নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি এতো সুন্দর করে লিখেন ফেইসবুক ব্লগে, ভাবি কি পড়ে সব?
-না, ও ফেইসবুক ইউস করেনা তাই পড়াও হয়না
-বলেন কি? এটা খুব অন্যায় হচ্ছে, আপনার লিখালিখি আমরা সবাই উপভোগ করছি অথচ যার জন্য এসব সে কিছুই জানছেনা, এটা মেনে নিতে পারছিনা, ভাবিকে বঞ্চিত করা হচ্ছে, আপনার উচিত ভাবিকেও পড়ানো আপনার এসব লিখালিখি
মাস ছয় পর
-ভাবি ভাইয়াকে আজকাল দেখিনা ফেইসবুকে, খুব কি বিজি থাকেন?
-না বিজি ঠিক না, তবে আমি নিষেধ করেছি ফেইসবুক ব্লগ এসব ইউজ করা যাবেনা, তাই আর ইউস করেনা
-কেন ভাবি কোন ঝামেলা হয়েছে?
-ঝামেলা ঠিক না, ওর লিখা পড়তে গিয়ে অনেক কিছু জানলাম যেটা আমি আগে জানতামনা, ওর গল্পের নায়িকাগুলোর প্রতি আমার সন্দেহ হয় তাই এসব লিখালিখি আর ফেইসবুক ইউস করাটা সিকিউর মনে করিনা আমি, তাই নিষেধ করেছি, সেও আর আসেনা
-হুম, আপনার কাছে যেটা ভাল মনে হয়েছে সেটা করেছেন, ব্যাক্তিগত ব্যাপার নিয়ে প্রশ্ন কররে ফেললাম তাই সরি
-না ঠিক আছে ইটস অকে
- কি করছেন ভাবি?
-এইতো একটু ফেইসবুকে ঢু মারলাম, রান্না করার ফাঁকে
-কি রান্না হচ্ছে?
-তেমন কিছু না, মাছ, ভাত, ডাল, ভর্তা এসব আরকি
-আপনার হাতের রান্না খেতে ইচ্ছে করছে, দাওয়াত দেবেন?
-দেয়া যেতে পারে তবে শর্ত আছে
- কি শর্ত বলুন দেখি রাখা যায় কিনা?
-স্যালাইন এর প্যাকেট সংগে আনতে হবে আর লুস মোশন এর অগ্রিম প্রস্তুতি নিযে রাখতে হবে, আমার রান্না এতই মজাদার যে খাওয়ার সাথে সাথে ধাওয়া হতে পারে
-হুম বুঝলাম, আপনার রান্না নিশ্চয় খুবই সুস্বাদু হবে, আমি কিন্তু ঘ্রাণ পাচ্ছি, আহা কি সুন্দর ঘ্রাণ আহা আহা ধোয়া দিয়েই ভাত খাওয়া চলে
- আপনি খুব চালাক, দাওয়াতটা কি সুন্দর করে বাগিয়ে নিলেন, আচ্ছা আমি একটু আসছি, চুলোর রান্নাটা একটু নেড়ে আসি, তারপর আবার কথা হবে....টিল দেন বাই বাই...
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ সকাল রায় (ভাই)
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
সকাল রয় বলেছেন:
.টিল দেন বাই বাই...