![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে লিখতে, পড়তে, জানতে এবং বন্ধুত্ব করতে। বেশ ক'ছর হলো সাংবাদিকতা পেশায় কাজ করছি। মাঝে কয়েকমাস অ্যাপার্টমেন্ট ডিজাইন ডেভেলপমেন্ট (এডিডিএল), গ্রামীণফোন ও বাংলালিংকের দৌড়ানি খেয়ে অবশেষে আবারো সাংবাদিকতায় টার্ন করেছি। বর্তমানে কাজ করছি দৈনিক কালের কন্ঠ পত্রিকায়[email protected]
ফটো ক্যাপশন: দিঘী (কোলে) এবং তার মা চিত্র নায়িকা দোয়েল (ডান থেকে দ্বিতীয়)।
আমার মাকে ফিরিয়ে দাও। আমি আমার মাকে আবারও ফিরে পেতে চাই- অশ্রুসিক্ত নয়নে মা দোয়েলের জন্য এভাবেই নিজের মনের আর্তি ব্যক্ত করেলেন শিশু শিল্পী দিঘী। দিঘীর মা চিত্রনায়িকা দোয়েল গত ৩ নভেম্বর থেকে জটিল ব্রেইন হ্যামারেজে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হসপিটালের কোমাতে আছেন। এ প্রসঙ্গে দিঘী বলেন, মার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। চিকিৎসার টাকা জোগার করতে হাতে থাকা ছবিগুলোতে অভিনয় চালিয়ে যাচ্ছি।
ইতোমধ্যেই দোয়েলের চিকিৎসা করতে গিয়ে ১৪ লাখ টাকা খরচ হয়েছে। তবে তার আরো উন্নত চিকিৎসার প্রয়োজন আছে বলে ডাক্তাররা জানিয়েছেন। কিন্তু এজন্য প্রায় ১ কোটি !! টাকার প্রয়োজন।
ইতোমধ্যে শাকিব খান ৫০ হাজার ও প্রয়াত নায়ক মান্নার স্মৃতিতে প্রতিষ্ঠিত মান্না ফাউন্ডেশন এক লক্ষ টাকা সাহায্য করেছে।
>>আমরাকি পারিনা বিপদের এই দিনে দিঘী, দোয়েলের পাশে দাড়াতে। একটু ভেবে দেখবেন..প্লিজ..
২| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩৭
না বলা কথা বলেছেন: ছোড মাইয়্যারে দিয়া বহুত দিন ব্যবসা করছে। এহন আল্লার গজব লাগছে @সারণী,
এই ফালতু কথাটা এই দুঃসময়ে না বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেতো?
দোয়েলের রোগমুক্তি কামনা করছি।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৪৯
নদি০০৭ বলেছেন: সারণী বলেছেন: ছোড মাইয়্যারে দিয়া বহুত দিন ব্যবসা করছে। এহন আল্লার গজব লাগছে।
এই ফালতু কথাটা এই দুঃসময়ে না বললে কি চলতনা? আসলে আমাদের মানসকিতা কত নিচে নেমে এসেছে তা আপনার মন্তব্য পড়লে টের পাওয়া যায়,
শিশু শিল্পী দিঘীর মা চিত্রনায়িকা দোয়েলের রোগমুক্তি কামনা করছি।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১৭
ইশতে আশিক বলেছেন: @ সারনী আপনার বক্তব্য অত্যান্ত আপত্তিকর ও নিচু মনমানসিকতার বহিঃপ্রকাশ। আশা করি আপনি এটা উপলব্ধি করতে পারবে।
দিঘির জন্য খুব খারাপ লাগছে।
দিঘির মা সুস্থ হয়ে উঠুক এই কামনা রইল।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:২৭
সারণী বলেছেন: ছোড মাইয়্যারে দিয়া বহুত দিন ব্যবসা করছে। এহন আল্লার গজব লাগছে।
যাইহোক রোগমুক্তি কামনা করছি।