নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

করোনার সময়ে…..

২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:০২


দাদা হয়েছি গতকাল। হসপিটালে ওটির সামনে বসে থেকে খুব গরম লাগছিলো। তাই জিএফসি স্ট্যান্ড ফ্যানটা হাই স্পীডে চালিয়ে সামনে বসেছিলাম। নাতনীর মুখ দেখে হসপিটাল থেকে বের হওয়ার পরই অনুভব করলাম গলাটা বেশ ভালোই ব্যাথা করছে। একটু আধটু হাচি কাঁশিও আসছে,করোনার এই সময়ে লক্ষণটা ভালো নয়। ভাবলাম একটা কড়া লাল চা খেয়ে গলা ব্যাথাটা কমিয়ে নেই। পরিচিত দোকানী রাত এগারটায় আমাকে কখনো ওর দোকানে দেখেনি। চায়ের কথা বলার পর দেখলাম অন্যদের অর্ডারে বানানো চায়ের কাপটাই আমাকে দিয়া দিল। চায়ের তীব্র গরম গলার ভেতর লাগলে হয়তো ব্যাথাটা কিছু কমবে এই ভেবে তীব্র গরম চা মুখে চালান করে দিলাম। জিহ্বাটা পুড়ে একটা ডাবল ব্যাথায় পড়ে গেলাম।

বাকী চা টুকু আস্তে আস্তে পান করছি, আর যাতে জিহ্বাটা আরো পুড়ে না যায়। পাশের ভাংগারি দোকানের ছেলেটা চায়ের দোকানে এসে চা রুটির অর্ডার করে আমার সামনের টুলটায় বসল। অন্য একজনকে জিজ্ঞেস করলো কাল থেকে নাকি সব কিছু বন্ধ হয়ে যাবে? সে বললো অবশ্যই বন্ধ করবে, টিভির খবর দেখিসনি? দেখলাম ছেলেটার মনটা খুবই খারাপ হয়ে গেল। হয়তো তার ইনকাম বন্ধ হয়ে গেলে উপোস করার শংকা এসে মনে ভর করেছে। আমারও মনটা খারাপ হলো, কিন্তু এখানে যে আমাদের কারো হাত নেই।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক নিরুপায় আত্ম সমপর্ণ!

দাদা হ্ওয়ায় অভিনন্দন :)
শরীরের দিকে যত্ন নিয়েন।
আপনার পূর্ন সুস্থতার শুভকামনা রইল।

২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:২৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ঠিক বলেছেন এক নিরুপায় আত্ম সমর্পণ......শুভেচ্ছা জানবেন ভাই।

২| ২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভ সংবাদ, নাতনীর সুভাগমনে করোনা বিদায় নেবে এই আমাদের বিশ্বাস।
আসুন সবাই মিলে করোনার বড়া খাই !!া
মিষ্টি খাবো করোনার মরণ হলে।

২৫ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫২

সাদা মনের মানুষ বলেছেন: আপনার বাড়িতে করোনার দাওয়াত আমাদের নূরু ভাই।

৩| ২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: মাশাল্লাহ।
ভালো থাকুক।সুস্থ থাকুক।

২৫ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই, শুভ কামনা জানবেন।

৪| ২৪ শে মার্চ, ২০২০ রাত ১১:৪৪

হাবিব ইমরান বলেছেন:

অভিনন্দন, নাতনীকে নিয়ে ভালো থাকুন।

২৫ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ইমরান ভাই, শুভ কামনা সব সময়।

৫| ২৪ শে মার্চ, ২০২০ রাত ১১:৫০

নেওয়াজ আলি বলেছেন: শুভ কামনা। ভালো I

২৫ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও শুভ কামনা সব সময়।

৬| ২৫ শে মার্চ, ২০২০ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:


বাচ্চা ও মায়ের সুস্বাস্হ্য কামনা করছি।

ছুটির সময় গরীবদের ২ সপ্তাহের খাবার দেয়া সম্ভব ছিলো, শেখ হাসিনার মাথা আছে, মগজ নেই

২৫ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: মাথায় মগজ আমার তো মনে হয় একটু বেশীই আছে, দেখছেন না খালেদা জিয়াকে মু্ক্তি দিয়া দিল

৭| ২৫ শে মার্চ, ২০২০ রাত ১২:৪৩

কানিজ রিনা বলেছেন: আপনার নাতনীর শুভকামনা,হাসপাতাল থেকে
যত তারা করে বাসায় যেতে পারেন ততোই
ভাল। লেবুর পানি বেশী খাবেন লবন দিয়ে
উশ্ম গরম পানির সাথে। লেবু সর্দি কাশির
জন্য ভাল কাজ দেয়। ধন্যবাদ দাদা নাতনীর।

২৫ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০০

সাদা মনের মানুষ বলেছেন: দুই দিনেই হাসপাতাল থেকে রিলিজ নিয়া নিয়াছি, ওখানে থাকতে ভয় লাগে।

৮| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৩:৪৬

সোহানী বলেছেন: দাদা হিসেবে আত্মপ্রকাশে শুভকামনা। এবার হেনা ভাইকে বিট করতে পারবেন বলে মনে হয় ;)

২৫ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০১

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আপনি ঠিক দরেছেন আপু। দাদা হওয়ার পর হেনা ভাইের যেন মাটিতে পা পড়ে না :D

৯| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দাদা হওয়ায় আপনাকে অভিনন্দন।


গলার ব্যথা ও হাঁচি কাশির ব্যাপারটা হাল্কাভাবে নিবেন না কামাল ভাই। আল্লাহ সবাইকে হেফাজত করুন।

১০| ২৬ শে মার্চ, ২০২০ রাত ১২:৩০

সিগনেচার নসিব বলেছেন: অভিনন্দন কামাল ভাই । করোনায় সাবধানে থাকুন। সুস্থ্য থাকুন।

১১| ২১ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৪

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: মাশাআল্লাহ। শুভেচ্ছা ও শুভকামনা অবিরাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.