| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সাদাত হোসাইন
	লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
হুট করেই শর্ট ফিল্মটি তৈরি। আমার প্রথম কাজ। শর্টফিল্মের 'শ'-ও জানি না বলে বুকভরতি শংকা আর দ্বিধা। কি বানাতে কি বানিয়ে ফেলি! তারপরও ভাবলাম, শখের তোলা আশি টাকা। একটা শখ যখন করেছি, সাধ্যের মধ্যে থাকলে দোষ কি?
সেই সাধ্য কে ত্বরান্বিত করতে এগিয়ে এলো আমার বুকের ভেতরে অহর্নিশ ভালোবাসায় লুটোপুটি খাওয়া কিছু পিচ্চি পাচ্চা ভাই বেরাদার। নেয়ামুল ফোন দিয়ে বলল, 'এই হইলো আইডিয়া, চলেন সামনে শুক্কুরবার কাজ শুরু করি। টেকা পয়সা যা লাগে, আমি দিমু.।'
আমি কিছু বলি না। পাগলটার কথা শুনে হাসি। আসলেই পাগল। ওর মতো পাগল যদি সবাই হতাম! কথা নেই বার্তা নেই, রাত বিরেতে উদ্ভট সব আইডিয়া নিয়া ফোন, 'ভাইয়া, চলেন শুরু করি'।
আমি হাসি। আর ভাবি। 
এবার অবশ্য নেয়ামুল জোর করেই আমার ভাবনা বন্ধ করে মাঠে নামায়। কোন এক অদ্ভুত কারণে ওর বিশ্বাস, পারলে আমি-ই পারবো। সমস্যা হচ্ছে, সেই বিশ্বাস আমার নেই। কিংবা থাকলেও নানান আশংকায় জর্জরিত আমি সেই ভাবনা বিশেষ একটা পাত্তা দিতে চাই না। 
নেয়ামুল সেইদিনই ট্রাইপড কিনে ফেলে। কিন্তু ক্যামেরা? ক্যামেরা কই পাবো? অনিরুদ্ধ সব কাজ টাজ ফেলে রেখে তার নতুন কেনা জানের টুকরা ক্যানন ফাইভ ডি মার্ক টু নিয়ে ছুটে আসে। যাক বাবা, বড় ঝামেলাটা তাহলে মিটেই গেল! 
আমি এর ফাকে গল্পটা পুরো করি। চিত্রনাট্য সাজাই। কল্পনার সিনেমাটোগ্রাফিতে ফ্রেমিং ভাবি। অথচ, ভেতর ভেতর তুমুল শংকা। আসল সমস্যা, অভিনয় করবে কে? আমার তো ৭-৮ বছরের এক ছেলে চাই, আর ২-৩ বছরের এক পিচ্চি মেয়ে। কই পাই?
বাসার পাশে হাঁটতে বেরুলেই চোখ শুধু আঁতিপাঁতি করে আশেপাশের বাচ্চাদের মুখের ওপর ঘোরে, চোখের ওপর ঘোরে। ইশ! যদি মনের মতো একটা বাচ্চা পেয়ে যাই! এবং পেয়েই গেলাম। মুন্না! পাশের বস্তিতে থাকে। ওকে নিয়ে ওর বাসায় গেলাম। কথা বলতেই ওর বাবা মাও রাজী। আর কি!! শুরু হয়ে গেলো 'বোধ' নামের আমার প্রথম শর্ট ফিল্মের শুটিং। 
এবং একদিনের মধ্যে আমরা শুটিং শেষ করে ফেললাম। আমি রীতিমত মুগ্ধ এবং ক্লান্ত আমাদের কর্মক্ষমতা দেখে। প্রান্ত নামের কলেজ পড়ুয়া ছেলেটিও হাড়ভাঙা খাটুনি খেটেছে আমাদের সাথে। কিন্তু সার্বিক কাজ নিয়ে আমি ভয়াবহরকম হতাশ। যা চেয়েছি, তার কাছাকাছিও যেতে পারি নি। কিছু কিছু বিষয়ে এতো আনাড়ি ভুল করেছি যে রীতিমত কান্না পেয়ে যায়। কিন্তু এখন এডিটিং? এডিটিং কিভাবে হবে? আমাদেরতো প্রফেশনাল এডিটিং করানোর টাকা নেই। তাহলে?
ফাহিম আর সৌরভ ছুটে এলো, সাথে ওদের এক বন্ধু আবির। সে বনানী থেকে মোহাম্মদপুরের আমার বাসায় মাথায় করে নিয়ে এলো বিশাল মনিটর আর হাইডেফিনিশন পিসি। শুরু হোল রাত দিন জেগে এডিটিং। আমরা কেউই প্রায় কিছুই জানি না। ফলে একে ওকে ফোন করে, নেট ঘেঁটে যতক্ষণে আমরা এডিটিংএ এক পা আগাই, ততক্ষণে হয়তো প্রফেশনাল কেউ হলে পুরো কাজই শেষ করে ফেলত। শেষ অবধি কাজ শেষ হয়।
দেখে-টেখে মনে হয়, নাহ! খুব খারাপ কিছুতো হয় নি!! মোটামুটি চলে। চলে নাকি? দ্বিধারা যায় না। আমি শংকিত থাকি, এটা অনলাইনে দিব? নাকি দিব না? আমার ফেসবুক অবশ্য তখন ডিএকটিভ। কিন্তু কি দিব? কিছু কি আসলেই হয়েছে?
নেয়ামুল হুট করে একদিন ফোন দিয়ে বলে, 'ভাইয়া, আরিফ (ফেসবুকে তুমুল জনপ্রিয় আরিফ আর হোসাইন) ভাই শর্টফিল্মটা তার প্রফাইল থেকে পোস্ট করছে, শিরোনাম, When all noise is gone! এরপর আরিফ ভাই লিখেছেন, কিছু ভিডিওতে ভয়েস ওভার না থাকাই ভালো, এতে ভেতরের ভয়েসটা শোনা যায় না। উল্লেখ্য, এটি একটি ৫ মিনিত ৪২ সেকেন্ডের নির্বাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। 
এরপরেরটুকু ইতিহাস। বোধ নিমিষেই ছড়িয়ে পড়ে ফেসবুকের এপ্রান্ত থেকে অপ্রান্ত। জলোচ্ছ্বাসের মত। অজস্র পেজ, গ্রুপ, পার্সোনাল প্রোফাইল থেকে হাজার হাজার বার নামে বেনামে শেয়ার হতে থাকে বোধ। আমি হতভম্ব হয়ে যাই। ফেসবুকেই প্রায় ৫০ হাজার বারেরও বেশি শেয়ার হয়েছে বোধ। ইউটিউবে শতাধিক মানুষ নামে বেনামে পোস্ট করেছেন এই শর্টফিল্মটি। মানুষের গ্রহণযোগ্যতায় আমি অবিশ্বাস নিয়ে তাকিয়ে ভাবছি, আসলেই কি কিছু হয়েছে?
আসলেই কিছু হয়েছে কি না জানি না। তবে এটুকু জানি, বোধ ছুঁয়ে গেছে অজস্র মানুষের হৃদয়, কাঁদিয়েছে, হয়তো ছুঁয়ে গেছে তাঁদের একান্ত অনুভূতি- বোধ।
সেই বোধ আগামী শুক্রবার (২২.১১.২০১৩), রাত ৮ টা ২০ মিনিটে এবং সেদিনই রাত ১২ টা ২৫ মিনিটে আসছে চ্যানেল নাইনে। সাথে বোধ নিয়ে কথা বলতে থাকছি আমিও। থাকছে বোধের প্রযোজক নেয়ামুল ও পিচ্চি অভিনেতা মুন্না। বোধ নিয়ে বিশেষজ্ঞ মতামত দিতে থাকছেন কিংবদন্তী সিনেমাটোগ্রাফার ও আলোকচিত্রী আনোয়ার হোসেন এবং চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসি।
সামু ব্লগের সকল সহ ব্লগারদের ওই দিন চ্যানেল নাইনের ফিল্ম টকিজ প্রোগ্রামটি দেখতে টেলিভিশনের সামনে আমন্ত্রণ...
 
২০ শে নভেম্বর, ২০১৩  রাত ১২:২০
সাদাত হোসাইন বলেছেন: ![]()
২| 
২০ শে নভেম্বর, ২০১৩  রাত ১:১৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: এইটা তো আমি দেখছি। আমার একটা এফবি পেইজে শেয়ারও দিছে। 
অনেক অনেক অনেক সুন্দর একটা শর্ট ফিল্ম ! লাইকড ইট!
 
২০ শে নভেম্বর, ২০১৩  সকাল ১১:৪৮
সাদাত হোসাইন বলেছেন: থ্যাংক ইউ ![]()
৩| 
২০ শে নভেম্বর, ২০১৩  রাত ১:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন: অনুষ্ঠান দেখার অপেক্ষাই রইলাম 
 
 
২০ শে নভেম্বর, ২০১৩  সকাল ১১:৪৯
সাদাত হোসাইন বলেছেন: ![]()
৪| 
২০ শে নভেম্বর, ২০১৩  রাত ৩:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: বোধ এর ব্যাপারে শুনেছিলাম ! সময় পেলে দেখবো
 
২০ শে নভেম্বর, ২০১৩  সকাল ১১:৫০
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ ![]()
৫| 
২০ শে নভেম্বর, ২০১৩  সকাল ৮:২৪
মহিদুল বেস্ট বলেছেন: দেখে নেব
 
২০ শে নভেম্বর, ২০১৩  সকাল ১১:৫২
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ ![]()
৬| 
২০ শে নভেম্বর, ২০১৩  সকাল ৮:৪৪
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: আমিওতো এইটা দেখছি। অসাধারন ভালো লেগেছে আমার। একটা শর্ট ফিল্ম যে মনের ভিতর এতটা দাগ কাটতে পারে বোধ দেখলে সেটা বোঝা যায়। অসম্ভব ভালো লেগেছে। আপনার জন্য রইলো শুভ কামনা।
 
২০ শে নভেম্বর, ২০১৩  সকাল ১১:৫৩
সাদাত হোসাইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ![]()
৭| 
২০ শে নভেম্বর, ২০১৩  সকাল ৯:১৩
শরৎ চৌধুরী বলেছেন: অবশ্যই দেখতে হবে।
 
২০ শে নভেম্বর, ২০১৩  সকাল ১১:৫৩
সাদাত হোসাইন বলেছেন: থ্যাংক ইউ ভাই![]()
৮| 
২০ শে নভেম্বর, ২০১৩  সকাল ১১:২৩
অন্য কথা বলেছেন: কে বলে দেশ আগাচ্ছে না । সম্মিলিত প্রচেষ্টা থাকুক অটুট, দেশ অবশ্যই আগাবে । অনেক অভিনন্দন ।
 
২০ শে নভেম্বর, ২০১৩  সকাল ১১:৫৪
সাদাত হোসাইন বলেছেন: অনেক ধন্যবাদ![]()
৯| 
২০ শে নভেম্বর, ২০১৩  দুপুর ২:১১
কাফের বলেছেন: দেখবো অবশ্যই
এগিয়ে যান অনেক দুর শুভ কামনা
 
২০ শে নভেম্বর, ২০১৩  দুপুর ২:৩০
সাদাত হোসাইন বলেছেন: অনেক ধন্যবাদ
১০| 
২০ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা ব্যাপার। অবশ্যই দেখব।
 
২০ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৯
সাদাত হোসাইন বলেছেন: অনেক ধন্যবাদ
১১| 
২০ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:১৫
জনাব মাহাবুব বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: বোধ এর ব্যাপারে শুনেছিলাম ! সময় পেলে দেখবো
 
২০ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৯
সাদাত হোসাইন বলেছেন: আচ্ছা
১২| 
২০ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৫
আনোয়ার ভাই বলেছেন: ভাই টাইপড কত দিয়ে কিনেছেন, কোথা থেকে ?
 
২০ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:০০
সাদাত হোসাইন বলেছেন: ২৫০০ টাকা
বসুন্ধরা সিটি
১৩| 
২২ শে নভেম্বর, ২০১৩  দুপুর ১:০৬
কুমার মিজান বলেছেন: এইমাত্র বোধ দেখলাম। অসাধারন। বোধ এর সাথে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ।
 
২২ শে নভেম্বর, ২০১৩  দুপুর ১:২৩
সাদাত হোসাইন বলেছেন: থ্যাংক ইউ![]()
১৪| 
২২ শে ডিসেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৫২
হাসান যোবায়ের বলেছেন: দেখেনতো ব্রো আমি একটা করার চেষ্টা করেছি। কেমন হয়েছে। 
 
১৫| 
২০ শে জানুয়ারি, ২০১৪  বিকাল ৪:০৬
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: @হাসান যোবায়ের: আপনার টাও ভালো হয়েছে তবে কিছু বিষয় বলছি
১. ভয়েস এর সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক এর ভলিওম টা কমালে ভালো হবে, এখন ভয়েস ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছেনা।
২. ভয়েস রেকর্ডিং এর সময় প্রতিটিতে শুরুর সময় জ্বিহ্বা তালুর স্পর্শ পাওয়ার একটা শব্দ এসেছে
৩. আপনি হায়দার হোসেন এর গানের একটা অংশ নিয়েছেন। আমার মনে হয় তার অনুমতি প্রয়োজন অথবা কৃতজ্ঞতা স্বিকার।
ক্লিপগুলো অসাধারন হয়েছে।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩  রাত ১২:০৭
হাসান যোবায়ের বলেছেন: অনেক ভাল লাগলো পিছনের কাহীনি পড়ে। আমিও এই ধরণের একটা কাজ করবো ভাবছি। কিন্তু কিছুই পারি না। :/