery Wizard

আবার Recuva ও ব্যবহার করতে পারেন।

হার্ডডিস্ক এর ফিজিক্যাল ডেমেজ হলে ডেটা রিকভারি ফার্মে দিয়ে দিন। ওরাই ঠিক করে দিবে। ঢাকায় কয়েকটি আছে বলে মনে হয় !

৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হচ্ছে আমার হার্ডডিস্ক এর মাদার বোর্ড খারাপ হয়ে গেছে, অন্য হার্ডডিস্কের সাথে লাগালেও ওটা কখনো পায় না।

১০| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৩:৫২

রাকু হাসান বলেছেন:

আর্কিওপটেরিক্স
ভাই অনেক ধন্যবাদ দারুণ একটা এপ্স দিলেন । ফ্রিটা ব্যবহার করলে কোনো কিছু ফিরে পাবার সম্ভবনা আছে । এমনিতে গুগল ড্রাইভেই রাখি প্রয়োজনীয় ডাটা।

এত দিনের ছটি হারানোর দুঃখটা অনেক । আশা করছি ফিরে পাবেন । শুভকামনা করছি । ইদের শুভেচ্ছা আপনার প্রতিও । ভালো্ থাকুন ।

৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, ভালো থাকুন, সব সময়।

১১| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


ভ্রমণ নিয়ে লেখার জন্য ছবি অত গুরুত্বের বিষয় নয়।

১৪ ই জুন, ২০১৯ রাত ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: আমার কাছে ছবিই সব থেকে গুরুত্রপূর্ণ, কারণ আমি আপনার মতো মেধাবী নই

১২| ৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

মেঘ প্রিয় বালক বলেছেন: কিছু কিছু জিনিস হারানোর দুঃখটা অনেক কষ্টের,দোয়া করি যেন আপনি আপনার হারানো রতন খুজে পান। শুভকামনা জানিবেন।

১৪ ই জুন, ২০১৯ রাত ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ কামনা সব সময়।

১৩| ৩১ শে মে, ২০১৯ রাত ৯:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: যদি হার্ডডিস্ক এর কোনো ইলেকট্রিক্যাল সমস্যা থাকে, তবুও Easeus সফটওয়্যার এ পাওয়ার কথা। ট্রাই করুন।

১৪ ই জুন, ২০১৯ রাত ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: আমি এসব বুঝি কম, আমার একজন বন্ধু ভালো বুঝে ওনাকে হার্সডিস্ক দেওয়া হয়েছে, দেখা যাক কি হয়।

শুভেচ্ছা জানবেন ভাই।

১৪| ৩১ শে মে, ২০১৯ রাত ৯:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমারও একবার এ সমস্যা হয়েছিল। অনেক প্রয়োজনীয় জিনিস আর ফিরে পাইনি।
এখন আর ভুল করিনা, পেন্ড্রাইভে কপি করে রাখি।
আপনার হার্ড ডিস্ক কোমা থেকে ফিরে আসুক।

১৪ ই জুন, ২০১৯ রাত ৯:১৪

সাদা মনের মানুষ বলেছেন: আমিও আপনার সাথে সুর মিলিয়ে বলি, সে কোমা থাকে ফিরে আসুক.......কেমন আছেন লিটন ভাই?

১৫| ৩১ শে মে, ২০১৯ রাত ১১:৪৮

নাসির ইয়ামান বলেছেন: গায়ে পড়ে এমন পোস্ট দেয়ার কোনো মানে হয় না!

১৪ ই জুন, ২০১৯ রাত ৯:১৬

সাদা মনের মানুষ বলেছেন: আমি আবার আপনার গায়ে কখন পড়লাম ভাইজান!!!

১৬| ০১ লা জুন, ২০১৯ রাত ১২:৩১

বলেছেন: শুভকামনা করছি

১৪ ই জুন, ২০১৯ রাত ৯:১৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও তাই

১৭| ০১ লা জুন, ২০১৯ রাত ৩:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হার্ড ডিস্কটির কেমন সমস্যা হয়েছে তা কি আপনি জানেন? একতো হার্ড ডিস্ক ডিডাক্টই করে না পিসিতে আবার এমনও সমস্যা হয় ভুলক্রমে কেউ কেউ ফরমেট করে থাকেন। কোন সময় অপািটিং সিস্টেম যদি ক্রাস হয়ে থাকে তখন পিসি বার বার রিস্টার্ট ততে থাকে আপনার সমস্যাটা কেমন যদি জানাতেন।

১৫ ই জুন, ২০১৯ সকাল ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন: আমি এসব খুব ভালো বুঝিনা, একজন এক্সপার্টের স্বরণাপন্ন হয়েছি, ভালো থাকবেন সুজন ভাই।

১৮| ০১ লা জুন, ২০১৯ ভোর ৫:২১

ডঃ এম এ আলী বলেছেন: বেশ লম্বা বিরতির পর দেখা পাওয়ায় ভাল লাগল ।
হার্ডডিক্স বিরম্বনার দুঃসহ যন্ত্রনা আমিউ অনেক ভোগ করেছি ।
এখন আর তেমন ভাবিনা , মনে মনে বলি যে যায় সে যায়
সে কি আসবে কোন দিন , তখন নতুনের উপর ভর করে চলার
চিন্তা করি ।

ভ্রমন স্মৃতিকথা কম্পিউটারের হার্ড ডিক্স থেকে হারিয়ে যাওয়ার ক্ষতি
পুষিয়ে নেয়া যায় , কারণ একে স্মৃতির মনিকোঠা হতে খুঁচিয়ে খুঁচিয়ে ঁ
বেড় করা যায় , কিন্তু হারানো ছবিকেতো সেভাবে ফিরে পাওয়া যায়না ।
একটি ছবি হাজারো শব্দের চেয়ে বেশী অর্থ প্রকাশকারী । এক ঝলকেই
বুঝা যায় বাস্তব চিত্রটি । এ ক্ষতি মেনে নেয়া যায় না । উপরে মন্তব্যে
দেয়া আর্কিওপটেরিক্স এর দাওয়াইটি পরখ করে দেখতে পারেন ।
দোয়া করি সুফল পান ।

শুভেচ্ছা রইল

২৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: আবারো লম্বা বিরতিতে পড়ে গেলাম বড় ভাই।

১৯| ০১ লা জুন, ২০১৯ সকাল ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা আপনার মনস্কামনা সফল হোক ।

২৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনারও :)

২০| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৪:০৬

জাহিদ অনিক বলেছেন:
আহা! আপনার হার্ডডিক্স রিকভার হোক।
আসলে হার্ডডিস্কের উপর ভরসা রাখা যায় না। ক্লাউডে ব্যাকাপ রাখা তাই জরুরী।
আর্কিওপটেরিক্স কিছু লিঙ্ক ও উপায় দিয়েছেন, সেগুলো কাজে আসবে মনে হয়।

শুভকামনা রইলো।

২১| ০৩ রা জুন, ২০১৯ রাত ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: উহ! এত বড় একটা ক্ষতি হয়ে গেল!
অবশ্য আমার মনে হয়, এ ক্ষতিটা আপনার চেয়ে আমাদের, অর্থাৎ এ ব্লগের পাঠকদেরই বেশী হলো, কারণ আমরা হয়তো (আল্লাহ যেন তা না করেন!) আপনার অনেক সুন্দর সুন্দর ছবি ব্লগ থেকে বঞ্চিত হতে যাচ্ছি!!!!
ফেইসবুক পেইজ থেকে উদ্ধার করে যে দুটো ছবি এখানে পোস্ট করেছেন, দুটোই খুব সুন্দর।
পোস্টে প্লাস + +

২২| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৩:৫০

নজসু বলেছেন:



দুঃখ কমেন্ট করে গেলাম কামাল ভাই।

২৩| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দু:খ কমেন্ট করে গেলাম কামাল ভাই ২

আল্লাহভরসা ঠিক হয়ে যাবে সব। রিকভার সফট ইনস্টল করেন

২৪| ১৪ ই জুন, ২০১৯ রাত ১০:১১

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ,




দুঃখ পেলুম। ঈশ্বর না করুন.... একবছরের অনিন্দ সুন্দর ছবিগুলো হয়তো আর আমাদের দেখা হবেনা।

তবে ভ্রমনেই যাদের জীবন গড়া, ভ্রমন আবার তাদের হবেই.................

২৫| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: নাহ্ কোন ভাবেই হারিয়ে যাওয়া ফাইলগুলো উদ্ধার করতে পারলাম না :(

২৬| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: নাহ্ কোন ভাবেই হারিয়ে যাওয়া ফাইলগুলো উদ্ধার করতে পারলাম না

সো স্যাড!!!!
:((

ঢাকায় আইডিবিতে নিয়ে আসতে পারেন। এখানে ভাল জানা কিছু ইঞ্জিনিয়ার আছে এ বিষয়ে!

২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:০৩

সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা করেছি ভাই, ওনারা মায়ের দাম চায়। ওনারা চেষ্টা করে পারলে ২৫০০০, না পারলে ৫০০০ টাকা দিতে হবে। এতো টাকা খরচ করা সত্যিই কঠিন। তাই আশা ছেড়ে দিয়েছি।

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১

হাসান রাজু বলেছেন: এমন দুর্দিন ও গেছে আপনার। আমি কোথায় ছিলাম ? :((

২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: আমিও তো তাই কই, আপনি ছিলেন কই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.