নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

যা পাওয়া হয় না, তা-ই হয়তো আরও বেশী রয়ে যায় চিরকাল...

২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

- এবার বলুন, আপনাকে দেখে যে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি তার কি হবে?

-কি জানি কি হবে!

- তাই?

- তবে মুগ্ধ হবার কোন কারণ কিন্তু আমি দেখি না।

- আচ্ছা।

- কি আচ্ছা?

- আপনাকে দেখে মুধ হবার কোন কারণ নেই...

- একটা কথা ভাবছি।

- কি কথা?

- আপনার ঋণ কিন্তু এখনো শোধ হয় নি।

- কি ঋণ?

- আপনি আমায় দাঁত ভেংচে হাসি দিলেন!

- এবং আপনি সুদ দিতেও রাজী নন?

- হুম। ভাবছি, অনেক বেশি যেদিন সুদ হবে, সেদিন আপনার সাথে ঝগড়া করবো। সুদ দেবো না।

- কিন্তু আমি ঝগড়া করবো, কে বলল?

- আপনি তো নন, ঝগড়া করবো আমি।

- ঝগড়া হতে দু’জন লাগে। একা একা ঝগড়া হয়?

- হয়।

- উহু। হয় না।

- হয়। আপনি জানেন না।

- তাহলে বলতেই হয়, ঐ মুগ্ধ চোখের আড়ালে থাকে ঝগড়াটে এক মেয়ে।

- হুম। হতে পারে। তবে মেয়েটা কিন্তু অতো বেশী খারাপও নয়।

- কতটা খারাপ?

- এই অল্প একটু।

- ছেলেটা কিন্তু অনেক খারাপ।

- কেন? অনেক কেন খারাপ হবে? একটু আধটু হোক।

- হয়তো যতটা খারাপ ততটা ভালো হওয়ার সুযোগ আছে বলে... কিংবা কান্নায় ডুবে থাকা বুকের ভেতর কোথাও ভালোরা সব চুপ করে অপেক্ষায় আছে... আলো দেখবে বলে...

- তাহলে আলো দেখছে না কেন?

- কি জানি!হয়তো জানালা আর দরজাগুলো বন্ধ আছে। খুব শক্ত করে খিল আটা।

- খুলতে বলবেন।

- বলবো।

- মন থেকে চাইলে সব পারবেন।

- তাই?

- আমার কিন্তু ছেলেটাকে ভালো মনে হয়। অনেক ভালো।

- ছেলেটারও মেয়েটাকে।

- আপনি ছেলেটাকে বলে দিবেন, তার অনেক কিছুই আমার বড্ড ভালো লাগে।

- মেয়েটাকে বলে দিবেন, তার চোখে ছেলেটা আঁটকে থাকে। থমকে থাকে সময়।

- মেয়েটাকে সে দেখেছে?

- হু।

- কোথায়?

- ক্যানভাসে।

- কিসের ক্যানভাস?

- ভাবনার।



তারপর, শুধু ভাবনারাই পরে থাকে। পড়ে থাকে ফাঁকা ক্যানভাস। কর্পূরের মতোন হাওয়ায় মিশে যায় আর সব। ছোঁয়া হয় না রোদ, বৃষ্টি, মেঘ আর জলপ্রপাতের শব্দ। পাওয়া হয় না কিছুই। কিংবা হয়। অন্যকোনভাবে। সব পাওয়াই এক নয়। সব ছোঁয়াও একিভাবে ছুঁয়ে যায় না।



আসলে, যা পাওয়া হয় না, তা-ই হয়তো আরও বেশী রয়ে যায় চিরকাল...

যা ছোঁয়া হয় না, তাই হয়তো আরও বেশী ছুঁয়ে যায় শব্দহীন...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:
পাওয়া না পাওয়ার সুখ দুঃখ মিলিয়েই জীবন ।

২| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭

এরিস বলেছেন: - তাহলে বলতেই হয়, ঐ মুগ্ধ চোখের আড়ালে থাকে ঝগড়াটে এক মেয়ে।
- হুম। হতে পারে। তবে মেয়েটা কিন্তু অতো বেশী খারাপও নয়।



ফেসবুকে পড়েছিলাম।
সুন্দর লিখেছেন তদাসা ইভা। বিশেষ করে এই দুইটা লাইন। নিজের বলে মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.