নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

বইমেলায় আসছে 'জানালার ওপাশে'।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১





ভূমিকা-

ছোটগল্প লিখতে চেয়েছিলাম, লেখা শেষে দেখি একেকটা বড়গল্প হয়ে বসে আছে। প্রমাণ সাইজের বড়গল্প। যখন মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে বড় গল্প লিখে ফেলেছি, তখন হঠাৎ মনে হলো, আরে ধূর, এ-তো কিছুই হয় নি। আর ‘কিছুই হয় নি’ এমন কিছু নিয়েতো পাঠকের সামনে আসা যায় না। কিন্তু আমি চলে এলাম। শুধুই চলেই এলাম না, ঢাক-ঢোল পিটিয়ে চলে এলাম। পরিচিত-অপরিচিত-অর্ধপরিচিত যার সাথেই দেখা হয়, হুট করে বলে ফেলি, ‘ জানেন? আমার না একটা বই বেরুচ্ছে। গল্পের বই।’

সমস্যা হচ্ছে ওনারা আমাকে আলোকচিত্রী হিসেবে চেনেন, গল্পকার না। সুতরাং চশমার ফ্রেমের ফাঁক দিয়ে সরু চোখে তাকান, সেই তাকানোর অর্থ, ‘তুমিতো দেখি বাপু ভালো যন্ত্রণা শুরু করেছো!’

আমি এই দৃষ্টিতে পুরাপুরি বিভ্রান্ত হয়ে যাই। পান্ডুলিপি ছিড়ে কুটিকুটি করি। জানালা দিয়ে বাইরে ফেলে দেই। খানিক বাদে কুড়িয়ে এনে সেই কুটিকুটি পান্ডুলিপি আবার স্কচটেপ দিয়ে জোড়া লাগাই। লাল-নীল কলমে কাটাকুটি করি। কাটাকুটি শেষ ভাবি, ‘কিছু কি হয়েছে?



আসলেইতো, কিছু কি হয়েছে?



- সাদাত হোসাইন



প্রকাশনীঃ ভাষাচিত্র [স্টল নাম্বার-৪২-৪৩, বই পাওয়া যাবে, ৮ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে]

প্রচ্ছদঃ সব্যসাচী হাজরা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.