![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
তখনও মোবাইল ফোন আসে নি গ্রামে। কিন্তু প্রেম এসে গেছে!
আমি তখন কিসে পড়ি? ক্লাস ইলেভেন, না কি টুয়েলভ? মেয়েটাকে দেখেই বুকের ভেতর দম আটকে গেল। রাতভর কেমন কান্না কান্না লাগে। ঘুম হয় না। চোখ বুঝলেই সেই চোখ, সেই হাসি, সেই মুখ! কিন্তু উপায়? উপায় আবার কি? চিঠি! দুরুদুরু বুকে চিঠি লিখলাম। সেই চিঠি বন্ধুরা নিয়ে গেলো। ফিরে আসলো করুণ মুখ করে। মিষ্টি মুখের নরম মেয়েটা কঠিন গলায় বলে দিয়েছে, ‘এই চিঠি সে নেবে না। সে আমাকে চেনে না’।
আমার ধারণা ছিল আমি ভীতু। আসলেও তাই। মেয়েদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না। গলা শুকিয়ে যায়। হাত পা কাঁপতে থাকে। কি বলবো ভেবে পাই না। দরদর করে ঘামতে থাকি। সেই আমার সেদিন হঠাৎ কি হোল! মুহূর্তেই দুরন্ত সাহসী হয়ে গেলাম। চিঠিটা বুক পকেটে নিয়ে পরদিন ভোরে দাড়িয়ে রইলাম রাস্তার পাশে। সে আসলো। আমি খুব ধীর পায়ে সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর বুক পকেট থেকে চিঠিটা বের করে কুচিকুচি করে ছিঁড়ে হাওয়া উড়িয়ে দিলাম। সে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি সহজ গলায় বললাম, ‘প্রেম করতে হলে চিঠির দরকার নেই, তাই না?’
সে জবাব দিল না। অদ্ভুত চোখে তাকিয়েই রইলো। আমি আবার বললাম, ‘প্রেম করতে যা দরকার, তা আমার আছে। চিঠিটা যেখানে ছিল, ঠিক সেখানেই। ঠিক এই বুক পকেটের নিচেই’।
সে অবাক গলায় বলল, ‘কি?’
আমি বললাম, ‘মন’।
সে বলল, ‘ওটাতো সবারই থাকে’।
আমি বললাম, ‘থাকে, তবে সবারটা আমার মতো না’।
‘আপনার মতো না কেন?’
‘কারণ, আমারটা দেখতে পায়'।
সে কোন জবাব দিল না। আমাকে পাশ কাটিয়ে হেঁটে চলে যাচ্ছিল। আমি শান্ত পায়ে পিছু নিলাম, ‘তুমি আমাকে চেনো না?’
সে এবারও জবাব দিল না। চুপচাপ হেঁটে যাচ্ছে। আমি সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালাম।
‘আমাকে চেনো না?’
‘নাহ।’
‘চিনতে চাও’
‘নাহ’
‘তাহলে কি করে হবে? চিনতে চাইতেতো হবে। চাও?’
সে মাথা নাড়ল, ‘নাহ’।
‘কেন?’
‘ইচ্ছা নেই’।
‘ইচ্ছে নেই কেন?’
‘সেটা ইচ্ছে জানে, আমি কি করে জানবো?’
আমি আরেকটু কাছে এগুলাম। সে ভয় পেয়ে গেলো। আমি কাছে এগিয়ে নীচু গলায় বললাম, ‘তাহলে আমি বলি?’
সে এবারও জবাব দিল না।
আমি বললাম, ‘চিঠি পড়ে আমাকে চিনতে হবে না। তুমি বলো কি জানতে চাও?’
সে বলল, ‘কিছুই জানতে চাই না’।
আমি বললাম, ‘এদিকে তাকাও’।
সে তাকাল। তার চোখে ভয়। আমি সেই চোখের দিকে তাকিয়ে বললাম, ‘আমি সুমন। এইচএসসি পড়ি। লম্বায় ৫ ফিট ৮, ওজন ৫১ কেজী। উচ্চতা অনুযায়ী এই ওজন মারাত্মক আন্ডারওয়েট। প্রায় ১৫ কেজী কম। এই জন্য আমার শরীরের এই বেহাল দশা। নানু বলেন, আমি নাকি তাল পাতার সিপাই। বাতাসে ফুঁ দিলেই উড়ে যাবো। তবে নানু আরেকটা কথাও বলেন, আমাকে বিয়ে দিলে নাকি আমি মোটা হয়ে যাবো। সেক্ষেত্রে অবশ্য বউয়ের ভালো রান্না জানতে হবে। সুতরাং বুঝতেই পারছ, এই সমস্যার সমাধান তোমার হাতে। তুমি বাচ্চা মেয়ে, আমিও বাচ্চা ছেলে। সুতরাং এখুনি বিয়ে সম্ভব না। হাতে সময় আছে। এই সময়ের মধ্যে রান্না বান্না শিখে নাও। কিন্তু দয়া করে হাতে মশলার দাগ লাগাবে না। খবরদার!’
সে গোলগোল চোখে আমার দিকে তাকিয়ে আছে। সেই চোখ আরেকটু হলেই কোটর ছেড়ে বেড়িয়ে যাবে। আমি বললাম, ‘আমি ছাত্র মোটামুটি ভালো। তবে পড়াশোনা করতে ইচ্ছা করে না। ম্যাট্রিকে অংকে পেয়েছি ৩৩, কানের লতি ছুঁয়ে গুলি গেছে। সামনে এইচএসসি পরীক্ষা। অংকের ভয়ে এইবার কমার্স নিয়েছি। কিন্তু এইবার সমস্যা হোল ইংরেজী। আমার ধারনা, এইবার ইংরেজীতে গুলি আর কানের লতি ছুঁয়ে যাবে না, কান ফুটো করে মাথায় ঢুকে যাবে। ঘটনা ক্লিয়ার?’
ঘটনা তার কাছে ক্লিয়ার কি না বোঝা গেলো না। তবে তার হতভম্ব ভাব গভীর হয়েছে, এটা পরিষ্কারভাবে ক্লিয়ার।
আমি হঠাৎ চোখের চশমা খুলে শার্টের কোনায় মুছতে মুছতে বললাম, ‘ওহ, আরেকটা কথা। আমি চোখে কম দেখি। মারত্মক রকম কম। আমার চোখের পাওয়ার প্রতিদিন একটু একটু করে কমছে। ডাক্তার বলেছে, কোন একদিন আমি পুরোপুরি অন্ধ হয়ে যাবো। অন্ধ। তখন আর কিছু দেখতে পাবো না। কিচ্ছু না’।
বলে হাসলাম। সে আমার চোখে চোখ তুলে তাকাল। ধীর। স্থীর। তার চোখে কি? জল?
আমি ফিসফিস করে বললাম, ‘ভয় পাওয়ারতো কিছু নেই, তোমাকে দেখতে আমার চোখেরতো দরকার নেই’।
‘মানে?’
‘ঐযে বললাম, বুক পকেটের নিচে একটা জিনিস আছে’।
‘তো?’
‘ওতেই দেখে নেব’।
‘কি আছে?’
এবার আমি জবাব দিলাম না। এক পা সরে গিয়ে ঘুরে দাঁড়ালাম। হাঁটছি।
আচ্ছা, সে কি দাঁড়িয়েই আছে? না ছুটে আসছে?
----------------------------------------------------
সকল চরিত্র কাল্পনিক/সাদাত হোসাইন
১৩.০১.২০১৪
১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫
সাদাত হোসাইন বলেছেন: থ্যাংক ইউ
২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫
ব্লগার রানা বলেছেন: সেরম গল্প ভাইজান,,,,,,
প্রস্ফুটিত অনুভূতি :#> :#>
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯
সাদাত হোসাইন বলেছেন: সেরাম ধন্যবাদ ভাইজান.।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪
মোঃ আনারুল ইসলাম বলেছেন: চমৎকার গল্পে র প্লট
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬
সাদাত হোসাইন বলেছেন: থ্যাংক ইউ
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫
লাবনী আক্তার বলেছেন: বাহ! খুব মিষ্টি ছেলেতো!
খুব সুন্দর অনুভুতি! ভালো লাগল অনেক।
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭
সাদাত হোসাইন বলেছেন: আমিতো মিষ্টিই, আই মিন কিউট।
থ্যাংক ইউ থ্যাংক ইউ
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯
ভিটামিন সি বলেছেন: ওরে নারে। কি পড়লাম রে।। এতো আমার চেয়ে এক কাঠি সরেস!!!
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭
সাদাত হোসাইন বলেছেন: হা হা হা
থ্যাংক ইউ
থ্যাংক ইউ
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২
হাসান মাহবুব বলেছেন: ডায়লগগুলা বেশ রোমান্টিক।
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫
সাদাত হোসাইন বলেছেন: হা হা হা
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫
লাবনী আক্তার বলেছেন: সকল চরিত্র কাল্পনিক
আমি কিন্তু কাল্পনিক কাউকেই ভেবে নিয়েছিলাম।
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫
সাদাত হোসাইন বলেছেন: তাহলে 'সকল চরিত্র বাস্তবিক!'
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯
পৃথিবীর আলো বলেছেন: তারপর কি হলো জানতে ইচ্ছা হচ্ছে। ইদানিং কি হয়েছে, প্রেমের গল্প পেলেই পড়ে ফেলি। কষ্টের হলে চোখে জল আসে আর অসমাপ্ত হলে পরেরটুকু জানতে ইচ্ছে করে। সবচেয়ে খুশি লাগে যখন সমাপ্ত হয় সুখ, হাসি আর আনন্দে।
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯
সাদাত হোসাইন বলেছেন: হয়তো তার আর পড় নেই।
কিংবা আছে, ছিল।
গল্পের ধরন কি বলে?
সবচেয়ে খুশি লাগে যখন সমাপ্ত হয় সুখ, হাসি আর আনন্দে।
এবার ভাবনার দায়িত্ব আপনার।
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
রসায়ন বলেছেন: :-) শেয়ার দিলাম ফেসবুকে
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২
সাদাত হোসাইন বলেছেন: থ্যাংক ইউ
থ্যাংক ইউ
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫
এরিস বলেছেন: একটা লাইন দিয়ে আপনার গল্প শুরু করার টেকনিকটা চমৎকার। আমি লেখার সময় টপিক সেনটেন্স খুঁজে পাইনা, অবশ্য এটা একটা কমন সমস্যা। আপনার গল্পের প্রথম লাইন-ই হাত ধরে পরের লাইনগুলোতে টেনে নিয়ে যায়! আমাকে শেখাবেন!!
গল্পটা ফেসবুকে পড়েছি। এখন আবার পড়ে নিলাম।
খুব সুন্দর লেখাটা।
তবে, সকল চরিত্র কাল্পনিক কথাটা মানতে পারলাম না!!
এতো সুন্দর করে কথা বলা ছেলেটা সাদাত না হয়ে পারেই না!! বলতে পারেন মেয়েটা কাল্পনিক। ছেলেটা না!!
১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫
সাদাত হোসাইন বলেছেন: অতি অতি প্রিয় এরিস, যদি সত্যি সত্যি ২ জন ই সত্যি হয়ে থাকে, এমনকি এই কথোপকথনও! তাহলে কেমন হয়?
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সব চরিত্র কাল্পনিক!
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
সাদাত হোসাইন বলেছেন: 'সকল চরিত্র বাস্তবিক!'
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০
খেয়া ঘাট বলেছেন: সুন্দর অনভূতির গল্প। ভালো লাগলো।