নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

আমাদের সবার প্রিয় হেনা ভাই

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ৯:০১

হেনা ভাই বলেছিলো রাজশাহীতে আসলে অবশ্যই যেনো উনার সাথে দেখা করি। ২০১৬ সালে চাপাই নবাবগঞ্জে যাওয়ার সময় রাজশাহীতে পৌছে ওনাকে ফোন দিলাম। তখন ওখানে বেশ ঝড় তুফান হচ্ছিল। আমাদেরকে নির্ধারিত স্থানে অপেক্ষা করতে বলে ওনি খুব অল্প সময়ে কাক ভেজা হয়ে এসে আমাদেরকে ওনার বাড়িতে নিয়ে যান। দুপুরের রাজকীয় ভোজ না সেরে ওনার বাড়ি থেকে বিদায় নিতে পারিনি। এমন অতিথী পরায়ন এই পরিবারের কথা আমি জীবনেও ভুলবনা।

বেশ কিছুদিন যাবৎ ওনার অনুপস্থিতি লক্ষ করে ফোন দিয়াছিলাম, কিন্তু মোবাইল বন্ধ থাকায় কোন খোজ খবর পাচ্ছিলাম না। পরে প্রামানিক ভাই একদিন জানালো ওনি গুরুতর অসুস্থ্য, বললাম চলেন দেখে আসি। কিন্তু ওনার বাড়ির ঠিকানা জানা না থাকায় যেতে পারছিলাম না। ওনার ছেলের ম্যাসেঞ্জারে বার্তা পাঠানোর কয়েকদিন পর আমাকে ফোন দেয় এবং বলে যে, রাজশাহীতে এসে আমাকে ফোন দিলে আমি আপনাদেরকে রিসিভ করবো। প্রামানিক ভাইয়ের ছেলে রাজশাহী দেখবে বলে সেও আমাদের সাথে রওয়ানা দিলো। আর আমাদের সাথে সাথে হেনা ভাইয়ের দেখা হয়েছিলো আজ থেকে ঠিক এক মাস আগে মার্চের ৪ তারিখে।

আমাদের কাছে পেয়ে অসুস্থ্য লোকটা কি যে আবেগ প্রবণ হয়ে পড়েছিলো তা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের জড়িয়ে ধরে ওনি দীর্ঘ সময় কেঁদেছিলো। ওনার বলা কথাগুলো বুঝা যাচ্ছিলো না, তবে আমাদের কথাগুলো ঠিকই বুঝতে পারে। ওনার স্ত্রী বলেছিলো আস্তে আস্তে নাকি ওনি সেড়ে উঠবে, আর আমরাও সেই প্রত্যাশায়ই ছিলাম। দুপুরের খাবার খেয়ে যখন চলে আসছিলাম তখন সবার মনটাই ছিলো ভরাক্রান্ত, আর হেনা ভাইয়ের চোখে ছিলো বোবা কান্না।

গত রাতে যখন ওনার ছেলের নাম্বার থেকে ফোন আসে তখনই মনের ভেতর একটা কু ডাক ডেকে উঠে, অতপর সেটাই সত্যি হলো...........



এই টেবিলে বসেই হেনা ভাই লিখতেন। ২০১৬ সালে তোলা ছবি।


হেনা ভাইয়ের ড্রয়িং রুমে বসে ওনার সাথে এই ছবিটাও তুলি ২০১৬ সালে।


৪ মার্চ ২০২১ সালে তোলা ছবিতে আমি ও প্রামানিক ভাই।

ওপারে ভালো থাকুক আমাদের প্রিয় লেখক হেনা ভাই।

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ৯:২৪

জুল ভার্ন বলেছেন: আল্লাহ রাব্বুল আল আমীন হেনা ভাইকে বেহেস্ত নসীব করুন।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: তিনি একজন সজ্জন ব্যক্তি ছিলেন, সুতরাং আমরা আশা করতেই পারি উনি ভালো থাকবেন সবখানে।

২| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৬

কলাবাগান১ বলেছেন: উনার প্রথম জীবন নিয়ে লিখা সিরিজ টা অমর হয়ে থাকবে

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ওটা পড়ার পর একদিন আমি ঘুমাতেই পারিনি।

৩| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..

সকালে ফেসবুকে সংবাদটা দেখেই স্তব্দ হয়ে বসে রইলাম।
হায়! এইই জীবন!
একজন গুনি ব্লগারকে হারানোর ব্যাথা বলে বোঝানোর নয়!
শুধু শুন্যতাটুকু রয়ে যায় দিনান্তে প্রবল দীর্ঘশ্বাস হয়ে।

আল্লাহ উনার বিদেহী আত্মাকে শান্তি ও মুক্তি দান করুন।

৪| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১০:২৪

সোহানী বলেছেন: আমি বলতে গেলে প্রতিদিনই উনার ফেসবুক চেক করতাম যদি উনার কোন পোস্ট পাই। অপেক্ষায় ছিলাম নিশ্চয় ফিরে আসবেন।

লেখক পরিচয়তো অনেকই আছেন কিন্তু এর মাঝের ব্যাক্তিটি যে কতটা খোলা মনের মানুষ তা উনার প্রতিটি লিখায় আভাস পাওয়া যেত। বিশাল শূণ্যতা আমাদের সবার জন্য। সে মজার রম্য আর লিখবেন না, মজার কোন মন্তব্য দেখবো না.....। ব্লগ এর লিখা থেকে পরিচয় অথচ কি আপন একজন মানুষ ছিলেন। খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে।

ভালো থাকুক ওপারে প্রিয় মানুষ।

৫| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৮

নয়া পাঠক বলেছেন: আল্লাহ তাঁকে বেহেশত নসীব করুন। আমিন।

৬| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, ক্ববরে এবং পরলোকে উনি শান্তিতে থাকুন, সম্মানে থাকুন!

৭| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৯

রাকু হাসান বলেছেন:

মাগফেরাত কামনা করছি, শ্রদ্ধাঞ্জলি। ভাল থাকবেন। আপনাকে ধন্যবাদ মুহূর্তটা শেয়ার করার জন্য।

৮| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৯

খায়রুল আহসান বলেছেন: আপনাদের উভয়ের মাঝে যে গভীর হৃদ্যতা ও অন্তরঙ্গতা ছিল, তা আপনাদের মন্তব্য/প্রতিমন্তব্যগুলো পড়ে আমি এবং সম্ভবতঃ ব্লগের আমরা সবাই অনুধাবন করতে পারতাম। আপনার এ পোস্টটা পড়ে মন্তব্য লিখতে গিয়ে দেখলাম, আবেগের আতিশয্যে সেটা অনেক বড় হয়ে গেছে। তাই সেটাকে আলাদা করেই পোস্ট করলাম। আশাকরি, একবার চোখ বুলিয়ে যাবেন।

৯| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: আপনি যদি জানিয়ে যেতেন তাহলে আমিও আপনাদের সাথে রাজশাহী যেতাম।

১০| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৬

পুলক ঢালী বলেছেন: আপনাদের দুজনের কমেন্ট খুনসুটি ভোলার মত নয়। ওনার মত উদার মনের মানুষ দুর্লভ। আল্লাহ তার গুনাহ্ মাফ করে কবরের আজাবকে বেহেশতের বাগীচায় রূপান্তরিত করুন এবং জান্নাতবাসী করুন।

১১| ০৩ রা এপ্রিল, ২০২১ দুপুর ২:০৮

করুণাধারা বলেছেন: আপনার মনের অবস্থা বুঝতে পারছি। উনার সাথে আপনার মন্তব্যের খুনসুটি উপভোগ করতাম।

আপনাকে অনেক ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য।

আল্লাহ হেনাভাইয়ের জান্নাত নসিব করুন।

১২| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:




মার্চের ৪ তারিখের ছবিতেও উনাকে ভালোই দেখাচ্ছিলো; এরপর মনে হয়, অসুস্হতা বেড়ে গিয়েছিলো!

১৩| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০১

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ,




যতোদূর জানি ও বুঝি, তাতে ব্লগার আবু হেনা বাস্তবিকই একজন সজ্জন ও সাদা মনের মানুষই ছিলেন। ব্লগারদের উনি যে পরমাত্মীয়ের মতো বুকে টেনে নিতেন তা আপনার ও প্রামানিকের উদাহরণ দেখেই বোঝা যায়।
তাঁর তিরোধানে আমাদেরই যদি এমন হাহাকার জাগে তবে আপনার মনের অবস্থা বুঝতে পারা সহজ।

তবুও বলি - কেউ মরেনা । কোথাও না কোথাও থেকেই যায়.......

১৪| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৮:০১

সিগনেচার নসিব বলেছেন: মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। বিদেহী আত্মা শান্তিতে থাকুন।

১৫| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৯:৫৬

মা.হাসান বলেছেন: আপনার সাথে ওনার অন্য রকমের সম্পর্ক ছিলো জানি । আপনি আমাদের অনেকের চেয়ে বেশি আঘাত পেয়েছেন জানি। তবে আমরাও কষ্ট পেয়েছি। সত্যিই আশা ছিলো উনি ঢাকায় আসলে দেখা হবে।
জীবন বড় ঠুনকো।

ওনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি। আল্লাহ যেন ওনাকে ক্ষমা করেন, সকল দুঃখ দূর করেন, জান্নাতে উচু মর্যাদা দান করেন।

১৬| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১১:২৮

শুভ_ঢাকা বলেছেন: হেনা ভাইকে আমি গুরুজি বলে সম্ভোধন করতাম (আজীবন করবো)। উনি আমার কাছে মানুষরূপে দেবতা ছিলেন এবং চিরদিন থাকবেন।

১৭| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
আমরা একজন সুহৃদকে হারালাম।
তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
মহান সৃষ্টিকর্তা তার পরিবারকে এই শোক
সইবার শক্তি দিন। আমিন

১৮| ০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৩

আরাফআহনাফ বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কিছু মৃত্যু মেনে নেয়া অনেক কস্টের হয় - যেমন হেনা ভাইয়ের মৃত্যু। যদিও ওনার বয়স হয়েছিল, আর আগে স্ট্রোকের আঘাত ছিল তারপরও এমন সজ্জন, আন্তরিক ব্যক্তির চলে যাওয়া মেনে নিতে কস্ট হয়।
আমার সহধর্মিনী আর আমি সেই রাতে(২এপ্রিল) ঘুমাতে পারিনি - রাত ১০:৩০ হেনা ভাবী ফোন করে জানালেন তাঁর চির প্রস্থানের কথা - বিমুঢ় হয়ে বসেছিলাম। ব্লগার ফাহিম সাদী ভাইকে জানালাম - মেসেজ করে। বুকের ভেতর কী এক কষ্ট যেন গুমড়ে গুমড়ে কাঁদছে।

মনে পড়ে কতো হাজারো খুনসুঁটি সামুপাগলার আড্ডাঘরে - বয়সের কোন বাঁধা ছিলো না - নির্মল আনন্দে - সবাইকে আপন করে নেয়ার কী বিস্ময়কর ক্ষমতা তাঁর।
তাঁর আত্মজৈবনিক গল্প পড়ালাম, জানলাম গভীরে -তাঁরই পাঠানো বই থেকে।
সবসময় ফোন করতেন - পরিবারের খুঁটিনাটি সব জানতে চাইতেন - আমিও শেয়ার করতাম সবকিছু নির্দ্বিধায় - দেখা হয়নি তারপরও ভরসা করা যায় - এমনই নির্ভরতার প্রতীক ছিলেন তিনি আমার ও আমার পরিবারের কাছে।
২০১৮ সালে আমি আর সহ ব্লগার ফাহিম সাদি ভাই মিলে চলে গেলাম রাজশাহীতে - আমি চট্টগ্রাম থেকে আর সাদি ভাই সিলেট থেকে - আমাদের কাছে তাঁর ফোন নাম্বার থাকলেও তাঁকে জানাইনি আমাদের আগমনের কথা - সারপ্রাইজ দেবো বলে। শুধু বইয়ের দেয়া ঠিকানা সম্বল করে অনেক খুঁজে পর গেলাম তাঁর বাসায় - তিনি হতবাক আমাদের দেখে! পুরো এক বিকেল আমাদের সাথে ঘুরলেন - পদ্মায়, নৌকা করে, ঘুরে ঘুরে দেখালেন রাজশাহী। রাতে না খেয়ে আসতে পারিনি।

কথা দিয়েছিলেন- চট্টগ্রাম বেড়িয়ে যাবেন - তাঁর অনেক স্ম্বৃতির শহর এই চট্টগ্রাম - দু:সময়ের আশ্রয়স্হল।
না - আসতে পারেন নি তিনি চট্টগ্রামে - খুব ইচ্ছা থাকা স্বত্তেও।

ধীরে ধীরে অসুস্হ হয়ে পড়লেন অনেক বেশী - আবারো স্ট্রোক করলেন -কথা বলতে পারতেন না। চিকিৎসা করে কিছুটা সুস্হ হলেন , হেনা ভাবীর মোবাইলে ভিডিও কলে কথা হয়েছিল - খুব উৎফুল্ল হয়ে পড়েছিলেন- জড়িয়ে জড়িয়ে কথা বলার চেস্টা করেছিলেন।
জানতাম কামাল ভাই আর প্রামানিক ভাই মিলে তাঁকে দেখতে যাবেন (ভাবী বলেছিলেন) - আমারও ইচ্ছে ছিলো দেখে আসবো আরেকবার তাঁকে - ব্যস্ততায় যাওয়া হলো না - আর হলো না দেখা প্রাণপ্রিয় হেনা ভাইয়ের সাথে।

যেখানেই থাকুন - ভালো থাকুন - শান্তিতে থাকুন হেনা ভাই । আপনার মতো সাদা মনের মানুষদের জন্যই সেটা প্রাপ্যই বটে।

মহান আল্লাহ রাব্বুল আল আমীন আমাদের হেনা ভাইকে বেহেস্ত নসীব করুন - আমীন - আমীন

১৯| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২২

কামরুন নাহার বীথি বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন!!
আপনাদের সাথের ছবিটা দেখে আমিও আশায় ছিলাম, হেনা ভাই ভালো হয়ে যাবেন।
কিন্তু, আমাদের আশা পূরণ হলো না!!
হেনা ভাই এর চলে যাওয়াটা মেনে নিতে খুব কষ্ট হয়!
আল্লাহ ওনাকে জান্নাত দান করুন!!

২০| ০৫ ই মে, ২০২১ রাত ৯:১৯

কবিতা পড়ার প্রহর বলেছেন: ভালো থাকুন হেনাভাই।

২১| ০৫ ই জুন, ২০২১ রাত ১১:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজি উন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.