নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোনো সেই চাইনিজ মোবাইলটা আজও সার্ভিস দিয়ে যাচ্ছে
যুগের সাথে তাল মেলানো নতুন একটা কেনা হয়না আর
কারনটা অবশ্য অভাবের নয়, স্বভাবের বলা চলে
মোবাইলের ব্যাবহার নেই আমার কাছে খুব একটা
কল আসেনা মাসের পর মাস তোমার কিছু মিস্ড কল ছাড়া
আর কিছু মেসেজ আদান প্রদান, আমার কিছু কাব্য
ইদানিং খুব ঝামেলায় পড়ে গেলাম, ইনবক্সে কুলোচ্ছেনা জায়গা
নতুন মেসেজ আসলে মুছে দিত হচ্ছে পুরোনো একটা
বেছে বেছে কিছু মুছেও দেয়া গেল কিন্তু মন চায়না
কেন যেন ধরে রাখতে ইচ্ছে করে কিছু কথা, কিছু স্মৃতি
“ কি করছেন? নিশ্চয় না ঘুমিয়ে মধ্যরাতে লিখালিখি করছেন ব্লগে,
সত্য কথা সবার সাথে বললেও আমার সাথে মিথ্যাটাই বলবেন জানি,”
কিংবা তোমার যখন খুব কথা বলতে ইচ্ছে করবে তখন ইনবক্সে চলে আসে
“ মোবাইলে ফোন করেননা আজকাল, ভুলে যাবেনতো না করলে,
একবার ফোন করে দেখেন কেমন লাগে,” অনলাইন মেসেঞ্জারে না পেয়ে
চলে আসে এসএমএস“ অন লাইনে নেই কেন? কেন? কেন?”
এসব কি মুছা যায়! না ইনবক্স থেকে, না হৃদয় থেকে...
১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
বাকপ্রবাস বলেছেন: হুম
২| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৯
বেলা শেষে বলেছেন: পুরোনো সেই চাইনিজ মোবাইলটা আজও সার্ভিস দিয়ে যাচ্ছে
Good , Service is running on....
১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
বাকপ্রবাস বলেছেন: নষ্ট হচ্ছেই না
বদলানোও যাচ্ছেনা
কেউতো নিচ্ছেনা
তাই দেয়া যাচ্ছেনা
ভাল একটা জিনিস
ফেলতেও পারছিনা
তাই একটা নতুনা
কেনাও হচ্ছেনা
ওদিকে আবার
মেসেজও ঢূকছেনা
৩| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৩
সাজিদ উল হক আবির বলেছেন: সুন্দর লাগলো, কাব্যিকতা মাখানো পংতিগুলো।
১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন সাজিদ উল হক আবির ভাই
৪| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৯
বটবৃক্ষ~ বলেছেন:
বাহ!! আপনার কবিতা গুল খুব অন্যরকম তো!!
মায়ামাখা!!
দারুন লিখলেন! আর শিরোনাম টাই বেশি ভাললাগলো!
১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫০
বাকপ্রবাস বলেছেন: আজব ব্যাপার, মোবইল প্রবলেম শুরু করছে, কথা শোনা যাচ্ছেনা থেকে থেকে, কবিতা লিখাটাই কাল হল
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৩
আব্দুল মােজদ বলেছেন: হুম ভাই সবকিছুই থাকে ইনবক্সে।