নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

করোনা ছুটির তৃতীয় দিনে

২৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৪


ডিসপেনসারির মালিক আমার সাথে হাত মেলাতে চাইল, গ্রামের ভাষায় ওদেরকে আমরা ডাক্তার বলেই ডাকি। আমি বললাম ডাক্তার আপাতত হাত মেলানো যাবে না। সে তার সুরমা মাখা চোখ তুলে আমার দিকে গভীরভাবে তাকিয়ে বললো আল্লাহকে ভয় করো, করোনাকে নয়। আমি বললাম তাহলে তো তোমার না খেয়ে থাকতে হবে, সবাই যদি আল্লাহকে ভয় করে মসজিদে গিয়ে আল্লাহর কাছেই সব সমাধান নিয়ে আসে তাহলে তুমি কাকে বলবা প্যারাসিটামল দুই বেলা। ডাক্তার তার বড় সুন্নতি চুলগুলো কানের পেছনে গুটিয়ে আরো কিছু বলতে চাইল, কিন্তু আমি পা চালালাম উল্টো দিকে।

তিনশত পঞ্চাশ টাকার এক প্যাকেট হ্যান্ড গ্লাভস্ গত সপ্তায় কিনেছিলাম পাঁচশত টাকায়। ওগুলো শেষ হয়ে যাওয়ার পর আবার কিনতে গিয়ে ভালোই হোচট খেলাম। ওর কাছে নাই, কিন্তু অন্য একটা ঠিকানা বলে জানিয়ে দিলো দাম পড়বে তেরশত টাকা। আর হেক্সিসল তো কোথাও পেলামই না। ভেবে দেখলাম করোনা সবার জন্য খারাপ খবর নিয়ে আসেনি।

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৭

সমূদ্র সফেন বলেছেন: ব্যবসা অন্ততঃ এখানে না করলেই না। এখন হ্যন্ডগ্লভস ও হেক্সিসল রিলিফে পাবার কথা। একটি বাড়ি একটি হেক্সিসল প্রকল্প দরকার।

২৯ শে মার্চ, ২০২০ রাত ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: এই সময়ের জন্য এমনটি হলে মন্দ হতো না।

২| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৮:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাদের চেয়ে পরহেজগার মুসলমান বিশ্বে আর কোন দেশে নাই।

২৯ শে মার্চ, ২০২০ রাত ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমাদের ঈমানী জোশ অত্যন্ত প্রবল, আমরা স্বপ্নে থাকুনি পাতা আর করোনার সাথে কথা বলে ফয়সালা করেই নিতে পারি।

৩| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৮:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেমন আছেন ?
তা এই মহামারির ভিতরেও কি ক্যামেরা নিয়া দেশ বিদেশ ঘুইরা বেরানো লাগবো যাযাবরের মত ;)

৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:২৮

সাদা মনের মানুষ বলেছেন: কোথায় ঘুরলাম ভাই, আমি তো বাঁচার জন্য কিছু জিনিস কিনতেই বের হয়েছিলাম। কিন্তু বাঁচার সুযোগটা পেলাম কোথায়?

৪| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেশের কর্তা ব্যাক্তিদের নির্দেশ মেনে
হোম কোয়ারেন্টেইনে থাকুন। বারে হাত
ধুবেন বল সাবান দিয়ে। বাইরে ঘুর ঘুর
করবেন না। তা হলে গ্লাভসের দরকার
পড়বেনা দাম যত্ই বাড়ুক আপনার তাতে কি?
একসময় ওদের গ্লাভস ওদের জন্যই কাল হবে।

৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: পারছিনা নূরু ভাই। আমার বন্ধি থাকাটা কোন ভাবেই সম্ভব না। অনেক কাজ, যদিও সতর্কতার সাথে থাকার চেষ্টা করছি।

৫| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: সব কিছুর দাম বেড়ে গেছে।
সামান্য সিগারেটের দামও বেড়ে গেছে।
খুচরা ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম নিয়ে নিচ্ছে।

৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫০

সাদা মনের মানুষ বলেছেন: এই জন্যই মানুষ শুধু টাকা কামাতে চায়

৬| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:২৯

নেওয়াজ আলি বলেছেন: মরণের স্বাধীনতা চাই।

৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫১

সাদা মনের মানুষ বলেছেন: কেন ভাই, সমস্যা কি?

৭| ৩০ শে মার্চ, ২০২০ রাত ২:৩৯

সোহানী বলেছেন: আজ সকালেই সেটা নিয়ে একটা ফেবুতে পোস্ট দিয়েছিলাম আমাদের কমিনিটিতে।

করোনার কারনে কিছু কিছু ব্যবসায়ী( বিশেষ করে বাংলাদেশী/ভারতীয়/চায়না) দাম বাড়িয়েছিল। এ খবর পাওয়ার পর কেন্দ্র থেকে আজই একটি সার্কুলার জারী করে যে এ ধরনের কাজের শাস্তির মেয়াদ ইন্ক্লুড করা হয়েছে যে ব্যাাক্ত পর্যায়ে ১ লাখ ডলার ও এক বছর কারাদন্ড ও প্রতিষ্ঠান পর্যায়ে ১০ মিলিয়ন ডলার ও এক বছর কারাদন্ড এর শাস্তির বিধান রাখা হয়।

তুলনা করতে চাই না বাট তুলনা চলে আসে দু:খে।

৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫২

সাদা মনের মানুষ বলেছেন: এসব তো আমাদের দেশে চিন্তারও বাইরে। সিন্ডিকেটের প্রধানগণ ক্ষমতাশালী অনেক। ওরাই দেশে আইন কানুনের রক্ষা কর্তা।

৮| ৩০ শে মার্চ, ২০২০ রাত ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ব্লিচিং পাউডার কোথাও পেলাম না।

৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫২

সাদা মনের মানুষ বলেছেন: এই সমস্যা দীর্ঘায়িত হলে কি হবে আল্লাহই জানেন

৯| ৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫৫

শাহারিয়ার ইমন বলেছেন: ফার্মেসী গুলাকে গন পিটুনি দেয়া উচিত যারা অতিরিক্ত দাম রাখে

৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের নৈতিকতা একেবারেই পচে গেছে ভাই

১০| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই: মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য–ফল–ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য–নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুসংবাদ দাও। “

– আল কুরআন

৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আল্লাহর পরিক্ষার সাথে সুযোগ সন্ধ্যানী ব্যবসায়ীরাও আমাদের পরিক্ষা নিচ্ছে, দেখা যাক কতোটা উৎরাইতে পারি।

১১| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:০০

কুকরা বলেছেন: গত পরশু এক খাতিরের লোকের সাথে দেখা হল, উনি হাত বাড়িয়ে দিলেন, আমি হাত না মিলানোয় মনক্ষুন্ন হলেন। গত কালকে আমাকে দেখেও না দেখার ভান করলেন।

৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ঐ ডাক্তারও আমার খাতিরেরই লোক, সামনে দেখা হলে এমনটি করার ভালোই সম্ভাবনা আছে।

১২| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
শেষ পর্যন্ত পলিথিন ব্যাগ কিন্না দস্তানা বানাইছেন!

৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: পলিথিন কেনার সুযোগ কোথায় হাসান ভাই? এটা ও তো নিষিদ্ধ জিনিস।

১৩| ৩০ শে মার্চ, ২০২০ রাত ১০:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রত্যেক দুর্যোগ কিছু মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসে। কারও পোড়াবাড়িতে আলু পুড়া খেতে অনেক মজা।
সবকিছুর মধ্যেও ভালো থাকবেন :)

৩১ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.