নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ফি ফি আইল্যান্ড

১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪১


ঘুরে বেড়ানোর জন্য যতগুলো স্থান আছে তার মধ্য থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড অন্যতম। ফিফি আইল্যান্ডটা মূলত ফুকেটে অবস্থিত, আর রাজধানী ব্যংকক থেকে বিমান পথে ফুকেটের দূরত্ব ১.১০ মিনিটের পথ। এখানকার সাগরের নীল পানি আপনাকে দেবে বালি বীচের মতো স্বাদ, আর পাথুরে পাহাড়গুলো দেবে পৃথিবীর অন্যতম সপ্তাশ্চর্য হালংবে এর মতোই দেখার অনুভূতি। যেদিকেই তাকাবেন মনে হবে সব যেন একেবারে সাজিয়ে ঘুছিয়ে রাখা হয়েছে। এখানে নীল স্বচ্ছ পানিতে মাছদের সাথে ঘুরে বেড়াতে পারবেন অনায়াসে। এটি দক্ষিণ থাইল্যান্ডের আন্দামান সাগরে অবস্থিত।

এবার আসুন ফিফি আইল্যান্ডের কিছু ছবি দেখে নেই, আমার এই পোষ্ট মূলত একটা ছবিব্লগ…….


(১) নৌকা বা স্পীডবোডে উঠতে হয় এখান থেকেই।


(২) স্পীডবোটে উঠার আগে বন্ধুরা মিলে একটা সেলফি না তুললে কি হয়?


(৩/৪) আন্দামান সাগরের বুকে আলোড়ন তুলে আমাদের নিয়ে দুর্বার গতিতে ছুটে চলল তিন ইঞ্জিন বিশিষ্ট স্পীডবোট খানা।



(৫/৬) নানা রঙের চমৎকার সব বোট দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায়।



(৭/৮) সাগরের মাঝখানে জেগে উঠা এমন পাথুরে পাহাড়গুলো যে এলাকায় বড় ঢেউগুলোকে আসতে বাধা দেয় সেখানেই আমাদের নামিয়ে দেওয়া হয় জলকেলি করার জন্য।



(৯/১০) কোন কোন পাহাড়ে রয়েছে বানরদে রাজত্ব।



(১১) কোথাও বা ধ্যানী বকের বাসা।


(১২) আন্দামানের এমন নীল পানিতে গোসল করার মজাই আলাদা


(১৩/১৪) সেই সাথে মাছদের সাথে এমন লুকোচুরি খেলার সুযোগটাই বা কে ছাড়তে চায়?



(১৫/১৬) ফিফি আইল্যান্ডের নীল সাগর আর ব্যতিক্রমী বোটগুলোতে চড়ে একটা দিন যেন কেটে যায় চোখের পলকেই।



(১৭) দুপুরের খাবার জন্য ভ্রমণ প্যাকেজে যদি এমন মজাদার হালাল ফুডের ব্যুফে হোটেল থাকে তাহলে তো আর কথাই নাই।


(১৮/১৯) দুপুরের খাওয়ার পর আইল্যান্ডের স্থলভাগে শুয়ে বসে জিরিয়ে নেওয়ার সুযোগটা বেশ উপভোগ্য, সেই সাথে সাগরের ঢেওয়ের সাথে অনন্ত পাল্লা দেওয়া বোটগুলোও যেন কিছুটা সময়ের জন্য সুযোগ পায়।



(২০) শেষ বিকালে আরো কিছু দ্বীপ দেখে ফুকেটের দিকে ছুটে চলা………

মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার ছবিগুলো দেখে যেতে ইচ্ছে করছে।

খুব সুন্দর নীল পানি। সাথে মাছেদের সমাবেশ!

অনেক দিন পরে আপনার পোস্ট পেয়ে ভালো লাগছে।

১৪ ই অক্টোবর, ২০২২ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: ভাবছি আবারও ব্লগে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করবো, শুভেচ্ছা জানবেন ভাইজান।

২| ১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫২

মনিরা সুলতানা বলেছেন: দারুণ !!!
অনেকদিন পর আপনার পোষ্টে আসলাম, সেলফি কুলফি সব মিলিয়ে দুর্দান্ত ছবি ব্লগ।
ওখানের আকাশ দেখে মনে হয় , চির শরতের দেশে! আশ্চর্য নীল সাদা মিশ্রণ।
ভালোলাগা।

১৪ ই অক্টোবর, ২০২২ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, অনেক দিন পর পোষ্টাইলাম, তবে ব্লগে কিন্তু আমি নিয়মিতই ঢু মারি।

................ধন্যবাদ আপু, কেমন আছেন আপনি?

৩| ১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেক অনেক দিন পরে আপনার পোস্ট এলো সামুতে।

১৪ ই অক্টোবর, ২০২২ রাত ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সারোয়ার ভাই, আপনি আমার ফেবারিট ফটোগ্রাফার।

৪| ১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:২৮

জুল ভার্ন বলেছেন: পোস্ট ভালো লেগেছে।

১৪ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত হলাম ভাইজান, ভালো থাকবেন সব সময়।

৫| ১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৮

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ,




কি অপূর্ব!!!!!!!

আসলেই পৃথিবীটা বড্ড সুন্দর!

১৪ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই তাই বড় ভাই, ইচ্ছে করেনা সুন্দর এই পৃথবী ছাড়তে, অথচ জীবন আমাদের কতোইনা ছোট :(

............আপনার মতো গুণীজনের মন্তব্য পেলে খুবই ভালো লাগে, শুভ কামনা সব সময়।

৬| ১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন পর আপনার পোষ্ট দেখে ভালো লাগছে। আমি গত কয়েকদিন ধরে আপনার কথা ভাবছিলাম।

১৪ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই, এই ব্লগ আমাদেরকে অন্য রকম একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে।

৭| ১৪ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৬

শেরজা তপন বলেছেন: এমন পানি দেখলেই তো ঝাঁপ দিতে মন চায়!

দারুণ ঘোরাঘুরি করলেন। ছবি দেখে খানিকটা স্বাদ মেটালাম।

১৪ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ওখানে গিয়ে পানিতে না ঝাপিয়ে কোন উপায় সত্যিই থাকেনা

...........ভালো থাকবেন সব সময়।

৮| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৭

কামাল৮০ বলেছেন: আমার ইউটিউবই ভরসা।ঘরে বসে সব দেখা যায়।স্বশরীরে যাবার উপায় নাই।সাস্থ্য এবং বয়স।

১৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩১

সাদা মনের মানুষ বলেছেন: শরীরে না দিলে তো আর কোন উপায়ই নাই, ভালো থাকবেন মিতা।

৯| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩৭

মনিরা সুলতানা বলেছেন: আলহামদুলিল্লাহ ! ভালো আছি ভাইয়া।

১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন সব সময়।

১০| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ২:২৫

কালাচাঁদ আজিজ বলেছেন:


এত এত সুন্দর ছবি দেখলে ইচ্ছে করে এখুনি চলে যেতে কিন্তু পকেট ফাঁকা।

১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: যতো সমস্যার মূলে ঐ পকেট ব্যাটা, নইলে এতোদিনে দুনিয়া চইষা বেড়াইতাম কাইল্লাচান ভাই।

......................ভালো থাকবেন।

১১| ১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক সুন্দর!!! একরাশ মুগ্ধতা। যাওয়া হয়নি কখনো; তবে যাওয়ার ইচ্ছে আছে।

ভালবাসা এবং শুভকামনা রইলো প্রিয় সাদা মনের মানুষ

১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: হাসান ভাই, লাদাখের ব্যাপারটা মাথায় নিয়েন।

১২| ১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৬

সোনাগাজী বলেছেন:



আপনার পোষ্ট গতকাল দেখেছিলাম; বিদেশ এত বেশী দেখেছি যে, উহা নিয়ে আগ্রহ কমে গেছে।

১৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: আমার সব দেকার ইচ্ছে, কিন্তু কতোটা আর সুযোগ হয়? গাজী ভাই ভালো থাকবেন।

১৩| ১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৯

নজসু বলেছেন:


অপূর্ব।

১৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪২

সাদা মনের মানুষ বলেছেন: কেমন আছেন সুজন ভাই?

১৪| ১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৪৮

রানার ব্লগ বলেছেন: সৌন্দর্য কে লালন পালন করতে হয়। তাই অন্যান্য দেশ এতো সুন্দর। আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হয়েও নোংরা একটা দেশ বাংলাদেশ।

১৫| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:



ছবি সব আপুর্ব হয়েছে ।
অনেকদিন পর আপনার পোষ্ট দেখতে পেলাম,
অবশ্য আমি নীজেও বেশ অনিয়মিত হয়ে পরেছি ।

অনেক অনেক শুভেচ্ছা রইল


১৯ শে মে, ২০২৩ সকাল ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলী ভাই, আপনার পড়তিও রইল শত শুভেচ্ছা

১৬| ১৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫০

নজসু বলেছেন:



আপনাদের দোয়ায় ভালো আছি ভাই।

১৯ শে মে, ২০২৩ সকাল ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন সব সময়।

১৭| ৩১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩২

প্রামানিক বলেছেন: দেখার মত ছবি

১৯ শে মে, ২০২৩ সকাল ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, পড়ার মতো ছড়া চাই, নতুন নতুন।

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৬:২৩

ডঃ এম এ আলী বলেছেন:


অনেকদিন ধরে আপনার নতুন লেখা আসসেনা,
কেমন আছেন জানালে বাধিত হবো
শুভেচ্ছা রইল

১৯ শে মে, ২০২৩ সকাল ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: নেকদিন পর ব্লগে ডুকলাম আজ, ভালো আছি আলী ভাই, দেখি একটা পোষ্ট দেওয়া যায় কিনা।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: আসসালামু আলাইকুম ভাই

১৯ শে মে, ২০২৩ সকাল ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ওয়ালাইকুমুস্সালাম, কেমন আছেন বাবু ভাই?

২০| ১৯ শে মে, ২০২৩ দুপুর ২:৫২

ডঃ এম এ আলী বলেছেন:





নতুন পোষ্ট দেন।
আপনার বনে বাদারের পোষ্ট
সাথে মৌলিক সুন্দর ছবিগুলি
দেখার জন্য মুখিয়ে থাকি ।

শুভেচ্ছা রইল

১৫ ই জুলাই, ২০২৪ সকাল ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আলী ভাই, নতুন পোষ্ট দিয়েছি।

২১| ১৪ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:



আজকে শাহ সাহেবের ডাইরীতে আপনাকে মন্তব্য করতে
দেখলাম । নীজের পোষ্টে কি করছেন দেখতে এসেছিলাম।
কিছুটা আশাহত হলেও মুখিয়ে আছি বাংলার বন বাদারের
নতুনকিছু ছবি দেখার জন্য।দেশে গ্রামাঞ্চলে এখন অনেক
বিদেশী ফলের চালাবাদ হচ্ছে । নতুন জাতের ফল ফুলের
ছবি সহ তাদের সাফল্য গাথা আপনার বন বাদারের ছবি
ব্লগে মুর্ত হয়ে থাকুক সে কামনা রেখে গেলাম ।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.