নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তা কাচা আর সরু গলিতে
আসবেনা তোমার মার্সিডিজ কোন মতে
বৃষ্টি হলে একাকার কাদামাটি জল
এখনো তেমনটা আছে অবিকল
নাক ছিটকিয়ে ছেঃ বলে নিতে পারো জুতো হাতে
আসতেই হবে কিছুটা পথ একা পাযে হেটে।
দম দিয়ে উল্টো ঘুরিযে দেব আমার অচল ঘড়ি
মন চাইলে চলে এসো আমার সেই পুরোনো সেমিপাকা বাড়ি।।
এখনো সেই চেয়ারটা আছে, যদিও ভাঙ্গা এক পা
যেখানে বসে তুমি চুমুকে দিয়ে চা
বলতে আমায় একটা কিছু কর, আর কতকাল...
অপেক্ষার দিন কোন মতেই, যায়না আজকাল
বুঝেও আমি উড়িয়ে দিতাম আমার শুণ্য হাড়ি
মুহুর্তেই প্রতিবাদ তোমার, এ ভীষণ বাড়াবাড়ি।
দম দিয়ে উল্টো ঘুরিযে দেব আমার অচল ঘড়ি
মন চাইলে চলে এসো আমার সেই পুরোনো সেমিপাকা বাড়ি।।
অভেযোগ নেই কোন, সবইতো নিয়তি
বলা হয়নি তোমাকে, কমতো করিনি মিনতি
কার কথা কে শুনে, নিজেরাই কি শুনি আর
খোদা কেন শুনবে বল! তার কি দরকার
ভাবছ তুমি আভিমানি আমি, তাই দিয়েছি আড়ি
আমারতো ঠিক ছিলনা হাড়ি, কি করে কিনব বল শাড়ি।
দম দিয়ে উল্টো ঘুরিযে দেব আমার অচল ঘড়ি
মন চাইলে চলে এসো আমার সেই পুরোনো সেমিপাকা বাড়ি।।
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৫
বাকপ্রবাস বলেছেন: জানিনা হয়তো আমিও আপনার মতো কল্পনা করতে পারি বলে, আমাদের কল্পনাগুলো হয়তো একই সুতোই গাঁথা
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৮
বাকপ্রবাস বলেছেন: একটা গান আছে , ছোট ভাই খুব শুনতো কে গেয়েছে জানিনা, কোন এক ব্যান্ড এর গান,
আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দুজনে বসে পাশাপাশি
২| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:১৭
মতিউর রহমান মিঠু বলেছেন: মনে হয় তাই, কল্পনা নিয়েই বেচে আছি। আর আমি প্রচন্ড আশাবাদী ও স্বপ্নবাজ মানুষ, নিজেকে স্বপ্নবাজ বলেই মনে করি।
ভাল থাকবেন সব সময়।
০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:২৮
বাকপ্রবাস বলেছেন: আমার স্বপ্নগুলো স্বপ্নেই থাকে ভেসে
আমি চাইনা তা ধরা দেবে এসে
আমি স্বপ্ন দেখতেই ভালবাসি
যেভাবে একদিন দেখেছিলাম
তোমার টোল পড়ো মুখের হাসি
৩| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:৪৭
মতিউর রহমান মিঠু বলেছেন: বাহ্ বাহ্ অসাধারন বন্ধু।
০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৭
বাকপ্রবাস বলেছেন: হি হি হি হি হি ( হাসিটা কিন্তু আমার না, মেয়েদের কাছ থেকে ধার করা)
৪| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:২০
মতিউর রহমান মিঠু বলেছেন: হাসিটা যে মেয়েদের তা বুঝছি। অনেক আড্ডা হয় মেয়েদের সাথে তাইনা.....
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৮
বাকপ্রবাস বলেছেন: হুম হয় তবে বউ এর সাথে অন্য কারো সাথে হরে বঙ্গোপসাগরের পানি ৬ফুট বৃদ্দি পাবে নিশ্চিত
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৮
মতিউর রহমান মিঠু বলেছেন: "দম দিয়ে উল্টো ঘুরিযে দেব আমার অচল ঘড়ি
মন চাইলে চলে এসো আমার সেই পুরোনো সেমিপাকা বাড়ি।। "
প্রশংসা করার মতো শব্দ খুজে পাচ্ছিনা বন্ধু,,,,