নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

শাহ মখদুম এর দেশে

১৬ ই জুন, ২০২১ রাত ৮:০৯


শাহ মখদুম রূপোশ (১২১৬-১৩১৩ খ্রিষ্টাব্দ) বাংলার প্রথিতযশা সুফী সাধক এবং ধর্ম-প্রচারকদের মধ্যে অন্যতম। তিনি ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে এবং চতুর্দশ শতাব্দীর শুরুতে বাংলাদেশ তথা রাজশাহী অঞ্চলে ইসলামের সুমহান বানী প্রচার করেছিলেন। তার অনুপম ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে শত শত মানুষ ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করেন। মূলত শাহ মখদুমের মাধ্যমেই বরেন্দ্র এবং গৌড় অঞ্চলে ইসলাম ধর্ম বিস্তার লাভ করে। বর্তমানে এসব অঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। শাহ মখদুমের প্রকৃত নাম আব্দুল কুদ্দুস। ধর্ম এবং জ্ঞান সাধনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিভিন্ন সময়ে তার নামের সাথে “শাহ”, “মখদুম”, “রূপোশ” ইত্যাদি উপাধি যুক্ত হয়। তিনি শাহ মখদুম রূপোশ নামেই সারা পৃথিবীতে বিখ্যাত।

মৃত্যুর পর তাকে তার বলে দেওয়া স্থানে সমাহিত করা হয়। তার কবর বর্তমান রাজশাহী শহরের দরগাপাড়ায় অবস্থিত, যার দক্ষিণে প্রমত্তা পদ্মা নদী এবং পূর্বে রাজশাহী কলেজ অবস্থিত।[২] প্রতি বছর হিজরী সনের রজব মাসের ২৭ তারিখ এখানে ওরস পালন করা হয়। দেশ-বিদেশ থেকে শাহ মখদুমের হাজার হাজার ভক্ত অনুসারী সেদিন তার মাজার জিয়ারতে আসেন। উইকিপিডিয়া


(২) রাজশাহী শহরের বিন্দুর মোড় থেকে অটো দিয়ে রওয়ানা হলাম শাহ মখদুম (রঃ) এর মাজারের উদ্দেশ্যে।


(৩) ভোর বেলা বলে রাস্তাঘাট তুলনা মূলক ভাবে ফাঁকাই ছিলো।


(৪) ১৫/২০ মিনিটেই বিন্দুর মোড় থেকে আমরা পৌছে গেলাম শাহ মখদুম (রঃ) এর মাজারে।


(৫) ভোর বেলা মাজার প্রাঙ্গন পরিচ্ছন্ন সুনসান।


(৬) বারান্দায় বসা একজন বলে দিয়েছিলো ভেতরে যেন ছবি না উঠাই। কিন্তু ওনার কথা রাখতে পারিনি। শাহ মখদুমের এর মাজার এটি।


(৭) শাহ মখদুমের পাশের অন্য কবরটায় যিনি শুয়ে আছেন তার নাম হযরত শাহ নূর, তার সম্পর্কে বিস্তারিত কিছুই জানা হয়নি।


(৮) বারান্দায় এমন ভাবে থাকা কবরটায় নাকি শুয়ে আছে শাহ মখদুম (রঃ) এর বাহক কুমির।


(৯) এমন মাজার গুলোতে যাদের পদচারণা নিত্য।


(১০/১১) দরগাহের পাশের স্লুইস গেইটের উপরে নির্মিত ছোট্ট ব্রীজটির আল্পনা আমার খুবই মন কেড়েছে।



(১২) দরগাহ এর সামনে মেইন রাস্তার পাশে কয়েকটি বট গাছের নিচে সিমেন্টের বেঞ্চি বানানো, গাছের উপর পাখিদের কিচির মিচির, জায়গাটা কিন্তু বেশ।


(১৩/১৪) পাশেই ছোট একটা শিমুল গাছে নানা রঙের পাখিদের আনাগোনায় পথিক মন চমৎকৃত হয়।



(১৫) এবারে রাজশাহী যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আমাদের প্রাণের ব্লগার হেনা খুবই অসুস্থ থাকায় তাকে দেখা। কিন্তু আমি জানতাম না ওনাকে দেখে ফেরার পর এই পোষ্ট দেওয়ার আগেই উনি চলে যাবেন না ফেরার দেশে। ওনার কথা মনে পড়লে বুকটা ফেটে যেতে চায়। সব সময় পোষ্ট দিয়ে অপেক্ষা করতাম হেনা ভাই কখন আসবে আমার পোষ্টে, আর পোষ্টের প্রতিটি পয়েন্ট ধরে আলাদা আলাদা মজার মজার মন্তব্য ও প্রতি মন্তব্য করবে :( (ছবিতে হেনা ভাই, প্রামানিক ভাই আর আমি)


(১৬) রাজশাহী রেল স্টেশন। এই পথেই বনলতায় চড়ে ঢাকা থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে ঢাকা ফিরে আসি।

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২১ রাত ৮:৪২

শেরজা তপন বলেছেন: ভ্রমন বর্ননা ও ছবির পাশাপাশি -শিমুল ফুলে পাখির ছবি এক্সট্রা বোনাস :)
হেনা ভাইয়ের কথা স্মরণে বিমর্ষ হলাম!

তো আপনি কেমন আছেন?

১৮ ই জুন, ২০২১ বিকাল ৪:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ভালো আছি ভাইজান, ব্যস্ততা আর ব্লগের প্রতি আগের মতো টান অনুভব না করায় আসা হয় কম......আপনি ভালো আছেন ভাই?

২| ১৬ ই জুন, ২০২১ রাত ৮:৫০

ইসিয়াক বলেছেন: অনেক দিন পর।

চমৎকার ছবি ব্লগ।

নিশ্চয়ই ভালো আছেন।

শুভ কামনা রইলো।

হেনা ভায়ের পোস্ট মিস করি। ওপারে ভালো থাকুন তিনি।

শুভ রাত্রি।

১৮ ই জুন, ২০২১ বিকাল ৪:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাই উপারে ভালো থাকুক, আপনি কেমন আছেন ইসিয়াক ভাই?

৩| ১৬ ই জুন, ২০২১ রাত ৮:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: পাখির ছবি দুটি অসাধারণ হয়েছে।
মাজারটি আহামরি কিছু মনে হলো না।

১৮ ই জুন, ২০২১ বিকাল ৪:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, আপনার তোলা ছবিগুলো আরো অনেক ভালো হয়, আমি আপনার ছবির ভক্ত।

৪| ১৬ ই জুন, ২০২১ রাত ৮:৫৮

নজসু বলেছেন:



প্রিয় কামাল ভাই।
অনেকদিন পর আপনার ছবি ব্লগ দেখলাম।
ভালো লাগা সবসময়। লাইক।

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সুজন ভাই।

৫| ১৬ ই জুন, ২০২১ রাত ৯:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: মাজারে মানুষ কম কেন?

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ভোর বেলা বলে হয়তো কম, তাছাড়া উৎসবের সময় লোকজন হয়তো বেশী থাকে।

৬| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:৩৮

হাবিব বলেছেন: চমৎকার সব ছবি।



আহা রে........হেনা ভাই আজ আর আমাদের মাঝে নেই। :|

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: জ্বী হাবিব ভাই, হেনা ভাইয়ের কথা মনে হলে মনটা ব্যকুল হয়, ভালো থাকবেন সব সময়।

৭| ১৬ ই জুন, ২০২১ রাত ১১:১৬

জটিল ভাই বলেছেন:
ছবি পোস্ট অসাধারণ :)
শুভ কামণা রইলো :)

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: জটিল বললেন তো ভাই :-B
আপনার জন্যও শুভ কামনা
সব সময়।

৮| ১৭ ই জুন, ২০২১ সকাল ১১:০৯

হাসান রাজু বলেছেন: আপনার পোস্টগুলোতে অন্যতম আকর্ষণ হিসেবে থাকতো, কমেন্ট বক্সে হেনা ভাইয়ের সাথে আপনার খুনসুটি । বাকি জীবন সেটা মিস করতে হবে। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন।

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেরন রাজু ভাই, এই মুহুর্তেও ওনাকে খুবই মিস করছি......শুভ কামনা জানবেন।

৯| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:১১

মোস্তফা সোহেল বলেছেন: হেনা ভাইয়ের ছবি দেখে মন খারাপ হয়ে গেল।
প্রিয় হেনা ভাইকে অনেক মিস করি।

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: আমরা সবাই উনাকে মিস করি, হয়তো বাকী জীবনটাই মিস করে যাবো.........ভালো থাকবেন সোহেল ভাই।

১০| ২০ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৯

সিগনেচার নসিব বলেছেন: দীর্ঘদিন পর আপনার ছবিব্লগ দেখলাম। বর্ণনা সুন্দর হয়েছে।
হেনা ভাইয়ের জন্য সবার মতই শোকাহত।

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, মনটা বেশ ভরাক্রান্ত।

১১| ২৩ শে জুন, ২০২১ সকাল ১০:০৩

সামিয়া বলেছেন: সুন্দর পোষ্ট

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু

১২| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গুড।

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: থ্যাংস্

১৩| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর+

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাইজান।

১৪| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৭

মোঃমোজাম হক বলেছেন: এক কথায় চমৎকার হয়েছে

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: দুই কথায় ধন্যবাদ :-B

১৫| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:২৭

শেরজা তপন বলেছেন: বেশ তো ভাল খবর :)
ভ্রাতা আপনার ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হবার জন্য অভিনন্দন!

১৫ ই মে, ২০২২ বিকাল ৪:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনা জানবেন ভ্রাতা

১৬| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রাথমিকভাবে নিবার্চিত হবার জন্য অভিনন্দন !

১৭| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:১৯

তারেক ফাহিম বলেছেন: হেনা ভাইর কথা মনে পড়ে গেল।

চমৎকার সব ছবি।

১৮| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫৪

প্রামানিক বলেছেন: ছবি ব্লগ প্রতিযোগীতায় আপনার ছবি দেখে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১৯| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: ১৫ নং ছবিটা দেখে বুকটা হু হু করে উঠলো। হেনা ভাই এর মাগফিরাত কামনা করছি। অসুস্থ হেনাভাইকে দেখতে যাবার জন্য সকল ব্লগারদের পক্ষ থেকে আপনাকে এবং ব্লগার প্রামানিক কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
১৩ ও ১৪ নং ছবিতে শিমুল ফুল ও পাখির ছবি দেখে চোখ জুড়িয়ে গেল।
শাহ মখদুম (রঃ) এর মাজার শরীফে আমিও কয়েকবার গিয়েছি, রাজশাহীতে গিয়ে পদ্মার পাড়ে বেড়ানোর সময়ে।
চমৎকার পোস্টে দশম প্লাস। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.