নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ধার

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:২৯



কি করে যে বলি তোমায়

না বলেও পারছিনা

দেবে নাকি কিছু ধার

এক্কেবারে চাইছিনা।



দিয়ে দেব মাস পেরোলে

কর এখন উদ্ধার

জানি আমি টানাটানির

চলছে সংসার তোমার।



তবুও যদি দিতে কিছু

বন্ধু বলে কথা

তুমি ছাড়া আর কে বল

বুঝবে মনের কথা।



পুরো না দাও অর্ধেক দাও

বাকিটা হয়ে যাবে

তবে একটু খেয়াল রেখ

গোপন রাখতে হবে।



সবাই যদি জানতে পারে

কি লজ্বার ব্যাপার

যাবেনা আর মুখ দেখানো

বলবে চোর বাটপার



যাক বাবা বাঁচা গেল

জানতাম তুমি দেবে

মাস পেরোলেই কথা দিচ্ছি

ঠিকই পেয়ে যাবে



মাস গড়িয়ে বছর গেল

বন্ধুর দেখা নাই

কি বোকা ছিলাম আমি

ভেবে লজ্বা পাই।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুন ++++++ :)

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৩

বাকপ্রবাস বলেছেন: রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুন
যদিও ধার দেনায় আমার অবস্থা করুন

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৫৩

বৃষ্টিধারা বলেছেন: সুন্দর ...... :)

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৬

বাকপ্রবাস বলেছেন: বৃষ্টি ধারা ঝড়লো ঝরা ঝম ঝম ঝম
ছিলনা ছাতা গুজাবো মাথা বুদ্ধি আলুর দম
তুমি বৃষ্টি ঝরোনা ভেজবনা ছম ছম ছম
আমার সর্দি লেগে যাবে পারবনা হেচম হেচম

৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৫৪

ক্লান্ত তীর্থ বলেছেন: অনেক সুন্দর!

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৯

বাকপ্রবাস বলেছেন: ক্লন্ত কেন হে তীর্থ
থাকতে হবে সুবোধ সামর্থ

৪| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৬

বেকার সব ০০৭ বলেছেন: অসাধারন হয়েছে

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৯

বাকপ্রবাস বলেছেন: ধার দেনা বেকার সব.......

৫| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: বেশ বেশ।+

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩০

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ স্যার
ঘুরে যাবেন আরেকবার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.