নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ষড়রিপু

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:২৯



হৃদয় মাঝে সাপের বাস

যখন তখন ফোস করে

এটা ধরে ওটা ছাড়ে

যায়না রোখা বস করে।



বুকের উপর ভর করে

আবার দেখি লেজ নাড়ে

চোখে যখন রাখি চোখ

ইয়া বড় হা করে।



ভযে যখন বুকটা আমার

কেঁপে উঠে ধুপ করে

মুচকি হেসে সাপটা আবার

কাছে আসার ছল করে।



সাপকে বলি বাপরে তুই

আমার ভীষণ ডর করে

হাতে ধরি পায়ে ধরি

অন্য কোথাও চল নারে।



শাপটা বলে আমার বাড়ি

যাব কোথায় বল নারে

আপন ভাল জগৎ ভাল

দোষের বেলায় সাপ করে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৪০

মতিউর রহমান মিঠু বলেছেন: বিষয়টা চমৎকার ,প্রথম দিকের ছন্দ-অন্তমিল ঠিক ছিল কিন্তু হঠাৎ যেন ছন্দ পতন হলো। ধন্যবাদ

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

বাকপ্রবাস বলেছেন: আবার একটা চেন্জ করলাম, আমি আসলে পারিনা, অনেক সীমাবদ্ধতা আছে আমার মালমশলায়, ধন্যবাদ আপনাকে

২| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

শাবা বলেছেন: সুন্দর হয়েছে।

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন

৩| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৩:০১

মতিউর রহমান মিঠু বলেছেন: আপনি ভালো লিখেন ভাইজান। আমাকে ভুল বুঝবেন না ভাই। ভাল থাকবেন।

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৬

বাকপ্রবাস বলেছেন: আরে ধ্যুর, আমি সত্যি করে বলছি, আামার আনেক সীমাবদ্ধতা আছে এবঙ সেটা আমি বুঝি, আমার কবিতা ছড়া গুলো হয়ে হয়েও যেন হয়না এমন একটা ভাব আছে, বানান নিয়ে প্রবলেম আছে ছন্দ একটু ভেঙগে যায়, আর বৃত্ত ফলো করিনা, আমার হাতে সময় কম তাই বৃত্তটা গুনে গুনে ফলো করা আমার পক্ষে সম্ভব না, শুধু অন্তমিলটা একটু ঠিক থাকে, ধন্যবাদ মিঠু ভাই

৪| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৩

মতিউর রহমান মিঠু বলেছেন: আমি নিজেও কিছুই বুঝিনা, মাথায় ঘুরপাক খাওয়া শব্দগুলো লাইন মিলিয়ে সাজাই। আমার বানান সমস্যা যাকে বলে ভয়ংকর।
আপনি সত্যিই খুব ভাল লিখেন ভাই। লেখা বন্ধ করবেন না, কোন পাঠক না থাকলেও এই অধম মিঠু আপনার লেখা অবশ্যই পড়বে।
আর কেউ পড়লো বা পড়লো না তা ভাববার দরকার নেই, নিজের আনন্দের জন্য লিখতে থাকুন ভাইজান।
অনেক শুভ কামনা..ভাল থাকবেন............

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৯

বাকপ্রবাস বলেছেন: হুম, পাঠকের আশাকার পেয়ে পেয়ে সাহসেরও বাড় বেড়েছে খুব, গল্প লিখব সেটা কল্পনা করিনি কোনদিন দুচারটা গল্পও লিখে ফেলেছি, তবে আপনার সাথে সূর মিলিযে বলা যায় নিজের জন্যই লিখা, অন্য একটা ব্লগে অনেকে অভিযোগ করেছে পড়ার আমন্ত্রণ কেন জানায়না, ই্চ্ছে করেনা ধরে বেঁধে কেন ধরে আনতে হবে, কবিতা তার পাঠক নিজেই খুঁজে নেবে....

৫| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:১৪

মতিউর রহমান মিঠু বলেছেন: একমত, ধরে পাঠক আনবো কেন? হ্যা নিজের আনন্দের জন্যই লেখা উচিৎ। ব্যাপার না, আপনার লেখা আমি পড়বো আর আপনার ইচ্ছে হলে আমার "অখাদ্য" লেখা পড়তে পারেন।
আপনাকে দারুন ২টা ব্লগের ঠিকানা দিচ্ছি আশাকরি ভাল লাগবে...

http://www.bangla-kobita.com/mrmithu/

http://bondhublog.com/
ধন্যবাদ কবি।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৪১

বাকপ্রবাস বলেছেন: কৃতজ্ঞতা জানিয়ে রাখলাম বিশেষ করে কবিতা ডট কম এর জন্য, ঘরে প্রচুর বই আছে বড় ভাইয়ার, উনি সত্যিকারের কবি, তবে কঠিন মনে হয় উনার লিখা, অনেক সময় বুঝিনা, থাকিতো প্রবাসে চাইলেই বই পাওয়া যায়না, তাই আপনার প্রথম লিঙকটা আমার জন্য একটা অনন্য পাওয়া হয়ে থাকল, পোষাকি কৃতজ্ঞকা আর জানালামনা, আপনার আন্তরিকতায় সিক্ত শুধু এটাই জানিয়ে রাখলাম, অন্য একটা সাইটে টুকটাক লিখা হয়, সেটা হল গল্প কবিতা ডট কম এ, ওখানে অবশ্য মাসে একটা জমা দেয়া যায় আপনি হয়তো অবগত আছেন...........

৬| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:০৯

মতিউর রহমান মিঠু বলেছেন: যদি বন্ধু মনে করেন তবে প্রথাগত কিছুই জানানোর প্রয়োজন নাই বন্ধু। আপনি প্রবাসী তা জানতাম না ভাই।
আপনার প্রবাস জীবনে যদি সামান্য প্রয়োজনেও আমার কিছু করনিয় কিছু থাকে তবে দয়াকরে জানাবেন,আমি চেষ্টা করবো। বন্ধুর প্রয়োজনে যদি সামান্য কাজে আসতে পারি তবে আমার খুবই ভাল লাগবে। ভাল থাকবেন সব সময় এই কামনা করি।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:২৪

বাকপ্রবাস বলেছেন: আমি তখন ছোট ছিলাম সাহস করে চলে গেলাম একদিন সিটি কলেছে ব্যান্ড এর গান শুনতে ফেরার পথে বাসে অনেক ভীড় ঠেলে উঠলাম, দাঁড়ানোর জায়গা নেই, কোনমতে ঠেসে ঠুসে উঠা, মহিলাসিটে উপচে পড় ভীড় আমিও ধাক্কা খেয়ে একটু হেলে পড়েছিলাম কোন এক মহিলার ঘেষে, এক ছেলে আমাকে একটু ধাক্কা দিল, মেয়েদের গায়ে পড়ছেন কেন? আমি নির্বাক কিছুই বললামনা, কিছুক্কণ পর ছেলেটা আমার ভাড়া দিল, কোথায় যাব যানতে চাইল, নামল আমার সাথে, বাসায় চলে আসল, আমার আম্মাকে ডাকতে বলল, ডেকে আনলাম, মা ছিল শান্ত জলের মতো, অপরিচত কারো সামনে খুবই নির্জীব ইসলামি ঘরোয়া জননী, মা আসলনে, মাকে বললেন, আপনা ছেলের সাতে অন্যায় করেছি আমাকে ক্ষমা করবেন, আমি ইন্ডিয়াতে পড়ছি, দেশে আসলাম বেড়াতে, এই বলে সালাম দিযে দোয়া করতে বলে চলে গেলেন, ছেলেটার সাথে আমার আর কখনো দেখা হবেনা, আমার মনে নেই তার চেহারা, কিছু কিছু বিষয় আছে দেনা পাওনা ছাড়াই এমনিতে গেঁথে থাকে মনে আপনাকেও গেঁথে রাখলাম

৭| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:৪৫

মতিউর রহমান মিঠু বলেছেন: যতই আপনার সাথে কথা বলছি ততই মুগ্ধ হচ্ছি বন্ধু। আমার সৌভাগ্য যে আপনি আমাকে বন্ধু করে নিয়েছেন বলে। অনেক ধন্যবাদ বন্ধু।

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩২

বাকপ্রবাস বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.