নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম। সুযোগ পেলেই বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে ঝুম বৃষ্টির আলিঙ্গনে মনের ভেতর সজীবতার সৃজন করি। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) এটা জাদিপাই পাড়ার ছবি, বান্দরবানের কেওকারাডাং এর পরেই রয়েছে বাংলাদেশের সব থেকে উঁচু গ্রাম পাসিংপাড়া। পাসিংপাড়া থেকে একটু এগিয়ে খাড়া ঢাল বেয়ে কিছুটা নেমে গেলেই এই জাদিপাই পাড়ার অবস্থান।
(৩) এই ফুলটার নাম সম্ভবত কেলেনডুলা। এই ছবিটা উঠিয়েছি কোটবাড়ি কুমিল্লা থেকে। ( আমাদের ফুলের রাণী কামরুন্নাহার আপু নিশ্চিৎ করেছেন এই ফুলের নাম জিনিয়া)
(৪) সুরভীরঙ্গন ফুলের ছবিটা তুলেছি ঢাকার বৃক্ষ মেলা থেকে।
(৫) বটবৃক্ষ। খাগড়াছড়ির আলুটিলা পর্যটনের প্রধান ফটকে সিমেন্ট বাধাই করা উঁচু বেদিতে এই বিশাল বটবৃক্ষ।
(৬) এটা খাগড়াছড়ির আলুটিলা গুহার ভেতরের ছবি।
(৭) ভাঙ্গনের মুখে থাকা পশুর নদীর তীরে গোল পাতায় ছাওয়া ঘরগুলোর ছবি তুলি খুলনা থেকে।
(৮) গোধূলী বেলার সূর্য্য মাথায় নিয়ে বসে আছে একটি কাক, নরসিংদীর মেঘনা বাজার এলাকা থেকে তোলা ছবি।
(৯) নৌকা ও জেলে, নরসিংদীর মেঘনা নদী থেকে তোলা ছবি।
(১০) দুবলার চরের শুটকী পল্লী, সুন্দরবনের অভ্যন্তরের দুবলারচর থেকে তোলা ছবি।
(১১) রাশপুজারত মানুষ, সুন্দরবনের অভ্যন্তরের দুবলারচর থেকে তোলা ছবি।
(১২) আলাপরত দুটি বক, দরগারবন্ধ শিবপুর থেকে তোলা ছবি।
(১৩) গাবের শিশুকাল, দরগারবন্ধ শিবপুর থেকে তোলা ছবি।
(১৪) পানির উপর জেগে থাকা ছোট্ট এই দ্বীপটুকু একটা গ্রাম, এর নাম কমলাপুর। নরসিংদীর মাধবদী থেকে তোলা ছবি।
(১৫/১৬) এই দুটি ছবিই তুলেছি নরসিংদীর রায়পুরা এলাকা থেকে।
(১৭) রাঙামাটির কাপ্তাই লেক থেকে তোলা ছবি।
(১৮) খুশিতে পাঁচখানা। মেঘনার পারের গ্রাম উদিংগা থেকে তোলা ছবি।
(১৯) খুশিতে ছয়খানা, এটাও উদিংগা গ্রামেরই ছবি।
(২০) যমুনার চরের বাড়িঘর। এটা যমুনা ব্রীজে দাঁড়িয়ে তোলা ছবি।
০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৮
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ৮ নং ও ১৪ নং খুব ভাল লেগেছে!
১৪ নং এর বাড়ীতে যে থাকে সে মনে হয় নিজেকে রাজা ভাবতে পারে! -- একটা দ্বীপ একটা বাড়ী - আ হা!
০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫২
সাদা মনের মানুষ বলেছেন: এটা একটা গ্রামও বটে, আগে বেশ কিছু লোকালয় ছিল। ডাকাতদের অত্যচারে সবাই পাশের ঘন বসতি গ্রামে চলে যায়। আর পর্যায়ক্রমে এটা কিনে নেন একজন ব্যক্তি..........শুভেচ্ছা জানবেন ভাই।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিনন সিরিজ মিস করেছি মনে হল !!!
আফসোস! নিজের জন্যই
বরাবরের মতই দারুন ছবির বাগান।
পাঁচখাননা আর ছয়খানায় অনাবিল খুশি বাড়িয়ে দিল ছয়খাননার পোষ্ট অফিস খোলা দেখে হাসিতে হলাম আটখানা
হা হা হা
০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: আসলে আপনি মিস করেননি, আমিই সময়ের অভাবে দিতে পারিনি। আপনার সাথে আমিও হলাম আটখানা, মানে হয়ে গেল ষোল খানা.........
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৩ নং ছবি। গাবের আবার যৌবন কাল, বার্ধক্য কালও আছে নাকি?
০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনার থাকতে পারলে গাবের দোষ কি ভাই?
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৩নং ছবি। কেলেনডুলা? নামডা কেঠা দিছে? আপনি, না আপনার অর্ধাঙ্গিনী?
০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ডুলা কারা হাতে ধরায়া দেয় সেইটা কি এখনো জানেন না? আপনার তো দেখছি জীবনখানা ৩২ আনাই মিছা
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১২ নং ছবি। ওরা কী আলাপ করছে?
০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৫
সাদা মনের মানুষ বলেছেন: অন্যের গোপন আলাপ শোনার এতো সখ ক্যান ভাই?
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৫
হাসান রাজু বলেছেন: বরাবরের মতই অসাধারণ ফটো পোস্ট। শুভ কামনা ।
০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও রইল অনেক অনেক শুভ কামনা ভাই।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: সব গুলো ছবিই আমার ভালো লেগেছে।
০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রাজিব ভাই।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১:১২
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার ছবি মানে চোখ বুজিয়া একটা লাইক । সুযোগ হলে একাধিক লাইক আপনার প্রাপ্য ছিল। তুলনাহীন ছবিব্লগ++
ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নিয়েন।
০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, আপনাদের এমন ভালোবাসায় বরাবরই আমি সিক্ত
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মনের মতো ছবি। চোখ ফেরানো যায়না শেষ হওয়া অবদি।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন।
০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৫
ভ্রমরের ডানা বলেছেন: আহ! বাংলা মায়ের সবুজ মুখখানি! অপরুপ!
০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫১
সাদা মনের মানুষ বলেছেন: আমিও তাই বলি সত্যিই আমার দেশ অপরূপ
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩০
এমজেডএফ বলেছেন: অনেক দিন পর আপনার বনে বাদাড়ে সিরিজ পেলাম। বরাবরের মতো চমৎকার সব ছবি! ধন্যবাদ।
১৪ নং ছবির ছোট্ট দ্বীপটিতে হতে পারতো পর্যটকের জন্য সুন্দর রিসোর্ট। এতে স্থানীয় লোকের আয় বাড়তো, কোলাহলময় ব্যস্ত নগরী ঢাকার ভ্রমণপ্রিয় মানুষেরা সাপ্তাহিক ছুটিতেও বেড়াতে আসতে পারতো। আর এখন কিনা সেখানে ডাকাতের অত্যাচারে স্থানীয় মানুষও বাড়িহারা ।
০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: ওরা বাড়িহারা হওয়াতেই এখানটা এতোটা পরিস্কার। অন্যথায় এটা বেশ একটা ঘিঞ্জি এলাকা ছি........শুভেচ্ছা জানবেন ভাই।
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুভেচ্ছা জানবেন রাজিব ভাই।
আমি যদি আপনার মতো ঘুরে বেড়াতে পারতাম!!
০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: আমিও এখন অনেকটা বন্ধি আছি ভাই, বের হওয়ার সুযোগটা পাইনা বললেই চলে।
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩
জোবাইর বলেছেন: আপনার চমৎকার ছবিগুলো দেখে মনটা খুশিতে সাতকানা । পোস্টে সুপার লাইক।
০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জোবাইর ভাই, আমিও হলাম আটখানা
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮
জুল ভার্ন বলেছেন: ছবি পোস্ট ভালো লেগেছে। তবে প্রতিটি ছবির ক্যাপশনে কিছু সংক্ষিপ্ত বর্ণনা থাকলে ভালো হতো।
ধন্যবাদ।
০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ভবিষ্যতে চেষ্টা করবো ভাই, ধন্যবাদ।
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
শোভিত বলেছেন: দুনিয়ায় নানা মানুষের নানা রকমের শখ থাকে । আপনার শখ আছে বলেই আপনার ছবিগুলো এত সুন্দর হয়।
০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: নেশা আছে বলেই মানুষ বাঁচে, কোন না কোন নেশা না থাকলে সময় কাটে না........শুভ কামনা জানবেন ভাই।
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৮
পুলক ঢালী বলেছেন: খুব সুন্দর ছবিব্লগ। ক্যালেনডুলা আর জিনিয়ার মধ্যে প্যাচ লেগে গেল টপ ভিউ দিলে ভালু হতো। বকদের আলাপচারিতা আমনে ক্যামনে যে বুঝলেন !!? ইস্ আমি যদি বুঝতাম
৮ নং ছবিটা দারুন কাকটা মনে হয় সূর্যটাকে ডুবতে দিতে চায়না তাই মাথা দিয়ে ঠ্যাক দিয়ে রেখেছে। আলুটিলার বটগাছ আর কেরোসিনের মশাল নিয়ে গুহা অতিক্রমের স্মৃতি মনে করিয়ে দিলেন। ৫/৬ খানা খুশীতে ভৃগুভাইয়ের মত আমিও ৮খানা।
ভাল থাকুন সামমা ভাই।
০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো পুলক ঢালবেন এটাই স্বাভাবিক। আর বেশী ঢালার জন্য কিন্তু ষোল খানা হওয়াটাই উচিৎ ছিল ভাই
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০
কামরুন নাহার বীথি বলেছেন:
তিন নাম্বার ছবির ফুলটা জিনিয়া ভাই!
অনেক দিন পরে আবার পেলাম আপনার ছবি ব্লগ।
চমৎকার সব ছবির সমাহার।
অনেক অনেক শুভকামনা!!
০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৮:৩০
সাদা মনের মানুষ বলেছেন: আপনার কল্যানে জিনিয়াকে আজ আবার নিলাম চিনিয়া, কেমন আছেন আপু? দেশে কি ফিরেছেন?
১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৮:০৮
হাবিব বলেছেন: দারুণ দারুণ
০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৮:৩০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন স্যার
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:২৫
রাজীব নুর বলেছেন: ফ্লিকারে কি আপনার একাউন্ট আছে?ফ্লিকারে এটা আমার একাউন্ট। এখানে আমার তোলা কিছু ছবিয়াছে।
০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:১৯
২১| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৪
ডঃ এম এ আলী বলেছেন:
নব বর্ষের শুভেচ্ছা রইল ।
পোষ্টের ছবিগুলি খুব সুন্দর ও ভাল লেগছে।
@রাজিব নুর
আপনার মন্তব্যের সাথে থাকা লিংকটিতে গিয়ে ফ্লিকারএকাউন্টে থাকা সুন্দর ছবিগুলি দেখে আসলাম । লিংকটি এখানে দেয়ার জন্য ধন্যবাদ ।
০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার প্রতিও রইল নববর্ষের শুভেচ্ছা আলী ভাই, কেমন আছেন আপনি?
২২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৫
ফেরদাউস আল আমিন বলেছেন: সুন্দর ছবি, ধন্যবাদ আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য
০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আমিন ভাই
২৩| ০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ফ্লিকারের লিংক দেওয়ার জন্য।
ছবি গুলো দেখলাম। খুব সুন্দর ।
০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রাজিব ভাই।
২৪| ০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৪
সোহানী বলেছেন: আপনার ছবির ভক্ত আমি বরাবরেই।
অনেকদিন পর মনে হয়...........
০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ব্যস্ততা সময় পাই কম আপু। কেমন আছেন আপনি?
২৫| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৪
নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ ছবির সাথে চমৎকার উপস্হাপন!
প্রাণবন্ত ।
০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন সব সময়।
২৬| ০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই
২৭| ০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ,
প্রকৃতি হেথায় অনবদ্য হলেও পার্বত্য এলাকার ছবিতে দারিদ্রের ছাপ।
কাক ও সূর্যের ছবি অপূর্ব।
০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জীএস ভাই, ভালো থাকুন সব সময়।
২৮| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৮
মোঃমোজাম হক বলেছেন: আগের মতোই সুন্দর করে লিখে যাচ্ছেন।
চমৎকার ছবি পোষ্ট।
১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন সব সময়।
২৯| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২
জুন বলেছেন: অসাধারণ ফটোগ্রাফি সাদা মনের মানুষ।
+
১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু
৩০| ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেক দিন পর অনেক ছবি দেখলাম।
১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: কেমন আছেন বড় ভাই?
৩১| ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাদের দোয়ায় ভালো আছি। আপনার খবর কী?
১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৭
সাদা মনের মানুষ বলেছেন: আমিও ভালো আছি ভাই, দিনগুলো ও চলে যাচ্ছে যথা নিয়মে.........
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ৫, ৮, ১৪ ও ১৯ বেশী ভালো লেগেছে।