নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

পালাবি কোথায়!

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৪

ইলেষ্টিক টেনে ধরে ছেড়ে দিলে আবার

নিজের কাছেই ফিরে এসে করে যেমন প্রহার

তেমনি টেনে ধরে ছেড়ে দেব তোকে

দেখি এবার আসো নাকি আমার এ বুকে।



প্লাষ্টিক গলে যায় লাগে যখন আগুন

মনটা দোলে যায় আসে যখন ফাগুন

তেমনি উষ্ণতায় ছুয়ে দেব তোকে

দেখে নেব কে এবার নিজেকে রুখে।



আলু যেমন সিদ্ধ করে বানাতে হয় ভর্তা

চিতলের কাটা তুলে বানায় যেমন কোপতা

তেমনি দুমড়ে মুচড়ে লেপে তোষকে

আমার মতো রাখবে বল কে আর তোকে।



তাই আমি ধরে তোকে ছেড়ে দেব আবার

আমাকে হারিয়ে তুই কেবলই আঁধার

মায়াবি টান এক টেনে যাবে তোকে

লোহা যেমন ছুটে আসে চুম্বকের ডাকে।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩১

এম এ কাশেম বলেছেন: ভালবাসার প্রতিশোধ যেন..................

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৮

বাকপ্রবাস বলেছেন: হা হা হা ধন্যবাদ এম এ কাশেম ভাই, লিখে নিজেই হাসলাম অনেক্ষণ

২| ০৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৩

বোধহীন স্বপ্ন বলেছেন: উপমাগুলান বড়ই অদ্ভূত!! এরকমও যে হইতে পারে জানা ছিল না।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৪

বাকপ্রবাস বলেছেন: লিখে নিজের কাছেই হাসি পেল বউ এর জন্য লিখেছিলাম, গতকাল দিযেছি ব্লগে দেবার আগে

৩| ০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৭

জুন বলেছেন: ভালোলাগলো কবিতায় ভয়ংকর ভালোবাসা :)
তাই আমি ধরে তোকে ছাড়ব আবার
আমাকে হারিয়ে তুই দেখবি শুধু আঁধার

+

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৩

বাকপ্রবাস বলেছেন: একদম মাখা মাখা হা হা হা ধন্যবাদ জুন জুলাই এপ্রিম বারমাস

৪| ০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩

বৃষ্টিধারা বলেছেন: সুন্দর....

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৪

বাকপ্রবাস বলেছেন: উমামার আম্মু মানে বউকে নিয়ে লিখেছি এটা, পোষ্ট করার আগে গতকাল গিফ্ট করেছি

৫| ০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মুগ্ধপাঠ!

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৫

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায় আপনাকে

৬| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৯

আব্দুল মােজদ বলেছেন: ভালবাসার এক চরম সুন্দর প্রতিশোধ। যা শুধু দূর হতে কাছেই টেনে আনে।

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৬

বাকপ্রবাস বলেছেন: প্রিন্ট করে ভাবির জন্য নিযে যেতে পারেন

৭| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪২

সুমন কর বলেছেন: ভাল লাগল।

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৭

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন সুমন কর ভাই

৮| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৪

কোবিদ বলেছেন:

আলু যেমন সিদ্ধ করে বানাতে হয় ভর্তা
চিতলের কাটা তুলে বানায় যেমন কোপতা
তেমনি দুমড়ে মুচড়ে লেপে তোষকে
আমার মতো রাখবে বল কে আর তোকে।
:P :P

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৯

বাকপ্রবাস বলেছেন: কাচামরিচ ষরিষার তেল পোড়া মরিচও থাকবে আলুভর্তায় হুমমমম , ধন্যবাদ রইল

৯| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপনার কাছ থেকে পালানো খুব দুরহ ব্যাপার।

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:২০

বাকপ্রবাস বলেছেন: যেতে দিলেতো............ধন্যবাদ জানবেন রথি ভাই

১০| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৩

এহসান সাবির বলেছেন: আহ্....!!

দারুন!

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:২০

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন

১১| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৪

টুম্পা মনি বলেছেন: সুন্দর লিখেছেন। শুভেচ্ছা।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:২৯

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি
একটা গান গাওতো শুনি

১২| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি। পালাবি কোথায়। এ নামে সুপ্রিয় অভিনেতা হুমায়ূন ফরীদির একটা সিনেমা ছিল।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:২৯

বাকপ্রবাস বলেছেন: বেচারা নিজেই পালিয়ে গেলেন

১৩| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:২৫

মতিউর রহমান মিঠু বলেছেন: হাসির কিছু নেই কবি। দারুন লিখেছেন, আমার বেশ ভাল লেগেছে জনাব। অনেক ধন্যবাদ।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৩০

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ মিঠু ভাই, শ্রদ্ধা আর সালাম রইল

১৪| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৭

মতিউর রহমান মিঠু বলেছেন: শ্রদ্ধা ও সালাম দুটোই আনন্দ চিত্তে গ্রহন করলাম বন্ধু। আপনার অনেকগুলো কাব্য পড়ে আসলাম এবং পড়ে মুগ্ধ হলাম কবি। আমি আপনার ভক্ত হয়ে গেলাম কবি।

আজ এই Click This Link অখাদ্য পোষ্ট করলাম, যদি সম্ভব হয় আসবেন আমার বাড়ীতে।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৮

বাকপ্রবাস বলেছেন: আপনার বাড়িতে যাবার জন্য আর নিমন্ত্রণ লাগবেনা নিজ থেকে গিযে পাটি বিছিযে একসাথে খেয়ে নেব, তরকারি যাই থাক ওসবে আমার কিছু যায় আসেনা জোর করে ডাইনিং এ না বসালেই হল

১৫| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩০

ক্লান্ত তীর্থ বলেছেন: ভালো লেগেছে!

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩১

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ আপনাকে, ক্লান্তি সেরে আবার তীর্থ যাত্রা শুভ হোক

১৬| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৭

বেলা শেষে বলেছেন: আমাকে হারিয়ে তুই দেখবি শুধু আঁধার
মায়াবি টান এক নিয়ত টেনে যাবে তোকে
লোহা যেমন ছুটে যায় চুম্বকের ডাকে।
Sensible, beautiful , right.

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭

বাকপ্রবাস বলেছেন: বেলা শেষে ফিরে এসে
আবার যখন
নিয়তিকে ভাল বেসে
হবি আনমন
আমি কিন্তু ভালবেসে
তোকে তখন
নিয়ে যাব দূরদেশে
দূর গগন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.