নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
কেউ বলেন জমিদার বাড়ি, কেউ বলেন রাজবাড়ি। নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শতবর্ষী মুড়াপাড়া জমিদার বাড়ি। বিভিন্ন সময় এ জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল। এটি উপজেলার মুড়াপাড়া নামক গ্রামে অবস্থিত।
জমিদার রামরতন ব্যানার্জী ১৮৮৯ সালে ৪০ হেক্টর জমির উপর নির্মাণ শুরু করেন মুড়াপাড়া জমিদার বাড়ি। তিনি নাটোর স্টেটের কোষাধ্যক্ষ ছিলেন এবং তার সততার কারণে একটি উচ্চ পদে উন্নীত হন। কিন্তু প্রচলিত আছে, রামরতন ব্যানার্জী শুধু এই বাড়ির ভিত্তি ও কাঠামো তৈরি করেছিলেন। তাঁর মৃত্যুর পর ছেলে প্রতাপচন্দ্র ব্যানার্জী ১৮৮৯ সালে পুরনো বাড়ি ছেড়ে পেছনে আরো একটি প্রাসাদ তৈরি করেন। কথিত আছে, ১৯০৯ সালে জগদীশচন্দ্র ব্যানার্জী এই ভবনটি সম্পন্ন করেন। তিনি দুইবার দিল্লির কাউন্সিলর নির্বাচিত হন। জগদীশচন্দ্র ব্যানার্জী তাঁর শাসনামলে অনেক কিছু তৈরি করেছিলেন। তবে ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় তিনি কলকাতা চলে যান।
এই জমিদার বাড়িতে প্রায় একশ’র উপরে কক্ষ রয়েছে। যার প্রায় সবগুলোতেই পাবেন কারুকার্যের ছোঁয়া। এতে রয়েছে কাছারিঘর, অতিথিশালা, নাচঘর, পুজামণ্ডপ, বৈঠকখানা, ভাঁড়ারসহ বিভিন্ন কক্ষ। জমিদার বাড়ির মূল ভবনটিই মুরাপাড়া ডিগ্রী কলেজ ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার পাশে ১৯৯৫ সালে আরও একটি প্রশাসনিক ভবন নির্মিত হয়। আমাদের দেশের বেশিরভাগ জমিদার বাড়ির চেয়ে তুলনামূলক ভালো অবস্থায় রয়েছে জমিদার বাড়িটি। কিন্তু মূল ভবনের পেছন দিকে গেলে দেখা যায়, কীভাবে ক্ষয়ে যাচ্ছে এই বাড়িটি।
উপরের তথ্যগুলো নেট থেকে পাওয়া। এখন মুড়াপাড়া জমিদার বাড়িটা কলেজ হিসাবে ব্যবহৃত হওয়ায় সাবলীল ভাবে সব জায়গা ঘুরে দেখার সৌভাগ্য হবে না। আর করোনার এই সময়টাতে কলেজ বন্ধ রয়েছে, তার উপর মূল ফটকে ঝুলিয়ে দেওয়া হয়েছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। তবে ওখানে গেলে পুরো বাড়িটা ঘুরে দেখতে না পেলেও পাশের শতবর্ষী আম বাগান বিশাল মাঠ-পুকুর, মন্দির সব মিলিয়ে একদিন ঘুরে বেড়ানোর জন্য অত্যন্ত চমৎকার একটা জায়গা।
(২) সিংহের পাহাড়ায় মুড়াপাড়া জমিদার বাড়ির কলেজের সাইনবোর্ড।
(৩) সামনেই রয়েছে বিশাল পরিচ্ছন্ন পুকুর।
(৪) শেকলাবৃত্ত লৌহ কপাট। জমিদার বাড়ির অন্দর মহলটা দেখার আকাংখা মনের ভেতরে থেকেই গেলো।
(৫/৬) জমিদার বাড়ির সামনের আম বাগানটাও বেশ পুরোনো। কতোটা পুরোনো তা জানা হয়নি। তবে এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। নিচে বসার জন্য কিছু বেঞ্চ নির্মান করে দিয়েছে, ইচ্ছে হলে সবুজ ঘাসেও বসা যায়।
(৭/৮) কাঠ ঠোকরা আর কাঠ শালিক ছাড়াও এলাকাটায় প্রচুর পাখি রয়েছে।
(৯) গাছের ছায়ায় বসে আছে একজন ঝালমুড়ি বিক্রেতা।
(১০) এমন পরিবেশে ঝাল মুড়ি গুলো সত্যিই খেতে অসাধারণ হয়।
(১১) পর্যটকদের ফেলে যাওয়া খাবার ভাগাভাগি করে খাচ্ছে কাঠ শালিক আর ভাট শালিকেরা।
(১২/১৩) আম বাগানের পরেই রয়েছে দুটি পুরোনো মন্দির, তবে নতুন রং করা।
(১৪) মন্দিরের পাশেই রয়েছে এই সাইনবোর্ডটি।
(১৫) পুরোনো মন্দিরের দুয়ারে দাঁড়িয়ে আমি।
(১৬) মন্দিরের দরজার ভেতরে দাঁড়িয়ে তোলা কলেজের ছবি।
(১৭) মা ও শিশু।
(১৮) পর্যটকদের আনাগোনায় আম বাগানটা বেশ মুখরিতই থাকে।
(১৯) যাবার আগে ফুচকা ওয়ালার সাথেও একটু সাক্ষাৎ করতে হয়।
(২০) জমিদার বাড়িগুলো দেখে আমরা যতোটাই আনন্দ উপভোগ করিনা কেন আমার সব সময়ই মনে হয় এখানে রয়েছে বাংলার অনেক দুখী কৃষকের রক্ত-ঘাম। যদিও সব জমিদাররাই অতোটা খারাপ ছিলো না। তবে সব মিলিয়ে মুড়াপাড়া জমিদার বাড়ির আমি প্রেমেই পড়ে গিয়েছি বলা যায়।
২৩ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: না ভাই পিছনের দিকটাতে যাওয়া হয়নি। ভবিষ্যতে চেষ্টা করবো দেখার, ধন্যবাদ।
২| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৩৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার কথাটাই আপনি বলে দিয়েছন শেষের কয়েকটি বাক্যে।তাই রাজা,নবাব বা জমিদার বাড়ী দেখে আনন্দ যতটানা পাই দুঃখ পাই তার চেয়ে বেশি।
২৩ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৬
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, তবে সবাই কিন্তু খারাপ জমিদার ছিলো না......শুভ কামনা সব সময়
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৬
চাঁদগাজী বলেছেন:
একজন ব্লগার পোষ্ট দিয়েছিলেন, আবু হেনা সাহেবের ষ্ট্রোক হয়েছিলো, এখন ভালোর দিকে।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার সব ছবি আর বর্ননায় অসাধারণ উপস্থাপনা।
আমি বেশ কয়েকবার গিয়েছি এখানে। মাসকয় আগে গেলাম, তখন ঢুকতে পারিনি। করোনার কারণে বন্ধ ছিলো।
এর আশপাশে আরো অনেকগুলি পুরনো স্থাপত্য আছে।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: ভালো একটি পোষ্ট দিয়েছেন।
এখানে আমি বেশ কয়েকবার গিয়েছি ফটোগ্রাফী করতে।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: অসাধারণ বর্ণনা আর সাথে চমৎকার সব ছবি।
অনেক নাম শুনেছি যাওয়া হয়নি যদিও খুব কাছেই।আপনার পোস্ট দেখে যাওয়ার ইচছা টা ফাইনাল এখন অপেক্ষা সময় ও সুযোগের।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৬
মেহেদি_হাসান. বলেছেন: সুযোগ হলে একবার যাওয়ার ইচ্ছা আছে, আপনার তোলা ছবিগুলো চমৎকার হয়েছে।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫২
মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই দারুন সব ছবি।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আজকে আপনার ছবি ব্লগে আমি কোথাও যেন একটু অতৃপ্ত!
১০| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর হয়েছে ভাইয়া। +
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:১৩
রাকু হাসান বলেছেন:
শুভ সকাল। বাড়ির পেছনে একটি পুকুরে আছে সেখানে যান নি? সুন্দর ছবি। গিয়েছিলাম শুভ সকাল। বাড়ির পেছনে একটি পুকুরে আছে সেখানে যান নি? সুন্দর ছবি। গিয়েছিলাম