![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
এখন চলছে ঋতুরাজ বসন্ত। পুরনো পাতা ঝরে নতুন পত্র পল্লবে সাজবে বৃক্ষরাজি। আম্রকাননে মুকুলের শোভায় ভিন্ন রূপ পাচ্ছে প্রকৃতি। কোকিলের কুহুতানের মিষ্টি সুরে মুখরিত চারপাশ। এবার বসন্ত আমাদের এক দিন ঠকিয়েছে। আগে ১৩ ফেব্রুয়ারী আসতো এবার এসেছে ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবসকে সাথে নিয়ে। তাতে আমাদের কিইবা যায় আাসে? আমরা কবি সুভাষ মুখোপাধ্যায়ের কথার সাথে সূর মিলিয়ে বলতে চাই ‘ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।
আমার তোলা কিছু ফুলের ছবি নিয়ে বসন্ত দিনের ছবি ব্লগ, সবগুলো ফুলের নাম আমি জানিন। যেগুলোর নাম জানি সেগুলোর নাম দিয়ে দিয়েছি। বাকীগুলোর নাম আপনারা জানলে বলে দেবেন আমিও এড করে নেবো, ধন্যবাদ।
আশা করছি আপনাদের খুব একটা খারাপ লাগবে না।
(২) ন্যাষ্টারশিয়াম
(৩) কাশ্মীরি গোলাপ।
(৪)
(৫)
(৬) স্পাইডার লিলি।
(৭) রক্তরাগ
(৮) দাঁতরাঙ্গা ফুল।
(৯) কাঠ গোলাপ।
(১০) বিলম্বি ফুল।
(১১)
(১২) বনজুঁই বা ভাটফুল।
(১৩) লজ্জাবতি ফুল।
(১৪) কামিনী ফুল।
(১৫) ডোল কলমী ফুল।
(১৬) আমরুল ফুল।
(১৭) শিয়ালমুতি।
(১৮) আকন্দ ফুল।
(২০) শিমুল ফুল।
(২১)
(২২) এটা সম্ভবত চেরি ফুল।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: আহেন ভাই আমরা গলাগলি ধইরা কাঁদি
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪১
নেওয়াজ আলি বলেছেন: এক রাশ ভালো লাগার ভালোবাসা ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন সব সময়।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আহা! কী দারুণ দেখতে!
শিয়ালমুতি নামটা একদমই পছন্দ হলো না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আপনার পছন্দ করা একটা নাম দেন আমি এড কইরা নিতাছি
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১০ নম্বর ছবি। ফুলও বিলম্বে ফুটে? কত বিলম্বে? এই বছরের ফুল আগামী বছর?
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: এইতো আপনি ঠিক ধরেছেন, আগামী বছরের ফুল গত বছর ফুটে
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৮ নম্বর ছবি। দাঁতরাঙ্গা ফুল দিয়ে কী দাঁত রাঙ্গানো হয়? আমি তো প্রথমে দাঁতভাঙ্গা মনে করেছিলাম। কী অদ্ভুত সব ফুলের নাম!
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনি ইচ্ছে করলে চোখ মুখও রাঙাতে পারেন, মানা করছে কে?
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫২
এম এ হানিফ বলেছেন: ফুলে ফুলে ভরে উঠুক দেশ। সবার মনে ছুঁয়ে যাক বসন্ত বাতাশ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: এমনটা হলে ভালোই হতো.......শুভেচ্ছা জানবেন হানিফ ভাই।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মেভাই, Red-tail Land Conservancy
Thorn Tree - Red-tail Land Conservancy মেভাই, Red-tail Land Conservancy
Thorn Tree - Red-tail Land Conservancy
এই গাছের বাংলা নাম জানতে চাই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: এমন কাঁটাযুক্ত গাছের ছবি আমিও উঠিয়েছি, কিন্তু নামটা জানিনা। মনকাঁটাও এমন বড় বড় হয় কিন্তু মনকাঁটার গাছ তো এটা নয়।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৭
করুণাধারা বলেছেন: চমৎকার সব ছবি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন ভাই
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৩
সোহানী বলেছেন: আহ্ অসাধারন............
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: ফুলের নাম আমি সবচেয়ে কম জানি।
আপনি প্রতিটা ছবিতে ফ্রেম করে দেন কেন??
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: ফ্রেম দিলে ছবিগুলো আমার কাছে ভালো লাগে বলে এই ফ্রেম কে দেই ভাই, ভালো থাকবেন সব সময়।
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মেভাই, মনকাঁটাতেই আমার চলবে। মনকাঁটা বান্দরবন আছে তো?
আপনার ছবি আপনার মত, আমার খুব ভালো লাগে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: মনকাঁটা আমাদের গাঁওগেরামেও আছে ভাইজান, চলে আসুন একবার মন কাটা ছোয়া দিয়ে দিবো শরীরে......শুভেচ্ছা জানবেন মিঞা ভাই।
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪২
ফয়সাল রকি বলেছেন: ভালো। বাসন্তিক শুভেচ্ছা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১১
সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও রইল বাসন্তি শুভেচ্ছা
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন পোস্ট
অনেক ভালো লাগা
২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শুভ কামনা জানবেন।
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৬
ওবাইদুল্লাহ আহমাদ হুসাইন বলেছেন: অনেক চমৎকার লেখার কারুকার্য। সুন্দর লেগেছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন হুসাইন ভাই।
১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২০
নাসরিন ইসলাম বলেছেন: হরেক রকম ফুলের সমাহারে মনটা মাতোয়ারা হয়ে উঠল। ফুলেল শুভেচ্ছা।
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনাকেও আন্তরিক শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৬
চাঁদগাজী বলেছেন:
ভালো।
ফুলের নাম আমিও কম জানি