![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
আমি আমার ইচ্ছের কথা বললাম, 'একদিন হাতের মুঠোয় পুরো পৃথিবী চাই আমার'।
সে খানিক তাকিয়ে থেকে বলল, 'কিন্তু পৃথিবীর তিন ভাগই জল, আর একভাগ মাত্র স্থল'।
আমি বললাম, 'তাতে কি?'
সে বলল, 'হাতের মুঠোয় জল ধরা যায় না, জল ধরতে আঁজলা পাততে হয়'।
আমি অবাক চোখে তার দিকে তাকালাম। সে বিষণ্ণ হাসল, তারপর বলল, 'সবার আগে জল ধরাটাই শিখতে হবে'।
আমি বললাম, 'কেন?'
সে বলল, 'কারণ, জল ছুঁয়েই বেঁচে থাকে পুরোটা জগত'।
আমি চুপ করে জানালায় গাল চেপে দাঁড়িয়ে রইলাম। সে ধীর পায়ে হেঁটে গেল বারান্দায়। সেখানে গ্রিলের ফাঁকে উঁকি দিয়ে সবুজ পাতা। তার গায়ে জমে থাকা ভোরের শিশির। কিংবা ফোঁটা ফোঁটা বৃষ্টির জল। সে আঙুলের ডগায় সেই জল ছুঁয়ে ফিসফিস করে বলল, 'এবং ফোঁটা ফোঁটা জলের ভেতর, লেখা থাকে গোটাটা জীবন'।
আমি হঠাৎ থমকে গেলাম, তাকিয়ে রইলাম তার চোখে, সে কাঁদছে! আমি তার কাঁধ ছুঁয়ে ফিসফিস করে বললাম, 'আর আঁজলার ভেতর?'
সে বলল, আঁজলার ভেতর থাকে প্রার্থনা'।
আমি অবাক গলায় বললাম, 'প্রার্থনা?'
সে বলল, 'হ্যা, প্রার্থনা। হাত পেতে দেখো, আঁজলার ভেতর যেমন জল থাকে, তেমনি প্রার্থনাও'।
আমি অবাক চোখে আমার দুই হাত এক করা আঁজলা পাতা হাতের দিকে তাকালাম, এতো প্রার্থনার ভঙ্গী! আমি অদ্ভুত গলায় বললাম, 'তাহলে?'
সে বলল, 'তাহলে, নিমগ্ন প্রার্থনার জলেই থাকে প্রাপ্তির সকল ভুবন'।
------------------------------------------------------------
প্রার্থনা/ সাদাত হোসাইন
০৪/০৮/২০১৪
২| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লিখেছেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১০
এম এ কাশেম বলেছেন:
সে বলল, 'তাহলে, নিমগ্ন প্রার্থনার জলেই থাকে প্রাপ্তির সকল ভুবন'।
চমৎকার লেগেছে এই লাইনটি।
শুভ কামনা।