নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

করোনা ছুটির চতুর্থ দিনে

৩০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৫


নাতনীর বয়স সাত দিন হলো, নাম রাখতে হবে। নেট ঘেটে পছন্দ মতো কোন নামই পেলাম না। ওদিকে আবার ফতুয়া দিয়া রেখেছে ওর মাথার চুলের সম পরিমান ওজনের সোনা রূপা নাকি দান করতে হবে। রূপার কথায় আমি না করতে পারিনা, কিন্তু সোনা! এই দুঃসময়ে এতোটা টাকা পয়সা দান করাটা সত্যিই কঠিন হবে। বললাম আপাতত চুল কাটার দরকার নাই, উত্তরে জানিয়ে দিলো সেক্ষেত্রে চুল বড় হলে খরচও কিন্তু বাড়বে। আমি তো এখন মহা ফাপড়ে!........

সরকারি ঘোষণায় দোকান বন্ধ হয়ে যাবে ভেবে জামা কাপড় সব লন্ড্রিতে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের এলাকায় ২৫ তারিখেই সমস্ত বন্ধ হয়ে যাওয়ায় আমার জামা কাপড় গুলোর কোয়ারেন্টিন হচ্ছে লন্ড্রির দোকানেই। এদিকে সমস্ত দোকান পাট বন্ধ থাকায় আমার সাত দিন বয়সী নাতনীর জন্যও কোন জামা কাপড় কিনতে পারছি না। এখন দাদা নাতিনের কোয়ারেন্টিন চলছে উদোম গায়েই। আচ্ছা জামা কাপড় পরিধান না করলে কোয়ারেন্টিনের কোন সমস্যা হবে না তো?

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার প্রশ্নের জবাব আবু হেনা ভাইয়ের কাছ থেকে পাবো আশা করছি।

৩০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ওনি তো ওনার নাতনী নিয়ে সুখের সংসার করছে, গরিবের প্রতি নজর দেওয়ার সময় কই?

২| ৩০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৬

সরকার আলী বলেছেন: এই দুঃসময়ে এতোটা টাকা পয়সা দান করাটা সত্যিই কঠিন হবে এমনটা না বলি বা করি। কারণ হাদীসে এসেছে-

إِنّ الصّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرّبِّ وَتَدْفَعُ مِيتَةَ السّوءِ.

অর্থ: নিশ্চয় দান-সদকা আল্লাহর ক্রোধকে নির্বাপিত করে এবং খারাপ মৃত্যু থেকে রক্ষা করে। (জামে তিরমিযী, হাদীস ৬৬৪; শুআবুল ঈমান, বায়হাকী, হাদীস ৩০৮০; সহীব ইবনে হিব্বান, হাদীস ৩৩০৯)।

আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। (আমিন)।

৩১ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ধন্যবাদ ভাই।

৩| ৩০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে ভাই, নাতনির জন্য ওর বর্তমান ওজনের সমপরিমাণ স্বর্ণালঙ্কার বানিয়ে দিলেই তো হয়। ওর বিয়ের সময় তো লাগবেই। তখন শুধু ডিজাইনটা আপ টু ডেট করে দিলেই হল।

আর নাম নিয়ে সমস্যা? নাম রাখার অনেক কিতাব আছে। হাদিয়া দিলে হুজুররাও নাম রেখে দেন।

৩১ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: বিয়ের সময় কি দান খায়রাত ফেরত দেওয়ার নিয়ম আছে নাকি আপনাদের রাজশাহীতে? হাদিয়া তো দিতেই চাই, কিন্তু হুজুরের দরবার রাজশাহী যাওয়ার গাড়ি ঘোড়া সবই তো বন্ধ।

৪| ৩০ শে মার্চ, ২০২০ রাত ৮:১২

মা.হাসান বলেছেন: আমার ছেলের মাথায় অনেক বেশি চুল ছিলো। কাটার পর ওজন পাওয়া গেলো দেড় গ্রামের কম। চুল খুব হালকা। এক গ্রাম সোনার দাম ৬০০০ টাকার কাছাকাছি হবে এখন। খুব বেশি না। রূপার দাম পড়বে দেড়শত টাকার কাছাকাছি।
উদাম গায়ে ঘরে থাকতে সমস্যা বেশি হলে কিছু সেলফি তুলে আশরাফ ভাইরে পাঠায়ে দেন, উনি গরীবের সহায়তার জন্য বাকি যা করা দরকার করবেন।

৩১ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে একটা রিস্ক নেওয়া যায়, কি বলেন হাসান ভাই। সেলফি তুলতে লইজ্জা লাগে :D

৫| ৩০ শে মার্চ, ২০২০ রাত ৮:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ দাদা আর নাতীন জন্মদিনের পোষাকে
ভাবতেই একটা স্বর্গীয় আবহ মানসপটে
ভেসে উঠছে। দাদা নাতীনের একটা
যুগলবন্দি হয়ে যাক!!
উভয়ের জন্য শুভকামনা

১) নবজাতকের চুল সমপরিমাণ রৌপ্য দান করার ব্যাপারে হাদিস বর্ণিত। কিন্তু সেটি সহীহ-যঈফ হওয়ার ব্যাপারে মুহাদ্দিসদের মতে দ্বিমত রয়েছে। হাদীসটি হল, আলী রা. বলেনঃ

“আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসানের পক্ষ হতে ছাগল আক্বীকা করেন এবং ফাতেমা রা. কে বলেন: তার মাথা মুণ্ডন করে দাও এবং চুলের ওজন বরাবর রৌপ্য সদকা করে দাও।”
[তিরমিযী, অধ্যায়, আযাহী, হাদীস নং ১৫১৯। তবে ইমাম তিরমিযি, বাইহাকী, ইবলুল কাত্তান, ইবনুল কাইয়েম প্রমূখ মুহাদ্দিসগণ এটির সনদগত কিছু সমস্যার কথা তুলে ধরে যঈফ বলেছেন।
পক্ষান্তরে ইমাম আলবানী রহ. এটিকে অন্যান্য সমার্থবোধক হাদিসের সমন্বয়ে হাসান বলেছেন।]
মোটকথা উক্ত হাদিসটি সহীহ-যঈফ হওয়ার ব্যাপারটি দ্বিমতপূর্ণ হওয়ায় এটি আমল যোগ্য কি না তা নিয়েও আলেমদের মাঝে দ্বিমত সৃষ্টি হয়েছে।
যোহোক, কেউ যদি উক্ত হাদিসের প্রতি আমল করতে চায় তাহলে করতে পারে আর না করলেও সমস্যা নেই ইনশাআল্লাহ।
আপনি যদি আমল করতে চান তাহলে ৭ম দিনে নবজাতকের মাথা চুল মুণ্ডণ করে তার ওজন বরাবর রৌপ্য অথবা তার সমপরিমান টাকা সদকা করবেন।

২। নবজাতক সন্তানের জন্মের পর সপ্তম দিনে মাথা সপ্তম দিন মাথা মুণ্ডন করা এবং চুলের ওজন পরিমাণ রুপা বা তৎমূল্য সদকা করা স্বতন্ত্র দুটি মুস্তাহাব আমল। ‘(জন্মের) সপ্তম দিনে রাসূলুল্লাহ ﷺ হাসান ও হুসাইনের আকীকা দিয়েছেন, তাঁদের নাম রেখেছেন এবং তাঁদের মাথা থেকে কষ্ট (চুল) দূর করেছেন।’ (বাইহাকী ১৯০৫৫ সহীহ ইবন হিব্বান ৫৩১১)

কিন্তু কোনো কারণবশত বাচ্চার চুল যদি সপ্তম দিনে কাটা সম্ভব না হয় সেক্ষেত্রে সপ্তম দিনের চুলের ওযন অনুমানে রূপা বা স্বর্ণ বা তৎমূল্য সদকা করে দিবে। সুতরাং আপনি এটা করতে পারেন।

আপনার নাতনীর জন্য কিছু সুন্দর নামঃ
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীবর্গ তথা উম্মেহাতুল মুমিনীন এর নাম:
খাদিজা (ﺧَﺪِﻳْﺠَﺔُ )
সাওদা (ﺳَﻮْﺩَﺓُ )
আয়েশা (ﻋَﺎﺋِﺸَﺔُ )
হাফসা (ﺣَﻔْﺼَﺔُ )
যয়নব (ﺯَﻳْﻨَﺐُ )
উম্মে সালামা ( ﺃُﻡِّ ﺳَﻠَﻤَﺔ )
উম্মে হাবিবা ( ﺃُﻡِّ ﺣَﺒِﻴْﺒَﺔ )
জুওয়াইরিয়া (ﺟُﻮَﻳْﺮِﻳَﺔُ )
সাফিয়্যা (ﺻَﻔِﻴَّﺔُ )।
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর কন্যাবর্গের নাম:
ফাতেমা (ﻓَﺎﻃِﻤَﺔُ)
রোকেয়া ( ﺭُﻗَﻴَّﺔُ)
উম্মে কুলসুম ( ﺃُﻡُّ ﻛﻠْﺜُﻮْﻡ )।
আরো কিছু নেককার নারীর নাম-
সারা (ﺳَﺎﺭَﺓ )
হাজেরা (ﻫَﺎﺟِﺮ )
মরিয়ম (ﻣَﺮْﻳَﻢ )।
মহিলা সাহাবীবর্গের নাম:
রুফাইদা ( ﺭُﻓَﻴْﺪَﺓُ -সামান্য দান)
আমেনা (ﺁﻣِﻨَﺔُ -প্রশান্ত আত্মা)
আসমা (ﺃَﺳْﻤَﺎﺀُ -নাম)
রাকিকা (ﺭَﻗِﻴْﻘَﺔٌ -কোমলবতী)
নাফিসা (ﻧَﻔِﻴْﺴَﺔُ -মূল্যবান)
উমামা (ﺃُﻣَﺎﻣَﺔُ- তিনশত উট)
লায়লা (ﻟَﻴْﻠﻰ -মদ)
ফারিআ (ﻓَﺮِﻳْﻌَﺔُ -লম্বাদেহী)
আতিকা (ﻋَﺎﺗِﻜَﺔُ -সুগন্ধিনী)
হুযাফা (ﺣُﺬَﺍﻓَﺔُ -সামান্য বস্তু)
সুমাইয়্যা (ﺳُﻤَﻴَّﺔُ -আলামত)
খাওলা ( ﺧَﻮْﻟَﺔُ-সুন্দরী)
হালিমা (ﺣَﻠِﻴْﻤَﺔُ -ধৈর্য্যশীলা)
উম্মে মাবাদ ( ﺃﻡ ﻣَﻌْﺒَﺪ -মাবাদের মা)
উম্মে আইমান ( ﺃﻡَّ ﺃَﻳْﻤَﻦ -আইমানের মা)
রাবাব ( ﺭَﺑَﺎﺏ-শুভ্র মেঘ)
আসিয়া (ﺁﺳِﻴَﺔُ -সমবেদনাপ্রকাশকারিনী)
আরওয়া (ﺃﺭْﻭَﻯ -কোমল ও হালকা)
আনিসা (ﺃﻧِﻴْﺴَﺔُ -ভাল মনের অধিকারিনী)
জামিলা (ﺟَﻤِﻴْﻠَﺔُ -সুন্দরী)
দুর্রা (ﺩُﺭَّﺓ-বড় মতি)
রাইহানা (ﺭَﻳْﺤَﺎﻧَﺔ -সুগন্ধি তরু)
সালমা (ﺳَﻠْﻤﻰ -নিরাপদ)
সুআদ (ﺳُﻌَﺎﺩ-সৌভাগ্যবতী)
লুবাবা ( ﻟُﺒَﺎﺑَﺔ-সর্বোত্তম)
আলিয়া (ﻋَﻠِﻴَّﺔُ -উচ্চমর্যাদা সম্পন্না)
কারিমা ( ﻛَﺮِﻳْﻤَﺔُ – উচ্চবংশী)।
মেয়েদের আরো কিছু সুন্দর নাম:
ছাফিয়্যা (ﺻَﻔِﻴَّﺔُ )
খাওলা ( ﺧَﻮْﻟَﺔُ)
হাসনা (ﺣَﺴْﻨَﺎﺀ -সুন্দরী)
সুরাইয়া (ﺍﻟﺜُّﺮَﻳﺎ -বিশেষ একটি নক্ষত্র)
হামিদা (ﺣَﻤِﻴْﺪَﺓُ -প্রশংসিত)
দারদা (ﺩَﺭْﺩَﺍﺀُ )
রামলা ( ﺭَﻣْﻠَﺔُ- বালিময় ভূমি)
মাশকুরা (ﻣَﺸْﻜُﻮْﺭَﺓٌ -কৃতজ্ঞতাপ্রাপ্ত)
আফরা (ﻋَﻔْﺮَﺍﺀُ -ফর্সা)।
=====================
=====================
সন্তানের সুন্দর নাম এবং তার অর্থ
নাম - নামের অর্থ
এলি - হেলান দেয়া
আবদুল হাসিব -
হিসাব গ্রহনকারীর গোলাম
ইহতিসাব - হিসাব করা
আবদুল হাফিজ -
হিফাজতকারীর গোলাম
মুহাললিল -
হালালকারী
মুহাররিম -
হারামকারী
দিলদার - হৃদয়বান
বখতিয়ার নাদিম -
সৌভাগ্যবান সাথী
বখতিয়ার আমজাদ -
সৌভাগ্যবান সম্মানিত
বখতিয়ার মুইজ সৌভাগ্যবান সম্মানিত
বখতিয়ার ফাতিন -
সৌভাগ্যবান সুন্দর
বখতিয়ার হাসিন -
সৌভাগ্যবান সুন্দর
বখতিয়ার আজিম -
সৌভাগ্যবান শক্তিশালী
বখতিয়ার আসেফ -
সৌভাগ্যবান যোগ্য ব্যক্তি
বখতিয়ার জলিল -
সৌভাগ্যবান মহান
বখতিয়ার আশহাব -
সৌভাগ্যবান বীর
বখতিয়ার ফাতেহ -
সৌভাগ্যবান বিজয়ী
বখতিয়ার গালিব -
সৌভাগ্যবান বিজয়ী
বখতিয়ার মনসুর -
সৌভাগ্যবান বিজয়ী
বখতিয়ার আহবাব -
সৌভাগ্যবান বন্ধু
বখতিয়ার আনিস -
সৌভাগ্যবান বন্ধু
বখতিয়ার হামিম -
সৌভাগ্যবান বন্ধু
বখতিয়ার খলিল -
সৌভাগ্যবান বন্ধু
বখতিয়ার রফিক -
সৌভাগ্যবান বন্ধু
বখতিয়ার ওয়াদুদ -
সৌভাগ্যবান বন্ধু
বখতিয়ার ফাহিম -
সৌভাগ্যবান বুদ্ধিমান
বখতিয়ার আখতাব -
সৌভাগ্যবান বক্তা
বখতিয়ার আশিক -
সৌভাগ্যবান প্রেমিক
বখতিয়ার মুহিব -
সৌভাগ্যবান প্রেমিক
বখতিয়ার মাশুক -
সৌভাগ্যবান প্রেমাস্পদ
বখতিয়ার মাহবুব -
সৌভাগ্যবান প্রিয়
বখতিয়ার হামিদ -
সৌভাগ্যবান প্রশংসাকারী
মাসুদ লাতীফ -
সৌভাগ্যবান পবিত্র
বখতিয়ার আসলাম -
সৌভাগ্যবান নিরাপদ
বখতিয়ার আদিল -
সৌভাগ্যবান ন্যায়পরায়ন
বখতিয়ার আকরাম -
সৌভাগ্যবান দানশীল
বখতিয়ার করিম -
সৌভাগ্যবান দয়ালু
বখতিয়ার মুস্তাফা সৌভাগ্যবান উপকৃত
বখতিয়ার নাফিস -
সৌভাগ্যবান উত্তম
বখতিয়ার আবিদ -
সৌভাগ্যবান ইবাদতকারী
বখতিয়ার ফরিদ -
সৌভাগ্যবান আনুপম
মাসুদ -
সৌভাগ্যবান
মাসুদা -
সৌভাগ্যবতী
সাদীয়া -
সৌভাগ্যবতী

আল্লাহ তাআলা আপনাকে তওফিক দান করুন।



৩১ শে মার্চ, ২০২০ দুপুর ১:০০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নূরু ভাই, আপনার মতো বড় ভাই থাকতে আমার কোন ভরসা নাই। আপনি তো সব কিছু পানির মতো সহজ করে দিলেন। ছবি পাল্টানোর পর আপনাকে চিনতে একটু সমস্যা হয়ে গিয়েছিল।

৬| ৩০ শে মার্চ, ২০২০ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: নাম কি রাখেন জানাইয়েন।

আর স্বর্ন বা রুপা এগুলো ভুয়া কথা।
তবে আপনি দরিদ্র মানুষের একবেলা ভালো মন্দ খাইয়ে দিতে পারেন।

৩১ শে মার্চ, ২০২০ দুপুর ১:০১

সাদা মনের মানুষ বলেছেন: আপনার এই রেসিপিটা আর সব থেকে বেশী মনে ধরেছে রাজীব ভাই। তবে এই সময়ে বাড়িতে আয়োজন না করে ওদের বাড়ি বাড়ি পৌছে দেওয়াটাই বেশী যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি।

৭| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৪

নেওয়াজ আলি বলেছেন: ত্রাণ নিয়ে অনেক দানশীল ব্যক্তি এগিয়ে এসেছে। আপনিও এই বিপদে আশপাশের দরিদ্র লোককে আপনার মন মত সাহায্য করুণ। কামাল ভাই, ভালোবাসা দাদা ও নাতীনকে।

৩১ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, এটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য।

৮| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: বিষয়টি অতগুরুত্বপূর্ণ নয়।
নাতনির মঙ্গলের জন্য ত্রাণ বিতরণ করলে বেশি লাভ হবে। তবে দান শুধু স্রষ্টার সন্তুষ্টির জন্য করা আবশ্যক। মনে থাকে যেন। অভিনন্দন।

০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই, ধন্যবাদ।

৯| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৮:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: ধন্যবাদ নূরু ভাই, ছবি পাল্টানোর পর আপনাকে চিনতে একটু সমস্যা হয়ে গিয়েছিল।

করোনা যাতে আমাকে চিনতে না পারে
তার জন্য এই ব্যবস্থা !! হাহাহা

০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: বুদ্ধিটা কম খারাপ না নূরু ভাই :D

১০| ০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ১:০৩

পুলক ঢালী বলেছেন: দাদা নাতীনের কোয়ারান্টাইন চলছে উদোম গায়ে।

হা হা হা বিয়াপুক বিনুদুন তাও ভাল জন্মদিনের পোষাক পড়ে এটা বলেননি ;) হা হা হা =p~

০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এখানে ব্যাপক পুলক ঢালা আছে :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.