নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

করোনা ছুটির দ্বিতীয় দিনে

২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৬


পাগলনীটা মায়ের বাপের বাড়ির দূর সম্পর্কের আত্মীয় হয়। সৃষ্টি কর্তার প্রতি তার ক্ষোভ অনেক বেশী। সাইজে একটু ছোট বলে ওকে আমি আক্ষেপ করে বলতে দেখেছি মাটি যদি এতোই কম ছিলো আমাকে বানানোর দরকাটা কি ছিল। দেশের রাজনিতি সম্পর্কে জ্ঞান তার টনটনা। কখনো আসলে ওকে রাজনীতির খোচা দিলে মনে হয় আমিই বরং মুর্খ। অনেক দিন পর করোনা ছুটির দ্বিতীয় দিন ২৭ তারিখে আমাদের বাড়িতে এসে উপস্থিত। করোনা ভাইরাস যে গরিবদেরকে মেরে ফেলার জন্য আল্লাহর বিশেষ মতলব এটা তার কাছ থেকেই আমি জানতে পেরেছি। সে আমাদের বাড়িতে আসার পরই সবাই তো হায় হায় করে উঠলো, কোন ঘরে ঢুকার অনুমতি না পেয়ে বাহির থেকেই কিছু টাকা পয়সা নিয়ে খোদার চৌদ্দগুষ্টি উদ্ধার করতে করতে চলে গেল।

নাতনীর বয়স মাত্র চার দিন হলো। দেশে লক ডাউন নিয়ে সে জন্মগ্রহণ করেছে, এখনো ওর নাম রাখা হয়নি। তবে একেকজন একেক নাম নিয়ে দরবারে হাজির হচ্ছে। আমি ভাবছি লক ডাউন নামটাই রেখে দিলে কেমন হয়? আচ্ছা লক ডাউন শব্দটা কি পুংলিঙ্গ না স্ত্রীলিংগ? নাতনীর জন্য প্রয়োজনীয় কিছু জিনিসের ফর্দ হাতে ধরিয়ে ঘর থেকে বের করে দিয়েছে নাতনীর দাদী। কি আর উপায়? দেখেনই তো চারিদিকে মহিলাদের জয়জয়কার। মহিলারা আজকাল বৃদ্ধদেরও কান ধরে উঠবস করায় অথবা গভীর রাতে মোবাইল কোর্ট বসিয়ে সাংবাদিকদেরও কারাদন্ড দিয়ে দেয়। তো বেড়িয়ে পড়লাম করোনার ভয় ত্যাগ করে.......

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩১

সরকার আলী বলেছেন: সাদা মনের মানুষের কেবল সাদা মনের মানুষই আত্মীয় হলে কতইনা ভালো হতো !!!

২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: আমাকে কখনো সাদা মনের মানুষ ভেবে ভুল করার কথা স্বপ্নেও চিন্তা করবেন্না সরকার সাহেব, ওটাযে শুধুই মাত্র নাম।

২| ২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এসি ল্যান্ড ওই মহিলাকে সাসপেন্ড করা হয়েছে এবং উপজিলা নির্বাহী অফিসারকে ওই বৃদ্ধদের বাসায় গিয়ে ক্ষমা চাইতে আদেশ জারি করা হয়েছে।

২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনার উপর আজ কি কি আদেশ আছে, সেটা বলবেন কি?

৩| ২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার সাদা দিলে কাঁদা লাগায় গেলিরে বন্ধুয়া . . . .

পোষ্ট পরার পর ই গান মুনে পড়লু কেনু ভায়া ;)

নাতনির জন্য যুদ্ধ বলে কথা।
করোনায় ডরে না বীর B-)

নিরাপদ থাকুন। শুভকামনা সবসময়।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, নতুনদের জন্য জায়গাটা ছেড়ে দিতে হবে যে ভাই।

৪| ২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




নাতনীর দাদিরা বরাবরই জাদরেল জেনারেল। কথার অবাধ্য হয়েছেন কি আপনার জন্যে "হোম লকড" , ঘরে ঢুকতে পারবেন না। বাইরেই থাকতে হবে। একটা সুযোগ পাবেন তাতে, একটা মাইক নিয়ে সারা মহল্লার মানুষকে ঘরে থাকতে উপদেশ দিয়ে জাতির খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে পারবেন ছুটির বাকী ক'টা দিন। ;)

ছোট্টর ভেতরে দারুন লেখা হয়েছে।

২৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ঠিক বলেছেন, আমি হোম লকড্ হতে চাইনা.......শুভ কামনা জানবেন।

৫| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৭

মাহমুদুর রহমান বলেছেন: ছবিটা যেন বিষন্নতা আরও বাড়িয়ে দিলো!

আপনি ও আপনার নাতনিকে আল্লাহ ভালো রাখুক।এই প্রত্যাশা রেখে গেলাম।

২৯ শে মার্চ, ২০২০ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই, আপনিও ভালো থাকুন সব সময়।

৬| ২৮ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: প্রশাসনে এ ধরনের বিকৃত মানসিকতার লোকজনও আছে!
বয়োবৃদ্ধদের কান ধরে ওঠ বস করালেন, সেসবের ছবি তুললেন মোবাইলে, সেই ছবি দিয়ে ফেসবুকের কাভার ফটো করলেন!
ছি!!!

২৯ শে মার্চ, ২০২০ রাত ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কেমন আছেন ভাইজান?

৭| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১২:৩০

শের শায়রী বলেছেন: সুস্থ্য থাকুন নাতনীকে নিয়ে, সবাই কে নিয়ে। আল্লাহর কাছে এই কামনা।

২৯ শে মার্চ, ২০২০ রাত ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনারজন্যও শুভ কামনা সব সময়।

৮| ২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৭

পুলক ঢালী বলেছেন: লক ডাউনের পর নামরাখা অনুষ্ঠানে ভূরি ভোজনের আশায় বসে রইলাম। :D
হেনাভাই একটা সিরিয়াস মন্তব্য করে আদেশ পালন করতে ছুট দিয়েছেন এসে নিশ্চয়ই ফিরিস্তি দেবেন। ;)

২৯ শে মার্চ, ২০২০ রাত ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: আগে তো এই দুঃসময় কাটিয়ে উঠি ভাই, ভোজন হবে ইনশাআল্লাহ, ঠিক হেনা ভাইয়ের মতো ;)

৯| ২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৮

محمد فسيح الاسلام বলেছেন:
করোনার পথ ছেঁড়ে গিয়েছিনু গাঁয়,
এথা ঘুরি, ওথা ঘুরি, ছুটি ডানে-বায়।
সবুজ শ্যামলিমায় যেয়ে করি গড়াগড়ি,
প্রিয়ার কপোল চুমে, দুটো হাত ধরি।


২৯ শে মার্চ, ২০২০ রাত ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর লিখেছেন, ইচ্ছে করছে গায়ের পথে পাড়ি জমাতে......শুভ কামনা জানবেন ভাই।

১০| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৭

নায়লা যোহরা বলেছেন: ভাল লাগছে যে এই মহিলার বিচার হবে।

৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এটা ভালো খবর।

১১| ৩০ শে মার্চ, ২০২০ রাত ৮:৫২

হাসান রাজু বলেছেন: “লক ডাউন” শব্দের কোন লিঙ্গ নির্ধারণ হয়নাই মনেহয়। তবে আপনি উদ্যোগী হলে স্ত্রী লিঙ্গ হবার একটা সম্ভবনা আছে।

ভালো থাকুন বস।

৩১ শে মার্চ, ২০২০ দুপুর ১:০২

সাদা মনের মানুষ বলেছেন: আপনি সহায়তা করলে চেষ্টা করে দেখতে পারি রাজু ভাই। কেমন আছেন আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.