নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

লজ্জা

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৩





দেখলে আমায় তুমি

মিটি মিটি হাসো ,

বলে দিলেই পারো

অনেক ভালবাস।



নেই যে কথা মুখে

কাছে যখন আসো,

আমি কিন্ত বুঝি

কেন তুমি কাশো।



অনেক কথা শুনি

বাতাস আমায় বলে,

তুমি যখন পাশ কাটিয়ে

যাও যে আমায় ফেলে।



তোমার চুলের বেণী

বাঁধো যখন তুমি

জানি আমি জানি

মনে ভাসি আমি



মধ্য রাতে তোমার

ঘুম কেন যায় ছুটে

বলে দিলেই পারো

লজ্জাতে মুখ ঢেকে

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৮

এম এ কাশেম বলেছেন: সুন্দর.........।

লজ্বা নয়,
লজ্জা হবে।

১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৭

বাকপ্রবাস বলেছেন: আন্তরিক ধন্যবাদ লজ্জা থেকে উদ্ধার করার জন্য

২| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫২

এম এ কাশেম বলেছেন: এটা কোন লজ্জার ব্যাপার নয়,
এরকম ছোটখাট ভুল আমি বেশী করে থাকি।

১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৪

বাকপ্রবাস বলেছেন: হুম আমি অবশ্য শাব্দিক অর্থে ব্যাবহার করেছি শব্দটা, তবে আমার বানান ভুলের ব্যাপারটা অনেকেই ধরিয়ে দেয়, হয়তো লিকা কিছুটা ভাল লাগে তাই এতে আমার উপাকরই হয়, বানান ভুলের লিখা যতই ভাল হোক কিছুটা মলিন দেখায়

৩| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৫

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: সুন্দর

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫০

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন

৪| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মধ্য রাতে তোমার
ঘুম কেন যায় ছুটে
বলে দিলেই পারো

লজ্জাতে মুখ ঢেকে

রোমান্টিক কবিতায় মুগ্ধতা !

ভালো থাকুন ।

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫১

বাকপ্রবাস বলেছেন: ধন্যবদা জানবেন স্বপ্নচারী গ্রানমা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.