![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
১.
বাংলাদেশ তখনও ওয়ানডে স্ট্যাটাসই পায় নি।
চার বছর পরপর অনিয়মিতভাবে কখনো সখনো এশিয়া কাপ খেলার সুযোগ পায়। যাকে বলে কালেভদ্রে আন্তর্জাতিক ম্যাচ খেলার সবেধন নীলমণি সুযোগ! এছাড়া জাতীয় দল আন্তর্জাতিক না হলেও আন্তর্জাতিক ফ্লেভারের ক্রিকেট বলতে গেলে যা খেলে, তা হোল, এমসিসি (মেরিলিবন ক্রিকেট ক্লাব)'র সাথে কিছু ম্যাচ, কিংবা ভারত-পাকিস্তান-শ্রীলংকার এ দলের সাথে বাংলাদেশের জাতীয় দলের খেলা। সেইসব ম্যাচে বাংলাদেশ গোহারা হারে। তারপরও বুলবুল বা আকরাম যদি ফিফটি মারে, আমরা রেডিওতে শুনে শুনে লাফাই। শান্ত বা মনি উইকেট পেলে কেমন শিরশিরে অনুভূতি হয়। বুকের ভেতর ছলাত ছলাত শব্দ হয়। সেই ছলাত ছলাত শব্দের ভেতর 'ভালবাসি, বাংলাদেশ!'
২.
তখনো টেলিভিশনে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা বলতে গেলে দেখাই যায় না। আমরা তখন ভারত, পাকিস্তান, শ্রীলংকার খেলা দেখে ভাবি, আচ্ছা, বাংলাদেশের খেলা টিভিতে দেখালে রানের স্কোর লেখাটা যেখানে থাকে, সেখানে বাংলাদেশকে সংক্ষেপে কি লেখা হবে? শ্রীলংকাকে লেখে SL, পাকিস্তানকে লেখে PAK, ভারতকে লেখে IND, তাহলে বাংলাদেশের খেলা দেখালে কি লেখা থাকবে? BD? BDESH? BANG? BAN? BDSH? এই চিন্তায় আমরা অস্থির। সেবার এশিয়া কাপের খেলা দেখাচ্ছে টিভিতে। ব্যাট করছে বাংলাদেশ। টিভি স্ক্রিনের উপরের দিকে ডান পাশে মাত্র তিনটি অক্ষর লেখা BAN!! মুহূর্তে ওই তিনটি শব্দ যেন বুকের ভিতর প্রবল শক্তিতে ঢিল ছুড়ল। গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
৩.
ওয়াসিম আকরাম, চামিন্দা ভাস কিংবা জাভাগাল শ্রীনাথরা গুটিগুটি পায়ে দৌড়ে এসে আগুনের গোলা ছুড়ছেন। সেই গোলা সাপের মত হিসহিস করে বেড়িয়ে যাচ্ছে আতাহার আলী, আকরাম, নান্নু, বুলবুলদের গা ঘেঁষে। কখনো আচমকা ছোবল মেরে যাচ্ছে স্ট্যাম্পে, প্যাডে, বুকে, কাঁধে। ঘর্মাক্ত শরীরে জড়সড় সেই ক্রিকেটারদের দেখে আমাদের বুকের ভেতর কেমন কান্না কান্না চলে আসে। পাশের সিটে বসা মকবুল চাচায় হেঁড়ে গলায় আওয়াজ তোলেন, 'কোনোমতে পঞ্চাশ ওভার খেইল্যা আয় ভাই। তাইলেই আমগো জিত! আকরাম, ভাস, শ্রীনাথগো লগে খ্যালতাছি, এইডাইতো অনেক। খালি খামি খাইয়া কিরিজে টিক্যা থাক ভাই। তাইলে আমরা জিতছি!!
সেই টিকে থাকার মন্ত্রেই হয়তো কেউ কেউ ব্যাটের খোঁচায় চার মেরে দেন, পাইলট কেমন কেমন করে দানে বায়ে লাফিয়ে ক্যাচ ধরে ফেলে, পাগলা রফিক দুম করে একটা ছয় মেরে দেয়! আরিহ! ভাসের বলে ছয়! ওয়াসিম আকরামের বলে চাইর! এও কি সম্ভব! আমরা সমুদ্রের ঢেউয়ের মতন গর্জে উঠি। সেই গর্জনের নাম, 'ভালবাসি, বাংলাদেশ!'
৪
আইসিসি ট্রফি, ওয়ানডে স্ট্যাটাস, বিশ্বকাপ কোয়ালিফাইং, কেনিয়া, পাপুয়ানিউগিনি, সংযুক্ত আরব আমিরাত, ফিজি, মালয়েশিয়া এমনকি জিম্বাবুয়ের মতো অধ্যায়গুলোকে ওই আকরাম-বুলবুল-নান্নুরা একে একে চার-ছক্কা মারার মতো করে বাধার সীমানা পার করে আনে। আমরা গগন বিদারী চিৎকারে বাংলাদেশ প্রকম্পিত করি। এই কম্পন জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ'।
৫
এরপর দৃশ্যপট জুড়ে ক্রিকেট, শুধুই ক্রিকেট।
টেস্ট ক্যাপ, দৈত্য বধের গল্প, পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্দিজ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলংকা... দৈত্য বধের গল্প! আসলে গল্প নয়, সত্যি। সেই সত্যি জুড়ে বাংলাদেশ।
আসলে দৃশ্যপট জুড়ে ক্রিকেট, শুধুই ক্রিকেট নয়, সাথে বাংলাদেশ। ক্রিকেট মানেই যে বাংলাদেশ, বাংলাদেশের অন্য নাম যে ক্রিকেট! ক্রিকেট! ক্রিকেট!
৬
এই গল্পের শেষ নেই!
তবুও দৈত্য বধে নিউজিল্যান্ডের নাম নেই! কি করে থাকবে? নিউজিল্যান্ডকেতো সেই কবেই চুনোপুঁটি বানিয়ে ফেলেছি। ওদের কাছে দৈত্য যদি কেউ থেকে থাকে, সেতো বাংলাদেশ! বাংলাদেশ!
না হলে মুশফিক নামের ওই পিচ্চি ছেলেটা কি করে অমন অবলীলায় বলে ফেলে, 'ইয়েহ! ডেফিনিটলি, দ্যা টার্গেট ইজ হোয়াইট ওয়াশ!'
জ্বী, হোয়াইট ওয়াশ! ধবল ধোলাই। যাহাকে আপনি চুনকাম বলিয়াও ভাবিতে পারেন।
তবে উহার আরও একখানা নাম রহিয়াছে, উহার নাম 'বাংলাওয়াশ।'
এই বাংলাওয়াশ জুড়েও ফিসফিস শব্দ, 'ভালোবাসি, বাংলাদেশ!'
পরিশিষ্টঃ
-------------------
কুলীন পৃথিবী কথায় কথায় বলে, আমরা ঠগ, প্রতারক, দরীদ্র, বন্যার্ত, সহিংস, অস্থিতিশীল, অশিক্ষিত। কি ভাবছেন, 'উত্তর নাই?' - উত্তর কিন্তু আছে।
ক্রিকেট জগতের অভিজাত সম্প্রদায় সুযোগ পাইলেই নাক সিটকান?- বেশ, ভালো, আপনের নাক আপনি সিটকাবেনাতো কে সিটকাবে? সিটকান।
টেস্ট স্ট্যাটাস কাড়িয়া লইবার হুমকি দ্যান?- বেশ, ভালো, দ্যান।
না-পাকিস্তানের ইউনিস খানরা, সেই স্ট্যাটাস আফগানিস্তানরে দিবার প্রস্তাব করেন?- বেশ, ভালো, করেন।
ভারত মাতা তাহার ক্রিকেট কুলীনত্ব, বাজার খর্ব হইবার ভয়ে আমাদের এই খর্বকায় মমিনুল-মুশফিক- নাসির হোসেনদের আপনাদের দেশে ব্রাত্য করিয়া রাখিয়াছেন?- বেশ, ভালো, রাখেন।
ওহ, এক্সকিউজ মি, মিস্টার শেহওয়াগের খবর কি? হোয়ার ইজ হি!!
যে যেখানেই থাকেন, টাইগার্স আর রোরিং... দে আর কামিং...
জ্বী, সাবধান, আপনাদের আসিতেছে দুর্দিন
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা,
শুধিতে হইবে ঋণ ...
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭
সাদাত হোসাইন বলেছেন: সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
২| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩
দুষ্টু ছেলেটি বলেছেন: সেই থেকেই শুরু, বিজয়ের ইতিহাস
ভালবাসি বাংলাদেশ
০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪
সাদাত হোসাইন বলেছেন: গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
৩| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯
ইয়ার শরীফ বলেছেন: দৌড়া, বাঘ আইলো
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৮
সাদাত হোসাইন বলেছেন:
৪| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১:৫৭
গোলক ধাঁধা বলেছেন: দৌড়া, বাঘ আইলো!
০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪
সাদাত হোসাইন বলেছেন: গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
৫| ০১ লা নভেম্বর, ২০১৩ ভোর ৫:২৫
অনাহূত বলেছেন:
খুব, খুব ভালো লিখেছেন।
ক্রিকেট আমাদের অন্তরাত্মায় মিশে আছে।
০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫
সাদাত হোসাইন বলেছেন: গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
৬| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৭:১০
ভিটামিন সি বলেছেন: যাহ, কাইন্দাই দিলাম ২নং টপিক পড়ে। ভাই একটু খাড়ান, টিস্যু দিয়ে চোখের পানি মুছে নেই। না থাক, মুছবো না, ঝড়ুক। ওটাতো সাবাস বাংলাদেশের জোয়ারের পানি। এ পানি মোছার সাধ্য আমার নেই। পড়ুক পানি, চোখের কোন গড়িয়ে।
সেই সময় আমার বাবার একটা ন্যাশনাল প্যানাসনিক টু ব্যান্ড রেডিও ছিলো। খেলার সময় সেটা ছিলো আমার একার সম্পত্তি। যখন শুনতাম, আমি চৌধুরী জাফরুল্লাহ শরাফত, খোদা বখশ মৃধা অমিয় কন্ঠে আকরাম, নান্নু, আতাহার, মনিদের খেলার খবর তখন বুকটা ভরে উঠতো।
এখন আর কোন চাওয়া নেই। সামনে যারে পাবো, তারেই দৌড়ানি হবে। হউক ভারত, হউক ইংল্যান্ড কি অষ্ট্রেলিয়া। ভাষা একটাই, "দৌড়া, বাঘ আইলো"।
০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫
সাদাত হোসাইন বলেছেন: গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
৭| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
ড. জেকিল বলেছেন: শরীরের রোম সব দাঁড়ায়ে গেলো। সুন্দর লিখেছেন।
যারা এখনো বাংলাদেশ কে নিয়ে নাক সিটকায় তাদের নাকে সমস্যা আছে কিনা জানিনা, তবে মাথায় নিশ্চিত সমস্যা আছে।
০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
সাদাত হোসাইন বলেছেন: গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
৮| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
মাহমুদ ইব্রাহীম বলেছেন: নগদে চোখে পানি!!!!! লগ ইন না করে পারলাম্না!!!! +++++++++
০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
সাদাত হোসাইন বলেছেন: গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
৯| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪
শান্তির দেবদূত বলেছেন: ভাল লিখেছেন, আবেগটা ছুঁয়ে গেল।
অনেক সুখের স্মৃতি, হৃদয় ভাঙার স্মৃতি মনে পড়ে গেল।
নান্নু, আকরাম, রফিক, পাইলটের ঘামবীজের ফসল আজ আমাদের এই ক্রিকেট। শুভেচ্ছা টিমকে, সেই সাথে আপনার সুন্দর লেখাটিকে।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
১০| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হৃদয়ছোয় লেখা। যে যাই বলুক এখন পিছনে তাকানোর সময় নাই। সময় এসেছে ফিরিয়ে দেয়ার।
ভারতকে বাংলাওয়াশ দিতে চাই।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
১১| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০
রাগিব নিযাম বলেছেন: ভালো লিখেছেন।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
১২| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
ইণ কোযেসট অব ট্রুথ বলেছেন: ভালো লাগলো।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
১৩| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২১
নাজিম-উদ-দৌলা বলেছেন:
ভাই, পোস্টটা খুব ই চমৎকার হয়েছে।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
১৪| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২
হাসান মাহবুব বলেছেন: খুব চমৎকার লেখা। ফ্ল্যাশব্যাকের মত পুরোনো সব ছবি দেখতে পেলাম। আবেগের সর্বোচ্চ চূড়ার নাম এখন ক্রিকেট।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
১৫| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
আলম 1 বলেছেন: এক সময়ে, পত্রিকায় ছাপা একটা কার্টুনের বক্তব্য ছিল এরকম যে একজন বাংলাদেশী ব্যাটসমানকে জোর করে মাঠে ব্যাট করতে পাঠানো হচ্ছে, আর ব্যাটসম্যান বলতেছেন, এখনো বলতেছি জোর করে নামাইয়েন না।
এখন আগের দিন আর নেই।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
১৬| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৭
বোধহীন স্বপ্ন বলেছেন:
এই একটা জায়গাইয় এসে আমরা সবাই এক !!!!!!
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
১৭| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: আবেগি লেখায় মনের কথাগুলোই বলেছেন। ধন্যবাদ।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
১৮| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪
ভিয়েনাস বলেছেন: আবেগে ভরে গেল মন।এই ক্রিকেট আমাদের গোটা জাতিকে এখন এক সাথে হাসায় আবার কাঁদায়।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৮
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
১৯| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১:১৩
প্রিন্স হেক্টর বলেছেন: 'ভালবাসি, বাংলাদেশ!'
দৌড়া, বাঘ আইলো
জয় বাংলা, জয় বাংলাওয়াশ
০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৮
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
২০| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
ভবঘুরের ঠিকানা বলেছেন: সুন্দর লিখেছেন। পুরনো সৃতিগুলো ভেসে উঠল চোখের উপর.।
শুভকামনা রইল। আমাদের টাইগাররা পৌঁছে যাক সবার আগে।
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৩
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
২১| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: 'ভালবাসি, বাংলাদেশ!'
আবেগ টাকে কমেন্টে রেখে যেতে বাধ্য করেছেন !
টেষ্ট সিরিজ চলাকালীন সময়ে খালেদ মাসুদ পাইলট এসেছিলেন একটা অনুষ্টানে , উনি বলেনঃ
আমরা যখন খেলা শুরু করি , তখন ভারতের সাথে খেলা ব্যাট করতে কে নামছে শচীন টেন্ডুলকার , নিউজিল্যান্ডের সাথে খেলা কে নামছে স্টিভেন ফ্লেমিং !! আমরা কি দেখবো না খেলবো ?? এখন আর সেই দিন নেই , এখন আমাদের ছেলেরাও স্টার ! আন্ডার -১৯ লেবেল থেকে বিভিন্ন দেশের প্লেয়ারদের চিনে , উলটা ওদের আগে আমাদের সাকিব - তামিম অভিজ্ঞ , অনেক বড় তারকা ! এখন লড়াই করার সময় , সবার সাথেই !
'ভালবাসি, বাংলাদেশ!'
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ।
গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬
গরম কফি বলেছেন: তখনো টেলিভিশনে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা বলতে গেলে দেখাই যায় না। আমরা তখন ভারত, পাকিস্তান, শ্রীলংকার খেলা দেখে ভাবি, আচ্ছা, বাংলাদেশের খেলা টিভিতে দেখালে রানের স্কোর লেখাটা যেখানে থাকে, সেখানে বাংলাদেশকে সংক্ষেপে কি লেখা হবে? শ্রীলংকাকে লেখে SL, পাকিস্তানকে লেখে PAK, ভারতকে লেখে IND, তাহলে বাংলাদেশের খেলা দেখালে কি লেখা থাকবে? BD? BDESH? BANG? BAN? BDSH? এই চিন্তায় আমরা অস্থির। সেবার এশিয়া কাপের খেলা দেখাচ্ছে টিভিতে। ব্যাট করছে বাংলাদেশ। টিভি স্ক্রিনের উপরের দিকে ডান পাশে মাত্র তিনটি অক্ষর লেখা BAN!! মুহূর্তে ওই তিনটি শব্দ যেন বুকের ভিতর প্রবল শক্তিতে ঢিল ছুড়ল। গোটা বুকের ভেতরটা কেঁপে উঠলো অদ্ভুত উচ্ছ্বাসে। সেই উচ্ছ্বাস জুড়ে, 'ভালবাসি, বাংলাদেশ!'
চোখে পানি এনে দিলেন ।