নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উঠবো উঠবো করে রোজ
আরো একটু ঘুমাই
ঘুমের মধ্যে একলা পেয়ে
বান্ধবীকে চুমাই
সূয্যি মামা উঠে বলে
উঠলেনাতো আর
ফুুল পাখি জাগলো সবাই
খবর নেই তোমার
ফজরটাতো কাজা হল
যোহর রইল বাকি
হাতের কাজটা সারতে গিয়ে
আযান হল একি!
চায়ের কাপে চুমুক দিয়ে
কি যেন ভাবছিলাম
আসরটাও গেল ছুটে
মাগরীবের আযান
কি আর হবে মাগরীব পড়ে
আজকে সবই থাক
কালকে থেকে শুরু হবে
ঠিক মতো নামায
এমনি এমনি হয়নি পড়া
নামাজটা এশা
অসময়ে ভাবছি আজ
ঈমানের কি দশা!
০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৯
বাকপ্রবাস বলেছেন: .............................................................
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৪
উদাস কিশোর বলেছেন: অনবদ্য !
আমরা সকল মুসলমান এর উচিত্ আমাদের ঈমান ঠিক রাখার শতভাগ চেষ্টা করা ।
০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৯
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৭
এম আর ইকবাল বলেছেন:
নিত্য নামাজী যারা নয়
এটা তাদেরই কথা ।
এ দলেই কিন্তু বেশির ভাগ মানুষ ।
০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫০
বাকপ্রবাস বলেছেন: হুম...........................
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৭
এম এ কাশেম বলেছেন: ভাই নামাজটা ঠিক রাখিয়েন।