নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ভাল থেকো শিউলি আক্তার

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১২



শেষ বিকেলের আলোয় তোমাকে আর

নতুন করে নাই কিছু বলার

তুমি ভাল থেকো শিউলি আক্তার।



ভাল থেকো তুমি সকালে বিকালে

ভাল থেকো মন খারাপ হলে

ভাল থেকো ভাল থেকো, নেই যে আর

নতুন করে কিছু বলবার

তুমি ভাল থেকে শিউলি আক্তার।



বর্ষায় ভাল থেকো শিউলি, ভাল থেকো গ্রীষ্মে

তোমার ভাল থাকায় হোক লোকের হিংসে

সৃষ্টিতে ভাল থেকো তুমি, ভাল থেকে ধ্বংসে

ভালো থেকো উচ্ছিষ্টাংশে কিংবা সর্বাংশে

ভাল থেকো ভাল থেকো, নেই যে আর

নতুন করে কিছু বলার

তুমি ভাল থেকো শিউলি আক্তার।



তুমি ভাল থেকে শিউলি আক্তার আর

কিছুই নাই বলবার সূর্যাস্তের এই সন্ধ্যা বেলায়

কিই বা আছে বলার।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: জমানো ব্যাথা???

০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৩

বাকপ্রবাস বলেছেন: ...........................শিউলী তুমিও ভাল থাকো, কাজ চালিয়ে যাও।’ সিনিয়র কয়েকজন নেতা জানান, সিলেটে এবার এরশাদকে বেশ চিন্তিত মনে হয়েছে। সাড়ে ৬টায় ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে এরশাদ সিলেট ত্যাগ করেন। এরশাদ সিলেট ত্যাগের পর মহানগর মহিলা পার্টির সভানেত্রী শিউলী আক্তার জানান, ‘স্যার ভাল থাকার কথা জানিয়েছেন। একই সঙ্গে সাংগঠনিক কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেন।’

২| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৫

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ লিখেছি এরশাদ এর একটা ডায়লগ থেকে কিন্তু রাজনীতিটা কবিতায় আনা হয়নি, এরশার এর পড়ন্ত বিকেল তাই শিউলির দিকে তেমন করে চোখ ফেলেনি, শুধু বলেছে, শিউলী তুমিও ভাল থাকো, এসব উপকরন দিয়ে কবিতা করেছি

৩| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৭

বৃষ্টিধারা বলেছেন: সুন্দর তো....

০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫২

বাকপ্রবাস বলেছেন: বৃষ্টিধারা পাগলপারা ঝুমুর ঝুমুর ঝুম
বাঁধনহার ছন্নছাড়া পাগল এ মন

(আপনার আইডিটা দেখলেই যেন ছন্দ খেলা করে)

৪| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৫

মতিউর রহমান মিঠু বলেছেন: বৃষ্টি দেখছি আপনাকে দিওয়ানা করে ফেলছে জনাব....

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৩

বাকপ্রবাস বলেছেন: হা হা হা কারন হলো আমি এখানে নিয়মিত ছিলামনা, ইদানিঙ লিখছি নিয়মিত, বৃষ্টি আপু দেখছি কমেন্ট করছে একমাত্র, আমার স্বভাটাই হল ছন্দ দিয়ে কমেন্ট দেয়া, সেভাবে বৃষ্টি ঝর ঝর ঝর

৫| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৯

মতিউর রহমান মিঠু বলেছেন: স্বভাবটা কিন্তু মন্দ নয় বন্ধু। এখন মন্তব্য কারার জন্য আমিও আছি, আশাকরি প্রতি পোষ্টে মন্তব্যের ঘরে অধম মিঠুকে পাবেন।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:০৫

বাকপ্রবাস বলেছেন: তাহলে ছড়া ফ্রি ইনশাহআল্লাহ

৬| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:২০

মতিউর রহমান মিঠু বলেছেন: ফ্রি...তবে আমি ভাগ্যবান। ইনশাহআল্লাহ্

০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:২৬

বাকপ্রবাস বলেছেন: শিউলির মতো ভাল থাকবেন

৭| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:৪৬

মতিউর রহমান মিঠু বলেছেন: আপনিও ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.