| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সাদাত হোসাইন
	লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
তুমি কি জানো, সেই রাত্তিরে বৃষ্টি নেমেছিল পৌষের হিমে?
আমি দাঁড়িয়ে ছিলাম তবু নীলকণ্ঠীর মাঠে। 
সেখানে ফোঁটা ফোঁটা বৃষ্টির কণা 
আমাকে ছুঁতে চেয়েছিল তীব্র বিষাদে।
আমি তখন বিষাদ নয়, খুব চাইছিলাম পৌষের হিম
কিন্তু সে আমায় ছুঁতে পারে নি, খানিক হাওয়া হঠাৎ
নাকের ডগা ছুঁয়ে উড়ে এলো বুকে। আমি ভাবলাম, কষ্ট।
তখনও চাঁদ ওঠে নি আকাশে, মেঘে ঢেকেছিল শুক্লপক্ষ।
আমি দাঁড়িয়েছিলাম নীলকণ্ঠীর মাঠে। 
কী ভীষণ একা! কী ভীষণ শুন্য।
যেন একটা মৃত মাছ, তার জন্য শোকের কি আয়োজন?
বরং উনুনে ঝলসে ওঠে দগদগে আগুন, জলেরা ভেজায় জিভ!
আমি তবু দাঁড়িয়েই ছিলাম। একটা ডানা ভাঙা পাখি হঠাৎ
আমার কাঁধ ছুঁয়ে থামল, তারপর ফিসফিস করে বলল, 'অপেক্ষারা বড্ড কষ্টের'।
আমি বললাম, 'না, উপেক্ষারা'। 
ঠিক তখনি মেঘের ভেতর থেকে জেগে উঠলো চাঁদ।
নীলকণ্ঠী মাঠের ঘাস ছুঁয়ে কেউ একজন হেঁটে এলো, নীল শাড়ী!
আমি তীব্র অপেক্ষায় তাকিয়ে রইলাম নির্নিমেষ। 
কিন্তু সে হেঁটে গেল উপেক্ষায়! জল আর জোছনা ছুঁয়ে, বৃষ্টি ছুঁয়ে, বাতাস ছুঁয়ে।
আমি সেই নীলকণ্ঠীর মাঠে অপেক্ষায় রয়ে গেলাম অস্পৃশ্যই। কিংবা উপেক্ষায়।
ডানা ভাঙা পাখিটা হঠাৎ ফিসফিস করে বলল,-
'দুটোই বড্ড কষ্টের, অপেক্ষা কিংবা উপেক্ষা'।
---------------------------------------------------------------
অপেক্ষা কিংবা উপেক্ষা/সাদাত হোসাইন
০২/০৫/২০১৪
২| 
০৮ ই মে, ২০১৪  দুপুর ২:৪৫
সোজা কথা বলেছেন: আসলেই! দুইটাই কষ্টের।। ভালো লাগলো।
৩| 
১৫ ই মে, ২০১৪  দুপুর ১২:০৯
এরিস বলেছেন:  আসলেই দ্বান্দ্বিক বিষয়!! কোনটা কষ্টের? অপেক্ষা না উপেক্ষা!! অপেক্ষা করতে করতে উপেক্ষিত হওয়াটা বোধয় একটু বেশীই কষ্টের। 
আপনি কঠিন কথাগুলো সহজ করে বলে ফেলতে পারেন।আর তাই নির্দ্বিধায় সাহস করে মন্তব্য করতে বসে যাই। আমি কবিতা কতদূর বুঝি সেটা জানিনা। তবে ভালবাসি এটা নিশ্চিত করে বলতে পারি।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৪  দুপুর ১২:২৬
রাহাত লতিফ তৌসিফ বলেছেন: ভালো ছিল