![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
আমার দাদী একদিন সকালে ঘুম থেকে উঠে বললেন, ও ভাই, ভাই, হাটেরতন একটা ম্যাক্সি আন, ম্যাক্সি'।
আমি অবাক হয়ে বললাম, ম্যাক্সি দিয়া কি করবেন বু? (আমরা দাদী কে বু বলতাম)
বু বললেন, 'পেটটা ভালো না। হজমে গণ্ডগোল। একটা ম্যাক্সি খাইলে ভালো লাগতো মনে হয়'।
আমি হতভম্ব হয়ে বু'র দিকে তাকিয়ে রইলাম, 'কি বলেন এইসব!!'
অনেক চেষ্টা চরিত্র শেষে তিনি আমাকে বোঝাতে সমর্থ হন যে 'তিনি আসলে ম্যাক্সি না, পেপসি আনতে বলছেন'!
---------------
ছোট বেলায় রেডিওতে নানান বিজ্ঞাপন শুনতাম। তার মধ্যে একটা ছিল হক ব্যাটারির বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনে চমৎকার জিঙ্গেল ছিল, জিঙ্গেলের কথা গুলো একটু অদ্ভুত, 'হক ব্যাটারি, হক ব্যাটারি, শাকসবজি বেশী...'
আমি অবাক হয়ে ভাবতাম, বাবারে! কি আচানক ব্যাপার। ব্যাটারিতেও শাকসবজি!'
পরে অবশ্য জেনেছিলাম, ওটা শাকসবজি না, ওটা, সাত শ' ছিয়াশি...
হক ব্যাটারি সাত শ' ছিয়াশি!
----------------------
আমাদের গ্রামের ভাষায় হাতের কুনুই দিয়ে গুঁতা দেওয়াকে 'কেনু' বলা হয়। এটা অনেকটা চড় - থাপ্পর দেয়ার মত একধরনের মাইর। আমার চাচাতো দুলাভাই বাড়িতে বেড়াতে এসেছেন। তার বাড়ী মানিকগঞ্জে। তিনি এই 'কেনু' শব্দের সাথে পরিচিত না।
আমার ছোট বোন কোন এক বিষয় নিয়ে আম্মার কাছে বায়না ধরেছে। আম্মা সেই জিনিস দিচ্ছেন না। সেও নাছোড়বান্দা। আম্মা যেদিকেই যাচ্ছে, সেও যাচ্ছে পেছন পেছন। আর সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে নাকি কান্না কাঁদছে। দুলাভাই খানিকটা অস্থির হয়েই আম্মাকে জিজ্ঞেস করলেন, 'কাকীমা, ও কান্দে ক্যান? কি হইছে?'
আম্মা ত্যাক্ত বিরক্ত হয়ে জবাব দিলেন, 'কান্দে কি আর সাধে? কেনু খাইবের লাইগ্যা কান্দে। একটু কেনু দিলেই কান্দন বন্ধ হইয়া যাইব'।
দুলাভাই হন্তদন্ত হয়ে আপার কাছে গিয়ে বলল, 'কই দেখি, আমার মানিব্যাগটা দাও দেখি'।
আপা বললেন, 'এখন আবার কই যাও?'
দুলাভাই গায়ে শার্ট চড়াতে চড়াতে বললেন, 'পিচ্চিটা তখন থেইকা কেনু খাওনের জন্য কাকীর লগে কানতেছে। কাকীর কাছে মনে হয় টাকা নাই। যাই, বাজার থেইকা ওর জন্য কেনু নিয়া আসি'।
আপা হতভম্ব হয়ে দুলাভাইর দিকে তাকিয়ে রইলেন। দুলাভাই ঘর থেকে তাড়াহুড়া করে বেড়িয়ে যাওয়ার সাথেসাথেই আবার ফিরে এলেন। তারপর সিরিয়াস মুখে জিজ্ঞেস করলেন, 'আচ্ছা, কেনু জিনিসটা কি? এই দুপুর বেলা বাজারে পাওয়া যাইবোতো!!'
---------------------------------------
এক ছাত্রকে শিক্ষক জিজ্ঞেস করলেন, 'বাংলাদেশের মোট জনসংখ্যা কত?'
ছাত্র জবাব দিল, 'বত্রিশ কোটি'।
শিক্ষক হতভম্ব হয়ে বললেন, 'কি বলস এইগুলা? এই সংখ্যা কই পাইছস?'
ছাত্র নির্বিকারভাবে বলল, 'অংক কইরা'।
- 'মানে?'
- 'মানে খুব সহজ। আওয়ামীলীগ বলে দেশের ষোল কোটি জনগণ নাকি তাদের পক্ষে, আবার বিএনপি বলে দেশের ষোল কোটি জনগণ তাদের পক্ষে। তাইলে মোট জনসংখ্যা কত হইল?'
-------------------------------------
পরিশিষ্টঃ
- আপনার কি ধারনা, আপনি যা বলতে চান তা ঠিকমতো বুঝিয়ে বলতে পারেন?
- অন্যরা যা বলে তা কি আপনি সঠিকভাবে বুঝতে পারেন?
তাহলে, সরকার এবং বিরোধী দল যা বলছে, আপনি কি তা বুঝতে পারছেন?
কিংবা, আপনি কি বলতে চাচ্ছেন, সরকার বা বিরোধী দল কি তা বুঝতে পারছে?
খানিক আগে শাহবাগ শিশু পার্কের সামনে চলন্ত বাসের ভেতর নাকি বোমা বিস্ফোরিত হয়েছে। ১৭ জন 'জনগণ' অগ্নিদগ্ধ হয়েছে। এই অগ্নিদগ্ধতার ভাষা কি?
সরকার এবং বিরোধী দল সম্ভবত বুঝতে পারছে না। আমাদের অগ্নিদগ্ধ কাতরানির ভাষা ওনারা বোঝেন না।
কিন্তু, আপনি কিংবা আমি কি পারছি?
নাকি আপনি-আমিও ওই ষোল দু'গুণে বত্রিশ কোটি 'জনগণে'র একজন?
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
সাদাত হোসাইন বলেছেন: সময়টাই মন খারাপের।
কি করবো বলুন?
২| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত স্যাটায়ার !
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: সাদাত হোসাইন কত মজাগো দাদা । পোস্ট পড়ে মজা পেলুম ।
এ সবই নোংরা রাজনীতির খেলা, বলি পাঠা আমরা শালা ।
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
সাদাত হোসাইন বলেছেন: আপনি-আমিও ওই ষোল দু'গুণে বত্রিশ কোটি 'জনগণে'র একজন
৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
সুমন কর বলেছেন: আপনি তো একডা পুচা মানুষ!! প্রথমে মজাইয়া,
পরে দিলেন প্যাচাইয়া!!
গুড পোস্ট!!!
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২
সাদাত হোসাইন বলেছেন: সময়টাই এমন।
কি করবো বলুন?
ধন্যবাদ ভাই
৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর বলেছেন: আপনি তো একডা পুচা মানুষ!! প্রথমে মজাইয়া, পরে দিলেন প্যাচাইয়া!!
গুড পোস্ট!!!
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২
সাদাত হোসাইন বলেছেন: সময়টাই এমন।
কি করবো বলুন?
ধন্যবাদ ভাই
৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
শায়লা িসিদ্দক বলেছেন: প্রথমে মন ভালো করে দিয়ে পরে আরো বেশি খারাপ করে দিলেন
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪
সাদাত হোসাইন বলেছেন: সময়টাই এমন।
কি করবো বলুন?
৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪
মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ , মজা পেলাম ভাই ।
ভাল থাকুন সাদাত ভাই ।
অনেকি দিন পর পর দেখি আপনাকে ।
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ ভাই।
নতুন শর্টফিল্ম নিয়া দৌড়ের উপর আছি। তারওপর বইমেলা চলে আসছে, বইয়ের স্ক্রিপ্ট এখনো জমা দিতে পারি নাই। এইসব শেষ হলেই আবার নিয়মিত হবে।
ভালো থাকবেন
৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৬
নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: দুর্দান্ত
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ
৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০
বেলা শেষে বলেছেন: Enjoyble writing, very good.
Salam brother
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
সাদাত হোসাইন বলেছেন: থ্যাংক ইউ
ওয়ালাইকুম আস সালাম
১০| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪০
নাজিম-উদ-দৌলা বলেছেন:
শেষ টা ভাল হয়েছে।
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭
সাদাত হোসাইন বলেছেন: প্রথম দিকটা খারাপ হয়েছে?
১১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩
রক্ত পলাশী বলেছেন: ভাই, একটা প্রশ্ন ছিল! আমরা ভোদাই ১৬ কোটি মানুষ কি সত্যই সংখ্যাগরিষ্ঠ? যদি হই তাহলে বার বার পড়ে পড়ে মার খাই কেন?
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৭
সাদাত হোসাইন বলেছেন: কি বলবো বলেন!!!
১২| ২৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:০২
এম এ কাশেম বলেছেন: বার বার মার খাওয়ার কারন বাকশাল আর টাকশাল
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
সাদাত হোসাইন বলেছেন:
১৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: // 'পেটটা ভালো না। হজমে গণ্ডগোল। একটা ম্যাক্সি খাইলে ভালো লাগতো মনে হয়'।//
‘কেনোর’ ব্যাপারটা আরও মজার...
সবচেয়ে মজার ‘বত্রিশ কোটি’...
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
সাদাত হোসাইন বলেছেন:
১৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৮
*কুনোব্যাঙ* বলেছেন: আমিও ওই ষোল দু'গুণে বত্রিশ কোটি 'জনগণে'র একজন
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
সাদাত হোসাইন বলেছেন: আমিও
১৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১০
তামিম ইবনে আমান বলেছেন: ভালো লাগলো। +
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ
১৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭
নষ্ট অবতার বলেছেন: সময়টা মন খারাপের । কান্না এনে দেয়ার মত । পোস্ট ভালো লাগলো ।
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ
১৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫০
বাঙলি বলেছেন: আমি ষোল কোটির একজন, নিরেপক্ষ ভালোমানুষদের বত্রিশ কোটিভুক্ত নই---
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫
সাদাত হোসাইন বলেছেন:
১৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আপনি-আমিও ওই ষোল দু'গুণে বত্রিশ কোটি 'জনগণে'র একজন না হলেও সরকার এবং বিরোধী দলের গদিলোভি মানুষরূপী অমানুষগুলো যে ওই বত্রিশ কোটির হারডকোর সঙ্গমের ফসল তাতে সন্দেহের অবকাশ দেখি নাহ !
২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
সাদাত হোসাইন বলেছেন: কি বললেন দাদা!!
১৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৩
শুকনোপাতা০০৭ বলেছেন: দুলাভাইয়ের ঘটনাটা বেশি মজা লেগেছে!! সব মিলিয়ে দারুন...
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩
সাদাত হোসাইন বলেছেন:
ধন্যবাদ
২০| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৬
ড. জেকিল বলেছেন: ঘটনাগুলো পড়ে খুব মজা পেলাম, কিন্তু শেষে এসে আবার মন খারাপ করে দিলেন ক্যান ?
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৪
সাদাত হোসাইন বলেছেন: সময়টাই এমন।
কি করবো বলুন?
২১| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০
হাসান মাহবুব বলেছেন: হাস্যরসের মাধ্যমে কী নির্ম কিছু কথা বললেন!
৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
সাদাত হোসাইন বলেছেন: সময়টাই এমন।
কি করবো বলুন?
২২| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০
হাসান মাহবুব বলেছেন: হাস্যরসের মাধ্যমে কী নির্মম কিছু কথা বললেন!
৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯
সাদাত হোসাইন বলেছেন: সময়টাই এমন।
কি করবো বলুন?
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২০
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: পোস্ট খুব মজা নিয়ে পড়ছিলাম। শেষে এসে মনটা খারাপ করিয়ে দিলেন