নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ব্যাকরণ বইটা একটু সামলাইয়া রাখা আবশ্যক হইয়া পড়িয়াছে

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৭

ব্যাকরণ বই থেইকা লিংগ চ্যাপ্টার বাদ দেয়টা যে কি পরিমাণ আবশ্যক হইয়া পড়িল তাহা পরীক্ষার এই খাতাই যথেষ্ট বলিয়া মনে করিতেছি নচেত কোন একদিন শুনিতে পারিব রহমান কাকুর শান্তশিষ্ট ছেলেটার লিংগ কাটিয়া আনিয়া বলিবে ইহাকে বলে পুরুষ লিঙ্গ, চক্ষু মুদিয়া সেই দৃশ্য এখনই দেখিতে পারিতেছি, খাতা খানা জনৈক ফারুক মৃধার ফেইসবুক থেকে ধার করা হইয়াছে তাহাকে ধন্যবাদ না জানাইলে কার্পন্য করা হইবে বলে মনে করি, আসুন আমরা লিঙ্গ সচেতন হই, আমরা লিঙ্গ সামলিয়ে চলি তাতে দেশ এগিয়ে যাবে কোন সন্দেহ নাই



পাঠকের সুবিধার্তে মূদ্রাক্ষরে প্রমিত বাংলা ভাষায় লিখিয়া প্রকাশ করা হইল



প্রশ্ন আউট হইবার ভয়ে প্রকাশ করিলামনা, বাংলা একাদেমির নিষধাজ্ঞা আছে, শুধুই উত্তপত্র লিখিতে বাধ্য হইলাম



ঙ) এক বা একাধিক শব্দকে লিঙ্গ বলে



লিঙ্গ চার প্রকার যথা ১) পুরুষ লিঙ্গ ২) স্ত্রী লিঙ্গ ৩) ক্লাব লিঙ্গ ৫) উভয় লিঙ্গ



পুরুষ লিঙ্গ : যার কোন কিছু নেই তাকে পুরুষ লিঙ্গ বলে যেমন: বাবা, দাদা, ফুফা, মাম ইত্যাদি



স্ত্রী লিঙ্গ : যার সব আছে তাকে স্ত্রী লিঙ্গ বলে যেমন মা দাদী নানী ফুফু মামী ইত্যাদি।



ক্লাব লিঙ্গ : যে একটি ছোট জিনিস তাকে ক্লিম লিঙ্গ বলে যেমন শিশু সন্তান ইত্যাদি



উভয় লিঙ্গ : যা চলাফেরা করতে পারেনা তাকে ক্লাব লিঙ্গ বলে যেমন বই খাতা ইত্যাদি

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:০২

দালাল০০৭০০৭ বলেছেন: ফেবু আহা বেশ বেশ ;)

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:০৭

বাকপ্রবাস বলেছেন: আজিকে বেশ হাসিলাম বান্দরটার খাতা পড়িয়া

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:০৭

বাকপ্রবাস বলেছেন: আজিকে বেশ হাসিলাম বান্দরটার খাতা পড়িয়া

২| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৩

সুমন কর বলেছেন: হিহিহিহিহিহি..... X( X( X( X(

ছবির মধ্যে মেজর ডালিম লেখাটি, মনে হয় কম্পিউটারে করা !

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:০৬

বাকপ্রবাস বলেছেন: উহা কোথা হইতে আসিল বোধগম্য হইলনা

৩| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ !

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:০৬

বাকপ্রবাস বলেছেন: তো.........

৪| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৮

নিমচাঁদ বলেছেন: ছাত্রটির কপাল ভালো , সে আমাদের যুগে জন্মগ্রহণ করে নাই , আমাদের সাথে আমিনা আপার ক্লাশও করে নাই , যেখানে একটা 'আ' কার না দেওয়ার অপরাধে খাটিঁ সংস্কৃত এবং বাংলার তদ্ভব মিশ্রণে ৩০ মিনিট অবিশ্রান্ত শাপ শাপান্ত শুনতে হতো ( বাবা মা সহকারে ) এবং কখনো কখনো জোড়া বেতের কমপক্ষে তিনটা অভিশাপ, বুকের উলটো পাশের প্রসস্থ স্থান কে উপহার দিতে হইতো।

বার্ষিক অভিভাবক দিবসে , কোন অভিভাবক ই প্রায়শই স্বীকার করিতেন না যে , অমুক বালক/বালিকার উনি পিতা কিংবা মাতা ।

উনার রাজত্বকালে লিংগ নিয়া এই প্রকার বৈষম্যপূর্ণ লেখা উনার হাতে পড়িলে, লেখকের আসল লিংগত্ব বজায় থাকিতো কিনা ,উহা নিয়া আমার গভীর সংশয় রহিয়াছে ।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:০৫

বাকপ্রবাস বলেছেন: আপনার নিমমিঠা পড়িয়া আমারও দম বন্ধ হইবার উপক্রম হইয়াছে, চোখে কি দেখিতেছি জানিনা তবে কানে শপাং শপাং শব্দ স্পষ্টতই শুনিতেছে আপিনা আপার কেরাত বেতের বাড়ি যেন আমার পিঠের ছাল উঠিবার উপক্রম লিংগ লইয়া এই পোষ্ট প্রকাশ করিবার কারনে, আমিনা আপা আমাকে পাইলে নিশ্চিত ব্যাকরণ বই মুখস্থ না করিয়া ছাড়িতেন বলিয়া মনে হইতেছেনা, আমার আবার মুখস্থ বিদ্যা সেই রকম

৫| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২২

হেডস্যার বলেছেন:
খিক খিক খি.... :D

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩

বাকপ্রবাস বলেছেন: এমন হাসি হাসলে
দাত যাবে পড়ে
বুঝবে মজা তখন
খাবে কি করে?

৬| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৯

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: উচিত লিখিতে যারা চিত্পাত খায়, তাহারাই শ্রেণী কক্ষে বাংলা পড়ায়। যেমন মাস্টার তেমন ছাত্র

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৫

বাকপ্রবাস বলেছেন: কি জানি বাপু, এখনতো দেখিতেছি ইংরেজী টিচার দিইয়া বাংলা পড়ানো আবশ্যক হয়ে পড়েছে

৭| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৪

অনিক০০৭ বলেছেন: ২০১৪ সালের সেরা উক্তি, " পুরুষ লিঙ্গ : যার কোন কিছু নেই তাকে পুরুষ লিঙ্গ বলে যেমন: বাবা, দাদা, ফুফা, মাম ইত্যাদি পুরুষ লিঙ্গ : যার কোন কিছু নেই তাকে পুরুষ লিঙ্গ বলে যেমন: বাবা, দাদা, ফুফা, মাম ইত্যাদি"।

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৯

বাকপ্রবাস বলেছেন: বছর শুরুর সূত্রপাত ভালই হল দেখছি

৮| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৭

মহাশুন্য বলেছেন: এক বা একাধিক শব্দকে লিঙ্গ বলে । খিক. . খিক ..

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৬

বাকপ্রবাস বলেছেন: জব্ধ করা উত্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.