নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

অবরুদ্ধ স্বর্গ

০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৮:০২


বর্তমানে জম্মু-কাশ্মীরের ৫৫% ভারতের, ৩০% পাকিস্তানের এবং ১৫% রয়েছে চীনের নিয়ন্ত্রণে। ভারতের দখলে কাশ্মীর উপত্যকা, জম্মু, লাদাখ ও সিয়াচেন হিমবাহ-লোকবসতি ৭০%। পাকিস্তানের অধীনে আজাদ কাশ্মীর ও গিলগিট-বালতিস্তান-৩০% জনঅধ্যুষিত। চীনের দখলে জনশূন্য শাক্সগাম উপত্যকা ও আক্সাই চীন।

তবে আমরা মূলত ভারত অংশের কাশ্মীরকেই স্বর্গ বলের থাকি। ২০১৫ সালের অক্টোবর মাসে গিয়েছিলাম ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে, আবার কোন এক ডিসেম্বর-জানুয়ারীর বরফে ঢাকা স্বর্গে ও এপ্রিলের স্বর্গ টিউলিপ দেখতে যাওয়ার ইচ্ছের বাইরেও লাদাখ যাওয়ার ইচ্ছেটা মনের মাঝে সুপ্তই ছিল। কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেলো, কাশ্মীরের জনগন আজ অবরুদ্ধ ও আতঙ্ক নগরীর বাসিন্দা। ওটা নাকি এখন মৃত্যু-উপত্যকা। রাস্তায় রাস্তায় সেনা চৌকি আর কাঁটাতারের ব্যারিকেড। রাস্তায় যত না সাধারণ মানুষ, তার চেয়ে বহু গুণ বেশি সেনা আর আধা-সেনা। এ পরিস্থিতি থেকে কখন কিভাবে উত্তরণ হবে তারও কোন ঠিক ঠিকানা নাই। স্বর্গের মানুষগুলো আজ নরকে বসবাস করছে।

তবে আমার পোষ্ট আজকে মূলত কাশ্মীরের কিছু ছবি নিয়ে..............


(২) পাইন বনের মাথার উপর বরফ ঢাকা পাহাড়, এমন দৃশ্য কাশ্মীরের প্রায় সর্বত্র।


(৩) ধান কাটার পর জমিতেই তা শুকিয়ে নিচ্ছে।


(৪/৫) বেতাব ভ্যালি থেকে তোলা ছবি।



(৬) জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিয়ে একটা স্টপেজ, এর পর থেকেই শুরু মোগল রোড।


(৭) যাযাবরদের বাসস্থান।


(৮/৯) যাযাবরদের সম্পদ।



(১০) পেহেলগামের একজন ফেরিওয়ালা।


(১১) এই ন্যাড়া পাহাড়গুলো এক সময় সাদা হয়ে যায়।


(১২) ডাল লেকের বিখ্যাত শিকারা রাইড।


(১৩) নাগিন লেক থেকে শাপলা পাতা তুলছে দুই কাশ্মীরি নারী।


(১৪) কাশ্মীরি আপেলের স্বাদের কথাটা আলাদা করে না হয় নাই বললাম।


(১৫) অবরুদ্ধ স্বর্গের শিশুরা।


(১৬) পাথরের ফাঁকে এটা দুধের নহর না, পাইন বনের ওপারের সাদা টুপি পড়া পাহাড়গুলো থেকে ছুটে আসা আশির্বাদ।


(১৭) উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে ছুটে চলা পাহাড়ি নদী, আর গাছপালার ফাঁকে ফাঁকে উকি মারছে কাশ্মীরিদের গ্রাম।


(১৮) মোঘল গার্ডেন নিশাত বাগ থেকে তোলা ছবি।


(১৯) কাশ্মীরের চানাচুরওয়ালা।


(২০) স্বর্গে একজন ক্ষণিকের অতিথী।

মন্তব্য ৫৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:


অবরুদ্ধ এই জাতি মুক্তি পাক। তাদের প্রতি আল্লাহর অপরিসীম দান আসলেই আল্লাহকে চেনার মতো এক স্পষ্ট উদাহরণ।
কিছুদিন পূর্বে খায়রুল আহসান ভাই কাশ্মীরের কিছু দৃশ্য তুলে ধরেছিলেন। আপনার ছবি ব্লগে তা আরো ব্যাপকভাবে ফুঠে উঠেছে কামাল ভাই। অনেক অনেক ধন্যবাদ আমার অনুরোধটি রাখার জন্য।

প্রত্যেকটা দৃশ্যই সুন্দর। স্বর্গীয় শিশু, স্বর্গীয় দেশে থেকেও পরাধীন-নারী সবই সুন্দর তবে তার চেয়ে সুন্দর স্বর্গকামী আমাদের কামাল ভাই।

ভালবাসা থাকলো।

০৫ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তাজুল ভাই, খায়রুল ভাইয়ের পোষ্টখানা আমার দেখা হয় নাই.......শুভ কামনা সব সময়।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৯ নম্বর ছবিঃ আহ! পেঁয়াজ!

০৫ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ভাবীর জন্মদিনে কিছু কাশ্মীরি পেয়াজ উপহার দিতে পারেন, ভাবী ব্যপক খুশি হবে B-)

১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন:
আপ্নার চা টা আগে দিতে মনে ছিল না B-)

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৪ নং ছবিঃ এই আপেলগুলো গাছ থেকে ঝরে মাটিতে পড়ে পচে গেছে। ভারতীয় সেনাদের কারফিউ ও নানারকমের বিধিনিষেধের কারণে আপেল বাজারজাত করা সম্ভব হয়নি। কাশ্মীরিদের সুখের দিন শেষ।

০৫ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: কাশ্মীরিরা এমনিতেই সব সময় কঠিন জীবন যাপন করে থাকে, এখন সেটা আরো দূরুহ হয়ে পড়ল, ভাবীর জন্মদিনে দাওয়াত দিলেন্না ক্যান?

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৯:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৩ নং ছবিঃ লেকের নাম নাগিন লেক কেন?

০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনারা গেয়ানী লুক, উত্তর তো আপ্নারাই দেবেন :#)

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৯:০৬

শাহিন-৯৯ বলেছেন:


অনেকদিন পর এলেন, সামু জরিমানা করতে পারে প্রস্তুতি নিয়ে রাখবেন। ভূ-স্বর্গ আজ বন্ধী কারাগার, সত্যি কষ্টের জীবন-যাপন করছে ওখানকার স্থানীয়রা।
আমি পাকিস্থানের অংশটুকু দেখেছিলাম নেটে সেখানে বেশ সুন্দর সুন্দর লেক, ঝর্ণা আছে বলে মনে হলো। ওদের এক ভার্সিটির ফেসবুক পেজে আমি ম্যাসেজ দিয়ে জানতে চাইছিলাম পাকিস্থান অংশে দেখার মত কি আছে? তারা আমাকে দুই লিংক দিয়েছিল, অনেকগুলো স্পষ্ট আছে। কিন্তু সেগুলো হাইলাটস না হওয়ার কারণ ঐসব এলাকাগুলো তালেবান প্রভাবিত।

১) যাযাবরদের কি নিদিষ্ট কোন বসতি নেই মানে স্থায়ী কোন ঠিকানা? নাকি সারাবছর এভাবে চলে?

০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫২

সাদা মনের মানুষ বলেছেন: নিজেই সামুতে আসার সময় পাইনা বলে কষ্টে থাকি, তার উপর জরিমানা! একেবারে বেঅন্যায় কাজ হবে শাহিন ভাই।

ঠিকানা থাকলে যাযাবরের খাতায় ওদের নাম থাকার কথা নয় :)

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৯:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৭ নং ছবিঃ এই গ্রামগুলোতে লজিং মাষ্টার রাখে না? রাখলে আমি গিয়া থাকতাম। খাদ্য খানার বিনিময়ে অগো পোলাপানগো কানমলা দিয়া পড়াইতাম।

০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: লজিং রাখে, তয় বুড়োদের নয় :>

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৯:২০

রাকু হাসান বলেছেন:


কাশ্মীর ভ্রমণ করলাম আপনার ছবি ব্লগে। ধন্যবাদ অনেক দিনপর আপনার পোস্ট পেলাম । ভালো আছেন ?

০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: জ্বী হাসান ভাই, ভালো আছি, আপনি কেমন?

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৯:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: সত্যিই স্বর্গ বটে! নামকরণ যথাযথ সার্থক।
আপনাকে দেখে আমার খুব হিংসে হয়। আর কিছু কমু না....

০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: দাদা, আপনার প্রতিও আমার হিংসে আছে, আমিও কমু না :)

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৯:৫২

জুন বলেছেন: আমরা প্রতিবেশী স্বাধীন দেশ তাও কতখানি নতজানু হয়ে আছি আর ওরাতো তাদের অধীন, না জানি কি দুরবস্থায় আছে স্বর্গপুরীর বাসিন্দারা। বড় দুঃখ হয় একটি বন্ধুত্বপুর্ন বিশাল হৃদয়ের ভালো দেশকে আমরা প্রতিবেশী হিসেবে পাইনি । আয়তনে বড় হলেই মন বড় হয় না এটাই সত্য সাদা মনের মানুষ।
+

০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: এটা ঠিক, ওদের আমরা যতটা বন্ধুর সম্মান দেই, ওরা আমাদের ততটা দেয় না.........শুভেচ্ছা জানবেন আপু।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ ! প্রতিটি ছবিই খুব চমৎকার সাথে কাশ্মীর । পেয়াজের ফুলটা একটু বেশী সুন্দর ।

০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: কাশ্মীরি পেয়াজ বলে কথা :)

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৯

আনমোনা বলেছেন: ছবিগুলো খুব সুন্দর।

০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা রইল আপনার প্রতি

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি চমৎকার উপভোগ করলাম।

০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনার পোষ্টগুলোও সব সময়ই উপভোগ্য হয় রাজীব ভাই।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১১:০৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
ভারতের দরকার শুধু কাশ্মীরের মাটি, মানুষগুলোর দরকার নাই। অবরুদ্ধ মানুষ গুলো মানুষগুলো সবাই মারা গেলে সেখানে গেরুয়া বাহিনীর লোক দ্বারা মৃত মানুষের জমি-জায়গা দখল করে নতুন করে সভ্যতা চালু করা হইবে।

০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

সাদা মনের মানুষ বলেছেন: ওখানকার মানুষরা ভারতকে যে কতটা ঘৃণা করে ওদের সাথে না মিশলে বুঝা যাবে না, রাজনীতিকদের ভাবগতি বুঝা আমার কাম্য নয়। শুভেচ্ছা জানবেন মিতা।

১৪| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:




কাশ্মীরীরা ঘোষণা দিয়ে, পাকী জংগীদের প্রত্যাখান করার দরকার; তারপর ভারত সরকারের সাথে কাজ করে, সবাইকে পড়ালেখা ও কাজের ট্রেনিং দেয়ার চুক্তি করা দরকার, সমবায় করে, কাশ্মীরে ফল প্রসেসিং কলকারখানা করার দরকার।

০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

সাদা মনের মানুষ বলেছেন: আমি মনে করি সর্ব প্রথম ভারতিয়দের প্রতি ওদের মনে যে ঘৃণা সৃষ্টি হয়ে তা যুগ যুগ ধরে পাহাড় হয়ে যাচ্ছে সেখানটায় আগে কাজ করা দরকার।

১৫| ০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: এটা কেমন হলো? আমি হিংসুটে বলে আপনাকেও যে হিংসুটে হতে হবে এমন তো কোন কথা নেই। অহিংসা পরম ধর্ম। অবশ্য আমার জন্য নয়, আপনার জন্য। হাহাহাহাহা...

০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, তা না হলে কি লড়াইটা জমে? :D

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আধিপত্যবাদী মানসিকতা ধ্বংস হোক!
উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক চেতনার বর্তমান ভারত কারো কাম্য নয়!
গণতন্ত্রের কথা মূখে বললেও প্রকৃত পক্ষে স্বৈরাচারিতায় ছেয়ে আছে স্ব-দেশ, বিদেশেো বহু বহু দেশে!

আমজনতার নাম ভেঙ্গে তাদেরই উপর অত্যাচার জুলুম করে যাচ্ছে সিস্টেমের কল্যানে!
বিপ্লব ছাড়া বাঁচার পথ বুঝি দিন দিন কমে আসছে!
কর্তৃত্ববাদীতায় উপেক্ষিত হচ্ছে জনমত, সভ্য বোধ, স্বাভাবিক নীতি নৈতিকতা!
মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে ক্রমশ:

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: আধিপত্যবাদী মানসিকতার জন্যই সারা বিশ্বে আজ এতো অশান্তি। জানিনা ক্ষমতায় থাকা মানুষগুলো এমন হয় কেন?

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১১

হাসান কালবৈশাখী বলেছেন:

আপনি সঠিক কথা বলেছেন।
ভুস্বর্গ বলতে ভারতী অঞ্চলের কাশ্মিরকেই ভুস্বর্গ বলা যায়।

বর্তমানে কাশ্মিরে যারা জ্যাঞ্জাম করছে পাকি তত্তাবধানে বহিরাগত রাজনৈতিক ইসলামিষ্টরা।
চামচাদীর নিয়ে এরা সম্মিলিত ভাবে ৮% অধিক হবে না। আর বোমাবাজি সসস্ত্র হামলা করছে প্রত্যক্ষ পাকি সাপোর্টে বহিরাগত জঙ্গিরা যারা অনেকেই কাশ্মিরি তো নয়ই, পাকিস্তানিও নয়। অসভ্য আফগানজঙ্গিরা।

একটা কথা বলা যায় - ভারতী অঞ্চলের কাশ্মিরিরা পাকি অঞ্চলের কাশ্মিরিদের চেয়ে হাজারগুন ভাল আছে। (কাশ্মিরি প্রবাসি স্টুডেন্টদের কথা) শীয়া-সুন্নি ভাল সহবস্থান। যদিও শিয়ারা কাশ্মিরে সংখাগরিষ্ট। শিয়ারা ভালভাবে জানে কাশ্মির স্বাধীন বা পাকি খপ্পরে পড়লে নিশ্চিতভাবে আরেকটা ইয়ামেনে পরিনত হবে।

আর পাকি সমর্থকদের কাশ্মির নিয়ে এত লাফালাফি কিসের?
ওদের গুরু পাকি সামরিক জান্তারা দখলকৃত কাশ্মিরকে বাংকার .. গোলাবারুদের স্তুপ বানিয়েছে, বহিরাগত আমদানি করে জঙ্গি আস্তানা বানিয়েছে। সেখানে নাই অর্থনীতি, নাই শিক্ষা, নাই টুরিজম। ৭০ বছর জাবৎ কঠিন অবরুদ্ধ।
ওদের উচিত ৩৭০ ধারা নিয়ে কাঁদাকাটি না করে আগে নিজেদের দখলকরা কাশ্মিরের গোলাবারুদের স্তুপ আর জঙ্গি ছাগলগুলিকে গলায় রশি দিয়ে ফিরিয়ে নিতে।
আর কাশ্মিরের যে যে অংশ পেয়ারে চীনের কাছে বিক্রি/দান করেছিল সেসব অঞ্চল উদ্ধার করে আজাদকাশ্মিরকে স্বাধীনতা দিতে।
তারপরে নাহয় আমরা ভারতিয় জম্মু-কাশ্মির স্বাধীনতা নিয়ে ভেবে দেখবো।

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ভারত যা করছে এটা ভারতের রাজনীতি, আর পাকিদেরও তো একটা রাজনীতি আছে, আমি চাই স্বর্গে শান্তি ফিরে আসুক।

রাজনীতির মানুষদের বুঝতে পারা আমার কাম্য নয়, শুভ কামনা জানবেন হাসান ভাই।

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার পোষ্টগুলোও সব সময়ই উপভোগ্য হয় রাজীব ভাই।

আচ্ছা, আপনি যে এরকম ছপবি পোষ্ট দেন। সেটা কি ভ্রমন করতে যান। না অফিসের কাজে??

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: অফিসের কাজে আবার দেশার বাহিরে যাওয়ার কোন প্রয়োজন এখনো হয়নি ভাইজান। কয়েকটা টাকা জমাতে পারলে ঘুরতে ভালোলাগে তাই ভ্রমণে বের হই।

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

মাহির আল ইসলাম বলেছেন: ভূস্বর্গের স্বর্গীয় ছায়াগুলো দেখে মুগ্ধ হলাম খুব!

ধন্যবাদ জানবেন জনাব।

স্বর্গের অধিবাসী সবে নরকীয়দের নরকীয় অত্যাচার থেকে শীগ্রই মুক্তি পাক।

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: আমিও তাই বলি, পৃথিবীর সব মানুষ ভালো থাকুক।

২০| ০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: স্বর্গ ভ্রমণ স্বার্থক হলো।

০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সরকার

২১| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দারুণ সব ছবি।

আপ্নি যেহেতু সেখানে গিয়েছেন, কীভাবে গেলেন, কোথায় থাকলেন, কেমন খরচ হল.... এসব বিষয়ে বিস্তারিত লিখে ভ্রমণব্লগ দিতে পারেন। নতুন যারা ঘুরতে যাবে, তাদের সুবিধে হবে।

১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: নেটে কাশ্মীর সম্পর্কে বিস্তারিত লেখার কমতি নেই ভাই। আমিও যাওয়ার আগে ওখান থেকে কিছুটা টিপস্ নিয়েছিলাম, ধন্যবাদ পাঠক।

২২| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৯

শাহিন-৯৯ বলেছেন:



হাসান কালবৈশাখী বলেছেন- তারপরে নাহয় আমরা ভারতিয় জম্মু-কাশ্মির স্বাধীনতা নিয়ে ভেবে দেখবো।
উনি কি ভারতীয়? নাকি ভারত সরকারের টিকটিকি হয়ে আমাদের দেশে বাস করছে?

১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১২

সাদা মনের মানুষ বলেছেন: প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে, আমি সবার সাথে একমত হতে না পারলেও তাদের মতামত দেওয়ার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।

২৩| ০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: অনেকদিন পর লেখা নিয়ে আসলেন দেখে ভাল লাগল । ভারতীয় অংশের কাশ্মিরীদের ভাগ্যবিরম্বনার জন্য মনটা শোকাহত ।
কামনা করি তাদের এই দুর্দিন কেটে গিয়ে সুদিন ফিরে আসুক। এদিকে থমথমে ভাব আজাদ কাশ্মীরেও। সেখানেও ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মধ্যে। সংবাদভাষ্যে দেখা যায় এলাকা ছেড়ে পালিয়েছেন অনেকেই। দোকানপাট বন্ধ। রাস্তাঘাটে কমে গেছে গাড়ি-ঘোড়ার চলাচল। একদিকে অবরুদ্ধ ভুস্বর্গ , আর দিকে থমথমে ভাব আজাদ কাশ্মীরে, কখন যে এটম ফোটে তা আল্লায় জানেন , এটমের হুমকি তো খোদ জাতিমংঘে গিয়ে দিয়ে এসেছে । এখন এটম টেটম ফুটলে কারো কোন দায় নাই । কাশ্মীর সমস্যা দেখা দিবে দুনিয়া জুরে ।

২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

সাদা মনের মানুষ বলেছেন: কাশ্মীর সমস্যার সমাধান কখন হবে জানিনা, তবে আমাদের ব্লগের সমস্যা সমাধান হওয়ায় আমরা এখন মহা খুশি

২৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৩

শায়মা বলেছেন: কাশ্মীরের পথের দুধারের এত উচু উচু পাহাড় পর্বত! হঠাৎ যদি ভেঙ্গে পড়ে ঘাড়ে! দেখেই তো ভয় লাগে ভাইয়া!

২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ঘাড়টা একটু শক্ত রাখতে হবে আপু :)

২৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সুন্দর

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়।

২৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮

হাসান রাজু বলেছেন: আমি আপনার অনেক পোস্ট মিস করেছি। :(

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

সাদা মনের মানুষ বলেছেন: আমি অনেক দিন হল পোষ্টই দিতে পারছি না ভাই, কেমন আছেন আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.