নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকার প্রবল ইচ্ছাই মানুষকে তার স্বপ্ন পূরণে উৎসাহিত করে....

সাদেকুর রহমান (সাদেক)

দুই দিনের মুসাফির

সাদেকুর রহমান (সাদেক) › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিক শ্রেণিবিন্যাস!

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৮

বাংলাদেশের বর্তমান জনগোষ্ঠীর মত সাংবাদিক সম্প্রদায়কেও ৩টি ভাগে ভাগ করা উচিত..:) :) :)
১) মূল ধারার সাংবাদিক ২) রাজনীতিক সাংবাদিক এবং ৩) অসাংবাদিক :) :) :)

তাদের সংজ্ঞাটাও এমন হওয়া উচিত:-

মুল ধারার সাংবাদিক: যারা সবসময় অর্থের সংকটে ভুগেন, সাহসিকতার সহিত সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সবসময় তৎপর থাকেন, নিজেদের বিবেক বিসর্জন দেওয়া থেকে বিরত থাকেন, মুক্ত রাখবেন তাদের হাত যুগল ( তাদের হাত বাঁধা থাকবে না কোন রাজনীতিকদের লোহার শিকল দ্বারা), তোষামদী থেকে নিজেদের বিরত রাখেন, সাংবাদিকতা বিষয়ে বিশেষ জ্ঞানসম্পন্ন, উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্নকারী, তাদেরকেই মূল ধারার সাংবাদিক বলে। যেমন- দেশে তেমন কাউকে দেখা যায় না। এমন সাংবাদিক দেশে নেই বললেই চলে..:) :) :)। থাকলেও থাকতে পারে, তবে আমার জানার বাহিরে।

রাজনৈতিক সাংবাদিক: যারা মূল ধারার সাংবাদিকদের তুলনায় অর্থের সংকটে খুবই কম ভুগেন। অঢেল সম্পত্তির অধিকারী, জনপ্রতিনিধিও( পৌর মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান)। রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি যারা সাংবাদিকতাকে মহান পেশা হিসেবে বেছে নেন, অসাংবাদিকদের মত টেন্ডারবাজি থেকে নিজেদের বিরত রাখেন, কেউ কেউ সাংবাদিকতা বিষয়ে বিশেষ জ্ঞানসম্পন্ন, উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্নকারী, তাদেরকে রাজনৈতিক সাংবাদিক বলা হয়। অর্থাৎ এ শ্রেণির সাংবাদিক বন্ধুরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন রাজনৈতিক দলের তবেদারি করেন। যেমন- দেশের প্রায় সকল সাংবাদিকরাই এ শ্রেণির। ( ৭-৮% ব্যতীত। বি.দ্র: আর এই ৭-৮% সাংবাদিকরাই মূল ধারার সাংবাদিক)

অসাংবাদিক: এরা সাংবাদিক নয়, এরা সাংঘাতিক। অপরদিকে মূল ধারার এবং রাজনৈতিক সাংবাদিকরাই প্রকৃত পক্ষে সাংবাদিক। :) :) :) যারা মহান পেশা সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে বেড়ায়, বেনামি পত্রিকার আইডি কার্ড তৈরি করে গলায় ঝুলিয়ে বেড়ায়, ৫-১০ টাকা কম ভাড়ার লক্ষ্যে যারা রিক্সা, সিএনজি, বাস চালক কিংবা সহকারিদের কাছে নিজেদের সাংবদিক বলে পরিচয় দেন, ধরা খাওয়ার ভয়ে আইন- শৃঙ্খলা বাহিনীদের কাছ থেকে ১০০ হাত দূরুত্ব বজায় রাখেন, তাদেরকে অসাংবাদিক বলে। যেমন- তাদের কোন যেমন নেই। তারা তো সাংবাদিকই না।তাদের কোন পারসেনটিজও নেই। তবে দেশে দিনের পর দিন এই শ্রেণির সাংঘাতিক বেড়েই চলছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.