নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

জোলেখার প্রেম বুক পকেটে

০৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৮





দুই বছরের প্রেম আমাদের

দুই মিনিটে ছাড়লি

জোলেখা তুই কেমন করে পারলি !



বুকের পাশে দেখলি পকেট

অসময়ে চাইলি লকেট

একটু ধৈর্য্য ধরতে বলা

ভাবলি তুই ছলা কলা

দুই বছরের প্রেম আমাদের

দুই মিনিটে ছাড়লি।

জোলেখা তুই কেমন করে পারলি !



রাখলিনা আর বুকের খবর

ঢুকলিনা আর বুকের ভেতর

তোর জন্য ভীষণ কাতর

করছে কেমন ধুপর ধাপর।

কি করে তুই পারলি

ছোট্ট একটা বায়না ধরে

অন্যের হাত ধরলি।

দুই বছরের প্রেম আমাদের

দুই মিনিটে ছাড়লি।।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৮

বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগলো । :D

০৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫২

বাকপ্রবাস বলেছেন: মেঘ বলেছে আসবো তোর কাছে
বৃষ্টি হয়ে ঝড়ে
বৃষ্টি বলেছে যাব তোর কাছে
রাখবি নাকি ধরে!

২| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: দুঃখ জনক । :(

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:০২

বাকপ্রবাস বলেছেন: ডিজিটাল প্রেমতো তাই
ক্ষণে আসে আবার ক্ষণেই হারায়

৩| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন: :) :)

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৪

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন
যদিও জোলেখার চলে যাওয়াটা
অশোভন

৪| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১১

এম এ কাশেম বলেছেন: যে গেছে গেছে
যেতে দেন তাকে
চিন্তা করে লাভ নাই রে ভাই,

বিচিত্র দুনিয়া।

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৫

বাকপ্রবাস বলেছেন: চিন্তা কি করতে চাই
তবু্ও সে এসে যায়
চাইলে কি আর পারা যায়?
চিন্তা আরো চিন্তা আনতে চায়

৫| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৩১

মতিউর রহমান মিঠু বলেছেন: জোলেখা কাব্য জটিল লাখলো বস। তবে এটা-
" মেঘ বলেছে আসবো তোর কাছে
বৃষ্টি হয়ে ঝড়ে
বৃষ্টি বলেছে যাব তোর কাছে
রাখবি নাকি ধরে!"

মানে "মন্তব্য কাব্য" এক কথায় অসাধারন ...

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৪

বাকপ্রবাস বলেছেন: জানিনা আপুটার নিক নেমটাই অমন আপুটা কমেন্ট দিলেই বৃষ্টি ঝরে যেন আমার প্রতি মন্তব্যে

৬| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৫

মতিউর রহমান মিঠু বলেছেন: জানার দরকার নেই, বৃষ্টি ঝরতে দিন অবিরত। যে বৃষ্টি মঙ্গলময় সে বৃষ্টি ঝরুক এই কামনা করি।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:০৪

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.