![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
ভাত খেতে বসেছি।
আম্মা জিজ্ঞেস করলো, 'তুই এতো শুকাইছস ক্যামনে?'
আমি বললাম, 'টের পান কিছু? প্রত্যেক দিন কয় কিলোমিটার সাইকেল চালাই? মোহাম্মদপুর থেকে গুলশান। প্রত্যেকদিন সাইকেল চালাই যাই আর আসি।'
আম্মা বলল, 'বাজান সাইকেল আর চালাইস না, শরিলের এ কি অবস্থা!'
আমি বললাম, ঢাকার রাস্তার যা অবস্থা! জ্যামেইতো দিন পার, তারপর ধরেন বাস পাওয়া যায় না। আর সিএনজিতে যাইতে গেলে যা বেতন পাই তা ভাড়া দিতেই শ্যাস'।
আম্মা মিনমিন করে বলল, 'যাক, ভাড়াতেই সব টাকা যাক, তাও আর সাইকেল চালাইয়া যাইস না'।
আমি বললাম, 'সমস্যা নাই আম্মা, ছোটবেলায় শোনেন নাই? গায়ে হাড্ডি থাকলে মাংস একদিন হইবই?'
আম্মা বলল, 'না বাজান, খালি হেইডাই না, পরানডা খালি তড়পায়, ডরে খালি কাঁপে। রাস্তা ঘাটে কত গাড়ীঘোড়া। এর মইদ্ধ্যে দিয়া কেমনে আমার বাজানে সাইকেল চালাইয়া যায়! ডরে কইলজাডা শুকাই থাকে।'
আমি বললাম, 'আমি একলাতো আর সাইকেল চালাই না, আরও অনেকেই চালায়'।
আম্মা বলল, 'সেইডাই বাজান। সকাল থেইকা রাইত পর্যন্ত সারাদিন খালি বিড়বিড় করে দোয়া দুরুদ পড়তে থাকি। সব পুতের মা'য়েরাই এমন কইরা পড়ে। সারাডা দিন। এক মুহূর্তের জন্য থামি না। কি যে ডর লাগে বাজান!;
আমি বললাম, 'এতো ডরান ক্যান?'
আম্মা বলল, 'ডরাই ক্যান? কেন ডরাই এইটা খালি দুনিয়াতে একমাত্র মা-ই জানে বাজান। আর কেউ জানে না'।
আম্মা খানিক চুপ করে থাকলেন। আমি কথা বলি না। আসলে বলার মত কিছু খুঁজে পাই না। আম্মা হঠাৎ বলেন, 'আগে রাস্তাঘাটে দেখতাম গাড়ী-ঘোড়ার গায়ে লেখা 'মায়ের দোয়া', এইডা দেইখা কত কিছু বলতাম। বলতাম, এরা আল্লাহ্ রসুলের নাম না লেইখ্যা, লেইখ্যা রাখছে মায়ের দোয়া। মায়ের দোয়া ক্যান লেইখ্যা রাখছে!
এইটুক বলে আম্মা থামলেন, তারপর প্রায় ফিসফিস করে বললেন, 'এহন বুঝি বাজান, মায়ের দোয়া ক্যান লেইখ্যা রাখে। মায়ের দোয়া কি জিনিস! এইডা মা ছাড়া আর কেউ বুঝবে না বাজান। কেউ না'।
আমি আম্মার দিকে তাকিয়ে থাকি। নিঃশব্দ। আমার হঠাৎ মনে পড়ে, কোথায় যেন পড়েছিলাম, 'God could not be everywhere....so, he created "MOTHER'.
২| ২৭ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
আমিনুর রহমান বলেছেন:
God could not be everywhere....so, he created "MOTHER'
মায়ের গল্পে +++
৩| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৯
ছায়ানীড় বলেছেন: আপনার অধিকাংশ লেখাই মাকে নিয়ে। আপনার লেখা আমার খুব ভাল লাগে। anyway আমাকে চিনতে পেরেছেন? আমার facebook আইডি
৪| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩১
ছায়ানীড় বলেছেন: +++
৫| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৩
বৃতি বলেছেন: সবচে' নিঃস্বার্থ আবেগের নাম "মা"।
খুব ভাল লাগলো গল্প।
৬| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: অসাধারণ আবেগের গল্প।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৬
লাবনী আক্তার বলেছেন: হুম! মায়েরা এমনি হয়। আমার মা কেও দেখি এমন করে চিন্তা করতে। প্রতিটা মা-ই এমন।
সব মা-দের প্রতি বিনম্র শ্রদ্ধা।