নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

আজ দু'জনার দুটি পথ দু'টি দিকে গেছে বেঁকে.........(পর্ব-৫)

১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩১





আগর পর্ব (৪)



তারপর সপ্তাহ খানেক অফিস কাজে ডুবে ছিল শাকিল, সুমাইয়ার কথা একেবারে মনে পড়েনি তা কিন্তু না, বড় ভাইয়াকে যেহেতু কথা দিয়েছে যোগাযোগ করা হবেনা আর শাকিল যেহেতু নিজ থেকে নক করবেনা বলে আগে থেকেই পণ করেছিল তাই বিষয়টা নিয়ে আর ভাবতে চায়না সে, কিন্তু সবকিছু গোলমাল হয়ে গেল সুমাইয়া যখন নক করে বসল



সুমাইয়া: আপনার প্রবলেমটা কি!

শাকিল: কেন কি হয়েছে



সুমাইয়া: মেসেজ্ঞার আইডি খুলে বসে থাকেন নক করেননা কেন?

শাকিল: কি হবে নক করে?



সুমাইয়া: সব কাজে কি লাভলোকসান থাকতে হবে এমন কোন কথা আছে?

শাকিল: তা নেই, তবে আমি মনে হয় আপনার প্রতি দূর্বল হয়ে পড়ছি তাই চেষ্টা করছি একটু সামলিয়ে চলতে



সুমাইয়া: কিন্তু আমার যে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে

শাকিল: কেন ? ঝগড়া চলছে নাকি?



সুমাইয়া: ঝগড়া! কার সাথে আবার ঝগড়া হবে!

শাকিল: জানিনা তবে আন্তাজ করে বলতে পারি



সুমাইয়া: বলুনতো শুনি

শাকিল: আসলে আমি একটু কল্প প্রবণ, এইযে আপনার সাথে আমার পরিচয় হল, কথা হল, কিন্তু আপনি আমার সম্পর্কে কি জানেন আমি জানিনা তবে আমি কিছুই জানিনা আপনার সম্পর্কে, এই কিছুদিনের পরিচয়ে আপনার সম্পর্কে আমি মনে মনে ভেবে নিয়েছি, আবার ওই ভাবনা যে সত্য হবে এমন না, ওটা আমার নিজের জন্যই ভাবা, আমার ভাল লাগে, কোন একটা বিষয়কে একটা ভাবনার কাঠামোর মধ্যে ফেলে মনোজগতে একটা অবয়ব দাঁড় করিয়ে কল্পনার একটা রাজ্যে ঘুরপাক খাওয়া



সুমাইয়া: বলুন না শুনি আমার সম্পর্কে আপনি কি ভেবেছেন, জানতে ইচ্ছে করছে

শাকিল: আচ্ছা বলছি, তবে আমি আবারও বলে রাখছি যে, এটা একান্তই আমার মনোগত ব্যাপার যেটার সাথে বাস্তবিক জীবন যাপনের কোন সম্পর্ক নেই, আমার ধারণা কারো সাথে আপনার প্রেমের একটা সম্পর্ক আছে, আপনার বাসায় আপনাকে বিয়ের জন্যা চাপাচাপি করছে, এদিকে ওই ছেলে আপনার কাছে কিছু সময় চেয়েছে, ওই সময়টা পর্যন্ত আপনি আপনার বাসায় বলতে পারছেননা যে আপনার পছন্দের লোক আছে, আর তাই আপনি আপানার ফ্যামিলি থেকে আসা প্রস্তাবগুলো ঝুলিয়ে রেখে সেই সময়টা পার করতে চাচ্ছেন....ব্লা ব্লা ব্লা ব্লা............



সুমাইয়া: আপনার চিন্তার প্রশংসা না করে পারছিনা

শাকিল: কেন মিলে গেল নাকি কল্পনা আর বাস্তাবে!!



সুমাইয়া: মিলেনি তবে এটা বুঝতে পারছি প্রেম সম্পর্কে আপনার অভিজ্ঞতার ভান্ডার বিশাল, আচ্ছা আপনার সম্পর্কে বলুনতো, প্রেম করেছেন কখনো? কিংবা এখনো করছেন এমন কোন ঘটনা আছে?



শাকিল: ধূর বাদ দিন এই প্রসংগ, আজকে আপনার পুষির সম্পর্কে বলুন, সেই দিন বলছিলেন পুষির কি এক বিরাট হিষ্ট্রি আছে



সুমাইয়া: আজ না , আমার অফিস ছুটির সময় হল, আগামীকাল হবে, আজ রাখি, বাই, টেক কেয়ার, বি গাধা এন্ড সো এন্ড সো :P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P



শাকিল: আল্লাহ হাফেজ





একটা চুম্বকিয় আকর্ষণ বিকর্ষণে শাকিল সুমাইয়ার জার্নি বাই মেসেজ্ঞার হটমেইল চলতে থাকল, যদিও সেটা রেল লাইনের সমান্তরাল পথের মতো নয়, শাকিল যেন পথ পানে চেয়ে থাকে আর সুমাইয়া দক্ষিণা হাওয়ার মতো একটা দোল দিয়ে যায়।



সুমাইয়া: আচ্ছা আমাকে আপনার ভাল লাগেনা?

শাকিল: হুম লাগে খুব, শরতের রৌদ্রের মতো, কাশফুলের দোলার মতো, ঘাসফুলের রং এর মতো, হারিয়ে যাওয়া সিকিটা খুঁজে পাওয়ার আনন্দের মতো.....



সুমাইয়া: একটা রিকোয়েষ্ট করব?

শাকিল: করতে পারেন



সুমাইয়া: রাখবেনতো?

শাকিল: না শুনে কি করে বলি রাখব কি রাখবনা



সুমাইয়া: না শুনেই বলতে হবে আপনি রাখবেন, তারপর আমি বলব কথাটা

শাকিল: ঠিক আছে রাখবনা তবুও বলুন



সুমাইয়া: শুনেন, আমি কবিতা বুঝিওনা পড়িওনা, আমাকে দয়া করে এসব কবিতা টবিতা লিখবেননা

শাকিল: আচ্ছা ঠিক আছে, কবিতা হবেনা, আজ শুধু গল্প হবে, পুষির গল্প, আপনি শুরু করেন আমি চুপ করলাম



সুমাইয়া: পারবনা মুড খারাপ

শাকিল: ঠিক আছে আমি চা বানিয়ে আনছি, চা হবে এককাপ, চিনি দুই চা চামচ, আমরা দুইজনে মিলে খাব, একবার আপনি চুমুক দেবেন আর একবার আমি দেব, সাথে কিছু লাগবে? এই যেমন বেলা বিস্কিট বা মুড়ি......



সুমাইয়া: চিনি দুই চামচে হবেনা, তিন চামচ লাগবে, আপনার মতো তিতা মানুষের হাতের চা দুই চামচে মিষ্টি হবেনা....

শাকিল: জো হুকুম মহারাণী, এই নিন:-/



চলবে ..........



পরের পর্ব (৬)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৬

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল মাহমুদুর রহমান সুজন ভাই

২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৮

ঘাসফুল বলেছেন: গল্পের নামটাই কেমন মন খারাপ করা :(
তবে, সবগুলো পর্ব পড়লাম... দারুন লাগছে ... পরবর্তী পর্বের অপেক্ষায় :)

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৭

বাকপ্রবাস বলেছেন: উৎসাহ পেলাম এতদূর পর্যন্ত পাঠক ধরে রাখা সেটা অনেক বড় কপাল আমার কাছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.