নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল খুকি এনালগ ভূত

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২



তাড়াতাড়ি খেয়ে নে ভূত আসার আগে

নইলে কিন্তু ভূত এসে নিয়ে যাবে তোকে

আমিও থাকবনা যাব ফেলে রেখে

খাবারটা খেয়ে নাও দেব নাহয় বকে।



এই ভুত ফিরে যাও খুকি খাচ্ছে দেখ

কি করে খেতে হয় খুকির কাছে শেখ

এইতো একটু বাকি তারপর শেষ

ভুতটাও দেখছিনা গেছে নিরুদ্দেশ।



না আমি খাবনা ভুত এনে দাও

ভুতের সাথে খেলব আমি তুমি চলে যাও

খাবারটা রেখে দাও থাক এখানে

আমি আর ভুত মিলে খাব দুজনে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৯

উদাস কিশোর বলেছেন: হাঃ হাঃ হাঃ
অনবদ্য রচনা । চমত্‍কার

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪২

বাকপ্রবাস বলেছেন: খুকি আমার উমামা
পড়ালিখা করেনা
নাওয়া খাওয়া নাই
শুধু খেলতে চায়

২| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৫

দালাল০০৭০০৭ বলেছেন: আপনার কবিতা খানা চমৎকার এবং মন মুগ্ধকর। :)

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৬

বাকপ্রবাস বলেছেন: খুমি আমার উমামা
রাতদিন তানা না
মিটি মিটি চোখ নাড়ে
ঘুম কিন্তু যাবেনা

৩| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৯

সেলিম আনোয়ার বলেছেন: বাহবাহ। বেশ হয়েছে বেশ হয়েছে খুকি আর ভুতের বন্ধুত্ব হয়েছে।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৭

বাকপ্রবাস বলেছেন: খুকি আমার উমামা
যেন কিছুই জানেনা
কে ভেংগেছে ফুলদানি
দেখিযে দেয় ছোট মামা

৪| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর!!

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৯

বাকপ্রবাস বলেছেন: খুকি আমার উমামা
আম্মু ছাড়া বুঝেনা
এত মারে এত ধরে
শাড়ীর কাচা ছাড়বেনা

৫| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:১১

এম এ কাশেম বলেছেন: চমৎকার .........

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৩

বাকপ্রবাস বলেছেন: খুকি আমার উমামা
দুষ্টুমিতে ষোল আনা
পড়ার সময় শুয়ে থাকে
বলে পেঠ ব্যাথা না!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.