নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
স্বপ্ন সেতু পদ্মা নির্মিত হচ্ছে অনেক দিন হল। এই নির্মান যজ্ঞ দেখার জন্য বেশ কিছু দিন যাবৎ যাই যাই করেও যাওয়া হচ্ছিল না। অবশেষে শিকে ছিড়ল কয়েক দিন আগে। পদ্মা নদীতে স্পীডবোট নিয়ে নির্মায়মান সেই সেতু দেখা নিয়েই আজকে আমার ফটোব্লগ।
(২) মাওয়ার শিমুলিয়া ঘাটে যাত্রীর অপেক্ষায় থাকা স্পীডবোট।
(৩) স্পীডবোটে চড়ে সেতুর দিকে ছুটে চললাম পদ্মার জলরাশির উপর দিয়া।
(৪) এক সময় বেশ কাছ থেকে নজরে এলো দীগন্ত বিস্তৃত আমাদের স্বপ্নের পদ্মা সেতু।
(৫) নানা যন্ত্রপাতিতে চলছে ব্রীজ নির্মানের কাজ।
(৬) পদ্মার চড়ের একটা গ্রামের কিছু বাড়িঘর।
(৭/৮) অন্য পাশে বিশাল ভাঙ্গনের মুখে পদ্মার চড়।
(৯/১০) আছে নানা রকম জলযান, তবে এই সময়টাতে এখানে পাল তোলা কোন নৌকা দেখিনি, সবই ইঞ্জিন চালিত।
(১১) চরে ঢোকার একটা নৌকা ঘাট।
(১২/১৩) এই সময়টা হলো কাশ ফুলদের বিদায় বেলা।
(১৪) আর অল্প একটু জুড়লেই পুরো পদ্মা সেতুর মূল কাঠামো এক হয়ে যাবে।
(১৫/১৬) এই নির্মান যজ্ঞের প্রাথমিক কাজ করছে যারা।
(১৭) পদ্মা সেতুর জাজিরা প্রান্ত।
(১৮/১৯) মাওয়া ঘাটের কাতলা, ইলিশ আর আইড় মাছগুলো।
(২০) ড্রাইভার আগেই ফোন করেছিলো, কিন্তু স্পীডবোটের বাতাসে ঠিক বুঝতে পারিনি। পার্কিংয়ে এক পাগল এসে ইট দিয়ে আমার গাড়ির গ্লাসটা গুড়িয়ে দিয়েছিলো। কি আর করা, পাগল বলে কথা। গ্লাস ভাঙার বিষয়টা বাদ দিলে ভ্রমণটা অত্যন্ত চমৎকার হয়েছে এটা বলা যায় নিঃসন্দেহে।
২৮ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই, ভালো থাকুন সব সময়।
২| ২৭ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩০
আমি সাজিদ বলেছেন: খুব সুন্দর হয়েছে ছবিগুলো
২৮ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনা জানবেন ভাইজান,
৩| ২৭ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০০
চাঁদগাজী বলেছেন:
গাড়ীর কাঁছ ভেংগে দেয়াতে আপনার বেশ ক্ষতি হলো; কাতল ওআইড় মাছগুলো কি পদ্মার? সেতুর ২ প্রান্তে দোকানপাট আছে?
২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:০০
সাদা মনের মানুষ বলেছেন: এক প্রান্তে তো মাওয়া, বিশাল বাজার বন্দর, অপর প্রান্তে স্পীডবোট থেকে নামত্ব পারিনি বলে জানা হয়নি। মাছগুলো কোথাকার জানা হয়নি, ধন্যবাদ বড় ভাই।
৪| ২৭ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড়ই সৌন্দর্য।
২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:০১
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ধন্যবাদ।
৫| ২৭ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৭
রামিসা রোজা বলেছেন:
ছবিগুলো এক কথায় অসাধারণ সেইসাথে মাছগুলো
লোভনীয় । কিন্তু শেষে এসে গাড়ির অবস্থা অত্যন্ত
দুঃখজনক ।
২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:০১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রোজা, শুভ কামনা সব সময়।
৬| ২৭ শে নভেম্বর, ২০২০ রাত ৮:২৬
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ,
ছবিতে সেতুর নির্মানকাজ, চরের জনপদ, পদ্মার জল দেখা হলো । দেখা হলো আপনার গাড়ীর ভাঙা কাঁচও।
ভালোলাগার মাঝে এটুকু ক্ষত রয়েই গেলো।
২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:০৩
সাদা মনের মানুষ বলেছেন: পাগল আমায় কিছু একটা দিয়াছে, কি দিয়াছে সেটাই জানার অপেক্ষায় আমি, ভালো থাকবেন সব সময়।
৭| ২৭ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: সবই ঠিক ছিলো, গাড়ির গ্লাস ভাঙ্গাটা কষ্ট দিলো।
২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:০৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই, কেমন আছেন আপনি?
৮| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৩:২১
ওমেরা বলেছেন: ছবিগুলো সুন্দর ।
২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:০৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভ সকাল আপু।
৯| ২৮ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:২২
সোহানী বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট দেখলাম।
যথারীতি ভালো লাগলো ছবিগুলো কিন্তু গাড়ির কাঁচ ভাঙ্গার ছবি দেখে মনটাই খারাপ লাগলো। কিভাবে এ গাড়ি চালায়ে শেষ পর্যন্ত বাসায় পৈাছালেন?
২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:০৮
সাদা মনের মানুষ বলেছেন: আমি বরাবরই নিজে গাড়ি ড্রাইভ করি, কিন্তু ঐ দিন একজন ড্রাইভার সাথে করে নিয়ে গিয়েছিলাম গাড়ির নিরাপত্তার জন্য। কিন্তু কিছুই হলোনা। ভাঙ্গা কাঁচ নিয়া পরে আর ড্রাইভারকে চালাতে দেইনি। কষ্ট করে ৭৫ কিলোমিটার পথ আমি চালিয়েছিলাম। শুভ কামনা জানবেন আপু।
১০| ২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ছবিগুলো অসাধারণ।
কাঁচ ভাঙ্গার ছবি দেখে খারাপ লাগলো |
০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন।
১১| ২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৫০
নতুন নকিব বলেছেন:
ছবিগুলো চমৎকার। গাড়ির গ্লাস ভেঙ্গে দেয়ায় কষ্ট পেলাম। ড্রাইভার বেচারা গাড়ির কাছে থাকা সত্বেও তার চোখ এড়িয়ে গ্লাস ভাঙ্গার এই কাজটা পাগল লোকটি করতে পারলো কিভাবে, সেটা অবশ্য প্রশ্ন।
যা-ই হোক, বিষন্ন হবেন না। ধৈর্য্য রাখুন। আল্লাহ পাক আপনার প্রতি দয়া করুন।
১২| ২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৬
হাসান জাকির ৭১৭১ বলেছেন: শেষটা বাদে সবগুলো ছবিই অসাধারণ!
হ্যাঁ, স্বপ্নের পদ্মা সেতু!!
আহা, কবে যে সেতুর উপর দিয়ে গাড়িতে চড়ে বাড়ি যাব!!
১৩| ২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কয়েক বছর আগে দেখে এসেছিলাম।
পাগলের কাজ কিনে কিছু বলার নাই।
১৪| ১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২১
সাহাদাত উদরাজী বলেছেন: আহা, দেশে যে কত রকমের পাগল আছে! খুব দুঃখজনক।
১৫| ০৫ ই জুন, ২০২১ রাত ১১:৪৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক দিন পর দেখলাম ভাই আপনাকে
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪০
নেওয়াজ আলি বলেছেন: বেশ নয়নাভিরাম প্রকাশ ।